নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

\'\'স্বেচ্ছাবন্দী মন\'\'

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৮




জানো অভ্র,
এখন আর মস্তিষ্কের অনুরণনের নেই ফুরসত!
নিজেকে করেছি আমূল বন্দী
সময়ের গোলকধাঁধাঁয়
অবকাশকে দিয়েছি নির্বাসনে হারানো গলিতে।

অথচ কোনকালে ছিল প্রচন্ড অবসর বিলাসিতা!
ভার্সিটির ক্লাস ফাঁকি দিয়ে আড্ডায় মনোনিবেশ
বন্ধুদের সাথে হট্টগোল হৈ চৈ
রিকশাভ্রমনের সুযোগসন্ধানী মন
রেস্তোরায় ফুচকাবিলাস
আর রাত্তিরবেলা মুঠোফোনে দুজনের স্বপ্ন রচনা।
আর এসবের পরও যদি মিলে যায় ফাঁকফোকর
তোমায় নিয়ে একান্তে ধ্যানমগ্নতার
সেটা হত দিনের শ্রেষ্ঠ সময়।  
ইশ কত সুখ ছিল আমার!

আর এখন দেখো আমায় অভ্র!
সেই আমি তোমার ভাবনা থেকে মুক্তি পেতে
নিজেকে গুটিয়ে নিয়েছি কাজের খোলসে
নির্জন চরাচরে বিপদাপন্ন কাছিমের মত।
এখন আর বন্ধুদের রমরমা আড্ডার আমন্ত্রণ মন টানেনা
এখন আর ঝমঝমিয়ে বৃষ্টি এলেই স্নানে মাতি না
এখন আর বকুলের পাগল করা গন্ধে মাতাল হইনা
এখন আর মুঠোফোনে মুঠো মুঠো শব্দের বুলি ছুঁড়িনা
কখনো তো মনে হয় আমার অফিস যদি হত অষ্টপ্রহর!
একমূহুর্ত অবকাশ পেলেও তুমি আমায় ঘিরে ধর
বুকের ভেতর হাহাকার ঝড় তোলে
স্মৃতিগুলো ফিরে ফিরে আসে মনের দৃশ্যপটে
না পাওয়ার বেদনা শ্বাস রুদ্ধ করে দিতে চায়
তাই চাই নিরবিচ্ছিন্ন, নিরঙ্কুশ অনবসর
ব্যস্ততায় ডুবে থাকতে চাই আকন্ঠ!

গুটিপোকা স্বপ্ন দেখে প্রজাপতি হয়ে রঙ্গীন ডানা মেলবে
ডানা গুটিয়ে প্রজাপতি রূপান্তরিত হতে চায় শুঁয়োপোকায়
কে শুনেছে কবে!


১১.০৩.১৮
সর্বস্বত্ব সংরক্ষিত

ছবি কৃতজ্ঞতা: গুগল view this link

মন্তব্য ৫২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

নূর-ই-হাফসা বলেছেন: জীবন হয়তো এমনই । আগে অভ্রের জন্য অন্য রকম আনন্দ হতো ।
সামনে হয়তো অন্য কারোও জন্য হবে ।
কবিতায় অনেক ভালো লাগা ।
চমৎকার লিখেছেন ।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩০

উম্মে সায়মা বলেছেন: হুম আপু। জীবন চলে জীবনের নিয়মে!
আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
প্রথম প্লাস এবং মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ!
ভালো থাকুন।

২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

মিথী_মারজান বলেছেন: দারুণ কবিতায় অসম্ভব ভালোলাগা সায়মা আপু।
জীবনে অভ্রদের প্রয়োজন আছে।
ওদের মত করে সুখস্মৃতি আর কেউ দিতে পারেনা।
আর, জীবনে প্র্যাক্টিক্যাল হতেও খুব সাহায্য করে ওরা।
আর যদি দুঃখের কথা বলেন, তাহলেও অভ্রদেরকেই ক্রেডিট দিবো আমি।
অভ্র ছাড়া এত সুন্দর কবিতা কোথায় পেতাম আমরা!

ভালো থাকুন।
সুন্দর থাকুন।
ভালোবাসাময় হোক জীবনের প্রতিটি ক্ষণ।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯

উম্মে সায়মা বলেছেন: জীবনে অভ্রদের প্রয়োজন আছে
হবে হয়তো! জীবনের প্রয়োজনেই হয়তো অভ্ররা আসে আবার হারিয়েও যায়। খুব সুন্দর বলেছেন আপু।
অনেক ধন্যবাদ। আপনিও অনেক অনেক ভালো থাকুন। ভালোবাসা.......

৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০২

মনিরুল ইসলাম বাবু বলেছেন: এই-ই তো জীবন !

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬

উম্মে সায়মা বলেছেন: এইতো!
সংক্ষিপ্ত মন্তব্যে মনোভাব জানিয়ে যাওয়ায় ধন্যবাদ।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১২

শাহরিয়ার কবীর বলেছেন: স্মৃতিময় কবিতা!! B:-)

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:১০

উম্মে সায়মা বলেছেন: জীবনের অপর নাম স্মৃতি যে!
ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:১৭

জাহিদ অনিক বলেছেন:


ডানা গুটিয়ে নিলেই প্রজাপতি শুঁয়োপোকা হয়ে যায়না, প্রজাপতির ডানা কাটা গেলে সে হয়ে যায় ডানা কাটা পরী।
তবে হ্যাঁ, সময়ের আবর্তনে নিজেকে বিচ্ছিন্নবাদী মনে করে মাঝেমাঝে মন চায় সবকিছু গুটিয়ে নিতে- নিজের প্রজাপতি মন নিজেকে আর জানান দেয় না স্ব-অস্তিত্বের কথা। এমন প্রজাপতি থেকে শুঁয়োপোকা হতে সবারই মাঝেমধ্যে ইচ্ছে করে।

কবিতা ভালো লেগেছে। বিশেষ করে শেষ স্তবক।

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

উম্মে সায়মা বলেছেন: সঠিক অনুধাবন কবি। এটাই মানুষের জীবনের আয়রোনি যে সে চাইলেও পূর্বাবস্থায় ফিরে যেতে পারেনা। ডানাকাটা শরীর নিয়েই বেঁচে থাকতে হয় আজীবন। রঙ্গীন প্রজাপতির জীবন ছুঁড়ে ফেলে যে একটা সাধারণ পোকা হয়েই বাঁচতে চাইবে সে উপায় নেই। যা একবার হয়ে গেছে তো গেছে! তবু মানুষের মন তো! কত কিছুই চায়!
ভালো লাগা জানিয়ে যাওয়ায় অসংখ্য ধন্যবাদ।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,



" গুটিপোকা স্বপ্ন দেখে প্রজাপতি হয়ে রঙ্গীন ডানা মেলবে
ডানা গুটিয়ে প্রজাপতি রূপান্তরিত হতে চায় শুঁয়োপোকায়
কে শুনেছে কবে! "

এই যে শুনলুম , এই কবিতায় ! অভ্রর ভাবনা থেকে মুক্তি পেতে কেউ একজন নিজেকে গুটিয়ে নিচ্ছে কাজের খোলসে ! বকুলের পাগল করা গন্ধে মাতাল হচ্ছেনা সে কিছুতেই ।


শেষেরটুকু চমৎকার ।


০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:০১

উম্মে সায়মা বলেছেন: এই যে শুনলুম , এই কবিতায় !
যাক তবু কাউকে নতুন কিছু শোনাতে পারলাম :)
প্লাস এবং চমৎকার মন্তব্য করে কবিতাটিকে ধন্য করলেন আহমেদ জী এস ভাই।
পাশে থাকায় কৃতজ্ঞতা।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
আপনার কবিতা আমি পত্রিকাতেও পড়েছি। ঈদ সংখ্যায়।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৪১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

আপনার কবিতা আমি পত্রিকাতেও পড়েছি
আপনি মনে হয় অন্য কারো সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন ভাই -_- আমি পত্রিকায় কখনো লেখা দেইনি। তবে হ্যাঁ কয়েকটা অনলাইন ম্যাগে দিয়েছিলাম।

৮| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমরা স্বপ্ন দেখি আমার সাথে আগামী কয়েক বছরে এই সেই হবে। কিন্তু কিছুকাল অতিবাহিত হওয়ার পর দেখা যায় যা স্বপ্ন দেখেছিলাম তার কিছুই বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য মাঝে মাঝে লং টার্ম প্লান থেকে বিরত থাকি।

কথা গুলো বললাম এই কারণে যে, কবিতায় দেখা যাচ্ছে অভ্রের সাথে নায়িকার থাকাকালীন সময়ে তারা যেসব স্বপ্ন দেখত/ রচনা করেছিল; পরে দেখা গেল সেই অভ্রই আর নেই। কি হওয়ার কথা ছিল আর কি হোল !

ছবিটা বুঝতে পারলাম না আফা ! এই ছবি বুঝতে গেলে কবিতায় বর্ণিত "অবকাশের" মত কোন হারানো গলিতে নির্বাসিত হয়ে যাব। =p~

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৪৫

উম্মে সায়মা বলেছেন: হুমম। জানি স্বপ্ন সত্যি হয়না.... তবু মন মানতে চায়না......
এমন অবস্থা আর কী!

ছবিটা বুঝতে পারলাম না আফা
ছবিটা সময় নির্দেশক অয়ন ভাই :)

পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

৯| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:২২

মনিরা সুলতানা বলেছেন: কি চমৎকার নস্টালজিক লেখা !!!
জীবনের পরতে পরতে সম্পর্কের নাম বদল হয়।একটা সময় সব স্মৃতি 'ই ভালোলাগে রোমন্থনে।
লেখায় ভালোলাগা সায়মা।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৩

উম্মে সায়মা বলেছেন: জীবনের পরতে পরতে সম্পর্কের নাম বদল হয়।
কী সুন্দর একটা কথা বলেছেন আপু! কত কত বদল আসে আর কত স্মৃতি জমে তা দেখায় অপেক্ষায়.....
পাঠ এবং ভালো লাগা জানিয়ে যাওয়ায় আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।

১০| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি এত ভাল আর এত নির্ভুল লিখেন যে প্রশংসা করার ভাষা নেই! একটা কবিতাই পড়লাম!!

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৬

উম্মে সায়মা বলেছেন: আপনার ভূয়সী প্রশংসা পেয়ে ধন্য হলাম সম্রাট ভাই! (একটু লজ্জাও পেলাম। :`> এত ভালো কমপ্লিমেন্ট পাবার যোগ্যতা বোধহয় এখনো অর্জন করতে পারিনি!)
অনেক অনেক ধন্যবাদ জানবেন।

১১| ০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা পাটে মুগ্ধতায় শুধু বলব মানিয়ে লওয়াই জীবন।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৭

উম্মে সায়মা বলেছেন: মানিয়ে লওয়াই জীবন।
সেটাই। তাছাড়া কিছু করারও নেই!
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ সুজন ভাই। আশা করি ভালো আছেন।

১২| ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৮

সুমন কর বলেছেন: কবিতা নয়, যেন গল্প.........ভালো লাগল।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৮

উম্মে সায়মা বলেছেন: পাঠ, মন্তব্য এবং প্লাসে কৃতজ্ঞতা সুমনদা।
ভালো থাকুন সর্বদা.....

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:৪৭

সোহানী বলেছেন: হাহাহাহাহা ছ্যাকামাইসিন কবিতায় ভালোলাগা। ডোন্ট মাইন্ড মজা করলাম। আসলেই ভালোলেগেছে..............++++++++++

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৩৪

উম্মে সায়মা বলেছেন: ছ্যাকামাইসিন স্বাস্থ্যের (মনের) জন্য খুব উপকারী আপু ;)
(মাইন্ড করিনি আপু। বুঝতে পেরেছি মজা করেছেন!)
এত্ত এত্ত প্লাস দেয়ায় অনেক অনেক ধন্যবাদ.....

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৬

ধ্রুবক আলো বলেছেন: বাস্তবতা অনেক কঠিন!
কবিতা খুব সুন্দর লাগলো +

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৩৬

উম্মে সায়মা বলেছেন: বাস্তবতা বাস্তবের চেয়েও বেশি কঠিন -_-
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ধ্রুবক আলো ভাই।

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৬

সামিয়া বলেছেন: অসাধারণ

১০ ই এপ্রিল, ২০১৮ রাত ২:৫৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সামিয়া আপু :)

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩০

তারেক_মাহমুদ বলেছেন: অতীত স্মৃতি বড়ই মধুর। সুন্দর কবিতা।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৪

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ তারেক ভাই।
(প্রতিমন্তব্যে বিলম্ব হওয়ায় দুঃখিত)

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা অনেক ভাল লাগল সায়মাপু।

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই।
(প্রতিমন্তব্যে বিলম্ব হওয়ায় দুঃখিত)

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৮

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন:
আর এখন দেখো আমায় অভ্র!
সেই আমি তোমার ভাবনা থেকে মুক্তি পেতে
নিজেকে গুটিয়ে নিয়েছি কাজের খোলসে
নির্জন চরাচরে বিপদাপন্ন কাছিমের মত।


আসাধারন.....সত্যি অসাধারন....

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)
(প্রতিমন্তব্যে বিলম্ব হওয়ায় দুঃখিত)

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এক কথায় 'অসাধারণ' প্রকাশ।


এখন আর আমাকে খুঁজে পাই না রঙচঙা কোন রঙের মেলায়, বড্ড বেসুরো বেতাল আমার জীবনধারা।

অনেক অনেক মুগ্ধতা রেখে গেলাম কাব্য কথায়

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১

উম্মে সায়মা বলেছেন: এখন আর আমাকে খুঁজে পাই না রঙচঙা কোন রঙের মেলায়, বড্ড বেসুরো বেতাল আমার জীবনধারা।

খুব সুন্দর বলেছেন তো!
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।
(প্রতিমন্তব্যে বিলম্ব হওয়ায় দুঃখিত)

২০| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

দিবা রুমি বলেছেন: আপুর কবিতা সবসময় ভাল লাগে!


তবে এখনেরটা একটু ব্যতিক্রম ;) B:-/

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪১

উম্মে সায়মা বলেছেন: আপনাকে আগে আমার ব্লগে দেখেছি মনে পড়েনা আপু!
এনিওয়ে ধন্যবাদ জানবেন।
(প্রতিমন্তব্যে বিলম্ব হওয়ায় দুঃখিত)

২১| ০৯ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

খায়রুল আহসান বলেছেন: মানুষের এক জীবনে কতই না স্মৃতি থাকে! কিছু সময়ের আবর্তে হারিয়ে যায় কালের গর্ভে, কিছু রয়ে যায় কিশোরী বালিকার পুতুল বাক্সে গচ্ছিত পুতুলের মত। বালিকার যখন মনে পড়ে, হয়তো কোন এক বর্ষণমুখর দিনে সে সেই বাক্সের ডালা খুলে বসে। ভুলতে চাইলেও ভুলতে পারেনা। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন!
কবিতার শেষের স্তবকটা, এবং তারও ওপরের ছ'টি চরণ খুব ভাল লেগেছে। বিমূর্ত ছবিটাও কবিতার সাথে বেশ মানিয়েছে।
আশাকরি ভাল আছেন? ভাল থাকুন---
কবিতায় ভাল লাগা + +

২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৩

উম্মে সায়মা বলেছেন: সেই বাক্সের ডালা খুলে বসে
আর এই ডালা খুলে বসে স্মৃতি রোমান্থন করতে অন্যরকম ভালো লাগে। তাইতো আমি নিজেকে দুঃখবিলাসী বলি :)
খুব সুন্দর করে মন্তব্য করেছেন খায়রুল আহসান ভাই।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন।
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
(প্রতিমন্তব্যে বিলম্ব হওয়ায় আন্তরিকভাবে দুঃখিত)

২২| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার কবিতা লেখেন, আপনি। আপনার বাকী লেখাগুলোও পড়বো। প্রথম পরিচয় শুভেচ্ছা নেবেন।

০১ লা মে, ২০১৮ বিকাল ৫:৪০

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ কাওসার ভাই।
আপনাকেও বৈশাখী ঝড়ো হাওয়ার শুভেচ্ছা এবং আমার ব্লগে স্বাগতম!!

২৩| ০৪ ঠা মে, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সেলিম আনোয়ার বলেছেন: বেশতো।+

১০ ই মে, ২০১৮ রাত ২:৪৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই!

২৪| ৩০ শে মে, ২০১৮ সকাল ৭:৪৭

অলিভিয়া আভা বলেছেন: মগজ এক এক করে ব্যস্ততায় নিজেকে ব্যস্ত রাখলেও অসহায় মন ঠিকই সময় বের করে মেতে উঠতে চায় কষ্ট বিলাসিতায়। সেখানেই যেন নিজের মনের কাছে নিজে বন্ধি। আর তাইতো কবিতার এত সুন্দর নাম। স্বেচ্ছাবন্দী মন।

আর পাখা গুটিয়ে নিয়ে প্রজাপতির শুঁয়োপোকা হয়ে যাওয়ার রূপকটিও দারুন চমৎকার।
কবিতা খুব খুব ভালো লেগেছে।

০১ লা জুন, ২০১৮ সকাল ১১:২০

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর কথা বলেছেন।
কবিতা পাঠ এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২৫| ০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:২৮

রাকু হাসান বলেছেন: খানিক টা বড় ,তবে প্রাণবন্ধ...++

১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৭

উম্মে সায়মা বলেছেন: বেশি বড় লেগেছে আপনার কাছে!
তবু আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। ধন্যবাদ।

২৬| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৩

ইউসুফ হাওলাদার শাওন বলেছেন: কষ্টের অষ্টপ্রহর

১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৮

উম্মে সায়মা বলেছেন: হুমম.... ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.