নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Unpredictableman007

আনপ্রেডিক্টেবল ম্যান

আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!

আনপ্রেডিক্টেবল ম্যান › বিস্তারিত পোস্টঃ

এ দিকে শ্বশুর বাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোটা লাগাইতেছে ।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

এ দিকে শ্বশুর বাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোটা লাগাইতেছে ।
পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দ্বার দিয়া অশ্রু বিসর্জন
তাহার নিত্য ক্রিয়ার মধ্যে দাঁড়াইয়াছে ।
বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মিটে না ।
যদি কেহ বলে, “ আহা কি শ্রী । বউয়ের মুখ খানি দেখিলে চোখ জুড়াইয়া যায় ।
শাশুড়ি ঝংকার দিয়া উঠিয়া বলে, শ্রী তো ভারী। যেমন ঘরের মেয়ে তেমন শ্রী । ”
এমন কি, বউয়ের খাওয়া পরার ও যত্ন হয় না ।
যদি কোন দয়াপরতন্ত্র প্রতিবেশিনী কোন ত্রুটির উল্লেখ করে
শাশুড়ি বলে, “ ঐ ঢের হয়েছে । ”
অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত ।
সকলেই এমন ভাব দেখায় যেন বধূর এখানে
কোন অধিকার নাই, ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে ।
( দেনা পাওনা / রবীন্দ্রনাথ ঠাকুর / ১২৯৮ বঙ্গাব্দ )
.
.
.
.
হ্যাঁ আমি সেই অভিশপ্ত যৌতুক প্রথার কথাই বলছি ।
আজও আমাদের সমাজে যৌতুক প্রথাটি আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে !
এই অভিশপ্ত যৌতুকের জন্য এখনো বধূরা মানুষিক নির্যাতনের স্বীকার হন প্রতিনিয়ত !
আপাতত সভ্য সমাজে এটা কখনোই কাম্য নয়, মুসলিম সমাজে তো নয়ই ।
এ জন্য দরকার আমাদের বিবেকের কাছে প্রশ্ন !
সে প্রশ্নের মাঝেই লুকিয়ে আছে সভ্য সমাজের উত্তর !!!!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.