নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

"ক্যানভাসে অস্তিত্ব"

১৩ ই জুলাই, ২০১৮ রাত ১:০৩



বেশ বড় একটা ক্যানভাসের প্রয়োজন আজ
কেউ কি এনে দিতে পারো আমায়?
ভীষণ জরুরী। এখনই, ঠিক এই মুহূর্তে।
দশ কিংবা বিশ হাজার স্কয়ার ফুট হলেও চলত আপাতত।
বিরহী কবিতায় আর পোষায় না আমার
হৃদয় দগ্ধ করা গানেও আর কুলোচ্ছে না
কল্পনার জগত পেরিয়ে এবার চাই দৃশ্যমান কিছু,
তবে হোক এবার চিত্রকর্মে প্রকাশ
অস্তিত্বের গহীনে যত আঁচড় আছে জমা
সবকটা এঁকে দেব তার 'পর।  

রামধনুর সাত রং কোনটাই সেখানে পাবেনা ঠাঁই
প্রয়োজনে ভিন গ্রহ থেকে রং আসবে সংগ্রহে
যা ইহজনমে কেউ দেখেনি কোনদিন
সেসব তীব্র, ভয়ংকর রংয়ের মিশ্রণে
হোক বিমূর্ত আবেগময় বিভৎস এক পেইন্টিং।
সব অনুভূতি ক্যানভাসে লেপ্টে দিয়ে
শরীরটা পড়ে থাকুক মাটির পুতুল হয়ে মাত্র।

ভাবছ কোন আর্ট গ্যালারীতে প্রদর্শন করতে চাইব? 
দ্যা ল্যুভর কিংবা জাতীয় চিত্রশালা?
না না, সেসব কিছুই না
আমারতো বিখ্যাত হবার নেই বিন্দুমাত্র বাসনা
ছিলনা কোন কালে!
বিশ্ব ব্রক্ষ্মান্ডের বিশাল গ্যালারিতে 
টাঙিয়ে দেব সে কাঙ্খিত চিত্রকর্ম
পৃথিবীর সাড়ে ৭শত কোটি মানুষ দেখুক
একজন মানুষ ঠিক কতটা ক্ষত বুকে নিয়ে
বেঁচে থাকতে পারে মাতৃকার বুকে।।


২০.০৫.২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৪৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১:১১

ভ্রমরের ডানা বলেছেন:





আধুনিক যুগেও মানুষ ভাল নেই! হৃদয়ের চাষাবাদ নেই, কবিদের কবিতা নেই, পাড়ার ডানপিটেদের ছুটোছুটি নেই। মানুষ এখন এক অদ্ভুত বিষন্নতায়! সারা বিশ্বে একই দশা! হৃদয়ের ক্ষত সবারি আছে! কিন্তু তা কবিতায় আঁকতে পারে ক জন?



আমার মনে হল আপনি ভালই এঁকেছেন! সাড়ে সাতশ কোটির একজনের উপলব্ধি পেয়ে আশাকরি আপনার ভাল লাগবে! ক্ষত মুছে যাক! শুভকামনা সতত!

১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:৩০

উম্মে সায়মা বলেছেন: আধুনিক যুগেই তো মানুষ সবচেয়ে খারাপ আছে ডানা ভাই। কোন কিছুতে প্রাণ নেই। সব কেমন রোবটিক! আমি, আপনি, চারপাশের সবকিছু, সবাই!
সাড়ে সাতশ কোটি মানুষের প্রতিনিধি হিসেবে আপনার প্রথম উপলব্ধি আমাকে আপ্লুত করেছে। আমার পেইন্টিংকে করেছে সার্থক। যাক তবু তো কেউ অনুভব করছে!
অসংখ্য ধন্যবাদ ডানা ভাই। শুভকামনা!

২| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:১৬

রাকু হাসান বলেছেন: ভাল লাগলো কবিতা ++........

১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:৩২

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাকু ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম!

৩| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:৫৬

জাহিদ অনিক বলেছেন:

বে নী আ স হ ক লা- সাত রাঙ দিয়ে যেন এঁকেছেন কবিতাখানি। বড় ভালো লিখেছনে।
শুভেচ্ছা

১৩ ই জুলাই, ২০১৮ রাত ৩:২৫

উম্মে সায়মা বলেছেন: না না, এই রংগুলো বাদ তো :P হাহাহা।
ধন্যবাদ কবি.....

৪| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৩২

সিগন্যাস বলেছেন: কবিতা বুঝিনা B-)

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৫

উম্মে সায়মা বলেছেন: আহা। আমিও বুঝিনা ভাই। তবু কষ্ট করে এসে মন্তব্য করেছেন বলে ধন্যবাদ।
আমার ব্লগে স্বাগতম।

৫| ১৩ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর প্রানবন্ত কবিতা।

তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায়,
রাত্রির এই একা ঘর ঝুলে আছে শূন্যের কাঁটাতারে…
(বলেন তো কার লাইন?)

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
আমার কাব্যজ্ঞান খুবই সামান্য। তাই বলতে পারলাম না কার লাইন। তবে চেনা চেনা লাগছে! আপনিই নাহয় বলে দিন।
(গুগল করতে পারতাম। থাক সেদিকে আর না যাই :))

৬| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০৫

ঋতো আহমেদ বলেছেন: ভালো লিখছেন। আরো লিখুন। আমরা আরো মুগ্ধ হতে চাই আপনার অনুভবে— অভিজ্ঞতার আঁচড়ে।+++

১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২১

উম্মে সায়মা বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রেরনা যোগানোয় ধন্যবাদ ঋতো ভাই। প্লাসে কৃতজ্ঞতা।
ভালো আছেন আশা করি।

৭| ১৩ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫১

স্রাঞ্জি সে বলেছেন: আধুনিক কিংবা প্রযুক্তি জগৎ এ এসে মন সুখে না থাকে তাহলে ধরণীর বুকে থাকাটাই অনুচিত। তবুও এসে যখন গেছেন ক্ষত মন নিয়ে মৃত্যুর পথযাত্রা ছেয়ে থাকেন। এই কামনা।

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

উম্মে সায়মা বলেছেন: আহা কি বললেন ভাই? কোথায় সহানুভূতি জানাবেন তা না মৃত্যুর পথে চেয়ে থাকতে বললেন। বড্ড কাঠখোট্টা তো আপনি!
এমন কি কোন কথা ছিল যে প্রযুক্তির উন্নয়ন হলেই মানুষের আর কোন দুঃখ কষ্ট থাকবেনা? আমার তো মনে হয় পুরোটাই উল্টো!
প্রচলিত একটা কথাও আছে, 'বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ।' তাই তাই যাদের ভেতর আবেগের ছিটেফোটাও আছে তাদের ভালো না থাকারই তো কথা। অবশ্য এও ঠিক আধুনিক যুগে আবেগ থাকতেও নেই।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৮| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
আমার কাব্যজ্ঞান খুবই সামান্য। তাই বলতে পারলাম না কার লাইন। তবে চেনা চেনা লাগছে! আপনিই নাহয় বলে দিন।
(গুগল করতে পারতাম। থাক সেদিকে আর না যাই

গুগল যেহেতু করেন নি তার মানে আপনি সৎ মানুষ।

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২১

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। এতটুকুতেই সৎ অসৎ নিরুপণ করে ফেললেন? :D

৯| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা বুঝিনা !!!!!!!!!!!!!! :( :( ;)


এতা কষ্ট নিয়ে বেঁচে আছেন কেমতে!!!!!!!!!!!! ;) ;)


কবিতা পড়িয়া একখানা লাইক প্রদান করা হইল!!!!!!!!!!!! :P :P

১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৬

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। কবিতাকে সবসময় কবির জীবনের সাথে মেলানো দন্ডনীয় অপরাধ কুঁড়ের বাদশা ভাই B-)
লাইক পাইয়া ধন্য হইলাম :)

১০| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

বৃষ্টি বিন্দু বলেছেন: কবিতার ভেতরে ঢুকে অবাক বিস্ময়ে ভাবছিলাম এ কি কবিতা নাকি আমার আমি?
প্রত্যেকের কাছে এটাই মনে হবে যে কবিতাটি তার আমিত্ব এর ক্ষত...
+ দিয়ে এই কবিতাকে বিচার করা যায়না,
দোয়া করি কলম চলুক উচ্ছসিত আবেগে...

১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:৪৫

উম্মে সায়মা বলেছেন: এমন উচ্ছ্বসিত প্রশংসা পেয়ে সত্যি আমি আপ্লুত বৃষ্টি বিন্দু।
মনে হবে যে কবিতাটি তার আমিত্ব এর ক্ষত. এমন অনুভুতি দিতে পারাটাই যে কোন লেখকের সবচেয়ে বড় পাওনা।
অসংখ্য ধন্যবাদ।

১১| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । ++

১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:৪৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু।

১২| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: আরে, অনেক সুন্দর হয়েছে।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:৪৯

উম্মে সায়মা বলেছেন: সত্যিই সুমনদা?
অনেক ধন্যবাদ।

১৩| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৮

সাহসী সন্তান বলেছেন: এত হাহাকার দিয়ে কি জীবন চলবে আপু? তবে সত্যিই কবিতা খুব সুন্দর হইছে! কিছু টাইপো আছে ঠিক করে নিয়েন! ব্রহ্মান্ডের বানানটা ভুল হইছে...

কবিতায় ভাল লাগা! শুভ কামনা জানবেন!

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:২৭

উম্মে সায়মা বলেছেন: জীবন তো চলেনা ভাইয়া, হাহাকারই জীবনকে তাড়িয়ে বেড়ায়।
টাইপো ঠিক করে দেয়ায় ধন্যবাদ। এর সঠিক বানানটা পাচ্ছিলাম না। আপনার মন্তব্য থেকে নিয়ে পেস্ট করে দেব :)
আরো টাইপো থাকলে ধরিয়ে দিলে খুশি হব.....
শুভ কামনা আপনার জন্যও।

১৪| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!

বিমূর্ত সব ভাবনায়
অভূতপূর্ব রংয়ে
ব্রান্ড নিউ কল্পনায়
মহাজাগতিক গ্যালারির জন্য

দারুন এক চিত্রকর্ম একে ফেলেছেন! :)

ভাললাগা অনেক অনেক

++++++++

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৩৮

উম্মে সায়মা বলেছেন: এত্ত এত্ত প্লাস পেয়ে সত্যি আমি আনন্দিত বিদ্রোহী ভৃগু ভাই। কতটুকু কি এঁকেছি জানিনা তবে চেষ্টা করেছি।
ও আরেকটা মজার কথা বলি। উপরে যে মহাজাগতিক ছবিটা দেখতে পাচ্ছেন সেটা আমার ছোট বোনের আনাড়ি হাতের ছোট্ট একটা প্রচেষ্টা :)
পাঠে এবং অনন্য সুন্দর মন্তব্য রেখে যাওয়ায় অসংখ্য ধন্যবাদ।

১৫| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: যদিও কবিতার বক্তব্য কারো বাস্তব অবস্থাকে রিপ্রেজেন্ট করে না তারপরও আপনার কবিতা পড়ে ভীষণ ভীষণ কষ্টের অনুভূতি তৈরী হয়। কবিতা দারুণ লিখেছেন! আশা করি কবিতার বক্তব্য আর বাস্তব অবস্থায় যোজন যোজন ব্যবধান! ভালো থাকবেন। শুভকামনা সবসময়!

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৪১

উম্মে সায়মা বলেছেন: আপনাদের মত শুভাকাংক্ষীদের শুভ কামনাই চলার পথের পাথেয়। পাঠকের মনে কবিতার অনুভব পৌঁছে দিতে পারাই যে কোন লেখকের সার্থকতা। অসংখ্য ধন্যবাদ সম্রাট ভাই। ভালো থাকুন।

১৬| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৪২

উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

১৭| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মানুষের হৃদয় দেখা না গেলেও এর ভিতর আসমান সম দুঃখ জায়গা করে নিতে পারে অনায়সেই,

খুব ভালো লাগলো কাব্য কথাগুলো,

১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৪৩

উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন নয়ন ভাই। ছোট্ট হৃদয় অসীম দুঃখ বহন করতে পারে।
ধন্যবাদ জানবেন।

১৮| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৭

মিথী_মারজান বলেছেন: হৃদয় ছোঁয়া কবিতা।
অনেক বেশি সুন্দর!

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০০

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)
আর ভালোবাসা......

১৯| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২০

মলাসইলমুইনা বলেছেন: ভালোবাসার একটা মহান আন্দোলন হয়ে গেছে এই কবিতা I পৃথিবীর কোনো রঙে নয় অন্য গ্রহ থেকে আনা রঙে বিরহ আঁকা -খুবই নতুন লেগেছে | সেজন্যই বেশি ভালো লেগেছে এক্সপ্রেশন |আর ভালো লেগেছে ভালোবাসার কথা বলতে চিন্তা করা বিশাল ক্যানভাসের আয়োজনটা I আপনার কবিতা পড়তে পড়তে মনে এলো ভালোবাসা, বিরহ আর দ্রোহ কি এক ? আপনার মত আমারও যে ব্লগের নোংরামির বিরুদ্ধে তীব্র দ্রোহ নিয়ে আপনার কথাগুলোই বলতে ইচ্ছে হয় :

বিশ্ব ব্রক্ষ্মান্ডের বিশাল গ্যালারিতে
টাঙিয়ে দেব সে কাঙ্খিত চিত্রকর্ম
পৃথিবীর সাড়ে ৭শত কোটি মানুষ দেখুক


কবিতায় অনেক ভালোলাগা I আমি কিন্তু সেদিনই পড়েছিলাম কবিতা I কিভাবে ভাবনাগুলো বলবো সেটা ভাবতে ভাবতেই এই দিনগুলো পাড় হলো I ভালো থাকবেন |

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

উম্মে সায়মা বলেছেন: এটা হয়তো ঠিক বলেছেন কিছুটা। ভালোবাসলেই বিরহ আসে আর বিরহ মনকে দ্রোহের দিকে ধাবিত করে।
ব্লগের নোংরামির বিরুদ্ধে তীব্র দ্রোহ নিয়ে আপনার কথাগুলোই বলতে ইচ্ছে হয়
যে কোন ধরনের নোংরামিই দুঃখজনক এবং ধিক্কার পাবার যোগ্য। আশা করি এসব সমূলে দূর হবে। যারা এসব করে তাদের শুভবুদ্ধির উদয় হোক।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। অসংখ্য ধন্যবাদ পাঠে এবং সুন্দর একটি মন্তব্য প্রদানে।
আপনিও ভালো থাকবেন।

২০| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

খায়রুল আহসান বলেছেন: কথার চিত্রকর আপনি, উম্মে সায়মা! ক্যানভাস বড় বা ছোট যাই হোক, সাতাশটা লাইনে আপনি এক অপরূপ চিত্র এঁকে ফেলেছেন। এ গ্রহের রামধনুর সাত রঙ দিয়ে নয়, ভিন গ্রহ থেকে আনা রঙ দিয়ে ক্যানভাসে যে চিত্র সাজাতে চাচ্ছেন, যেখানে দেখানো হবে কতটা ক্ষতটা নিয়ে কেউ এ মাতৃকার বুকে বেঁচে থাকতে পারে, তা পৃথিবীর কোন বিখ্যাত চিত্রশালায় স্থান না পাক, কবিতা হিসেবে সামুর পাঠকদের মনে ইতোমধ্যে স্থান করে নিয়েছে।
কবিতায় ভাল লাগা + +

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

উম্মে সায়মা বলেছেন: কথার চিত্রকর আপনি
আমার জন্য অনেক বড় একটা কমপ্লিমেন্ট এটা খায়রুল আহসান ভাই!
চেষ্টা করেছি একটু অন্য রঙে কবিতাকে রাঙাতে। কতটুকু পেরেছি জানিনা। সে বিচার সবসময় পাঠকের উপর ন্যস্ত।
পাঠ, মন্তব্য এবং প্লাসে কৃতজ্ঞতা জানবেন।

২১| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,





বেশ বড় একটা ক্যানভাস চাই , যেখানে ভিনগ্রহের রং মাখাবেন ?
তেমন ক্যানভাস তো মেয়েদের একটাই আছে - শাড়ীর আঁচল । সেখানে নিত্যদিন কতো যে অচিন রংয়ের খেলা - জীবনের বাস্তবতার, কল্পনার, মোহময়তার । রান্না ঘরের হলুদ-মরিচে-পেঁয়াজের রং-গন্ধ , স্বামী-সন্তানের কপাল-ঘাড় মোছানো ঘামের জলরং, প্রেমিকের নাকের ডগার স্বেদবিন্দুর রংধণু রং !
সে আঁচলের নিভৃত গহীনে আবার লুকানো আছে কতো যে আঁচড়ের ক্ষত !

সে ক্যানভাসে -
"...........একজন মানুষ ঠিক কতটা ক্ষত বুকে নিয়ে
বেঁচে থাকতে পারে........... "
এমন যে একটা ছবি আঁকা আছে , তা দেখেনা কেউ !

চমৎকার একটি কবিতার ছবি এঁকে গেলেন । দারুন .............

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭

উম্মে সায়মা বলেছেন: আহমেদ জী এস ভাই, আপনি এত সুন্দর করে কি করে ভাবেন বলুন তো? আপনার গোটা মন্তব্যই তো একটা কাব্য হয়ে গেল। এমনকি আমার কবিতার চেয়েও অনেক বেশি সুন্দর!
এত সুন্দর একটা মন্তব্য পেয়ে মনটা একদম ফুরফুরে হয়ে গেছে :)
আন্তরিক ধন্যবাদ জানবেন।

২২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩

এম ডি মুসা বলেছেন: চমৎকার একটি কবিতার ছবি এঁকে গেলেন খুব ভাল

১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ এম ডি মুসা৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.