নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Unpredictableman007

আনপ্রেডিক্টেবল ম্যান

আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!

আনপ্রেডিক্টেবল ম্যান › বিস্তারিত পোস্টঃ

" মা " তোর জন্যেই এই লিখটা .................!

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৯

আর মাত্র একটি পরীক্ষা,আর মাত্র একটা দিন ,হয়তো কতগুলা ঘণ্টার সমন্বয় ! তার পরেই তো আমার শিক্ষা জীবন শেষ ! ইচ্ছা করলেও নিয়মিত লেখাপড়া করতে পারবনা !হয়তো MBA টা করবো, কিন্তু এটা তো জাস্ট একটা প্রফেসনাল ডিগ্রী! কিন্তু নতুন আর মাত্র একটি পরীক্ষা,আর মাত্র একটা দিন ,হয়তো কতগুলা ঘণ্টার সমন্বয় ! তার পরেই তো আমার শিক্ষা জীবন শেষ ! ইচ্ছা করলেও নিয়মিত লেখাপড়া করতে পারবনা !হয়তো MBA টা করবো, কিন্তু এটা তো জাস্ট একটা প্রফেসনাল ডিগ্রী! কিন্তু নতুন বইয়ের সেই গন্ধ কি নিতে পারব ?

ছোট কালের সব কথা মনে নেই ! কিন্তু এটা মনে আছে যে দাদা ভাইয়ার সেই কড়া শাসন ! মনে পরে কাঠ ফাটা রোদে শিমুল গাছের নিচ দিয়ে সেই প্রাইমারী স্কুলে যাওয়া ! মনে পরে ক্লাস ২ কিংবা ৩ তে " বীর শ্রেষ্ঠ মতিউর রহমান " গল্প থেকেই আমার স্পষ্ট ভাবে বাংলা রিডিং পড়তে পারা !

মনে পরে সেই হাই স্কুলের প্রতি সপ্তাহে বোধবারে উপ-পাদ্ধের ভয়ে অঙ্ক ক্লাস পালানো ! মনে পরে কলেজ থেকে আসার পথে গাড়ি থেকে নেমে কাশফুল তুলে বাড়ি নিয়ে যাওয়ার কথা ! আরও কত কি ! তার পর এক এক করে শিক্ষা জীবনের সিরি পেরিয়ে আজ আমি উপস্থিত হলাম জীবনের লাস্ট পরীক্ষায় ! কালকে হয়তো যাব , পরীক্ষা দেব একটা সময় রেজাল্ট ও বেরিয়ে আসবে ! ঠিক তখনি মনের মাজে বেঝে উঠবে এক করুন সুর ।

আমি আরতো ধরা বাধা বই পরবনা , নতুন বইয়ের দিকে আগ্রহ সহকারে তাকাবনা ,পড়ার জন্য কারু বকাঝকা খাব না ! এই পরিক্ষাটার পর থেকেই তো আমাকে পুরুপুরি ভাবে প্রফেশনের জন্য তৈরি হতে হবে !!! আর তো বাড়ি যেতে পারব না নিয়মিত, বাজারের চায়ের স্টলের আড্ডাটার কি হবে, পাবলিক লাইব্রেরীতে বসে সেই রাজনীতির আলাপগুলোর কি হবে !!!

আর ক্রিকেট খেলার ব্যাট টা ? এটাতে হয়তো ধুলো পরে আমার শিক্ষা জীবনের কথাই মনে করিয়ে দিবে !!!! মনে পরে মায়ের কষ্ট গুলো আর বোনের স্নেহ ভরা আদর ! বাবাকে মনে হয় না ! কারণ আমার জীবনে বাবার কোন স্মৃতি নেই ! হয়তো এটাই আমাকে আক্ষেপে পোরায় ! বাবাটা থাকলে হয়তো আজ আমি আরো অনেক কিছুই শিখতে পারতাম ! জানতে পারতাম বুজতে পারতাম ! হয়তো বাবা নেই বলেই আমার ভীতর শিক্ষার ক্ষুধাটা আজও জাগ্রত, কারণ আমাকে কেও শিখিয়ে দেবেনা ,কেও ভুলটা ধরিয়ে দিবে না , নিজের জিনিসটা নিজেকেই শিখতে হবে !!! চলার পথে হোঁচট খেয়েছি বলেই আজ আমি ধরতে পেরেছি “ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ”।

পৃথিবীতে আমার ‘মা’ টাই সবকিছু ! পরীক্ষা শেষ হবে ,আবার বাড়ি যাব অনেক দিন পর ! হয়ত মা আমার পথ চেয়ে বসে থাকবে ! বেয়াদব ছেলেটা আসবে বাড়িটা আবার চিৎকার চ্যাঁচামেচিতে ভরে উঠবে ! টিভির রিমুট কন্ট্রোল নিয়ে আবার ঝগ্রা হবে ! বাড়ির পিছনের মাঠ টায় আবার খেলা হবে ! ক্যারাম বোর্ড খেলায় টাকা ধরা নিয়ে আবার হই-হুল্লুর, বিকেল বেলায় নদীর ধারে বসে একটু আড্ডা ! আর সবশেষে রাতের আধারে মায়ের কূলে শোয়ে একটি গভীর ঘুম !

শেখানে থাকবেনা ভার্চুয়াল জগতের ফেসবুক অথবা ব্লগ থাকবে না কারো কাছে মিথ্যে বলার অভিনয় অথবা কারো মাত্রাতিরিক্ত স্মার্টনেস ! ‘ মা’ তুই ভালো থাকিস ! মাত্র তো একটা দিন ! পরীক্ষাটা দেই তার পরই তো তোর কুলে ! জানি কারো চোখে পরবেনা লেখাটি কিন্তু আমি লিখছি তো জন্যে ! কারণ আমার সকল শুরুর শেষ যে তুই ! তোকে ঘিরেই আমার পৃথিবীটা আছে এবং থাকবে !

বইয়ের সেই গন্ধ কি নিতে পারব ?

ছোট কালের সব কথা মনে নেই ! কিন্তু এটা মনে আছে যে দাদা ভাইয়ার সেই কড়া শাসন ! মনে পরে কাঠ ফাটা রোদে শিমুল গাছের নিচ দিয়ে সেই প্রাইমারী স্কুলে যাওয়া ! মনে পরে ক্লাস ২ কিংবা ৩ তে " বীর শ্রেষ্ঠ মতিউর রহমান " গল্প থেকেই আমার স্পষ্ট ভাবে বাংলা রিডিং পড়তে পারা !

মনে পরে সেই হাই স্কুলের প্রতি সপ্তাহে বোধবারে উপ-পাদ্ধের ভয়ে অঙ্ক ক্লাস পালানো ! মনে পরে কলেজ থেকে আসার পথে গাড়ি থেকে নেমে কাশফুল তুলে বাড়ি নিয়ে যাওয়ার কথা ! আরও কত কি ! তার পর এক এক করে শিক্ষা জীবনের সিরি পেরিয়ে আজ আমি উপস্থিত হলাম জীবনের লাস্ট পরীক্ষায় ! কালকে হয়তো যাব , পরীক্ষা দেব একটা সময় রেজাল্ট ও বেরিয়ে আসবে ! ঠিক তখনি মনের মাজে বেঝে উঠবে এক করুন সুর ।

আমি আরতো ধরা বাধা বই পরবনা , নতুন বইয়ের দিকে আগ্রহ সহকারে তাকাবনা ,পড়ার জন্য কারু বকাঝকা খাব না ! এই পরিক্ষাটার পর থেকেই তো আমাকে পুরুপুরি ভাবে প্রফেশনের জন্য তৈরি হতে হবে !!! আর তো বাড়ি যেতে পারব না নিয়মিত, বাজারের চায়ের স্টলের আড্ডাটার কি হবে, পাবলিক লাইব্রেরীতে বসে সেই রাজনীতির আলাপগুলোর কি হবে !!!

আর ক্রিকেট খেলার ব্যাট টা ? এটাতে হয়তো ধুলো পরে আমার শিক্ষা জীবনের কথাই মনে করিয়ে দিবে !!!! মনে পরে মায়ের কষ্ট গুলো আর বোনের স্নেহ ভরা আদর ! বাবাকে মনে হয় না ! কারণ আমার জীবনে বাবার কোন স্মৃতি নেই ! হয়তো এটাই আমাকে আক্ষেপে পোরায় ! বাবাটা থাকলে হয়তো আজ আমি আরো অনেক কিছুই শিখতে পারতাম ! জানতে পারতাম বুজতে পারতাম ! হয়তো বাবা নেই বলেই আমার ভীতর শিক্ষার ক্ষুধাটা আজও জাগ্রত, কারণ আমাকে কেও শিখিয়ে দেবেনা ,কেও ভুলটা ধরিয়ে দিবে না , নিজের জিনিসটা নিজেকেই শিখতে হবে !!! চলার পথে হোঁচট খেয়েছি বলেই আজ আমি ধরতে পেরেছি “ ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ”।

পৃথিবীতে আমার ‘মা’ টাই সবকিছু ! পরীক্ষা শেষ হবে ,আবার বাড়ি যাব অনেক দিন পর ! হয়ত মা আমার পথ চেয়ে বসে থাকবে ! বেয়াদব ছেলেটা আসবে বাড়িটা আবার চিৎকার চ্যাঁচামেচিতে ভরে উঠবে ! টিভির রিমুট কন্ট্রোল নিয়ে আবার ঝগ্রা হবে ! বাড়ির পিছনের মাঠ টায় আবার খেলা হবে ! ক্যারাম বোর্ড খেলায় টাকা ধরা নিয়ে আবার হই-হুল্লুর, বিকেল বেলায় নদীর ধারে বসে একটু আড্ডা ! আর সবশেষে রাতের আধারে মায়ের কূলে শোয়ে একটি গভীর ঘুম !

শেখানে থাকবেনা ভার্চুয়াল জগতের ফেসবুক , থাকবে না কারো কাছে মিথ্যে বলার অভিনয় অথবা কারো মাত্রাতিরিক্ত স্মার্টনেস ! ‘ মা’ তুই ভালো থাকিস ! মাত্র তো একটা দিন ! পরীক্ষাটা দেই তার পরই তো তোর কুলে ! জানি কারো চোখে পরবেনা লেখাটি কিন্তু আমি লিখছি তো জন্যে ! কারণ আমার সকল শুরুর শেষ যে তুই ! তোকে ঘিরেই আমার পৃথিবীটা আছে এবং থাকবে !

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৪

আবু শাকিল বলেছেন: মা কে নিয়ে লেখা ভাল লাগছে।কিন্তু এইখানে স্মার্ট নেস দুইবার দেখানো হইছে =p~ =p~
এডিট করে নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.