নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

"মায়োপিয়া"

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩



কোটর থেকে বহির্গমনরত চোখটির বিষ্মিত চাহনি
কোন এক হিংস্র হাত চুইয়ে তার দেহের রক্তে
লাল গালিচা তৈরি হচ্ছে বিশেষ অতিথির জন্য,
আঙ্গুলের ফাঁক দিয়ে প্রশ্নাতুর দৃষ্টি প্রসারিত-
দেহ হতে বিচ্ছিন্ন হবার কারণ জানতে চায়।

অথচ গতকালও সে মায়ের মমতাময়ী মুখ দেখেছে
বাবার রাগান্বিত চোখ দেখে নিজের দৃষ্টি অবনত করেছে
প্রেমিকার চোখে এ চোখ রেখে প্রেমে ডুব দিয়েছে
রাষ্ট্রের অনিয়মের নিয়মে পথ দেখে চলেছে।

এইতো সেদিনই চোখে কি যেন পড়ল!
কি অসহ্য যন্ত্রণা, চিৎকার চেঁচামেচি
মা ব্যতিব্যস্ত হয়ে ছুটে এসেছিলেন সব কাজ ফেলে
শাড়ীর আঁচল দিয়ে সযতনে ধুলা সরিয়ে দিলেন
যন্ত্রণা কমাতে ফুঁ দিয়ে দিলেন, গরম সেঁক দিলেন।

এমনকি আজ ভোরেও এ চোখ রক্তিম সূর্যোদয় দেখেছে
আরো বেশ ক'বছর প্রিয় ভূমে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে
পরক্ষণে আবার রাজপথে নেমেছে নৈরাজ্য ঠেকাতে
মুখ থুবড়ে পড়া রাষ্ট্রের সংস্কার করবে বলে।

অথচ এই মুহুর্তে সে একটা পিংপং বল কেবল
কোন এক নিষ্ঠুর মানব সন্তানের হাতে
নির্বাক প্রশ্ন তার, জবাব চায় নির্মমতার 
মহামান্য রাষ্ট্র, উত্তর দিন!
রাষ্ট্র মৃদু হেসে তৎক্ষনাৎ স্ট্রেইট জানিয়ে দিল,
তোর চোখ থাকার অধিকার নেই। দেখার অধিকার নেই।
কোন অধিকার নেই!


০৮.০৮.২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত
ছবি কৃতজ্ঞতা: গুগল

মন্তব্য ৪৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

ভ্রমরের ডানা বলেছেন:



ঘটনাটা ঘটেনি! তবে কবিতাটি সুন্দর!

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

উম্মে সায়মা বলেছেন: তবে ধরে নিন কাল্পনিক কিংবা প্রতিকী!
পাঠে এবং মন্তব্যেে ধন্যবাদ ডানা ভাই৷

২| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

বিজন রয় বলেছেন: ভাল আছেন?

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

উম্মে সায়মা বলেছেন: মনে তো হয় ভালো আছি বিজনদা!
একটু ব্যস্ত থাকায় ব্লগে তেমন সময় দিতে পারছিনা।
আপনিও ভালো আছেন আশা করি৷
ধন্যবাদ।

৩| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর কবিতা!

০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ সম্রাট ভাই!

৪| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হৃদয়স্পর্শী কবিতা!
অবশ্য যাদের হৃদয় আছে ;) তাদের জন্য

কবিরা যদি দলান্ধ হয়ে যায়- ভয়ানক বিপদ! সত্য তখন কাৎরে মরে যাতনায় !

পঞ্চইন্দ্রিয়ের মাধ্যমেই অনুভব! কারো চেতনার একটা অংশও যদি কেড়ে নেয়া হয়
তা অংগহানীর চেয়ে কম নয়।
বলার, শোনার, প্রকাশে, অনুভবের - - -

শুধু আমার মতেই জি হুজুরি চেতনায় অন্তত কবিদের দ্রোহ করতেই হয়।
নইলে তা আর কবি স্বত্তা হয়ে রয় না। লেখক হয় হয়তো অনেক উচু দরের!
কিন্তু কবিতা যে প্রেমের দাবী করে
কবিকে তাই প্রেমিক হতেই হয়।
সত্যবাদী
নির্মোহ
সময়ের আয়না।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১২

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর কিছু কথা বলেছেন বিদ্রোহী ভৃগু ভাই৷
অংগহানীর চেয়ে কম নয়।
ঠিক। কি ভয়ংকর ব্যাপার!
সময়ের আয়না
সময়ের আয়না কতটুকু হতে পেরেছি জানিনা তবে চেষ্টা করেছি একটা মানবিক দিক তুলে ধরতে।
কবিতার অনুভবে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

৫| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সুমন কর বলেছেন: বক্তব্য ভারী !! সুন্দর হয়েছে।
+।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৩

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে অনেক ধন্যবাদ সুমনদা।

৬| ০৯ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

মায়াবী ঘাতক বলেছেন: অনিন্দ্য কাব্য। পড়ে ভালো লেগেছে।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মায়াবী ঘাতক। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৭| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০১

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।



মনোমুগ্ধকর কাব্য।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

উম্মে সায়মা বলেছেন: প্রীশু কি ভাই? বুঝিনি!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

৮| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

৯| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৪

মনিরা সুলতানা বলেছেন: বেশ অনেকদিন পর , দারুনভাবে ফিরলে উম্মে!
বর্তমান সময়ে আমারা সবাই মায়োপিক মনে হয়। কেউ চোখে কেউ অন্তরে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৩

উম্মে সায়মা বলেছেন: কেউ চোখে কেউ অন্তরে।
সহমত আপু।
পাশে থাকায় ধন্যবাদ।
ভালোবাসা অফুরান :)

১০| ১০ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১০

মলাসইলমুইনা বলেছেন: এতো দিন ব্লগে নেই কোথাও নেই ভাবছিলাম কোথায় গেলেন Iযাক মায়োপিক হয়ে যাননি যে তার জানান দিলেন খুবই সুন্দর করে I হ্যা, আমাদের দেশ, গণতান্ত্রিক সরকার আরো কত করে যে নিজের মানুষ কে চেপে ধরে, মেরে, পিটিয়ে, অন্ধ করে, বন্দি করে রাখতে চাইবে আল্লাহই জানেন I এরমধ্যে আপনার কবিতাটা বিরাট প্রতিবাদের ভাষা জুগিয়ে দিলো আরো একবার ... I কবিতায় ভালোলাগা I

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫

উম্মে সায়মা বলেছেন: এ যুগে তো আমরা সবাই মায়োপিক ভাইয়া। উপরে মনিরা আপু বলে গেল, কেউ চোখে আর কেউ অন্তরে।
দেশের সুদিনের প্রত্যাশায় পথ চেয়ে......
অসংখ্য ধন্যবাদ জানবেন। শুভকামনা

১১| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

জাহিদ অনিক বলেছেন:
খুবই সুন্দর কবিতা।
কবিদের একমাত্র হাতিয়ার তাদের কবিতা, উহাই বারবার ডুকরে ওঠে কিংবা গর্জে ওঠে প্রতিবাদের ভাষা হিসেবে।
পিংপং বলের ধারনাটা ভালো লাগছে। চোখ যেন একবার কোটরে যায় আবার ফিরে ফিরে এসে দেখে যায় বাইরের অবস্থা।

শুভেচ্ছা কবি

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০১

উম্মে সায়মা বলেছেন: একমাত্র হাতিয়ার বটে তবে এই ডুকরে ওঠা বা গর্জে ওঠা খুব কমই কাউকে ঘায়েল করে।
চোখ যেন একবার কোটরে যায় আবার ফিরে ফিরে এসে দেখে যায় বাইরের অবস্থা।
ভালো বলেছো তো! তবে বেশির ভাগ সময় কোটরেই অবস্থান করে।

পাঠে এবং সুন্দর একটা মন্তব্য রেখে যাওয়ায় আন্তরিক ধন্যবাদ কবি। শুভ কামনা

১২| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রীশু মানে প্রীতি ও শুভেচ্ছা।

সুন্দর লিখেছেন।

১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৩

উম্মে সায়মা বলেছেন: ও আচ্ছা। শর্ট ফর্ম ধরতে পারিনি!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

১৩| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: প্রীশু কি ভাই? বুঝিনি!

প্রীতি ও শুভেচ্ছা এর কোড প্রীশু ;)
হা হা হা
উনি দীর্ঘদিন ধরেই ব্লগারদের চেষ্টা করছেন নতুনে মুগ্ধ করতে!
কেউ কেউ বুঝলেও অনেকে মিস করছে;)


১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৫

উম্মে সায়মা বলেছেন: ব্লগে অনিয়মিত হবার ফল ভৃগু ভাই। শর্ট ফর্ম ধরতে পারিনি :P
দেরীতেই সই, মুগ্ধ হলাম নতুনত্বে :)
বুঝিয়ে দেবার জন্য ধন্যবাদ......

১৪| ১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭

এ.এস বাশার বলেছেন:

ইস একবার যদি ফাটা কেষ্ট হতে পারতাম...যারা চোখ থাকতেও অন্ধ তাদের চোখগুলো উপড়ে অন্ধ মানুষ গুলোর চোখে লাগিয়ে দিতাম......

দুঃখিত আবার মন্তব্য করতে হল....দয়া করে আগের মন্তব্যটি মুছে দেবেন...

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

উম্মে সায়মা বলেছেন: তাদের চোখগুলো উপড়ে অন্ধ মানুষ গুলোর চোখে লাগিয়ে দিতাম
ইশ এমন যদি করা যেত!
লাইনগুলো কোট করায় ভালো লাগল।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ জানবেন।

১৫| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন:





কবিতায় অস্থিতিশীল অবস্থা বর্ণিত হয়েছে। চোখ বুঝে থাকাই যেন শ্রেয়, সবাই কোটর বন্দি, কপাট খুললেই চোখ উধাও, স্বপ্ন উধাও!

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

উম্মে সায়মা বলেছেন: কবিতার গূঢ়ার্থ অনুধাবনে কৃতজ্ঞতা কথাকেথি ভাই৷
ভালো থাকবেন।

১৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

জোহা প্রকাশন বলেছেন: দারুণ লিখেছেন

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জোহা প্রকাশন.....

১৭| ১১ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩২

মিথী_মারজান বলেছেন: রাষ্ট্র কখনোই তার দায় এড়াতে পারেনা।
কর্মফল ভোগ তাকে করতেই হবে, দুইদিন আগে অথবা পরে।
আফসোস! ততদিনে হয়ত: আরো মূল্যবান কিছু হারিয়ে ফেলবো আমরা।:(
কবিতা আর শিরোনাম দূর্দান্ত হয়েছে সায়মা আপু।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

উম্মে সায়মা বলেছেন: এমন অস্থিতিশীল অবস্থা দেখলে খুব খারাপ লাগে আপু৷
রাষ্ট্র কী আর কর্মফল ভোগ করবে! সেই ভুগবে সাধারণ জনগনই৷
ধন্যবাদ আর ভালোবাসা আপু.....

১৮| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৪১

শিখা রহমান বলেছেন: সায়মা কবিতাটা দুর্দান্ত হয়েছে আর নামটাও যথার্থ। কবিতাটা পড়ার সময়ে খুব অস্থির লেগেছে, ঠিক এই সময়টার মতো। এমন ভয়ঙ্কর সুন্দর কবিতা অনেকদিন পরে পড়লাম।

কবিতায় মুগ্ধতা আর কবিকে এত্তো ভালোবাসা।

ভালো থেকো সবসময়। শুভকামনা কবি।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

উম্মে সায়মা বলেছেন: প্রশংসায় ভীষণ প্রীত হলাম শিখা আপু৷ পাঠকের মনে কিছুটা অস্থিরতা ছড়িয়ে দিতে পারলেও নিজের অস্থিরতা কিছুটা কমে।
অসংখ্য ধন্যবাদ আপু৷

১৯| ১২ ই আগস্ট, ২০১৮ রাত ২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

২০| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ২:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওই দৃষ্টি তে আমি বিভ্রান্ত,
আমি ভীত
তবে কবিতার প্রাণে আমি প্রীত

....................................................................................................................................................................

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল। ভালো থাকুন।

২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ভুলতে পারিনি সেই অভিমান
আবার ফিরে আসা তোমার কাছে
ঘুমিয়ে পড়ি নক্ষত্রের বুকে
এখনো ভালোবাসি ,ভালোবাসি সে ই
অচেনা শিহরন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

উম্মে সায়মা বলেছেন: পোস্টের সাথে আপনার মন্তব্যের সম্পৃক্ততা ঠিক ধরতে পারলাম না।

২২| ০১ লা জুন, ২০২২ বিকাল ৩:২৯

খায়রুল আহসান বলেছেন: একটি বীভৎস সময়ের, সমাজের এবং রাষ্ট্রের কুৎসিত প্রতিফলন ঘটেছে কবিতায়। কবিতাটি সময়ের সাক্ষী হিসেবে টিকে থাকবে।
কবিতায় চতুর্দশতম প্লাস। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.