নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Unpredictableman007

আনপ্রেডিক্টেবল ম্যান

আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!

আনপ্রেডিক্টেবল ম্যান › বিস্তারিত পোস্টঃ

আসেন দেখে নেই গত ৫ জানুয়ারির গণতান্ত্রিক নির্বাচন ও তথা-কথিত গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের কিছু চিত্র !!!!

০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

১) যে দেশে সরকারী দল নিজেদের সুবিধা মত সংবিধান তৈরি করে নির্বাচন করে সেটি হল গণতান্ত্রিক নির্বাচন !

২) যে দেশে নির্বাচনে ৪০ টি নিবন্ধিত দলের ভিতর মাত্র ১২ টি দল অংশ নেয় অর্থাৎ ২৮ টি নিবন্ধিত দলই নির্বাচনে অংশ নেয় না তাহা হল গণতান্ত্রিক নির্বাচন !

৩) যে দেশে নির্বাচনে ৩০০ আসনের ভিতর ১৫৪ টি আসনে কোন বিরোধী দল নেই সেটি হল গণতান্ত্রিক নির্বাচন !

৪) যে দেশে নির্বাচনে মোট ভোটের মাত্র ৫% ভোট কাস্ট হয় সেটি হল গণতান্ত্রিক নির্বাচন !

৫) যে দেশে নির্বাচনে মানুষের পরিবর্তে কুকুর –বিড়াল ভোট দিতে আসে সেটি হল গণতান্ত্রিক নির্বাচন !

৬) যে দেশে নির্বাচনে মানুষকে জোর করে অস্ত্রের মুখে ভোট দিতে ভোট কেন্দ্র নিয়ে আসা হয় সেটি হল গণতান্ত্রিক নির্বাচন !

৭) যে দেশে সরকারী দল নিজে বিরোধী দল তৈরি করে সেটি হল গণতান্ত্রিক ভাবে নির্বাচিত দলের বহিঃপ্রকাশ !!!

৮) যে দেশের গণতন্ত্র চার দেয়ালের ভিতর আটক থাকে সেটা হল গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের বহিঃপ্রকাশ !!!!

৯) যে দেশে ইসলামিক টেলিভিশন, দিগন্ত টেলিভিশন এমন কি আমার দেশ পত্রিকা বন্ধ করে দেয়া হয় সেটি হল গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের বহিঃপ্রকাশ !!!!

১০) যে দেশের গণতন্ত্র বালির বস্তার ভিতর চাপা পরে সেটি হল গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের বহিঃপ্রকাশ !!!!

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

তেীহিদুল ইসলাম শওকত বলেছেন: ভাই খুব দরকারি কিছু লেখা এবং ইনফরমেশন দিলেন।
সময় হয়েছে আজ সমস্ত জাতিয়তাবাদী শক্তি ঐক্যবধ্য হওয়ার।দেশ রক্ষার গনতন্ত্র রক্ষার জন্য।
যারা মাঠে তারা মাঠে আন্দলন করবে সাধারন জনতা নিয়ে।আর অনলাইনে তাদের অপকর্ম গুলো তুলে দরতে হবে আমাদের ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: আমাদের এ কে এম নাজমুল ভাই ( জনপ্রিয় অনলাইন ফেসবুকার ) আজ হাতে ও পায়ে আঘাত পেয়ে হাসপাতালে ঐ কুত্তার বাচ্চা গোপালী পুলিশের সৌজন্যে !!!! ভাই এখন মাথায় কিছুই কাজ করছে না !!! শুধু একটাই কাজ তা হল এই স্বৈরাচারী সরকারের পতন হোক অনলাইনের মাধ্যমে হোক রাস্তায় নেমে !!!!@তেীহিদুল ইসলাম শওকত

২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ নাকি একুশে টিভিও বন্ধ করে দিয়েছে!!!!!!!


চেতনার স্বৈরাচারের ষোলকলা পূর্ণ হচ্ছে!!!!!


আবার তার পক্ষে সুশীল আর চেতনার নামে দলান্ধদের আস্ফালন দেখে শুধু করুনাই করতে ইচ্ছে হয়!!!!

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৬

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: হ্যাঁ সরকার একুশে টি ভি বিন্ধ করে দিয়েছিলো ! কিন্তু পরে আবার তা চালু করে এই সর্তে যে তাদের কে বলতে হয়েছিলো যে তাদের টেলিকাস্টে সাময়িক সমস্যা হয়েছিলো !!!! তা মনে হয় এখনো একুশে টিভির নিচে শিরোনাম হয়ে লেখাটি উঠতেছে !!!! স্বৈরাচারী সরকারের পতনের জন্য আসুন এখনই আন্দোলনে নেমে পরি!!@বিদ্রোহী ভৃগু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.