নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

\'\'The Undisputed Leader (In memory of Sheikh Mujibur Rahman)\'\'

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩




Today, there is floating only one name
You can hear in the air
A loud cry from every heart,
Tear drops from million eyes and
In every drop there is written only one name;
'Mujib'.

Tagore dreamt of 'Shonar Bangla'
Nazrul dreamt of 'Bangladesh',
And their long cherished dream came into life
For the dream who dedicated life;
Sheikh Mujib.

You gave us the red green flag, a free nation
O father of nation,
And you became Bangabandhu for eternity.

Now you are no more here, among us
To spread dark shadow as Wheezy tree,
But we believe from heart you are smiling
From a hundred light years away
Being a glittering star;
Sheikh Mujibur Rahman.

15 August, 2017
(গত বছর ১৫ই আগস্ট শোক দিবস উপলক্ষে কলেজে আয়োজিত অনুষ্ঠানে ছোট ভাইয়ের আবৃত্তি করার জন্য লেখা)
সর্বস্বত্ব সংরক্ষিত
ছবি কৃতজ্ঞতাঃ গুগল

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

বিজন রয় বলেছেন: একটু বাংলা অনুবাদ করে দিবেন?

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

উম্মে সায়মা বলেছেন: ওহ, দুঃখিত।
আমার ভাই ইংলিশ মিডিয়ামে পড়ে তো তাই ইংলিশে লিখেছিলাম।
আবার বাংলা করার মুরোদ কি আছে!
গুগল ট্রান্সলেটে দিয়ে অর্থ দেখতে পারেন :P

আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ বিজনদা।

২| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

জাহিদ অনিক বলেছেন:
Sheikh Mujibur Rahman was the greatest leader in this sub continent, he has shown us the path of freedom and socialism. we, who has born after '71, were always huger to know the historical truth behind our great liberation war.
Your poem has told us about the nobility of Sheikh Mujibur Rahman.
Pretty poetry.

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৯

উম্মে সায়মা বলেছেন: He is indeed a great hero and ideal for all of us to follow. And it's upto us to fulfill his dreams.
Thanks Jahid Onik.

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।


তিনি মরেও অমর হয়ে আছেন।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৪

উম্মে সায়মা বলেছেন: অবশ্যই!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

৪| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

ইফতেখারুল মবিন বলেছেন: খুব ভালো লাগলো"

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৫

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মবিন ভাই।

৫| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

অন্তরন্তর বলেছেন: Outstanding....

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

উম্মে সায়মা বলেছেন: থ্যাংকস আ লট।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৬| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:
ওহ ইংলিশ ম্যান
বাংলা পারো না ক্যান??

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

উম্মে সায়মা বলেছেন: পারিতো পারিতো৷ আনপাড় গোঁয়ারেরও মাঝে মাঝে আংরেজীতে একটু আধটু লিখতে শখ হতে পারেনা? B-)
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

৭| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

আখেনাটেন বলেছেন: চমৎকার লিখেছেন স্বাধীনতার মহানায়ককে নিয়ে।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: অনুবাদ করুন।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪১

উম্মে সায়মা বলেছেন: এত কষ্ট করে ইংরেজীতে লিখলাম আবার অনুবাদও করতে হবে? #:-S
আচ্ছা চেষ্টা করব। তবে এটাই পোস্ট দিলাম ১ বছর পর। তাহলে অনুবাদ আসতে কত দেরী হতে পারে বুঝতেই পারছেন :P
ধন্যবাদ রাজীব নুর ভাই।

৯| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

মুজিব মৃত্যুকে জয় করেছে! তিনি মরেন নি! তিনি বেচে আছেন এই বাংলায়....

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:৩০

উম্মে সায়মা বলেছেন: তিনি বেচে আছেন এই বাংলায়....
তা তো অবশ্যই।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ডানা ভাই।

১০| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। তিনি মুক্তিযুদ্ধের মহান স্থপতি। বাংলাদেশ যতদিন আছে ততদিন তার নাম থাকবে উচ্চারিত হবে।

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩২

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।

১১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ২:০২

এস এম মামুন অর রশীদ বলেছেন: একজন মহানায়ককে নিয়ে সুন্দর কথামালা।

তবে Unanimous শব্দটি semantics অনুযায়ী এখানে ভুল, অন্তত খাপ খায়ই না। এমনকি কবিতার অলঙ্কারের দোহাইও দিলেও না। আর বাংলা যেহেতু লিখতে পারেন, ইংরেজির পাশাপাশি বাংলা অনুবাদ করে দিলে ব্লগের প্রতি সহমর্মিতা, শ্রদ্ধা প্রকাশ পাবে।

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। এটা প্রায় বছরখানেক আগের লেখা। তখন কি মনে করে এই শব্দটি ব্যবহার করেছিলাম এখন আর ঠিক মনে নেই। হয়তো এটাই উপযুক্ত মনে হয়েছিল তখন। তবু খায়রুল আহসান ভাইয়ের প্রস্তাবনায় বদলে দিলাম।
আর হুম আগেও একটা প্রতিমন্তব্যে বলেছি সময় পেলে ব্লগ এবং ব্লগারদের সুবিধার্থে বাংলা করে দেব।

১২| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৪

খায়রুল আহসান বলেছেন: একজন যোগ্য ব্যক্তির প্রতি যোগ্য শ্রদ্ধাঞ্জলি, ভাল লিখেছেন।
তবে, Unanimous এর ব্যাপারে আমিও এস এম মামুন অর রশীদ এর সাথে একমত প্রকাশ করছি। Unanimous কে
Undisputed দিয়ে প্রতিস্থাপন করতে পারেন।
বাংলা ব্লগে পাঠকেরা সাধারণতঃ বাংলা লেখাই বা ইংরেজী লেখার বাংলা অনুবাদ পাঠ করতে চায় বলে আমার ধারণা।

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই। উপরেও বলেছি এটা প্রায় বছরখানেক আগের লেখা। তখন কি মনে করে এই শব্দটি ব্যবহার করেছিলাম এখন আর ঠিক মনে নেই। হয়তো এটাই উপযুক্ত মনে হয়েছিল তখন। আপনার প্রস্তাবনায় বদলে দিলাম।
আমি সাধারণত ইংরেজী লেখা এ ব্লগে পোস্ট করিনা। ওইদিন মনে হল লেখা আছে যেহেতু শেয়ার করি। এই আর কী।
পাশে থাকায় কৃতজ্ঞতা।

১৩| ২১ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১০

ঈশ্বরকণা বলেছেন: স্বাধীনতার ছিচল্লিশ বছর পরে Unanimous, Undisputed এই দুটো শব্দ প্রয়োগ নিয়েই কিন্তু বিতর্ক হতে পারে I সবাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু কিন্তু অনুপস্থিত ছিলেন পুরোটা সময়ই I

২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫

উম্মে সায়মা বলেছেন: থাক ভাই সে তর্কে আর না যাই!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

১৪| ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭

কলাবাগান১ বলেছেন: "সবাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু কিন্তু অনুপস্থিত ছিলেন পুরোটা সময়ই I"

কিন্তু গোলাম আযম রা স্বাধীনতার যুদ্ধে উপস্হিত ছিলেন পুরোটা সময়ই....

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০০

উম্মে সায়মা বলেছেন: কোন ব্যাপারে আলোকপাত করতে চাচ্ছেন সরাসরি বলতে পারতেন৷
ধন্যবাদ।

১৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৬

মলাসইলমুইনা বলেছেন: অনেক দিন পরে এলাম ব্লগে ও সেই সঙ্গে আপনার ব্লগে |আপনার লেখাটাতো দেখি আরো পুরোনো |চটজলদি আরেকটা লিখা লিখে ফেলুনতো!বাই দ্যা ওয়ে, বঙ্গবন্ধুর প্রতি কবিতায় শ্রদ্ধাঞ্জলি খুবই পরিশীলিত লেগেছে আর তাই ভালো লাগাও হয়েছে অনেক I

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মলাসইলমুইনা ভাই। আশা করি এবার নিয়মিত হবেন আবার৷

এইতো দিয়ে দিলাম আরেকটি পোস্ট৷
ভালো থাকবেন।

১৬| ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭

সোনালি কাবিন বলেছেন: , ২০১৮ সকাল ১১:১০১

ঈশ্বরকণা বলেছেন: স্বাধীনতার ছিচল্লিশ বছর পরে Unanimous, Undisputed এই দুটো শব্দ প্রয়োগ নিয়েই কিন্তু বিতর্ক হতে পারে I সবাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু কিন্তু অনুপস্থিত ছিলেন পুরোটা সময়ই I
২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৫০

লেখক বলেছেন: থাক ভাই সে তর্কে আর না যাই!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।
১৪. ২৬ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৭২

কলাবাগান১ বলেছেন: "সবাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু কিন্তু অনুপস্থিত ছিলেন পুরোটা সময়ই I"

কিন্তু গোলাম আযম রা স্বাধীনতার যুদ্ধে উপস্হিত ছিলেন পুরোটা সময়ই...

এইত রাজাকারের ল্যাঞ্জা দেখা যায়। কী ইশ্বর কণা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.