নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

মেঘ-বাদলের গল্প (ছবিতা আর কবিতা ব্লগ)

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪০


শূন্যতা আর পূর্ণতার মুখোমুখি বসবাস


ইট-কাঠের শহরে বন্য মেঘের আনাগোনা


পরদেশী মেঘ যাও রে ফিরে। বলিও আমার পরদেশী রে.....


মেঘ আর সূর্যের লুকোচুরি খেলা


এক চিলতে নাগরিক মেঘ


রিক্ততায় সিক্ত বিষন্নতার গান


[ছবিঃ নিজের তোলা]
.....…......................................


'বৃষ্টিস্নাত'

আমার এখানে আজ তুমুল বৃষ্টি হচ্ছে অভ্র
জল নেমেছে মুষলধারে
আকাশে জমাট মেঘের বাঁধ ভেঙ্গেছে।
তোমার ওখানেও কি হচ্ছে? মেঘের ওপারে?
নাকি তুমিই বৃষ্টি নামাচ্ছো
কিংবা বৃষ্টি হয়ে ঝরছো
আমার জন্য
আমায় আলতো করে ছুঁয়ে দেবার জন্য।
তবে কেন কৃপণতা কর?
কেন রোজ রোজ নামাও না
কিংবা নামো না
কেন ছয় মাসে নয় মাসে একবার
কেন রোজ আমায় ভেজাও না
এমন বছরে দু'একদিনে তো আমার মন ভরেনা। 

এমন মাতাল করা বৃষ্টি হলেই ইচ্ছে হয়
নিজেই বৃষ্টি হয়ে যাই
ঝমঝম ঝরে পড়ি তোমার উঠোনে
ভিজিয়ে দেই তোমার আঙিনা,
সিক্ত করি তোমার দেহ, মন
তোমার শরীরময় লেপ্টে থাকি বৃষ্টি হয়ে।

আবার যেদিন তোমার দেশে
আকাশ কালো করে মেঘ জমবে
বৃষ্টি ঝরবে অঝোরে
জেনো সে জলধারা আমিই
দোহাই লাগে অভ্র,
তুমি ঘরে বসে থেকোনা
বের হয়ে এসো
অন্তত দাওয়ায় বোসো একটুখানি
নিজেকে সমর্পণ কোরো বৃষ্টির কাছে
অবগাহন কোরো নিজেকে
আমায় আলিঙ্গন কোরো।

আর মাঝে মাঝে  বৃষ্টি হয়ে এসো
আমার শুষ্ক আকাশে
ভিজিয়ে দিও আমায় ভালোবাসায়
আমিও নাহয় ভেজাবো তোমায় কদাচিৎ
হেমন্তের এমন অবেলায়।।  

(সর্বস্বত্ব সংরক্ষিত)
[আরবের শুষ্ক মরুদ্যানে ইদানিং ঘনঘন মেঘবৃষ্টির আনাগোনা মন উচাটন করে। গুড়গুড় শব্দে বিদ্যুতের ঝলকানি বুকের ধুকপুক বাড়িয়ে দেয়। তখন মন আর ঘরে থাকেনা। আবার কখনো মনে হয় আজ আমি কোথাও যাবনা। আজ সেই মেঘ-বাদলের যৎসামান্য ছবিতা আর বৃষ্টিতা।]

মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১১

মনিরা সুলতানা বলেছেন: ওয়াও !!
চমৎকার সব ছবি ! তবে প্রথম আর শেষ ; এই ছবি দুটো মরুভূমির মাঝের প্রাণের দেশের ছায়া নিয়ে এলো। তোমার হাতের কারুকাজ নিঃসন্দেহে দারুণ।


হুম হুম কবিতা !

শুরু থেকে শেষ - সমস্ত কবিতা জুড়ে রেখে গেলে এক ভেজা বালিকার, ভিজে আসা মনের স্নিগ্ধতা !
এই শীত আসি আসি সময়ে মরুভূমি কেমন এক ছন্নছাড়া মেঘবালিকা' র উতল হাওয়া নিয়ে দিন রাতের পসরা সাঁজায়। নাকে আসে বহুদিনের জমা সোঁদা মাটির ঘ্রাণ।

তোমার কবিতা তাতে উসকানি হাওয়া হয়ে মন কে উন্মনা করলো।


অপূর্ব ছবি আর লেখায় ভালোলাগা ভালোলাগা আর তোমাকে ভালোবাসা।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১২

উম্মে সায়মা বলেছেন: আপু আপনার মন্তব্যও ছোটখাটো একেকটা কবিতা হয়ে যায় :) কি সুন্দর করে কবিতায় মন্তব্য করলেন। আমি তো এত সুন্দর করে কবিতাও লিখতে পারিনি :D
অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা❤

২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২২

আকতার আর হোসাইন বলেছেন: ছবি ভাল লাগল। ভাল লাগল ছবি ক্যাপশনও

আর ভাল লাগার মাত্রাকেও ছাড়িয়ে গেছে কবিতাটি। চালিয়ে যান...

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৪

উম্মে সায়মা বলেছেন: বাহ কি সুন্দর করে ডিগ্রী ভাগ মন্তব্য করলেন৷ পজিটিভ < কম্পেরাটিভ < সুপারলেটিভ :D
অসংখ্য ধন্যবাদ আকতার আর হোসাইন ভাই।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ছবিতা ভালোবাসি সব সময়, কবিতায়ও মনটা কোথায় যেন ছুটে যেতে যায়........শুভ কামনা জানবেন।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৫৯

উম্মে সায়মা বলেছেন: বাহ সামুর সেরা ফটোগ্রাফারদের মধ্যে একজন আমার ছবিব্লগে! ধন্য হলাম।
অনুপ্রেরণামূলক মন্তব্যে ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই। ভালো থাকুন।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:০৫

সাদা মনের মানুষ বলেছেন:

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:১৯

উম্মে সায়মা বলেছেন: আহ ধোঁয়া ওঠা চা! ধন্যবাদ :)

৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: মেঘময় পোস্টে ভালো লাগা :D

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আর্কিওপটেরিক্স।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৯

সুমন কর বলেছেন: কবিতাটা শুরুতে দিয়ে মাঝে মাঝে ছবি দিলেও পোস্টটি প্রথম পেজের জায়গা এতোটা নষ্ট করত না। আপনি পুরনো ব্লগার ব্যাপারগুলো জানার কথা। তবুও বললাম, কিছু মনে করবেন না।

কবিতা বেশ লাগল। ব্লগে কম দেখা যায়।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

উম্মে সায়মা বলেছেন: কই যাই বলেন তো সুমনদা? ওভাবে দিলে কেউ কেউ বলে এভাবে দিতে। আর এভাবে দিলে বলেন ওভাবে দিতে। তাছাড়া ভেবেছিলাম ছোটখাটো একটা বর্ণনা দিয়ে শুরু করব। কিন্তু সময় করে উঠতে পারিনি৷আর আমার খুব বেশি ছবিব্লগ দেয়ার অভিজ্ঞতা নেই। অনেককে দেখি তো এভাবে দেয়।
যাই হোক, ধন্যবাদ জানবেন।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

মলাসইলমুইনা বলেছেন: হা হা আরবের এই শুস্ক বৃষ্টিতে ভিজেও এই অভ্রময় কবিতা ! দেশের ভরা ভাদরের ভরা বৃষ্টির ঝাপ্টায় ভিজলে কতইনা অপার্থিব জলীয় কবিতা পাওয়া যেত ভাবছি !
"এমন মাতাল করা বৃষ্টি হলেই ইচ্ছে হয়
নিজেই বৃষ্টি হয়ে যাই
ঝমঝম ঝরে পড়ি তোমার উঠোনে
ভিজিয়ে দেই তোমার আঙিনা,
সিক্ত করি তোমার দেহ, মন
তোমার শরীরময় লেপ্টে থাকি বৃষ্টি হয়ে।"

আপাতত অবিরাম স্নো ফলে শুভ্র হয়ে আছে অভ্র মাটি -দশ দিক । শুভ্রতায় ভরা অভ্রময় কবিতা তাই আরো মনের কাছাকাছি । ওপরের লাইনগুলো এই শীতের স্নো ফলেও বর্ষার ভালো লাগলো এনে দিলো । কবিতায় অবিরাম ঝরে পড়া বৃষ্টির মতো অবিরাম ভালোলাগা ।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

উম্মে সায়মা বলেছেন: মন ভালো করা অসম্ভব সুন্দর একটা মন্তব্য প্রদানে অসংখ্য ধন্যবাদ মলাসইলমুইনা ভাই। আসলে হয়তো ওইরকম রোজ বৃষ্টি ভরা দিন পেলে আর কোন কবিতাই আসতো না। এখানে হঠাৎ পাওয়া বলেই হয়তো বেশি আবিষ্ট করে।
আপনারও সেই স্নোফল নিয়ে একটা পোস্ট লিখে ফেলুন না৷ ইশ আমার স্নোফল দেখার যে কি ইচ্ছে!
ভালো থাকুন নিরন্তর।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩

নজসু বলেছেন:




নয়নাভিরাম।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ নজসু।

৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

অলিভিয়া আভা বলেছেন: ১ম এবং শেষ ছবিটা বেশ ভালো লাগলো। দুট নিশ্চয়ই একই লোকেশনে তোলা?
ছবিগুলো সুন্দর। মন উদাস করা কিছুটা।

আপনার কবিতার মধ্যে ম্যাজিক আছে। কবিতা পড়তে পড়তে শুধু ভাবছিলাম, অভ্র মানে তো মেঘের কণা, মেঘের কণা বৃষ্টি হয়ে আসবে নিশ্চয়ই। অভ্র ঘরে বসে থাকতে পারবেই না এমন আহ্বানে সাড়া না দিয়ে।
ভালো থাকুন।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ। হ্যাঁ দুটো ছবি একই লোকেশনে তোলা৷
কবিতা পাঠে আপনার ভাবনা জানতে পেরে ভালো লাগছে৷খুব সুন্দর করে বলেছেন।
অসংখ্য ধন্যবাদ জানবেন।

১০| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: পাহাড়ে যেতে হবে । তার চূড়ায় আছে জনমানবহীন নিঃসীম নীরবতা । খুব দুঃখী প্রয়োজন তেমন বিশাল এক ধু-ধু প্রান্তর । যাতে কেউ শুনতে না পায় । বলতে না পারে, আর কান্না নয় ছেলে । অসাধারণ মীমাংসা ।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

১১| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ দীপঙ্কর দা।

১২| ১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯

শিখা রহমান বলেছেন: সায়মা মনি আকাশের সাথে আমার প্রেম অনেকদিনের। তাই আকাশের ছবি সবসময়েই মুগ্ধ করে। ছবিগুলো এমন সুন্দর!! এক নম্বর আর পাঁচ নম্বর ছবি দুটো খুব ভালো লেগেছে। আর কবিতাতো দুর্দান্ত!! অনেকদিন পরে তোমার কবিতা পেলাম। খুব সুন্দর!!

তোমার জন্য আমার আকাশের ছবি দিলাম। কমলার বাগান, পাহাড় আর নভেম্বরের আকাশ!!

অনেক আদর আর ভালোবাসা মরুবাসিনী মিষ্টি কবি।

১৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

উম্মে সায়মা বলেছেন: আপনার ছবিটাও খুব মন ভালো করে দেয়া। দেখেই মনে হয় শরতের পেঁজাতুলোর আকাশ। কি সুন্দর ওয়েদার!
কবিতা আর ছবিতা আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগল আপু।
আপনাকেও অনেক অনেক ভালোবাসা...

১৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




প্রথম ছবিটিতে জীবনের এক কঠিন সত্যদর্শন বলে গেলেন । জানিনে, ছবিটি তোলার সময় আপনি এমনটা ভেবেছিলেন কিনা কিম্বা নিছক ছবিই তুলে গেছেন !
মরুভূমির ঘোর বালিয়ারীর মাঝেও যে মনখানায় মাঝেমাঝে বৃষ্টির ছোয়া লাগে , আর তাতে লাগে মনখারাপের রঙ ; তেমন রঙ মেখে আছে কবিতায় আর ছবিতে ।
আমার আঁকা তেমন একখানা বৃষ্টিস্নাত হেমন্তের শহরের ছবি দিলুম আপনাকে -উম্মে সায়মা ,

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৭

উম্মে সায়মা বলেছেন: ছবিটি তোলার সময় তেমন কিছুই ভাবিনি আহমেদ জী এস ভাই। শুধু ভিউটা ভালো লেগেছে বলে তুলেছিলাম৷ আর সবগুলো ছবি খুব কম সময়ের মধ্যে তোলা। পরে পোস্ট দেয়ার সময় এই ক্যাপশনটা মনে হল। সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। সাথের ছবিটার জন্যেও।
আপনি তো সুপার জিনিয়াস আহমেদ জী এস ভাই। এত সুন্দর ছবিও আঁকেন! আগের পোস্টে যে দিয়েছিলেন সেটাও আপনার নিজের আঁকা ছিল? আমি তো তখন আপনার সিগনেচার খেয়ালই করিনি। এখন আবার দেখে এলাম। দুটো ছবিই অসাধারণ!
শুভ কামনা নিরন্তর.....

১৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ছবির কথা আর কবিতার কথা, সবখানেই জলজ্যান্ত মানুষের বাস।আসলে বলার বাহিরে সুন্দর হয়েছে

++++((

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর করে বলেছেন তো! অসংখ্য ধন্যবাদ জানবেন।

১৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিও কবিতায় দারুণ কম্বিনেশনে পোস্টটি ভাল লেগেছে।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সুজন ভাই। ভালো আছেন আশা করি।

১৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

কথাকথিকেথিকথন বলেছেন:






বৃষ্টিস্নাত প্রেমময় আলিঙ্গণে মুরুদ্যানে জেগেছে যেন জীবন ! ছবি সমেত কবিতা ভাল লেগেছে ।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

উম্মে সায়মা বলেছেন: আসলেই তাই মনে হচ্ছে। মরুতে জীবনের আভাস পাওয়া যাচ্ছে।
ধন্যবাদ জানবেন।

১৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: দারুণ ছবিগুলো....

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ রাজকন্যা।

১৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর ছবিগুলো ....


কবিতাও সুন্দর হয়েছে++

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবীর ভাই।

১৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর । আরবের মরুভূমিতে মেঘের দেখা পাওয়া ও তা থেকে মন উচাটন হওয়া ছবি ও কাব্যের অসাধারণ মেলবন্ধন ।

শুভকামনা জানবেন।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। ধন্যবাদ।

২০| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! সুন্দর । আরবের মরুভূমিতে মেঘের দেখা পাওয়া ও তা থেকে মন উচাটন হওয়া ছবি ও কাব্যের অসাধারণ মেলবন্ধন ।

শুভকামনা জানবেন।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

উম্মে সায়মা বলেছেন: :)

২১| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আরি আরি মাসীমা না
কোথা ছিলে কওতো?
মেয়ের পরে অভিমানে
গাল ফোলা নওতো?

মেয়েতো কয়না কিছু
মেলাদিন দেখিনা;
দুজনারে মিস করি
কথা বাপু মেকি না।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০০

উম্মে সায়মা বলেছেন: আমি কিন্তু কান্না করব বলে দিলাম :(( নাম নিয়ে তো বাপু মহাবিপদে পড়লাম দেখি /:)

২২| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:১৫

তারেক_মাহমুদ বলেছেন: ছবিতা ও কবিতায় মুগ্ধতা।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ তারেক ভাই।

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এমন মাতাল করা বৃষ্টি হলেই ইচ্ছে হয় নিজেই বৃষ্টি হয়ে যাই
............................... কেন এমন হয় আমাদের !!!?

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০২

উম্মে সায়মা বলেছেন: জানিনা কেন এমন হয়, কিন্তু হয় তো৷ হয়তো মানুষ বলে, আবেগ আছে বলে...৷
ধন্যবাদ স্বপ্নের শঙ্খচিল।

২৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

জাহিদ অনিক বলেছেন:




মেঘের মেঘ উড়ে এসে জুড়ে বসুক কবিতার রাজ্যে,
ভিজিয়ে দিক কবিতার খাতা পেন্সিল।

তবে রোজ রোজ অভ্রমেঘ ভিজিয়ে দিলে ঠাণ্ডা কাশি সর্দি হাইচ্চু মাইচ্চু লেগে যাবে ;)
এটাই ভালো, সে মাঝেসাজে আসে।

আপনার ছবিতার সৌজন্যে জী এস সাহেবের আঁকা দুর্দান্ত একটা জলরঙ দেখতে পেলাম।
বাহ ! খুব সুন্দর বাদলা দিনের কাব্য। কবিতা ও ছবিতায় ভালো লাগা সায়েমা আপু।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১২

উম্মে সায়মা বলেছেন: কবিতার লাইনগুলোনতো সুন্দর তো! কার লেখা?

ঠিক ঠিক। মাঝে মাঝে আসাই ভালো। সবসময় এলে বৃষ্টিকে ঘিরে সব আবেগ উড়ে যাবে।

আমিও জী এস ভাইয়ের পেইন্টিং দেখে মুগ্ধ।
ধন্যবাদ কবি সাহেব।

২৫| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুখপাঠ্য কবিতা। এক নিঃশ্বাসে পড়ার মতো।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩২

উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।

২৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১

জাহিদ অনিক বলেছেন:

লেখক বলেছেন: কবিতার লাইনগুলোনতো সুন্দর তো! কার লেখা?
- উহা মহাকবি জাহিদ অনিকের লেখা। B-)

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩২

উম্মে সায়মা বলেছেন: আচ্ছা আচ্ছা তাইতো বলি.. চেনা চেনা লাগে তবু অচেনা :)

২৭| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার সব ছবি, খুব সুন্দর সব ক্যাপশন- প্রথমটা বেস্ট আর শেষেরটা সেকেন্ড বেস্ট!
আর কবিতাটাও খুব মনছোঁয়া হয়েছে, একদম শেষের কথাগুলোও।
আবার যেদিন বৃষ্টি হবে, সেদিনেও একটা কবিতা লিখবেন আশা করি।
মনিরা সুলতানা আর মলাসইলমুইনা এর মন্তব্য এবং শিখা রহমান আর আহমেদ জী এস এর ছবিদুটো খুব ভাল লাগলো।
পোস্টে প্লাস + +

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই। আপনার মন্তব্য সবসময় মন ভালো করে দেয়। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
মনিরা আপু, মলাাইলমুইনা ভাই, আহমেদ জী এস ভাই এদের মন্তব্য সবসময় এত সুন্দর হয়। আপনারও :)
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.