নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

আহা বিবস্ত্র, রক্তে রঞ্জিত দেশ আমার!

০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৫১



বেশ কয়েকদিন ধরেই মনটা বেশ বিক্ষিপ্ত হয়ে আছে। কাল রাতে আরো বেশি মন খারাপ হয়ে গেছে। কেমন অস্থির লাগছিল। রাতে ঠিক মত ঘুমাতেও পারিনি। সারাদিন ঠিকমত কোন কাজ করতে পারিনি। কি হচ্ছে সারা দেশে এসব! আহা, আমার প্রিয় দেশটা একেবারে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে৷ বিশেষ করে নারীদের জন্য। এদেশে যেন নারী হয়ে জন্মানোই পাপ। দেশটা যেন কেবল পুরুষের। কী ভীষণ অসহায় নারীরা এদেশে! আমার জানা নেই পৃথিবীর আর কোন দেশে এত নাজুক অবস্থা আছে কিনা। আচ্ছা এই যে এমন আচরণ নারীর সাথে সেই নারীকে ছাড়াই তো পুরুষের চলে না। ধরা যাক কোনভাবে পুরো দেশ নারী শূন্য হয়ে গেছে। তখন থাকতে পারবে তো এই পুরুষগুলো নারীহীন সমাজে? মায়ের মমতা, বোনের যত্ন, স্ত্রীর আদর, কন্যার ভালোবাসা ছাড়া? আমার সত্যি তাদের একবার এমন পরিস্থিতিতে ফেলে দেখতে ইচ্ছে করে।
তবু এতটুকু সান্ত্বনা কিছু মানুষ অন্তত বিচারের দাবীতে পথে নেমেছে। তাদের আওয়াজেও যদি সরকারের টনক নড়ে। তবু যদি একটা সুষ্ঠু আইন পাশ হয় ধর্ষণের বিরুদ্ধে। তবু যদি ন্যায় বিচার হয় এই অমানুষগুলোর!
জানিনা আসলেই কি বিচার হবে নাকি এভাবেই চলতে থাকবে অনন্তকাল! সত্যি হতাশ হয়ে যাই মাঝে মাঝে।






ছবিঃ ফেসবুক

মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নষ্ট নষ্ট মানুষগুলোকে জনতার পদতলে পিষে মেরে ফেলা দরকার।

০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৮

উম্মে সায়মা বলেছেন: আমার তো ইচ্ছা করে আমি নিজে গিয়ে এদের শাস্তি দিই। পারিনা বলেই আরো অসহায় লাগে।

২| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৮

একলব্য২১ বলেছেন: দেশে মেয়েদের অবস্থা সম্পর্কে আমরা ওয়াকিবহাল। মধ্য প্রাচ্য মেয়েদের অবস্থা কেমন দেখেছেন। আমাদের থেকেও খারাপ কি।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০০

উম্মে সায়মা বলেছেন: আমি মধ্যপ্রাচ্যে মেয়েদের এমন অনিরাপত্তা দেখিনি। উল্টো যথেষ্ট নিরাপদ ফিল করতাম। তবে এটা ঠিক আমাদের দেশ থেকে যেসব গৃহকর্মী পাঠানো হয় তারা নির্যাতনের শিকার হয়।
আপনার সাথে কি আমার আগে পরিচয় হয়েছে? নিকটা অপরিচিত লাগছে৷

৩| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৩

ওমেরা বলেছেন: মন খারাপ তো হবেন তবে আপু এতে শুধু কষ্টই বাড়বে আমাদের। এখন রুখে দাড়াবার আমাদের মেয়েদের এক হয়ে কিছু করতে হবে ।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০২

উম্মে সায়মা বলেছেন: সেটা তো সবাই বুঝতে পারছি। কিন্তু কি করে রুখব সেটাই প্রশ্ন!

৪| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৩

রামিসা রোজা বলেছেন:
এই নরপশুদের যদি সোজাসোজি ক্রসফায়ারের মাধ্যমে
মেরে ফেলা হতো , তাহলে হয়তো ধর্ষণের ঘটনা কম
হতো ।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১২

উম্মে সায়মা বলেছেন: ধর্ষনকে বোধহয় অপরাধের পর্যায়েই ধরা হয়না এদেশে। এটা তো পুরুষের জন্মগত অধিকার!

৫| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৬

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা,




এক অদ্ভুত উটের পিঠে চড়ে এক অন্ধকার গহ্বরের দিকে চলছে স্বদেশ ।
এই চলাকে এখনই রুখে দেয়ার সময়।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৯

উম্মে সায়মা বলেছেন: মনের আকাশ যে কতটা গুমোট হয়ে আছে বলে বোঝাতে পারবো না আহমেদ জী এস ভাই।
এই চলাকে এখনই রুখে দেয়ার সময়
কি করে যে রোখা যায় তাইতো বুঝে আসে না। আল্লাহ পথ দেখাক!

৬| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০১

নেওয়াজ আলি বলেছেন: এরা নব্য রাজাকার। বিচার নাই

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪০

উম্মে সায়মা বলেছেন: কোন বিচার নাই ভাই!

৭| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নারী পুরুষের সমন্বয়ে
পরিবার হয় সুখের।
নারী বর্জিত পরিবার
নরক সমতুল্য !

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৬

উম্মে সায়মা বলেছেন: এ ধরনের নরপশুদের নরকেই থাকা দরকার। ইহকালে পরকালে সবকালে....

৮| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৯

মা.হাসান বলেছেন: পরিস্থিতি ভালোর দিকে যায় না, আরো খারাপের দিকে যেতে পারে।
সুযোগ থাকলে অন্য কোনো দেশে চলে যাওয়াই ভালো।

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৮

উম্মে সায়মা বলেছেন: অন্য দেশ থেকেই তো নিজ দেশ ভালোবেসে ফিরে এলাম! আল্লাহ সহায় হোক।

৯| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪০

ঢাবিয়ান বলেছেন: খুন ধর্ষন এর পর সেসব ঘটনা প্রথমে ভাইরাল হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তপ্ত হয়, পুলিশ দ্রুত অপরাধীদের গ্রেফতার করে ব্যাস এটুকুই । এরপর সেই সব অপরাধীদের দৃষতান্তমুলক বিচার দেখার সূযোগ আমাদের হয় না

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০৯

উম্মে সায়মা বলেছেন: এজন্যই তো অপরাধীরা আরো বেশী সাহসী হয়ে ওঠে। আরো বেশি অপরাধে লিপ্ত হয়। জঘন্য থেকে জঘন্যতর...

১০| ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৫৯

রাজীব নুর বলেছেন: বদ পুরুষের জায়গামতো কষে কিছু লাথি মারার বিদ্যাটি নারীদের প্রাকটিস করিয়ে রাখাতে হবে কম বয়স থেকেই। রাষ্ট্র যখন নিরাপত্তার নিশ্চয়তা ও আইনের শাসন দিতে পারেনা, তখন পাল্টা আক্রমণ করে নাগরিকদের নিজে নিজেকে রক্ষা করাটা মৌলিক অধিকার হয়ে যায়। বেশীরভাগ আমেরিকানরা নিজেদের ঘড়ে বন্দুক রাখে এখনো। আমার তো ইচ্ছা করে আমি নিজে গিয়ে এদের শাস্তি দিই। পারিনা বলেই আরো অসহায় লাগে।

০৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৪১

উম্মে সায়মা বলেছেন: ঠিক। আমাদের দেশের প্রত্যেকটা মেয়ের সেল্ফ ডিফেন্স প্র্যকটিস করা দরকার৷ ছোটবেলা থেকে। আপনার পরীকেও শেখাবেন রাজীব নুর ভাই।

১১| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৯

রাজীব নুর বলেছেন: বোন আমি এদেশে থাকবো না। আমি কোনো সভ্য দেশে চলে যাব।

০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৭

উম্মে সায়মা বলেছেন: যে দেশেই যান, নিজের নিরাপত্তার ব্যবস্থা নিজের থাকা ভালো।

১২| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: সরকারের উচিত প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগ/ ছাত্র লীগ এর কার্যালয়ের পাশে পতিতালয় এবং প্রত্যেক কউমি মাদ্রাসার পাশে গেলমান সমৃদ্ধ পতিতালয় হওয়া দরকার।

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৭

উম্মে সায়মা বলেছেন: তবুও মনে হয় এরা শুধরাবেনা।

১৩| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৭

করুণাধারা বলেছেন: তনু হত্যার পরে প্রতিবাদে ফেটে পড়েছিল দেশ। আমি ভেবেছিলাম এবার কিছু শাস্তি হবেই... কিন্তু দেখলাম কিছু হলো না। মানুষ আস্তে আস্তে সব ভুলে গেল। এখনো প্রতিবাদে সমাবেশ হচ্ছে... ক'দিন একটু হৈচৈ, তারপর আগের অবস্থায় ফিরে যাওয়া...

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৯

উম্মে সায়মা বলেছেন: সরকার নিজ থেকে ব্যবস্থা না নিলে কোন প্রতিবাদই কোন কাজে আসবে বলে মনে হয় না

১৪| ০৬ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: চেতনার একি বিভৎস পতন!
চেতনার একি জঘন্য দর্শন - ধর্ষন!
ধিক!

পাকি হায়েনার প্রেতাত্মা যেন সোনার ছেলেদের আত্মায় ভর করেছে।
যখন মাথা নষ্ট হয় মাছ পঁচে যায়, যখন সুশাসন নষ্ট হয় তখন দেশ পঁচে যায়
ক্রনিক স্বৈরাচারিতা, জবাবদিহী হীনতা, মধ্যরাতের সুবিধাদানকারীরাতো সুযোগ নেবেই!
আর ফল ভোগী নিরবে সইতে হবে অন্যায় আব্দার। মাঝখানে শেষ আমজনতার নি:শ্বাস!


০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৫৩

উম্মে সায়মা বলেছেন: ভয়ংকর অবস্থা ভাই৷মানুষ যে দেশ ছেড়ে পালায়, অকারণে না। পরিস্থিতি আদৌ কখনো ঠিক হবে নাকি আল্লাহ জানেন।

১৫| ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০২

মুহাম্মদ আরিফ হোসেন বলেছেন: নগর পুরলে দেবালয় ও অক্ষত থাকে না । একদিন দেবালয়ে এই আগুন গিয়া পৌঁছাবে সেইদিন পুরোহিতরাও আগুন থেকে বাঁচতে নাঙ্গা হইয়া রাস্তায় নেমে আসবে । সেই দৃশ্য উপভোগের জন্য পপকর্ণ নিয়া বসতে হবে । পপকর্ণ কিনার জন্য আপাতত পয়সা জমান।

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৫৩

উম্মে সায়মা বলেছেন: সেইদিন দেখার অপেক্ষায়!

১৬| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১২:১৫

মনিরা সুলতানা বলেছেন: মন এত বিক্ষিপ্ত যে গুছিয়ে ঘৃনা প্রকাশ ও করতে পারছি না।
পুরা দেশ টাকেই খামচে আছে শকুন।
তার চেয়ে এদেশে মেয়েদের জন্মনেয়া বন্ধ করে দাও হে প্রভু!

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৫৫

উম্মে সায়মা বলেছেন: এমন ঘটনাগুলো দেখলে/ শুনলে তখন আর দুনিয়াদারী কিছু ভালো লাগেনা আপু। আল্লাহ সব মেয়েদের হেফাজতে রাখুক।

১৭| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৪

নাসরিন ইসলাম বলেছেন: বাংলা অভিধান থেকে যেন ধর্ষণ শব্দটা হারিয়ে যায়।

০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০০

উম্মে সায়মা বলেছেন: ডিকশনারি থেকে হারিয়ে গেলেও বোধহয় সমাজ থেকে হারাবে না!

১৮| ০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৮

শায়মা বলেছেন: এবার দাবী ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড।

০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০১

উম্মে সায়মা বলেছেন: এটা তো এমনিতেই একটা দেশের আইন হওয়া উচিৎ আপু। আমাদের কেন দাবী করতে হয় বুঝি না।

১৯| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: বাংলার মানুষ আজ কেন এতটা 'সর্বংসহা' হয়ে গেল? বীর বাঙালী কেন আজ অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেল?
আমরা নিঃসন্দেহে অন্ধকারের এক অতল গহ্বরের দিকে ধাবিত হচ্ছি, যদি না কোন ঐশী শক্তি এসে আমাদের গতিপথ পরিবর্তন করে দেয়!

০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৩

উম্মে সায়মা বলেছেন: আমাদের দেশ কবে এমন অন্ধকার থেকে আলোর মুখ দেখবে আল্লাহ জানেন!

২০| ২১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৮

আরাফআহনাফ বলেছেন: কতটা কস্টকর এসব দেখা !!!!!
কতটা অসহনীয় - কী দিন আমরা পার করছি !!!! - হায় ....

https://www.somewhereinblog.net/blog/colctg/30248655
আহা - এ দেশ

০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৭

উম্মে সায়মা বলেছেন: আপনার পোস্টটিতে গিয়ে দেখলাম এটা তখনই পড়েছিলাম। এত অরাজকতা দেশে! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.