নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

\'করোনাবন্দি বর্ষবরণ\'

১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৬





কবে শেষ বর্ষবরণ করেছি ঠিক মনে নেই
শেষ কবে বৈশাখ সুখের ঝড় বইয়েছিল জীবনে
তাও মনে নেই।
কতবার যে মনে মনে প্রার্থনা করেছি
'এসো হে বৈশাখ, এসো এসো'
নিয়ে এসো আশার বারতা।

আজ এলো
বৈশাখ এলো অবশেষে
আশার বাণী নিয়ে, চোখের তারায় স্বপ্ন নিয়ে।

অথচ দেখো এমন দিনে আমরা দুজন গৃহবন্দী
প্রকৃতি তোমার আমার পায়ে পরিয়েছে অদৃশ্য শিকল।

অবশ্য একটা ব্যাপার কি জানো,
তুমি পাশে থাকলে সবটাই আমার রমনার বটমূল
কানে বাজে ছায়ানটের আবেশী বৈশাখী গান
চারপাশে নেচে বেড়ায় মঙ্গল শোভাযাত্রা
আমি দুলি গ্রামীন নাগরদোলায়।

তবে এসো আমরা রাঙাই নিজেদের
ঝটপট পরে নাও একটা লাল-সাদা পাঞ্জাবি
আর আমায় জড়িয়ে থাকুক একটা আটপৌরে শাড়ি
পায়ে আলতা, হাতে রিনিঝিনি চুড়ি, কপালে টিপ এঁকে দাও
তোমার সাথে হয়ে যাক আমার প্রথম পহেলা বৈশাখ যাপন।।


১লা বৈশাখ, ১৪২৭

(ছবিটি আজ সকালে মোবাইলে তোলা)

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:২০

বিজন রয় বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা।
নতুন দিন শুভ হোক।

১৪ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪২

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা বিজনদা।
আমাদের সবার জীবন থেকে সব অশুভ ছায়া কেটে যাক এটাই কামনা।

২| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা।

১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজীব নুর ভাই। ভালো থাকবেন।

৩| ১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৩

ওমেরা বলেছেন: দুজনে মিলে বেশ ভালো আছেন কবিতা পড়েই সেটা বুঝতে পারলাম আপু। ভালো আছেন, ভালো থাকেন সেই কামনা শুভ নববর্ষে।
ধন্যবাদ নিবেন আপু।

১৪ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫১

উম্মে সায়মা বলেছেন: হুম আপু আলহামদুলিল্লাহ। আপনিও অনেক ভালো থাকবেন।

৪| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,




এ নিদান কালে একটা সুযোগ হয়েছে কাছে থাকার। তা যে সুন্দর ভাবেই শুরু হয়েছে সেটা ছবিতেই স্পষ্ট।

সুন্দর কাটুক নতুন বছরের বাকী দিনগুলিও।
বর্ষ শুরুর শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩১

উম্মে সায়মা বলেছেন: হুম আলহামদুলিল্লাহ এত সমস্যার মধ্যেও দিনটা ভালো কেটেছে আর প্রিয়জনের সাথে সারাক্ষণ থাকার সুযোগ পাচ্ছি।
তবুও সর্বক্ষণ মনে মনে দোয়া থাকে আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুক অতি শীঘ্রই।
ধন্যবাদ আহমেদ জী এস ভাই। আপনাকে আমার পোস্টে পেয়ে খুব ভালো লাগল।

৫| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২১

খায়রুল আহসান বলেছেন: মাটির পাত্রে বৈশাখী খানা,
ভাল লেগেছে এ বাঙালিয়ানা! :)

কবিতাও সুন্দর, সুখানুভূতির,
যদিও সময়টা এখন বড় অস্থির!

ভাল থাকুন, সপরিবারে,
স্বেছাবন্দী হয়ে, আপন ঘরে!!!!

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৪

উম্মে সায়মা বলেছেন: আহ কি সুন্দর ছড়া বেঁধে ফেললেন তৎক্ষনাৎ!
স্বেচ্ছাবন্দীই আছি। প্রায় এক মাস হতে চলল বাসা থেকে একবারও বের হইনি!
আপনিও ভালো থাকুন সর্বদা।

৬| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৩

নেওয়াজ আলি বলেছেন: নববর্ষে জাতীর জন্য সুখবর কামনা করি। শুভেচ্ছা আপনাকে।

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

৭| ২৩ শে মে, ২০২০ রাত ২:২২

শায়মা বলেছেন: এবার করোনাবন্দী ঈদও হবে আপুনি!

সারাবছরই এভাবেই যাবে....:(

২৩ শে মে, ২০২০ রাত ২:৪৫

উম্মে সায়মা বলেছেন: তাইতো দেখছি আপু। :( এতগুলো দিন বন্ধ পাচ্ছি কিন্তু কোথাও যেতে পারছিনা, কিচ্ছু করতে পারছিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.