নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Unpredictableman007

আনপ্রেডিক্টেবল ম্যান

আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!

আনপ্রেডিক্টেবল ম্যান › বিস্তারিত পোস্টঃ

চোরের দশ দিন গৃহস্তের এক দিন ........................!

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৬

আজকে আমার একটি পরীক্ষা ছিল........................।

" ইন্টারন্যাশনাল মার্কেটিং .........।"

যথারীতি গেলাম পরীক্ষা দিতে ! আমার কত গুলা মহাজ্ঞানী বন্ধু ছিল যাহারা পড়ালেখাকে অফসনাল বিষয় হিসেবে গণ্য করিত ঠিক আমার মতো ।

যদিও আমি সচরাচর বই ধরিবার চেষ্টা করিতাম, কিন্তু তাহারা তা ও করিত বলিয়া আমার সন্দেহ !

তাহাদের মধ্যে অনেকে পরীক্ষার নামই জানিত না ! কিন্তু তাহারা পড়া লেখার চাইতে অন্য বিদ্যায় ছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট !

যাহাই হউক আমাদের স্যার এমনিতে খুবি ঠাণ্ডা মেজাজের ছিলেন সবসময় । কিন্তু একি ! আজ স্যার এর কি হল ?

স্যার শুধু খাতা দিলেন এর পর থেকে শুরু হল স্যার এর ওইকেট স্বীকার ! ১ মিনিটের মাথায় এক জন এক্সফেল । একে একে ১০-১৫ মিনিটের ভিতর স্যার তাহার হ্যাট্রিক পূর্ণ করিলেন ! ৩ জন এক্সফেল !

আর যাদের কাছে পরীক্ষায় লিখার জন্য তাহাদের অত্যাবশ্যকীয় কাগজ গুলা ছিল তাহারাও বাহির করিতে সাহস পাইল না ! আর আমিও ভাবিলাম হয়তো আর কোন অসম-সাহসী প্রতিভা নাই যে কিনা কাটিং পেপার গুলা বাহির করিয়া উত্তরপত্রে লিখিতে পারে ! কিন্তু একি ! আসল নাটক তু আমার পেছনে ! তাহার ওইকেট পরার ভয় নেই ! সে বেদম লিখিতে থাকিল ............!

স্যার আজকে ঘোষণা দিয়াছিলেন যে তিনি জীবনে প্রথম বারের মতো চতুর্থ ওইকেট শিকার করিবেন এবং তাহা শিকারে তিনি মত্ত ! অবশেষে স্যার শিকার করিলেন তাহার জীবনের প্রথম চতুর্থ ওইকেট এবং সে ছিল আমার সেই অসম-সাহসী প্রতিভাময় বন্ধুটি ! কিছুই করার নাই সেও এক্সফেল ! আর তাও স্যার ঘোষণা দিয়া ! মামা কিছু মনে করিস না আমি কিন্তু মজা পাইছি স্যার এর চতুর্থ ওইকেট শিকার....!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.