নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Unpredictableman007

আনপ্রেডিক্টেবল ম্যান

আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!

আনপ্রেডিক্টেবল ম্যান › বিস্তারিত পোস্টঃ

আসুন দেখে নেই বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের ও তাদের মোট সম্পদের পরিমাণঃ

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

নম্বর-১) মূসা বিন সামসেরঃ তিনি প্রিন্স মূসা নামে পরিচিত। তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়। তিনি ড্যাটকো গ্রুপের এর মালিক। তিনি প্রায় ১২৫০ মিলিয়ন ডলারের মালিক ।



নম্বর-২)সালমান এফ রহমানঃ বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক ।



নম্বর-৩)আহমেদ আকবর সোবহানঃ তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক ।



নম্বর-৪)এম এ হাশেমঃ তিনি পারটেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান । তিনি প্রায় ৫০০ মিলিয়ন ডলারের মালিক ।



নম্বর-৫) আজম জে চৌধুরীঃ তিনি ইস্ট-কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মবিল যমুনা লুব্রিক্যান্টের সোল এজেন্ট । তিনি প্রায় ৪১০ মিলিয়ন ডলারের মালিক ।



নম্বর-৬)গিয়াস উদ্দিন আল মামুনঃ তিনি তারেক জিয়ার বন্ধু। তিনি রিয়েল স্টেট, হোটেল ও মিডিয়া ব্যবসায়ী।



নম্বর-৭)রাগিব আলীঃ তিনি চা উৎপাদন ব্যাবসায় সফল একজন ব্যাবসায়ী।তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক ।



নম্বর-৮)শামসুদ্দিন খানঃ তিনি একে খান এন্ড কোম্পানি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর । তিনিও প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক ।



নম্বর-৯)ঈকবাল আহমেদঃ তিনি সিলেটের একজন ব্যাবসায়ী। সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সীমার্ক গ্রুপ লিবকো ব্রাদার লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর । তিনি প্রায় ২৫০-২৯০ মিলিয়ন ডলারের মালিক ।



নম্বর-১0) সাইফুল ইসলাম কামালঃ তিনি নাভানা লিঃ ও নাভানা সিএনজি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর । তিনিও প্রায় ২৯০ মিলিয়ন ডলারের মালিক ।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১

এসব চলবে না..... বলেছেন: আমি কি ফেলনা নাকি?
ব্যাঙ্কে আমার ১ লক্ষ ১৪ হাজার ৮শ চুরাশি টাকা আছে।

০৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: আসলেই তো !!! আপনি কি ফেলনা নাকি ??? ভাবার বিষয় !

২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৬

শাহরীয়ার সুজন বলেছেন: দেশটা তাহলে সত্যিই এগিয়ে যাচ্ছে ভালো।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০০

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: হুম ভাই, দেশটা আসলেই এগিয়ে যাচ্ছে !!!! কিন্তু এতে সত্যিকার অর্থে সরকারের কোন অবদান নেই !!!!!

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৭

নুর ইসলাম রফিক বলেছেন: আমি খুব শিগ্রই উনাদেরকে পেছনে ফেলে ১ম স্থান দখল করছি।
সবাই আমার জন্য দো'আ করবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: হুম, ভাই ! আপানার সাথে আমিও এই স্বপ্নটা দেখেছি !!!!!

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫

হরিপদ কেরাণী বলেছেন: তথ্যের সূত্র উল্লেখ করলে ভালো হতো। ভালো তথ্য। ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: তথ্যসূত্রঃ নিঃসন্দেহে ইন্টারনেট !

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

মুদ্‌দাকির বলেছেন:

আমার মনে হয় আপনি উনাদের বাৎসরিক আয়ের কথা বলেছেন। উনাদের সম্পদের পরিমান আরো অনেক বেশিরে ভাই!! ভালো করে খোঁজ নেন :P :P

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১০

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: এগুলো হল তাদের বৈধ লেনদেনের হিসাব থেকে নেয়া !!!! আমি জাস্ট তাদের সংক্ষিপ্ত ভার্সন গুলো তুলে ধরেছি !!!! আর হ্যাঁ অবশ্যই তাদের বে-হিসাবি সম্পত্তি সব মিলিয়ে কয়েক গুণও হতে পারে !!!! কিন্তু ভাই ঐ গুলো কখনোই হিসেবে আসবে না !!!!কারণ ঐ সম্পদ গুলো সরকার কখনোই খুজে বের করতে পারবে না !!!!

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: এরা কেউ কি ট্যাক্স দেয়!!!

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: তারা ট্যাক্স দেয় বলেই এই হিসেবগুলো আসছে !!!! না হলে তো তাদের মোট সম্পত্তির পরিমান আমরা কখনোই জানতাম না !!!!

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০২

দধীচি বলেছেন: বড়লোক হইতে চাই। টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। সুন্দরী নারী চাই। চাই চাই চাই.।.।.।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: ভাই,আপনার মতো আমারও সব চাই !!!

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৫

ভোরের সূর্য বলেছেন: আপনার তথ্যের সুত্র উল্লেখ করলে ভাল হত। যদিও ডঃ মুসা বিন শমসের ছাড়া বাকিদের সম্পদের পরিমাণের কোন সঠিক এবং নির্ভরযোগ্য কোন সুত্র নাই।

আর ডঃ মুসা বিন শমসের এর সম্পদের পরিমাণ অনেক অনেক বেশী। উনি নিজেই স্বীকার করেছেন যে সুইস ব্যাংকে তার গচ্ছিত টাকার পরিমাণই ৭বিলিয়ন ডলার আপনার মিলিয়ন এর হিসাবে ৭০০০মিলিয়ন ডলার।
তথ্য সুত্র

এছাড়াও বিভিন্ন তথ্য সুত্র ঘেটে অনেক আগের মানে ২০১১ সালের একটি খবরে দেখা যায় যে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১২.৫(১২৫০কোটি ডলার বা ১২৫০০মিলিয়ন ডলার) বিলিয়ন ডলার
তথ্য সুত্র

তাই আপনার দেয়া ৯৫০ মিলিয়ন ডলার বা মাত্র ৯৫কোটি ডলারের তথ্য সঠিক নয়।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: আসলে ভাই আমার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সেরা দশ জন ধনী ব্যাক্তির তালিকা প্রকাশ করা ! তালিকা দিতে গিয়ে দেখি মহা ক্যাচাল !!!! আসলে আমি এই তথ্যগুলো ১ বছর পূর্বের আপডেট ! আসলে মুসা বিন শমসের শুধু সুইস ব্যাংকেই রেখেছে ১২.৫ বিলিয়ন ডলার ! তাহলে তার অন্য সম্পদ গুলার কি হবে ??? ঐ গুলা কি হিসেবে আসবে না ? আসলে সম্পদশালী ঐ ব্যাক্তিদের নাম শুধু আমার জানানোর উদ্দেশ্য ছিল আর তাদের সম্ভাব্য সম্পদের পরিমাণ ! আমি তাদের মোট সম্পদের দিকে ততটা গুরুত্ব দেই নি ! তাদের একেক জনের সম্পর্কেই লিখতে গেলে মহা ইতিহাস হয়ে যাবে !!!!

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

ঢাকাবাসী বলেছেন: আপনার তথ্য আপডেটেড না।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: আসলে ভাই আমার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সেরা দশ জন ধনী ব্যাক্তির তালিকা প্রকাশ করা ! তালিকা দিতে গিয়ে দেখি মহা ক্যাচাল !!!! আসলে আমি এই তথ্যগুলো ১ বছর পূর্বের আপডেট ! আসলে মুসা বিন শমসের শুধু সুইস ব্যাংকেই রেখেছে ১২.৫ বিলিয়ন ডলার ! তাহলে তার অন্য সম্পদ গুলার কি হবে ??? ঐ গুলা কি হিসেবে আসবে না ? আসলে সম্পদশালী ঐ ব্যাক্তিদের নাম শুধু আমার জানানোর উদ্দেশ্য ছিল আর তাদের সম্ভাব্য সম্পদের পরিমাণ ! আমি তাদের মোট সম্পদের দিকে ততটা গুরুত্ব দেই নি ! তাদের একেক জনের সম্পর্কেই লিখতে গেলে মহা ইতিহাস হয়ে যাবে !!!!

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: এসব ধনীলোকদের ইতিহাস দেখে ভয় হচ্ছেরে ভাই!

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: আপনার সাথে আমারও ভয় করছে !!!!

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১২

ওয়াছেকুজ্জামান চৌধুরী বলেছেন: শুনেছি টাকা শুধু টাকা আনে।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: কথাটা আমিও শুনেছি আপনার সাথে !!!!

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

ভোরের সূর্য বলেছেন: আপনার উদ্দেশ্য বুঝতে পেরেছি।

আসলে আমার পয়েন্ট একটাই সেটা হল যাই তথ্য দিন না কেন সেটা যতদূর সম্ভব সঠিক এবং রিসেন্ট হওয়া উচিৎ। কারণ আপনার এই লেখাটা অনেকেই পড়বে এবং তথ্যগুলো জানবে,অন্যদের সাথে আলোচনা করবে,সমালোচনা করবে কিন্তু তথ্যগুলো আসলে সঠিক হবেনা তাই অনুরোধ যতটা সম্বভ সঠিক তথ্য হওয়া বাঞ্ছনীয়। আর বিশেষ করে মুসা বিন শমশের কে নিয়ে এত বেশী আলোচনা হচ্ছে যে ওনার টাকা পরিমাণ প্রায় সবার এখন মুখস্থ।

আরো অন্য ৯জনের সম্পদের পরিমাণ সবই রিউমার(যদিও তারা অবশ্যই বিশাল সম্পদশালী)কোন কংক্রিট ভিত্তি নেই। সেই হিসেবে আপনি তারকে রহমানের নামও উল্লেখ করতে পারেন।
যার সম্পদের পরিমাণ ১.৫বিলিয়ন ডলার বা মিলিয়নের হিসেবে ১৫০০ মিলিয়ন। যাই হোন আসলে সবই রিউমার বা সঠিক তথ্য নাই কিন্তু মুসা বিন শমসের এর অনেক কিছুই কাগজ কলমে প্রমাণিত এবং অন্যরা তার কাছে দুধের শিশু।

কিন্তু সবকিছুর মূলে কথা হচ্ছে তারা কিভাবে এত সম্পদের মালিক হল।বৈধ না অবৈধ।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৯

আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: ধন্যবাদ ভাই আপনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য !!! আমি যথা সম্ভব সঠিক তথ্য দেয়ার চেষ্টা করব !!!! ভালো থাকবেন !!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.