নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুটা অসামাজিক

অনলাইনে করে খাই। লিখতে ভালোবাসি। আমার সেন্স অফ হিউমার ত্যারা।

কিছুটা অসামাজিক › বিস্তারিত পোস্টঃ

একটা সিগ্রেটের কি সাধ এক আকাশ মেঘ ঢেকে দেবে

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯

ঃহ্যালো মিথুন

>হ্ম্মম্মম্ম বলো

ঃকতক্ষন থেকে ফোন দিতেছি, ধরো না ক্যান ?

>আমি ঘুমাসসিলাম রে,…।

ঃকি বলো, দুপুর ২ টা বাজে, এখন কোন সময়ের ঘুম ?

>এখন রাতের ঘুম,

ঃরাতের ঘুম এখন ক্যান ? রাতে কই কামলা দিতে গেসলা শুনি ?

>রাতেও ঘুমাইসি,এখন ও ঘুমাই, ঘুম ই একটা শান্তি যা পাইতে টাকা লাগেনা বুঝছো?

ঃনা বুঝি নাই, বুঝার দরকার নাই, এখন উঠো, ঊঠে ফ্রেশ হয়ে শেভ করো, আজ আমার বাসায় আসবা বিকেলে।

>ক্যান ! আমাকে আজ বিয়ে করবা না বাবার সাথে কথা বলায় দিবা ? আমাকে আগে বলবা না তুমি ?

ঃফাজলামি করবা না, আমি আসতে বলছি আসো, রাখলাম পার্লারে যাবো।

>পার্লারে যাবা কেন, তোমারে দেখতে আসবে নাকি কেউ ?

ঃহু আসবে, রাখলাম, বিকেল ৫ টা।

ফোন টা রেখে মন খারাপ হয়ে গেলো অর্পার, মিথুন টা এমন হয়ে গেলো ক্যান, আজ অর জন্মদিন , এটা মনে থাকে না ওর।কি যে করে বেরায় সারাদিন,খায় কিনা, আসসা সকালে খাইছে ও ? একটা ফোন দিবে আবার ? না থাক, পাগল টা বলে কি, অরে কেউ দেখতে আসবে নাকি, আসবেই তো, মিথুন সোনা আসবে না আজ ওরে দেখতে ? ওর জন্যই অর্পার সবকিছু ও জানে না ?



মিথুন চোখ বুজে ভাবলো কিছুক্ষন, যাবে কি যাবে না, গেলে ভালোই হতো, খাবার চিন্তা করতে হতো না,এদানিং মাথায় একটা চিন্তাই ঘুরে, বেচে থাকা দরকার, অর্পার জন্য। ক্ষিদে বোধ টা আবার জানান দিলো কিছু খাওয়া দরকার, সকাল গরিয়ে দুপুর হইয়ে গেছে, পকেটের ২০টাকার নোট টা……। নাহ শেভ করা দরকার, মুখ ভর্তি দাড়িগোফের জঙ্গলে নিজেকেই চিন্তে পারা যায় না এখন, আর পচে যাওয়া ফুসফুস টার একটা হলেও সিগ্রেট দরকার, কান পেতে কিছুক্ষন শুনলো ওটার শব্দ, ঘরঘর একটা শব্দ করে চলেছে ওটা অবিরত, নিয়মিত একটা ছন্দ নিয়ে।বেশ লাগে শুনতে, …।।ওর ভালো থাকার অধিকার নাই, ও সবথেকে হ্যান্ডসাম কেউ না, ও কারো হবু জামাই না, ও কখনো সরকারী থেকে পাস করা ইঞ্জিনিয়ার হবে না, ওর কারো সপ্ন পুরন করার সামর্থ নাই রে পাগলা, …।।

কিছুক্ষন শুনে আবার ঘুমিয়ে গেলো মিথুন, ঘুমের আগে একবার মনের কোনে জন্ম নিয়েছিলো একটা আকুতি, এই ঘুম টাই যদি শেষ ঘুম হতো…।

ঘুমাচ্ছে মিথুন, শতলক্ষ বছরের প্রাচীন ঘুম,আদিম মানুষটার মত হাত পা গূটিয়ে, দেখলে খুব অসহায় লাগছে না ? মাঝরাতের চালের ফাক দিয়ে মুখে এসে পড়া বৃষ্টির নোনা পানি ঠিক জাগিয়ে দিবে ওকে, ও আবার ১৬৪৫ তম বার লিখবে দুটা লাইন।

Dear life,

I have no complain anymore, but I will not forgive you…….

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.