নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

"বলয়াবৃত জীবন"

০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০



নিত্য একবার মৃত্যুকে করি আলিঙ্গন,
আবার জীবনকে
পুনঃ পুনঃ মরি আর বাঁচি।
সিসিফাসের মত বয়ে চলেছি জীবনের গ্লানি
এর থেকে নেই কোন পরিত্রাণ
সত্যিকারের মৃত্যু ব্যতীত।

......সে মৃত্যুও কী আদতেই মৃত্যু?
নাকি সে আরেক ধুম্রজাল?
প্রতিনিয়ত জড়িয়ে যাই অর্থহীন নিয়মের বেড়াজালে
জীবন বেঁধে ফেলছে আষ্টেপৃষ্ঠে
তলিয়ে যাই সভ্যতার ঘুর্ণিপাকে।
অসহায় দু'চোখ মেলে চেয়ে থাকা কেবল
করার নেই কিছুই
মানুষ নিরুপায়
অপেক্ষায় কেবল গডৌর জন্য
ভ্লাদিমির এস্ট্রাগনের মত।
নিরন্তর স্বপ্ন মনে লালন করি, দূরাশার আশা বুকে পুষি
সে আসবে। উদ্ধার করবে এই মাকড়সার জাল থেকে
একদিন সাঙ্গ হবে এ প্রত্যহ বাঁচা মরার খেলা
সিসিফাসের মিথ চিরতরে হবে বিলীন।

......সে কী আদৌ আসবে?
এ মিথ্যে জীবনযাপনের সত্যিই কী আছে অবসান?
নাকি এ চলতেই থাকবে অনন্তকাল ধরে?
যুগ যুগান্তর ধরে মানুষ বয়ে বেড়াবে জীবন নামের পাহাড়!

০১.০৩.১৭

সর্বস্বত্ব সংরক্ষিত
ছবি: গুগল

মন্তব্য ৬৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


কবিতায় ১টি লাইন বেশী লম্বা হয়ে গেছে; উহাকে কবিতার অন্য লাইন গুলোর মতো করা যায় না?

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৭

উম্মে সায়মা বলেছেন: ভুলে দুই লাইন একত্র হয়ে গিয়েছিল। ঠিক করে দিয়েছি।
ধন্যবাদ!

২| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হতাশা আর বিষণ্ণতায় ভুগছেন? কেমন যেন মনখারাপের বার্তা। এত সুন্দর কবিতা পড়েও মনটা একটু খারাপই রয়ে গেল।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৬

উম্মে সায়মা বলেছেন: এটা জীবনের তিক্ত সত্য সম্রাট ভাই!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

৩| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৮

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই।

৪| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


রীতিমতো ভয় পাবার মত পদ্য

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪০

উম্মে সায়মা বলেছেন: না না চাঁদগাজী ভাই। ভয় পাবার কিছু নেই। সবারতো জীবনবোধ এক নয়।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

৫| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

কালীদাস বলেছেন: মাথা ঘুরে কবিতা পৈড়া! |-)
হয় বেশি ভাল হৈসে আর নাইলে কিছুই হয় নাই। কুনডা বুঝতাসি না :#)

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

উম্মে সায়মা বলেছেন: হাহাহা কালীদাস ভাই। পরেরটাই মনে হয়। কিছুই হয় নাই
তবুও কষ্ট করে পড়েছেন সেজন্য ধন্যবাদ। :)

৬| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সেতো নিজের ভেতরেই!
খুঁজে নেবার অবসরটুকু আমরা পাইনা মোহাচ্ছন্নতায়
জীবনের ক্ষনিক প্রয়োজনে চিরন্তনীকে হলে করে যাপিত জীবনে ।

তৃতীয় নয়নে সে ধরা দেবে বলে নিত্য অপেক্ষায়
ভঙ্গুর স্থায়িত্বের পিছনে আমাদের ইদুর দৌড়ে ভুলে থাকি তারে
সিসিফাস নিত্য বয়ে বেড়াই চেতন অবচেতনে

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৫

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর বলেছেন তো! নিজেকেই নিজে প্রতারিত করি আমরা। প্রতিনিয়ত।
পাঠে এবং সুন্দর মন্তব্য প্রদানে অসংখ্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই!

৭| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

সৈয়দ ইসলাম বলেছেন:
অবচেতনে পালিত স্বপ্ন আর তা থেকে সৃষ্টি হওয়া আফসোস আমাদেরকে জীবনের স্বাদ তিক্ত করে দেয়!


তারপরও কবিতা ভাল হয়েছে।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৬

উম্মে সায়মা বলেছেন: তা ঠিক। আমরা যত পাই আরো চাই। চাহিদার শেষ নেই। এজন্যই এত হতাশা!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ সৈয়দ ইসলাম ভাই।

৮| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতায় কিছু নামের সাথে পরিচিত হলাম

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:০৭

উম্মে সায়মা বলেছেন: কিছু নামের সাথে পরিচিত করতে পেরে ধন্য হলাম :)
ধন্যবাদ লিটন ভাই।

৯| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৩

সুমন কর বলেছেন: গডৌর মানে কি?

কবিতা খারাপ লাগেনি। মৃত্যুে সব শেষ। +।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:১০

উম্মে সায়মা বলেছেন: স্যামুয়েল বেকেটের 'ওয়েটিং ফর গডৌ' নামক নাটকের একটি চরিত্র গডৌ। যদিও তার কোন অস্তিত্ব নেই।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ সুমনদা।

১০| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:১৭

সুমন কর বলেছেন: * মৃত্যুতে হবে !! দুঃখিত।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:২১

উম্মে সায়মা বলেছেন: সমস্যা নেই। বুঝে নিয়েছি :)

১১| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কোথায় এতো দিন পরে একটি কবিতা পড়েতে দিলেনতো মন খারাপ করে।
এমনিতে নানান রোগ শোকে আছি। তবে যাই হোক মরতে হবেই ভব খেলা সাঙ হবেই একদিন।
কবিতায় এই চিরন্তন সত্যিটি আপনার চিন্তার শব্দরা জানান দিয়ে গেলো।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৯

উম্মে সায়মা বলেছেন: আহা। দুঃখিত মন খারাপ করে দেয়ার জন্য সুজন ভাই।
কী হয়েছে আপনার? দ্রুত সুস্থতা কামনা করি।
কবিতা পাঠে ধন্যবাদ।

১২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৯

করোটিকা বলেছেন: ভালো লাগলো

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ :)

১৩| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:২১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন:




জীবনের গ্লানি ?
সে তো সিসিফাসের পাথরের চেয়েও ভারী !

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৪

উম্মে সায়মা বলেছেন: তাইতো অয়ন ভাই। সিসিফাসের সেই পাথরও জীবনের কাছে কিছুনা!
পাঠে এবং অনুভবে ধন্যবাদ।
ভালো আছেন আশা করি।

১৪| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: কই কই নিয়ে গেলেন। আপনার কি ট্রাভেল এজেন্সি আছে? ;)

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৮

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। ট্রাভেল এজেন্সি তো নেই। ট্রাভেলিং মাইন্ড আছে। কোথা থেকে কোথায় চলে যায় তার হিসেব নেই :)
ধন্যবাদ শুভ্র।

১৫| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভালো মন্দ মিলিয়েই চলছে। আড্ডাঘরে মাঝে মাঝে ঢু মেরে যাবেন। হোস্ট সেই যে গেল আর দেখা মিলল না !

১০ ই মার্চ, ২০১৮ রাত ১২:০১

উম্মে সায়মা বলেছেন: হুমম। আসলে সেভাবে সময় বের করতে পারিনা তো তাই আড্ডা দেয়া হয় না। একদম রিল্যাক্স না থাকলে কি আর আড্ডা হয়! B-)
তবে হ্যাঁ আসব মাঝে মাঝে আড্ডায়। ইনফ্যাক্ট আসিও। আপনাদের আড্ডার নিরব দর্শক হই :) হয়তো মন্তব্য করা হয়না আর কি।

১৬| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৫

S M Nazmuz Sakib বলেছেন: আমি ব্লগে নতুন|প্রোফাইল আপলোড দিতে পারছি না|আপনি নিজের ছবি কিভাবে দিয়েছেন?

১০ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৪

উম্মে সায়মা বলেছেন:
ছবিতে দেখানো ডানদিকে নিজের প্রোফাইলে এডিট পাবেন। সেখানেই ছবি এবং বায়ো সব আপলোড করতে পারবেন।

১৭| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৭

S M Nazmuz Sakib বলেছেন: আর আড্ডাঘর কী?

১০ ই মার্চ, ২০১৮ রাত ১২:২৭

উম্মে সায়মা বলেছেন: একজন ব্লগারের একটা আড্ডাপোস্টে আমরা কিছু ব্লগার আড্ডা দেই। সেটাকেই আড্ডাঘর বলি।
ব্লগে নতুন এসেছেন। আস্তে আস্তে সব জেনে যাবেন।

১৮| ১০ ই মার্চ, ২০১৮ রাত ১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ...........................
কবিতা পড়ে আনন্দ পেলাম,
মৃত্যু আর জীবনের নিত্য খেলা।
আমি খুব উপভোগ করি ।
এত তাড়াতাড়ি ওপারে যেতে চাই না............................!!!



১০ ই মার্চ, ২০১৮ ভোর ৪:৪৬

উম্মে সায়মা বলেছেন: হুমম। অনেকের কাছে এই পাহাড় বয়ে নিয়ে যাওয়াতেই আনন্দ!
ছবিটা খুব সুন্দর!
ধন্যবাদ।

১৯| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৯

ধ্রুবক আলো বলেছেন: জীবন একটা বিশাল পাহাড়। মানব শরীর ক্লান্ত এ পাহাড় বয়ে বেরিয়ে।

কবিতা বেশ ভালো লাগলো +।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:১২

উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ ধ্রুবক আলো ভাই। ক্লান্ত, পরিশ্রান্ত। তবু এ পাহাড় বয়ে নিয়ে যেতে হয়!
আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগল। ধন্যবাদ জানবেন।

২০| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫২

জাহিদ অনিক বলেছেন:

কবিতায় মানবজীবন নিয়ে বিশাল হতাশা প্রকাশ পেয়েছে।
সুনীলের মত বলতে ইচ্ছে করছে,
আমি কী রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা নিখিলেশ এই কি মানুষজন্ম ?

কবিতার ভাব ও ভাষা বেশ ভারিক্কী ।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৬

উম্মে সায়মা বলেছেন: হতাশা ব্যাপারটা জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে। এ থেকে মুক্তি মিলবে, আশার মুখ দেখা যাবে সে আশাতেই তো জীবন বয়ে নেয়া।
তুই এসে দেখে যা নিখিলেশ
সুনীলের কথাটা মিলে যায় কবিতার ভাবের সাথে!
কবিতার ভাব ও ভাষা বেশ ভারিক্কী ।
তাই বুঝি? ভুলে ভুলে ভারিক্কি হয়ে গেছে মনে হয় :)
ধন্যবাদ কবি। শুভকামনা রইল

২১| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৬

নীলপরি বলেছেন: কবিতা ও কবিতার বিষয় যা চিরন্তন , ভালো লেগেছে ।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪০

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ নীলপরী আপু। ভালো থাকুন।

২২| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৪

তারেক ফাহিম বলেছেন: কবিতায় হতাশা প্রকাশ পায়।

১৩ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫১

উম্মে সায়মা বলেছেন: তা তো পায়ই :|

২৩| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৬

কথাকথিকেথিকথন বলেছেন:





নিজেই পাহাড় বানাই তাই বয়ে চলি । উদ্ধারের যে স্বপ্ন তাই হয়তো বেঁচে থাকার মূলমন্ত্র !

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:০৮

উম্মে সায়মা বলেছেন: যে স্বপ্ন তাই হয়তো বেঁচে থাকার মূলমন্ত্র
হুমম। এ আশাই বেঁচে থাকার একমাত্র অবলম্বন!
অসংখ্য ধন্যবাদ জানবেন :)

২৪| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

মলাসইলমুইনা বলেছেন: বলয়াবৃত্ত দেখেইতো আশা নিরাশা,চাওয়া পাবার,দুঃখ কষ্টের কুহেলিকাময় জীবন জুড়েই আমাদের ইচ্ছা পূরণের যুদ্ধ ! আর তাতেই বিকেলের নক্ষত্রের কাছে থাকা দূরতর কোনো দ্বীপের মতো সুচেতনাকে মনে রাখার, কেউ কথা রাখেনি বলে রাস উৎসবে না যেতে পারার কষ্টগুলো জয় করে সেখানে যাবার আকাংখাগুলো তেতত্রিশ বছর পরেও বেঁচে থাকে,তাই না ? সেই ইচ্ছা পূরণের যুদ্ধে টিপু সুলতানের মতো তরবারি চালিয়ে কষ্ট, নিরাশাগুলোকে কচু কাটা করার প্রতিজ্ঞা নিয়ে বলয়াবৃত্ত জীবন ভাঙার চেষ্টাটা আমার খুব প্রিয় | প্রিয় উম্মে সায়মা, আপনারও কি তেমন লাগে কখনো কখনো? কবিতায় ভালোলাগা |

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:১৩

উম্মে সায়মা বলেছেন: আমারও ইচ্ছে হয় বলয় ভেঙ্গে বেরিয়ে যেতে। কিন্তু চেষ্টা করেও কেন যেন বের হতেই পারিনা। চক্রের ভেতরেই থেকে যাই ঘুরেফিরে।
আপনি এত সুন্দর করে মন্তব্য করেন অবাক হয়ে যাই! মন্তব্যে +।
ধন্যবাদ রইল।

২৫| ১১ ই মার্চ, ২০১৮ রাত ২:৪০

মনিরা সুলতানা বলেছেন: জীবন কখনো পাহাড় কখনো ডানা মেলা প্রজাপতি অরন্যে!
বলয় ভাঙাই সার্থকতা।

লেখায় ভালোলাগা সায়মা :)

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:১৫

উম্মে সায়মা বলেছেন: খুব কম লোকের কাছেই জীবন ডানা মেলা প্রজাপতিরূপে ধরা দেয়। তারা অত্যন্ত ভাগ্যবান বলতে হয়!
ধন্যবাদ মনি আপু। ভালোবাসা :)

২৬| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: আহারে জীবন!! " ;)

আপনার কবিতার মত আমারও জীবনের গতি পথ ইউ টার্নে :P



কবিতা ভাল হয়েছে সায়মা।।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:১৭

উম্মে সায়মা বলেছেন: জীবনের গতি পথ ইউ টার্নে
ইউটার্ন ঠিকঠাক মত পার হয়ে যান সেই কামনা... :)
ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।

২৭| ১৩ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

খায়রুল আহসান বলেছেন: কবিতাটাকে সিসিফাসের রোলিং রক এর মতই ভারী মনে হলো। জীবনটা-
ভাঙা গড়ার খেলা,
বাঁচা মরার খেলা,
খেলা ভাঙার খেলা।
এই নিয়েই জীবনের বলয়। এ বলয়ের আবর্তে ঘুর্ণায়মান মানুষ।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:১৯

উম্মে সায়মা বলেছেন: জীবন যখন ভারী হয়ে যায় বাকি সবও ভারী হতে বাধ্য খায়রুল আহসান ভাই।
আমরা খেলা ভাঙার খেলাই খেলে যাই নিয়ত!
অসংখ্য ধন্যবাদ জানবেন।

২৮| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৩

নূর-ই-হাফসা বলেছেন: সত্যিই তো জীবন মানেই পাওয়া না পাওয়ার খেলা ,
জীবনে অনেক টা সময় অভিনয় করেই কেটে যায় । তবুও জীবন তো জীবনই ,এরি মানুষ ভালো লাগা ,আনন্দ খুঁজে নিতে হয় ।
মন খারাপ করা কবিতা । দারুন লাগলো ।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:২৩

উম্মে সায়মা বলেছেন: সেটাই আপু। এছাড়া কিছুই করার নেই। জীবন বড়ই অদ্ভুত!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

২৯| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৬

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,



১৪ নম্বর প্রতি মন্তব্যে সুন্দর বলেছেন --- ট্রাভেলিং মাইন্ড আছে। কোথা থেকে কোথায় চলে যায় তার হিসেব নেই......

আসলেই মানুষের মনখানা কোনও একঘাটেই নোঙর ফেলে বসে থাকেনা , না নিজের মনের নদীতে , না জীবনে । গন্তব্য নাই জেনেও বলয় ভেঙে অনিশ্চিত গন্তব্যে তার যাত্রা ! এরই নাম চলিষ্ণু জীবন ।

ভালো লিখেছেন ।

১৬ ই মার্চ, ২০১৮ রাত ১:২৬

উম্মে সায়মা বলেছেন: গন্তব্য নাই জেনেও বলয় ভেঙে অনিশ্চিত গন্তব্যে তার যাত্রা !
কী অদ্ভুত তাইনা? জীবন বহমান। কিন্তু একই বলয়ে চক্রাকারে বয়ে চলে। মাঝে মাঝে কেমন অর্থহীন লাগে!

পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ আহমেদ জী এস ভাই। ভালো থাকবেন।

৩০| ১৬ ই মার্চ, ২০১৮ রাত ২:১৮

মিথী_মারজান বলেছেন: উই অল আর ওয়েটি
ওয়েটিং ফর গডো!!!

উম্মে সায়মা আপু মানেই খুব সুন্দর কোন কবিতা!
অন্যরকম সুন্দর!

১৬ ই মার্চ, ২০১৮ রাত ২:৫০

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু। :)
ভালোবাসা.......

৩১| ১৬ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:





বাস্তবিক কবিতায় সত্যের প্রতিচ্ছবি!

১৮ ই মার্চ, ২০১৮ রাত ১২:৩০

উম্মে সায়মা বলেছেন: একলাইনে খুব সুন্দর মন্তব্য করেছেন ডানা ভাই!!
অসংখ্য ধন্যবাদ।

৩২| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সৈয়দ তাজুল বলেছেন: ভালো লাগলো কবিতা।
জীবনকে নিয়ে লেখা কবিতা একটু ব্যতিক্রম লাগেই।


মাস পূর্ণ হতে চলেছে। আপনার নতুন কোন কবিততা আসছে না যে?

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৯

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভীষণ অনুপ্রাণিত হলাম।
মাস নাহয় পূর্ণই হোক। তারপরই নতুন পোস্ট আসুক :)
ধন্যবাদ।

৩৩| ১৪ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: দুঃখবিলাস ?

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮

উম্মে সায়মা বলেছেন: নাহ, নৈরাশ্যবাদ.......
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.