নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ \'ভাইরাস\'

২৩ শে মে, ২০২০ রাত ৯:৫৯



উপরের দিকে তাকিয়ে বিড়বিড় করল ষোড়শী মেয়েটা, 'আমাজনে চলে এলাম নাকি!'
দৌড়াতে দৌড়াতে কোথায় চলে এসেছে সে নিজেও জানেনা। চারপাশ বন জঙ্গলে ঘেরা। গাছগুলো যেন আকাশ ছুঁয়ে ফেলেছে। পদতলে এলোপাথাড়ি বুনো ফুল ছড়িয়ে আছে৷ থেকে থেকে বন্য জন্তুর আওয়াজ ভেসে আসছে। মাথার উপর চক্কর দিচ্ছে কয়েকটা শঙ্খচিল। এরমাঝেও তার নিজেকে নিরাপদ মনে হচ্ছে। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। পেটের ভেতর তীব্র ক্ষুধা জানান দিচ্ছে। তবু কেমন একটা প্রশান্তি মনে।
কতদূর পাড়ি দিয়েছে সে? দু'শ মাইল নাকি চারশো? তাও জানেনা। কোথায় যাবে, কি করবে কিচ্ছু জানেনা। শুধু জানে সে পালাতে পেরেছে৷ পালাতে পেরেছে সবকিছু পেছনে ফেলে।
দিশেহারা হয়ে ঘুরছে আর ভাবছে, 'পৃথিবীর মানুষ সব ক্ষুদ্র এক ভাইরাস থেকে পালিয়ে বেড়াচ্ছে। আর আমি পালিয়ে এসেছি অমানুষ নামক ভাইরাস থেকে। আর আমাকে সেই পিশাচগুলো অন্তত খুবলে খেতে পারবেনা৷ আর সংক্রামিত হতে পারবেনা আমার শরীরে। আজ আমি মুক্ত!'
'হে আকাশ, বাতাস, বৃক্ষলতা.....হে পৃথিবী, তোমরা সাক্ষী থেকো। আমি জয়ী হয়েছি সবচেয়ে ভয়ংকর ভাইরাসের বিরুদ্ধে। আর নিজেকে সমর্পণ করেছি প্রকৃতির কাছে!'
মেয়েটার আর্তচিৎকার বাতাসে প্রতিধ্বনিত হয়ে তার কাছে ফিরে আসে বারবার।।


(উৎসর্গঃ বিশ্বমহামারীর এ ক্রান্তিকালেও ধর্ষিতা বোনদের)

০৭.০৪.২০২০
ছবিঃ গুগল

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২০ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন: কিছু বদমাইশ পুরুষের জন্য সমাজ কলংকিত।

২৪ শে মে, ২০২০ রাত ১:৪৪

উম্মে সায়মা বলেছেন: একদম ঠিক।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ রাজীব নুর ভাই।

২| ২৪ শে মে, ২০২০ রাত ২:০৩

কল্পদ্রুম বলেছেন: মন খারাপের মত বিষয়। করোনাকালীন সময়ে আমরা শুধু করোনা নিয়ে ব্যস্ত। এর মাঝে কত নির্যাতনের ঘটনা আড়ালে থেকে যাচ্ছে।

২৪ শে মে, ২০২০ রাত ২:৪০

উম্মে সায়মা বলেছেন: তা তো হচ্ছেই। ঘরে নির্যাতন, বাইরে নির্যাতন। মানুষের শিক্ষা হয়না এমন বিপদেও।
ধন্যবাদ কল্পদ্রুম। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৩| ২৪ শে মে, ২০২০ রাত ২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হিংস্র বন্যপ্রণিও তার কাছে নিরাপদ
কিছু হায়েনারূপী মানুষ থেকে। অমানুষ
এবার তোরা মানুষ হ !!

২৪ শে মে, ২০২০ রাত ২:৪৪

উম্মে সায়মা বলেছেন: কিছু অমানুষ দুনিয়া উল্টে গেলেও মানুষ হবেনা। ভয়ংকর মন মানসিকতা এদের!

ধন্যবাদ নুরু ভাই

৪| ২৪ শে মে, ২০২০ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা,




ভাইরাসের মতো ক্ষুদ্র লেখা হলেও মেসেজটা করোনার মতোই তীব্র আর জোরালো।

২৪ শে মে, ২০২০ রাত ১১:০৮

উম্মে সায়মা বলেছেন: বাহ কি সুন্দর উপমা দিলেন। এই ভাইরাসদের হাত থেকে নিস্তার নাই। সমাজকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে।
ধন্যবাদ আহমেদ জী এস ভাই।

৫| ২৬ শে জুন, ২০২০ রাত ১০:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো। +

১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:১৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জানবেন।

৬| ২৭ শে জুন, ২০২০ বিকাল ৫:০২

পুলক ঢালী বলেছেন: আর্ত চিৎকারটা বার বার ফিরে আসবে বহুরূপী হয়ে বহুজনের কাছ থেকে ।
এই একটি ক্ষেত্রে কোটি বৎসর আগের আদিমযুগ ফিরে এসে বার বার তার স্বাক্ষর রেখে যাচ্ছে এবং যাবে । এ থেকে মুক্তির উপায় কি জানিনা।
একটা হাইপোথিটিক্যাল (আংরেজী ম্যাডাম ভুল হইলো কিনা চিন্তায় আছি :D ) প্রশ্ন: যদি সারাবিশ্বে বয়ঃসন্ধিকাল থেকেই ছেলে এবং মেয়েদের অবাধ মেলামেশার বিধিনিষেধ তুলে দিয়ে তাদের মেলামেশার সুযোগ দেওয়া হয় তারপরও কি ধর্ষন থাকবে বলে মনে করেন ?
আমার উত্তর হ্যাঁ। আমি কারন দেখাতে পারবো।
আপনি কি মনে করেন এবং কেন করেন ?

১৯ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ পুলক ভাই। প্রতিউত্তরে বিলম্বের জন্য দুঃখিত।
আমারো মনে হয় অবাধ মেলামেশার সুযোগ দিলেও ধর্ষন থাকবেই। তার বিশেষ কারণ হল হিউম্যান সাইকোলজি। আর তাছাড়া ক্রিমিনোলজিতে এর পেছনে যে কারণ দেখানো হয় সেগুলোও প্রযোজ্য। যারা ধর্ষন করছে তারা যে নারীর সাথে মেলামেশার সুযোগ পাচ্ছে না তা তো না। চাইলেই পতিতালয়ে যেতে পারে কিংবা স্ত্রী তো আছেই। এটা একটা মানসিক বিকৃতি আর ইনফেরিয়র কমপ্লেক্স /পাওয়ার এজারশন এসবই কারণ মূলত।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৫৭

নাসরিন ইসলাম বলেছেন: মন ছুঁয়ে গেলো। কিন্তু আফসোস, ওই নরপশুগুলো অন্ধ আর কালা।বিবেকের আর্তচিৎকার ওদের কাছে কখনও পৌঁছায় না।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০২

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ নাসরিন। হুম যুগ যুগ ধরে এমন হয়েই যাচ্ছে। তারা আর মানুষ হয়না।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

আখেনাটেন বলেছেন: পিশাচেরা ওৎ পেতে থাকে ভয়ঙ্কর ভাইরাসে বীজ বপনের জন্য। রাষ্ট্র যখন পিশাচদের প্রশ্রয় দেয় তখন ভাইরাসের তীব্রতাও বৃদ্ধি পায়........তৃতীয় বিশ্বের দেশগুলোতে পিশাচদের আনাগোনাও বেশি। ......চাই সুশাসন....এদের দূরীভূত করতে......

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০০

উম্মে সায়মা বলেছেন: আর কি আসবে সে সুশাসন? নাকি সেটা অধরাই থাকবে আর দেশটা পিশাচের আনাগোনায় মুখরিত থাকবে!
তবু আশায় বুক বেঁধে রাখি।
ধন্যবাদ আখেনাটেন।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৬

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা !
ছোট্ট লেখায় খুব ভালো একটা মেসেজ দিয়েছো।
শুভ কামনা।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মনিরা আপু.....

১০| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন - এ শর্ট পীস, বাট এ সলিড ওয়ান।
অমানুষ নামের ভাইরাস এর কোন ভ্যাক্সিন কস্মিনকালেও আবিষ্কৃত হবে বলে মনে হয় না, যদি না আইনের কঠোর প্রয়োগের অনুকূলে তীব্র জনমত সৃষ্ট হয়।
পোস্টে ভাল লাগা + +।

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৪

উম্মে সায়মা বলেছেন: অনুপ্রাণিত করার জন্য অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই। অনেকদিন পর ব্লগে এসে আপনার মন্তব্য দেখে ভালো লাগলো। আশা করি ভালো আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.