নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Unpredictableman007

আনপ্রেডিক্টেবল ম্যান

আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!

আনপ্রেডিক্টেবল ম্যান › বিস্তারিত পোস্টঃ

আমাদের সবার যাত্রা শুভ হউক , ঈদ হউক আনন্দময় সবার জন্য প্রতিটি ঘরে ঘরে !

০৩ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

মালেক মিয়া । বাড়ি ময়মনসিংহের নেত্রকোনায় !
গতর খাটে ! সারাদিন গতর খেটে কনদিন পায় ১৫০টাকা, কোনদিন পায় ২০০ টাকা আবার সময় ভাল হলে ২৫০ টাকা ও পায় !
আবার মাঝে মাঝে কাজ ও পায় না ! সে সেই দিন খেয়ে না খেয়ে দিন কাটায় !
এই ভাবে গতর খেটে সে ২ মাস কাজ করে কিছু টাকা জমায় !
আর মাত্র ৩-৪ দিন পরে ঈদ ! আজকে মালেক মিয়া আর কাজে যাবে না , বাড়ির জন্য কিছু কেনা কাটা করতে হবে ! তাই সকাল থেকে তার মনটা ভাল ! সকালের পরে আর তাকে খুঁজে পাওয়া যায় নি !
সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল তার আর দেখা নেই !
বিকেলে হাটতে গিয়ে হঠাৎ দেখি রাস্তার ধারে জটলা , কাছে গিয়ে দেখি আমাদের সেই মালেক মিয়া যার বাড়ি ময়মনসিংহের নেত্রকোনায় ! জাস্ট এত টুকুই জানি !!!
মাথায় , পিঠে আর কনুতে আঘাত পেয়েছে !!! মাছিতে তার শরীরটা ভন ভন করছে ! পাশেই পরে রয়েছে দুটি তাঁতের শাড়ি একটি লুঙ্গি আর একটি সূতি গজ কাপড় !
আমার মনে হতে থাকে শুধুই তাঁর সকালের সেই সহজ-সরল হাসি যে হাসিতে ছিল ইদে বাড়ি যাবার স্বপ্ন , প্রিয়তমা স্ত্রীর সাথে দেখা করার স্বপ্ন ছোট্ট মেয়েটিকে জড়িয়ে ধরার স্বপ্ন !
পরে আছে নিথর দেহ ! তাঁর কোন ঠিকানা জানা নাই , এমন কি লাশটির খুঁজ-খবর ও কেও নেয় নি !
হয়তো বেওয়ারিশ লাশ হিসেবে দাফন হবে সে ! শুধু মনে থাকবে পরিচিত সেই মুখ ,সহজ সরল মাখা সেই হাসি !
স্বপ্ন ছিল ,স্বপ্ন আছে ,স্বপ্ন থাকবে !
মালেক মিয়ার ও স্বপ্ন ছিল । আমাদের ও সপ্ন আছে বাড়ির পরিচিত জনদের সাথে দেখা করার , আপন জনদের সাথে ঈদ করার , বন্ধু-বান্ধব ও নাড়ির টানে আমরা সবাই বাড়ি আসি । আমাদের সাথে বাড়ির সবার আগ্রহ থাকে খোকা আসবে অনেক দিন পর বাড়িতে , আবার হই -হুল্লুর হবে , বাড়ি হয়ে উঠবে আগের সেই প্রাণ -চঞ্চল ।
শুধু একটু অসতর্কতাই ভেঙ্গে দিতে পারে সবার আনন্দ উল্লাস । আমাদের ও কি হতে পারে না মালেক মিয়ার মত করুন পরিণতি !
তাই ঈদ এ বাড়ি ফেরার সময় যেন আমরা কোন ঝুঁকি নিয়ে রেল-বাস-লঞ্ছে না উঠি অথবা অসতর্ক ভাবে রাস্তায় হাটা চলা না করি !
অন্তত নিজের পরিচয়পত্র টুকু যাতে নিজের কাছে থাকে, যেন নিজের লাশ টুকুও যাতে প্রিয় জনেরা পায় !
আমাদের সবার যাত্রা শুভ হউক , ঈদ হউক আনন্দময় সবার জন্য প্রতিটি ঘরে ঘরে !
সবাইকে ঈদ মোবারক !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১১:২৫

মামুন রশিদ বলেছেন: সবাই নিরাপদ থাকুন, ঈদে প্রিয়জনদের কাছে ফেরা আনন্দময় হোক ।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৩

কলমের কালি শেষ বলেছেন: সকলের জন্য নিরাপদ ভ্রমনের শুভ কামনা । :)

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৯:৪২

জাফরুল মবীন বলেছেন: হে আল্লাহ তুমি সকলের জান-মাল হেফাজত করিও;সকলের জীবনে ঈদের আনন্দ ছড়িয়ে দিও-আমীন।

ঈদ মোবারক :)

৪| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: ঈদের শুভেচ্ছা !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.