নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

ঈর্ষান্বিতা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

 



ইদানিং আমি বড্ড ঈর্ষাকাতর হয়ে যাচ্ছি জানো!
তোমার সবটা অধিকার করে নিয়েছে
তৃতীয় কেউ একজন;
দেখে আমার হিংসে হয়।
ভাগ পড়েছে আমার জন্য বরাদ্দ
তোমার সবটুকু ভালোবাসায়,
তুমি অন্য কারো হয়ে গেছো বলে
আমার ঈর্ষা হয়।

নিঃসঙ্গ আমি একাকী ঘুরে বেড়াই পুরো শহর
রিকশায় চড়ে, অলিগলি, বড় রাস্তা; গন্তব্যহীন
অন্য রিকশায় কপোত কপোতী খুনসুটি করে
মৃদু গলায় ভালোবাসার গল্প ফাঁদে,
ঝাঁকুনির বাহানায় দু'জন দু'জনকে
ছুঁয়ে দেয় আলতো করে;
তাদের আমার হিংসে হয়।

অফিস শেষে হয়তো রেস্তোরাঁয় বসি
এক কাপ কফি নিয়ে
অবসন্নতা মেটাতে।
পাশের টেবিলে প্রেমে মত্ত নর ডুব দেয়
প্রগাঢ় ভালোবাসায় নারীর মেঘকেশে
গরম কফি জুড়িয়ে যায়
কারো সেদিকে থাকেনা খেয়াল।
যেন তারা পৃথিবীর একমাত্র নর এবং নারী
চারপাশের সময় থমকে যায় তাদের জন্য; 
তখন নিজের অজান্তে
টুপ করে একটা দীর্ঘশ্বাস নামে।

চোখ ধাঁধাঁনো আলোর মেলায়
হয়তো সাক্ষী হই কোন নবজীবনের
দূর হতে এক কোনে একাকী দাঁড়িয়ে দেখি
প্রেমের শুভ পরিণয়ে প্রেমীযুগল চোখে চোখ,
আঙুলে আঙুল ছুঁয়ে
ভালোবাসার স্মৃতি জমা করে;
তাদের দেখেও আমার খানিকটা হিংসে হয়। 

ভাবছ, 'কী হিংসুটেরে বাবা!' তাইতো?
আর তো কিছু নয় অভ্র।
কেবল ভালোবাসার মামলাতেই
আমার ভীষণ ঈর্ষা, ভীষণ
আমি যে আজন্ম ভালোবাসার কাঙাল।।

৩০.০৩.২০১৭

সর্বস্বত্ব সংরক্ষিত
ছবিঃ গুগল

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

মনিরা সুলতানা বলেছেন: কেবল ভালোবাসার মামলাতে ঈর্ষা ই ভালো তো!

টুপ করে দীর্ঘশ্বাস পরার মত কবিতা সায়েমা, ছোট ছোট দৃশ্য নিয়ে দারুণ।
ভালোলাগা।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু। এ লেখাটা পাবলিশ করব কি করব না তা নিয়ে দ্বন্দ্বে ছিলাম৷
আপনাদের ভালোবাসায় সাহস করে দিয়েই ফেললাম। :)

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৪

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

শাহরিয়ার কবীর বলেছেন: হিংসা করার মত সুন্দর একটি কবিতা লিখেছেন সায়মা আপু। ;)

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ কবীর ভাই :)

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৯

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজীব নুর ভাই।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৮

আলমগীর কাইজার বলেছেন: খুবই সুন্দর। আমারও খুব হিংসে হয়, বন্ধুরা বলে আমি নাকি হিংসুক তাই এসব দেখি।

মুগ্ধ হলাম,

ঝাঁকুনির বাহানায় দু'জন দু'জনকে
ছুঁয়ে দেয় আলতো করে;
তাদের আমার হিংসে হয়।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জানবেন। আমার ব্লগে স্বাগতম।

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১

হাবিব বলেছেন: অসাধারন.....

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৬

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ

৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৬

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সনেট কবি ভাই।

৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোবাসার জন্য এটুকু ঈর্ষা থাকবেই....
এ মন যে একটা পাখি.....
প্রিয়জনের জন্য মনটা পাখির মতোই পাখা ঝাপ্টায়....
এ ঈর্ষা প্রকৃত ভালোবাসার মতোই পবিত্র.....

মনের গহীন ভাবনার দারুণ প্রকাশ !

মুগ্ধতার চিহ্ন রেখে গেলাম...

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:০০

উম্মে সায়মা বলেছেন: হুম হুম। ঈর্ষা ছাড়াও নাকি প্রেম হয়না। তাই ঈর্ষার কবিতা :)
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঈর্ষার কবিতা এতো সুন্দর! যদিও দীর্ঘশ্বাসের হিড়িক লেগেছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১২

উম্মে সায়মা বলেছেন: দীর্ঘশ্বাস তো পড়বেই...
ধন্যবাদ সুজন ভাই৷ কেমন আছেন? রোহান বাবুটা কেমন আছে?

১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

মিথী_মারজান বলেছেন: কিছু কিছু ঈর্ষা দেখতেও বেশ লাগে!
ঠিক ততটাই সুন্দর এই কবিতাটি।
ভালোবেসে এমন ঈর্ষা করতেও খুব সুন্দর একটা মন লাগে।
কবিতায় অনেক ভালোলাগা সায়মা আপু।:)

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৪

উম্মে সায়মা বলেছেন: ঈর্ষাতেও ভালো লাগা? :P ভালোবাসা এমনই অন্ধ হয় আপু।
ভালোবাসা এত্তগুলো......

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৯

কাওসার চৌধুরী বলেছেন:



এমন করে ভালবাসা হওয়া উচিত
প্রতিটি দম্পতির, প্রেমিক-প্রেমিকার
যদি বিশ্বাস থাকে দু'জনার মাঝে
জীবন হয় না মিছে, চলে না পিছে।
এমন ভালবাসা দেখলে আমি, আমরা
ঈর্ষায় হই কাতর, ভীষণ হিংসা, মুগ্ধ
ভালবাসাহীন জীবন আমার হয় না হৃদ্ধ।
ঈর্ষান্বিত তবু আশা রাখি তোমার তরে
জানে, সব জানে দু'জনায় অন্তর্যামী।

ভালবাসায় ঈর্ষা থাকে; থাকে হারানোর আশংকা। তবুও চলে বিচ্ছেদ। হয় ভাঙা গড়ার খেলা। জীবন চলে তার আপন গতিতে। বাঁক নেয় মনের খেয়ালে। তবুও জীবন জীবনের মত মৃত্যুরও পরে। আপা, কবিতায় ভাল লাগা।

অফটপিক, ইউ ফরগট মি ফরএভার!! :(

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

উম্মে সায়মা বলেছেন: হুম ঠিক বলেছেন। ঈর্ষা আর হারানোর আশংকা না থাকলে সেটা ভালোবাসা হল কোথায়! কাব্যে কাব্যে ভালো লাগা জানিয়ে যাওয়ায় ধন্যবাদ কাওসার ভাই।
[অফটপিকের রিপ্লাইঃ তা যদি বলেন তবে তো বলতে হবে ব্লগের সবাইকে ভুলে গেছি। কেননা ইদানিং ব্লগে একদম অনিয়মিত হয়ে গেছি। তেমন কারো ব্লগেই যেতে পারছিনা। ইচ্ছে থাকা সত্ত্বেও ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে ব্লগে একদম সময় দিতে পারছিনা। ভালো থাকবেন]

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১৭

রাফা বলেছেন: সর্বনাশ……রিকশা,রেস্তোরা বা পার্কের নির্জনতা ।সব দেখে ফেলেন ,আঢ়চোখে নাকি সরাসরি ? নিঃশ্বাস বন্ধ করা ঈর্ষায় কিন্তু ভালোবাসা পালিয়ে বাঁচতে চায়।তাই দম বন্ধ করা ভালোবাসা থেকে সাবধান।

চমৎকার কবিতার জন্য,ধন্যবাদ-উন্মে সায়মা।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। এ তো বিচ্ছেদ পরবর্তী ঈর্ষার গল্প। তাই আর পালানোর প্রশ্নই ওঠেনা :)
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। ধন্যবাদ।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

জাহিদ অনিক বলেছেন:
ঈর্ষান্বিতা'র ঈর্ষনীয় ভালোবাসার কাব্যে ব্যপক ঈর্ষা রেখে গেলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২

উম্মে সায়মা বলেছেন: হাহাহ। ঈর্ষা পেয়ে আপ্লুত হলাম কবি।
ধইন্যা.... এক আঁটি :) (বিলি ভাইয়ের ট্রেডিশন ধরে রাখছি :P)

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

সামিয়া বলেছেন: ভালোবাসার কাঙাল যেন খুব বেশিদিন থাকতে না হয়------

সুন্দর কবিতা।
শুভকামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪

উম্মে সায়মা বলেছেন: যে ভালোবাসার কাঙাল সে সবসময় কাঙালই থাকার কথা। যত পাবে আরো চাইবে :)
ধন্যবাদ সামিয়া আপু।

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪২

শিখা রহমান বলেছেন: ইশশ!! এই কবিতাটা পড়ে আবারো প্রেমে পড়তে ইচ্ছে করলো। ঈর্ষা করার মতো এমন কেউ থাকে বলেই ভালোবাসা রয়ে যায়।

কবিতাটা দুর্দান্ত লেগেছে সায়মা মনি। ভালোবাসা আর ভালোলাগা। আর একটু ঈর্ষা এমন লিখতে পারি না বলে!!

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৫

উম্মে সায়মা বলেছেন: কবিরা তো বারবারই প্রেমে পড়ে আপু। সবকিছুরই প্রেমে পড়ে। আপনিও আবারো প্রেমে পড়েন আর এমন ঈর্ষান্বিতা হয়ে যান আপু :)
আমারও ঈর্ষা হয় আপনার মত এত সুন্দর করে গল্প- কবিতা লিখতে পারিনা বলে। 8-|
ভালোবাসা আপু.....

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৫

রাফা বলেছেন: বুঝলাম বিচ্ছেদ পরবর্তি ঈর্ষার কবিতা।কিন্তু সেই ঈর্ষায় কি কোন ফল আছে, নেই ।তাইনা ? কাজেই সাবধান হইতে হবে অঘটনের পুর্বেই।

ধইণ্য প্রতিউত্তরে।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৬

উম্মে সায়মা বলেছেন: হাহহা। আচ্ছা কবিতার নায়িকাকে বলে দেয়া হবে যেন আগে থেকেই সাবধান হয় :)
আপনাকেও ফের এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

সুমন কর বলেছেন: আরে এ যে দেখি, ঈর্ষা'র কবিতা !! সুন্দর এবং মিষ্টি কবিতা।

কিছু দিন দেখা নাই......

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩৮

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সুমনদা।
একটু ব্যস্ততার দরুন ব্লগে নিয়মিত হতে পারছিনা। ভালো আছেন আশা করি।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




ভালবাসায় ঈর্ষা থাকাটা জরুরী । তবে সেটা যেন অতিরিক্ত না হয় ।

আমিও আজন্ম ভালবাসার কাঙাল রয়ে গেলাম ।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪১

উম্মে সায়মা বলেছেন: তা তো অবশ্যই। কোন কিছুই অতিরিক্ত ভালো না।
ধন্যবাদ জানবেন।

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২২

খায়রুল আহসান বলেছেন: এমন ঈর্ষা থাকাটা স্বাভাবিক, এটা একটা সুস্থ প্রতিক্রিয়া!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০১

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই :) ভালো আছেন আশা করি।

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৫

চাঙ্কু বলেছেন: ঈর্ষান্বিত কোবতে ভালা হইছে!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯

উম্মে সায়মা বলেছেন: ধইন্যবাদ চাঙ্কু :)

২১| ০৯ ই মে, ২০১৯ রাত ৯:২২

মেঘ প্রিয় বালক বলেছেন: হিংসা হয় বুজলেন,আপনার এমন কবিতা পড়ে,কেন আমি এমন করে লিখতে পারি না। শুভেচ্ছা জানিবেন কবি,চিরকুট পড়ার দাওয়াত রইলো। আশা করি দেখা হবে চিরকুটে।

২৪ শে জুলাই, ২০১৯ ভোর ৫:০২

উম্মে সায়মা বলেছেন: হাহাহা। হিংসে হবার কিছু নেই ভাই৷ আমিতো এই টুকিটাকি লিখি৷ এনিওয়ে ধন্যবাদ জানবেন। সময় করে অবশ্যই আপনার চিরকুট সমগ্র পড়ব। শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.