নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে বইমেলা! (ছবিব্লগ)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৪



সারাদেশে মহাসমারোহে চলছে প্রাণের মেলা 'অমর একুশে বইমেলা'! দেশে থাকাকালীন প্রতিবারই বেশ কয়েকবার যাওয়া হত বইমেলায় আর সংগ্রহ করা হত প্রিয় সব বই। এখন চাইলেও তা সম্ভব হয়না। দূরদেশে বসে বইমেলার জন্য মন যে কেমন করে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।
যাই হোক, এই ভাষার মাসে, বইমেলার মাসে আমিও হাজির হয়েছি সবার সাথে প্রবাসের বইমেলার অভিজ্ঞতা শেয়ার করতে। 
মূল জেদ্দা শহর থেকে ৪২ কি.মি. দূরে দক্ষিন অভোর সমুদ্র সৈকতে ১০ দিনব্যাপী আয়োজিত  হয় 'তৃতীয় আন্তর্জাতিক বইমেলা'। মেলায় অংশগ্রহণ করেছে ৪২ টি দেশের ৫০০ এর বেশী প্রকাশনা সংস্থা। উপস্থিত ছিলেন ২০০ এর বেশী লেখক। মেলায় চিত্রকর্ম প্রদর্শন এবং আলোচনা সভারও আয়োজন করা হয়। বাংলাদেশ থেকে বইমেলায় প্রথমবারের মত বাংলাদেশের ছয়টি সরকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হল বাংলা একাডেমী, শিশু একাডেমী, নজরুল ইন্সটিটিউট, ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় গ্রন্থকেন্দ্র ও চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর।


১। মূল মেলা প্রাঙ্গণের বাইরে অংশগ্রহণকারী বেশ কিছু দেশের পতাকা উত্তোলন করা হয়েছে।


২। মূল মেলা প্রাঙ্গণের চিত্র।


৩। হৃদয়ে বাংলাদেশ! 


৪। বাংলাদেশ থেকে আগত প্রকাশনার স্টল। সকাল হওয়ায় তখনো বাংলাদেশের স্টলে বই সাজানো হয়নি। তাদের কোন প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলনা। তাদের সাথে যোগাযোগ করা হলে জানিয়েছে তারা বিকেলে বই প্রদর্শন করবে এবং পরদিন বাংলাদেশ কনস্যুলেটেও বইমেলা হবে। কেউ চাইলে সেখান থেকেও বই সংগ্রহ করতে পারে।  তবে আমার মনে হয়েছে অন্য সবার মত তাদেরও সকালেই বইগুলো স্টলে সাজিয়ে রাখা উচিৎ ছিল। কারণ সেসময়েই মেলায় যথেষ্ট লোক সমাগম ছিল। আমাদের দেশের ভাবমূর্তির একটা ব্যাপার!


৫। এ সুযোগে বইমেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত হতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের শিক্ষা সফরে নিয়ে আসা হয়েছে।


৬। সুসজ্জিত একটি বইয়ের স্টল।


৭। আল-কুরআনসহ বিভিন্ন ধরনের ইসলামী বইয়ের স্টল।


৮। আরেকটি সুশোভিত বইয়ের স্টল। মেলার বেশিরভাগ স্টলই এমন চিত্তাকর্ষক ডিজাইন করা ছিল।


৯। ছোট্টসোনাদের জন্য বিভিন্ন ধরনের শিশুতোষ বইয়ের সমারোহ।


১০। পাশাপাশি ছিল ছোটদের জন্য শিক্ষামূলক খেলনা এবং পুতুলের সমাহার।


১১। মেলার বইয়ের তথ্য অনুসন্ধানের জন্য ক্রেতাদের সুবিধার্থে কিছুক্ষন পরপর এমন অনলাইন বুথ দেয়া।


১২। একপাশে সার দেয়া তথ্য কেন্দ্র।


১৩। 'Promoting Peace in Muslim Societies........'


১৪। মেলায় আগত বইপ্রেমী বই উল্টেপাল্টে দেখছে।

১৫। 'Reading is another life we live!'


১৬। আরবদেশের খবরের কাগজের স্টল। ওদের ডেকোরেশনও খুব ভালো লেগেছে!


১৭। চিত্রকর্ম প্রদর্শনী: সৌদি আরবের পতাকা।


১৮। মূল প্রাঙ্গণ থেকে বের হলে একপাশে সারি দেয়া খাবার স্টল আর খাবার জন্য টেবিল চেয়ার পাতা।


১৯।এমন রং বেরঙের ছোট ছোট ফুলের সমারোহে মেলা প্রাঙ্গণের বাইরের দিক সাজানো।


২০। যেহেতু সাগরপাড়েই মেলার আয়োজন, মেলা থেকে বের হয়ে সাগরের কোল ঘেঁসে একটু বেড়িয়ে আসা।


২১। বিদায় বইমেলা!

মন্তব্য ৬৯ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৪

জাহিদ অনিক বলেছেন:

বাহ আপু ! চমৎকার প্রবাস বই মেলা পোষ্ট
বাংলাদেশের বই মেলা যদি এমন হত !!!!!!!!!
বাংলাদেশে সাজিয়ে গুছিয়ে হয় বানিজ্যমেলা ! বইমেলা হয় হযবরল !


খুব সুন্দর হয়েছে পোষ্ট ! দেখতে দেয়ার সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ। ঢাকার বই মেলাও একদিন এমন সুন্দর হবে এই কামনায় প্রিয়তে রাখলাম !

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

উম্মে সায়মা বলেছেন: আমিও আশা করি একসময় আমাদের বইমেলাও এমন সাজানো গোছানো হবে :)
তবে কি জানো, এই হযবরল বইমেলাই অনেক মিস করি!

প্রথম প্লাস, প্রথম মন্তব্য এবং প্রথম প্রিয়! সবকিছুতে প্রথম হওয়ায় অনেক অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা জেনো।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: তাহলে মেলায় গিয়েছিলেন? ছবিগুলো বেশ সুন্দর উঠেছে। চাকচিক্যময় মেলার ফটো সেশন বেশ চমৎকার। আপরা পরিশ্রমও সার্থক। আবারো ধন্যবাদ প্রবাসকে তোলে ধরার জন্য।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৪৯

উম্মে সায়মা বলেছেন: আপনি গিয়েছিলেন সুজন ভাই?
আন্তরিক ধন্যবাদ জানবেন। একটা ছবিব্লগ করব ভেবেই ছবি তুলেছিলাম। দিতে একটু দেরী হয়ে গেল আর কী।
ভালো আছেন আশা করি।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩০

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !! শেয়ার করার জন্য ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫১

উম্মে সায়মা বলেছেন: এতবড় ছবি পোস্ট ধৈর্য্যসহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ সুমনদা।
শুভেচ্ছা জানবেন।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৪

মনিরা সুলতানা বলেছেন: ওরে !!!
এলাহী কান্ড দেখছি !!!!
চমৎকার !!!
খুব ইচ্ছে করছে জাহিদের মন্তব্য কপি পেষ্ট করে ; প্রথম হবার হ্যাটট্রিক করি।

চমৎকার শেয়ারের জন্য ধন্যবাদ সায়মা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৯

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ আপু। এলাহী কান্ডই। আর এত বড় এলাকাজুড়ে যে দেখেই শেষ করা যায়না!

প্রথম হবার হ্যাটট্রিক করি।
হাহাহা আপু। আপনি পোস্ট দেখেছেন এবং মন্তব্য করেছেন এতেই আমি অনেক খুশি হয়েছি। আর হ্যাট্রিক করার প্রয়োজন নেই :)
আন্তরিক ধন্যবাদ আপু!

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০১

মাআইপা বলেছেন: চমৎকার এবং অসাধারণ হয়েছে ছবিব্লগ।
কষ্ট করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১২

উম্মে সায়মা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পোস্টটি দেখা এবং মন্তব্যের জন্য।
আমার ব্লগে আপনাকে স্বাগতম!

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব ভালো লাগলো দেশের বাহিরে বই মেলার সাথে পরিচিত হয়ে। ছবিগুলোও সুন্দর তুলেছেন আপু।

বাংলাদেশি লেখকদের বই কেমন চলছে বা চলছে কিনা কিছু বুঝলাম না। জানতে পারলে ভালো লাগতো আরো।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২২

উম্মে সায়মা বলেছেন: বাংলাদেশি বই বলতে কেবল কয়েকটা সরকারী প্রতিষ্ঠান এসেছে। আর পোস্টে বলেছি, আমি যখন গিয়েছি তখন স্টলে তেমন বই ছিলনা আর প্রতিনিধিও ছিলনা। তাই হালচাল কিছুই বুঝতে পারিনি। আশা করি পরবর্তীতে আরো বেশী প্রকাশনী আসবে।
ধন্যবাদ নয়ন ভাই।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে+++



বিস্তারিত পড়তে পরে আসব.......

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
ঠিক আছে। পরে এসে পড়বেন। :)

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:

জাঁকালো ব্যাপার!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪৭

উম্মে সায়মা বলেছেন: একদম!
ধন্যবাদ ডানা ভাই.....

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫০

সৈয়দ ইসলাম বলেছেন: চমৎকার তাদের শৈল্পিক কাজগুলো। ভালো লাগলো। ধন্যবাদ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

উম্মে সায়মা বলেছেন: আমারও খুব ভালো লেগেছিল!
ধন্যবাদ সৈয়দ ইসলাম ভাই......

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৪

শফিউল আলম চৌধূরী বলেছেন: নেক্সট টাইম বই মেলা হইলে আগে থেকে একটু খরব দিয়েন। ঘুরে আসবো ইন শা আল্লাহ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯

উম্মে সায়মা বলেছেন: আপনি কি সৌদি থাকেন নাকি ভাইয়া? আচ্ছা ঠিক আছে পরের বার খবর দেব...... বেঁচে থাকলে :)

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৪৪

মলাসইলমুইনা বলেছেন: ভালো লাগলো ফটো ব্লগ | সুন্দর | কবিতার বইতো হুহু করে বিক্রি হয়ে যাবার কথা | কবিতার বই কিনে সাগর পাড়ে দাঁড়িয়ে প্রেম বিরহের কবিতা পড়া খারাপ না ! চমৎকার ব্লগের মধ্যে একটাই খারাপ লাগা তাহলো আমাদের দূতাবাসের কাজ কর্ম | কারা যে বিদেশে আমাদের দূতাবাসের কাজকর্ম চালায় ! বইমেলায় স্টল আছে দেশের আর বই নেই ! আশ্চর্য !! সুন্দর ফটো ব্লগের জন্য অনেক ধন্যবাদ নেবেন |

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৪

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আসলে এখানে দূতাবাসের কিছু করার ছিলনা। তারা জড়িত ছিল না। এটা পুরোটাই সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব ছিল। তাদের অবহেলা। অনেকেই এ নিয়ে কথা বলছিল। আমারও খুব খারাপ লেগেছে।

ভালো থাকবেন :)

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০১

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ লাগলো আপুনি, দেখে মনে হল খুবই পরিচ্ছন্ন পরিপাটি আয়োজন, শেয়ার করার জন্য ধন্যবাদ।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:০৬

উম্মে সায়মা বলেছেন: হুম ভাই। খুব সাজানো গোছানো ছিল।
আপনাকেও ধন্যবাদ ছবি ব্লগ থেকে ঘুরে যাবার জন্য :)

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কী চমৎকার আয়োজন। দেখলেই চোখ জুড়িয়ে যায়। বইয়ের মতো জ্ঞানভাণ্ডারের মেলার আয়োজন এমন নান্দনিক হওয়াই উচিৎ। আপনার কল্যানে সৌদি আরবের এমন উদ্যোগ দেখে খুব ভালো লাগলো।

৩ নং ছবিতে (হৃদয়ে বাংলাদেশ) বাংলাদেশের পতাকার রঙ সঠিক না হওয়ায় কষ্ট পেলাম।


ধন্যবাদ বোন উম্মে সায়মা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১২

উম্মে সায়মা বলেছেন: আপনাকে আমার ব্লগে পেয়ে খুব ভালো লাগছে হেনা ভাই। অসংখ্য ধন্যবাদ জানবেন।

রঙ সঠিক না হওয়ায় কষ্ট পেলাম।
দুঃখিত! আসলে পতাকার রং ঠিকই ছিল। লাইটিং এবং ক্যামেরার মানের কারণে ছবিতে রং বদলে গেছে!

ভালো থাকুন।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

মোস্তফা সোহেল বলেছেন: সায়মাপু,ছবি গুলো খুব ভাল লেগেছে।
এত সুন্দর পরিচ্ছন্ন বই মেলার কথা হয়তো আমরা কল্পনাও করতে পারি না।তবে এটা ঠিক আমাদের এই ধুলিমাখা বই মেলাই আমাদের প্রানের মেলা।
এর মাঝে যে আনন্দ আমরা খুঁজে পাব তা অন্য কোথাও গেলে পাবনা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৭

উম্মে সায়মা বলেছেন: এই ধুলিমাখা বই মেলাই আমাদের প্রানের মেলা।
ঠিক সোহেল ভাই। এ কথাটাই জাহিদ অনিককে বলছিলাম। এমন এলোমেলো ধুলাবালির মেলাই অনেক মিস করি।

ধন্যবাদ জানবেন :)

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: ওদের বইমেলায় লোকজন এত কম!!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২০

উম্মে সায়মা বলেছেন: এত কম লোক ও ছিলনা রাজীব নূর ভাই। আমি ইচ্ছে করে লোক এড়িয়ে ছবি তুলেছি যেন জায়গাটা ভালোভাবে দেখা যায়। তবে আমাদের দেশের তুলনায় তো অবশ্যই কম। এদেশে তো এমনিতেই জনসংখ্যা কম। তাই এটাই স্বাভাবিক।
ধন্যবাদ।

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ আয়োজন। তবে বইগুলোকে ডিসপ্লে করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার যে ঘাটতি, খারাপ লাগল

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২২

উম্মে সায়মা বলেছেন: আমারও ব্যাপারটা ভালো লাগেনি শুভ্র। বহিঃর্বিশ্বে আমাদের দেশের ইমেজ তুলে ধরার একটা ব্যাপার ছিল।
ধন্যবাদ রইল।

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

সামিয়া বলেছেন: চমৎকার পোস্ট।
ভালোলাগা নিরন্তর।।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২২

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু।
ভালো থাকবেন।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২

তারেক ফাহিম বলেছেন: চমৎকার প্রবাস বই মেলা পোষ্ট ++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ তারেক ফাহিম ভাই.....

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: কত পরিপাটি বই মেলা। কবে যে আমাদের দেশে এরকম সুন্দর পরিবেশে মেলা হবে কে জানে ?

ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৬

উম্মে সায়মা বলেছেন: আশা করতে তো সমস্যা নেই যে আমাদের দেশেও একদিন এমন পরিপাটি হবে :)
ধন্যবাদ আপনাকেও!

২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৭

ওমেরা বলেছেন: বেশ ভাল লাগল ছবি ব্লগ । ধন্যবাদ আপু ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৬

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আপু।

২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

আখেনাটেন বলেছেন: চমৎকার ছবি ব্লগ; সৌদিরাও তাহলে ইদানিং বইটই কিনছে।

বই ও বইমেলা দেখলেই ভালো লাগে। হোক সেটা ছবিতে।

ভালোলাগা পোস্টে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:২৮

উম্মে সায়মা বলেছেন: সৌদিরাও তাহলে ইদানিং বইটই কিনছে
তাইতো দেখছি। ওরা এখন অনেক সচেতন হচ্ছে!
ধন্যবাদ জানবেন।

২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: আয়োজন তো বিশাল মনে হোলো ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩০

উম্মে সায়মা বলেছেন: একেবারে এলাহী কারবার আপু :)
ধন্যবাদ।

২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

শাহরিয়ার কবীর বলেছেন: হুম,,,, পড়লাম !!


প্রবাসের বইমেলা নিয়ে খুব সুন্দর পোষ্ট দিয়েছেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩১

উম্মে সায়মা বলেছেন: আবার এসে পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।

২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত সুন্দর ছবিগুলো দেখে এখনই যেতে ইচ্ছে করছে। বইমেলার আকর্ষণ আরও বাড়িয়ে দিলেন। যদিও বাইরে তবুও বইমেলা তো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৩

উম্মে সায়মা বলেছেন: হুম। আমাদের দেশের বইমেলাও অনেক সুন্দর। আপাতত সেটাই উপভোগ করুন। :)

ধন্যবাদ সম্রাট ভাই।

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

রিফাত হোসেন বলেছেন: +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৩৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ।

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

ঋতো আহমেদ বলেছেন: সুন্দর পোস্ট। ছবি গুলো ভালো তুলেছেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৩

উম্মে সায়মা বলেছেন: কমপ্লিমেন্টেরর জন্য ধন্যবাদ ঋতো ভাই। ভালো আছেন আশা করি।

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

জুন বলেছেন: সুদুর বিদেশের এক ছিমছাম বই মেলার ছবি দেখে অনেক ভালোলাগলো উম্মে সায়মা ।
শিশুতোষ বইএর স্টল ও তাদের বিজ্ঞান বিষয়ক স্টলের ছবি দেখে মনে হলো আহা এই শুস্ক মরুর দেশেও শিশুদের জন্য কি কোমল চিন্তা ভাবনা ।
+

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০১

উম্মে সায়মা বলেছেন: মরুর দেশ হলেও তারা শিশুদের ভবিষ্যৎ সবুজের মত সজীব করার জন্য বেশ সক্রিয় ইদানিং। ব্যাপারটা ভালো লাগে।
আমার ব্লগ থেকে ঘুরে যাওয়ায় অসংখ্য ধন্যবাদ জুন আপু.....

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

শুভ_ঢাকা বলেছেন: যে অনুক্রমে ছবি সাজিয়ে পোস্ট করেছেন তা আমার কাছে খুব ভাল লেগেছে। খাবারের স্টল, ফুলের সমারোহ, সাগর পাড় এমন কি এক্সিটের ছবি পর্যন্ত ব্রাত্য হয়নি। এটা একটা পুঙ্খানুপুঙ্খ পোস্ট। শুকরান উম্মে সায়মা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৩

উম্মে সায়মা বলেছেন: আমি তো আপনার বাংলা দেখে মুগ্ধ শুভ ভাই। অনুক্রম, ব্রাত্য, পুঙ্খানুপুঙ্খ! বাহ।
সুন্দর একটা মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ :)

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২১

নূর-ই-হাফসা বলেছেন: অনেক ধন্যবাদ আপু সুন্দর পোষ্ট টি শেয়ার করার জন্য ।
বেশ ভালো লাগলো

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৩

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু :)

৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০১

প্রামানিক বলেছেন: চমৎকার বই মেলার আয়োজন। ছবি দেখে খুব ভালো লাগল।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:০৪

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই। ভালো থাকুন।

৩১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৪

সোহানী বলেছেন: চমৎকার শেয়ারিং। অনেক অনেক ভালোলাগা.......+++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:৪৪

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সোহানী আপু.....

৩২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




দৃষ্টিনন্দন পোস্ট । ছবির মতো সাজানো বইমেলায় বাঙলাদেশকে খুব দরিদ্র মনে হলো । আমাদের সামান্য সৌন্দর্য্যবোধটুকুও কি আমরা হারিয়ে ফেলেছি ? কষ্টই শুধু বাড়লো মেলায় অংশগ্রহনকারী বাংলাদেশীদের দায়সাড়া মনোভাবের কথা শুনে।

"প্রবাসে বইমেলা!" সচিত্র প্রতিবেদনের জন্যে আপনাকে ধন্যবাদ ।


০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১২:৪৭

উম্মে সায়মা বলেছেন: দায়সাড়া মনোভাবের কথা শুনে।
আমারও খুব কষ্ট লেগেছে এজন্য। কেমন লজ্জা লাগছিল!
আপনাকে পোস্টে পেয়ে খুব ভালো লাগছে। আন্তরিক ধন্যবাদ জানবেন।
ব্যক্তিগত কারণে কয়দিন ব্লগে না আসতে পারায় প্রতিমন্তব্য দিতে বিলম্ব হওয়ায় দুঃখিত আহমেদ জী এস ভাই।
ভালো থাকুন।

৩৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০

খায়রুল আহসান বলেছেন: ধূলি ধূসরিত মাঠে, ভিড়ভাট্টা ঠেলে বইমেলা দেখতে অভ্যস্ত এ দুটো চোখে এটাকে ঠিক বইমেলা বলে মনে হলোনা, মনে হলো ডিজিটাল পুস্তক প্রদর্শনী। আপনার ক্যামেরা এবং কী বোর্ডের মাধ্যমে সাগরের তীর ঘেঁষা এলাকায় ছিমছাম পরিবেশে বইমেলার বিবরণ পড়ে খুব ভাল লাগলো। মনে পড়ে গেল ১৯৮৮ সালে জেদ্দা ম্যারিওট হোটেলে অবস্থানকালে এক সন্ধ্যায় জেদ্দার সাগর সৈকতে হেঁটে বেড়ানোর স্মৃতি।
মরুভূমির বুকে ছোট ছোট ফুলগুলো দেখতে খুব ভাল লাগলো। খাবারের স্টলের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে এ ব্যাপারে নিজেদের দেশের দৈন্যদশা মনে পীড়া জাগিয়ে গেল।
আপনার মত আমিও মনে করি, বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর উচিত ছিল, অন্যান্যদের মতই পূর্বাহ্নেও মেলায় স্টল সাজিয়ে রাখা, কারণ পূর্বাহ্নেও অনেক জনসমাগম হয়েছিল। বাংলাদেশের পতাকার ত্রুটিপূর্ণ রঙ দেখে আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই এর মত আমিও প্রথমে কষ্ট পেয়েছিলাম, কিন্তু আপনার ব্যাখ্যা পড়ে সে কষ্ট দূর হয়েছে।
আহা এই শুস্ক মরুর দেশেও শিশুদের জন্য কি কোমল চিন্তা ভাবনা - জুন এর এ মন্তব্যটা (২৭ নং) পড়ে মনে হলো, শুধু কোমল মনেই এমন কোমল ভাবনা আসে!
এমন কি এক্সিটের ছবি পর্যন্ত ব্রাত্য হয়নি - শুভ_ঢাকা এর এ মন্তব্যটা পরে আপনার মত আমিও মুগ্ধ হ'লাম, সমৃদ্ধ হ'লাম। ব্রাত্য কথাটার সাথে এর আগে পরিচিত ছিলাম না। ওনার মন্তব্যটা পড়ে অভিধানটা খুলতেই হলো, আর তারপর ভেবে অবাক হ'লাম, এমন সুন্দর একটা শব্দ আজীবন কি করে আমার চোখ ও মন এড়িয়ে থাকতে পারলো? ওনার এই অল্প কথার মন্তব্যটির জন্য ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি, উনি যদি পুনরায় আপনার এ লেখাটিতে আসেন, তবে আমার এ ধন্যবাদটুকু বুঝে নেবেন। জীবনে শেখার কোন শেষ নেই বটে! :)
আশাকরি ভাল আছেন। পোস্টে প্লাস + +

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১:১২

উম্মে সায়মা বলেছেন: কষ্ট করে এতগুলো ছবি দেখা এবং পোস্ট পড়ে সুন্দর মন্তব্য প্রদানে অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই।

জেদ্দার সাগর সৈকতে হেঁটে বেড়ানোর স্মৃতি।
বাহ তাই? সেই জেদ্দা আর এখনকার জেদ্দায় নিশ্চয় অনেক ফারাক। সুযোগ পেলে আবার এসে ঘুরে যাবেন। আশা করি ভালো লাগবে।
শুভ ভাই নিশ্চয় আপনার ধন্যবাদ বুঝে নেবেন :)
আপনার এমন পোস্ট এবং মন্তব্য দুটোই পড়ে পর্যালোচনাটা খুব ভালো লাগে। উৎসাহ প্রদানে কৃতজ্ঞতা।
ভালো থাকুন সবসময়।
(ব্যক্তিগত কারণে কয়দিন ব্লগে না আসতে পারায় প্রতিমন্তব্য দিতে বিলম্ব হওয়ায় দুঃখিত।)

৩৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ২:৪২

শুভ_ঢাকা বলেছেন: খায়রুল আহসান ভাই, আপনার কাছ থেকে ধন্যবাদ পেয়ে সত্যিই আমি আপ্লুত। ভাই আমার নিজের দৈন্যতা (আমার ব্লগবাড়ীতে ঢুকলেই বুঝতে পারবেন।) ঢাকার জন্য মাঝে মাঝে দুই একটা কঠিন বাংলা লিখে আঁতলামি করি। :D ;) =p~

উম্মে সায়মা আমার একজন প্রিয় ব্লগার। সামু পাগল০০৭-র আড্ডাঘরে ওর সাথে আমার পরিচয়। তাই ওর লেখাতে কমেন্ট করতে প্রায়শই আসি। বাই দ্যা ওয়ে খাইরুল ভাই আমি কিন্তু আপনার লেখাকেও ফলো করি। আপনার ভুটানের উপর ভিত্তি করে ভ্রমণ কাহিনী বেশ আগ্রহ নিয়ে পড়েছিলাম।

আপনাকেও ধন্যবাদ।

১৬ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

উম্মে সায়মা বলেছেন: ইদানিং আপনার মন্তব্য পড়ে খুব মজা পাই শুভ ভাই :)
ব্লগবাড়ির দৈন্যতা ঢাকতে ব্লগেই লেখা শুরু করুননা একটু একটু করে!
আশা করি খায়রুল আহসান ভাই আপনার ধন্যবাদ পেয়েছেন.....

৩৫| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ২:১০

রাকু হাসান বলেছেন: বাহারি আয়োজন,মরুভূমির দেশেও ফুল গাছ দিয়ে বাইরের দিক সাজানো ! অনেক বেশি পরিচ্ছন্ন ,আর অামরা,
সে যাই হোক.।কমেন্ট করার উদ্দেশ্য বইমেলার ভাললাগা স্বরণ করিয়ে দেওয়া ;)
ছবিগুলো কিন্তু খুব ভাল হয়েছে ।
আশা রাখি আগামী বইমেলায় আসতে পারবেন !
শুভরাত্রি উম্মে সায়মা আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.