নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুটা অসামাজিক

অনলাইনে করে খাই। লিখতে ভালোবাসি। আমার সেন্স অফ হিউমার ত্যারা।

কিছুটা অসামাজিক › বিস্তারিত পোস্টঃ

আসুন দেখি বাঙ্গালী অনলাইনে কি করে আর কি খুজে।

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ২:৩৭

সাধারনত যখন ই আমাদের কিছু দরকার হয়, বেশির ভাগ, এক্সপার্ট দের মতে ৭৯ ভাগ মানুষ সার্চ ইঞ্জিনের সাহায্য নেয়। আর সেটাযে বাংলাদেশে ইয়াহু বা বিং এর আগে গুগল তা তো জানা কথা। গুগল প্রতিবছর একটা ডাটা প্রকাশ করে ( এদের সার্ভিস গুগল ট্রেন্ডস) তাতে প্রকাশ করা হয় কোনো দেশে সবথেকে বেশী কি সার্চ করা হয়। আসুন একবার দেখে নেই আমরা বাঙ্গালী রা কি খুজি সবথেকে বেশী অনলাইনে।

1ঃ Ssc result 2013 - বাহ, জ্ঞ্যানী শিশুরা , অনলাইনেই এখন রেজাল্ট পেয়ে যাচ্ছে।

2ঃHsc result 2013- উপরের সম মন্তব্য।



3ঃ Fb- ফেসবুক ! ফেসবুক লিখে সার্চ ও করা লাগে ? ( আপনাদের সুবিদার্থে একটা তথ্য দেই, বাংলাদেশে সবথেকে বেশী ভিজিট করা সাইট হলো ফেসবুক



4ঃ Bikroy - বাহ, বিক্রয় ডট কম সফল, হবার ই কথা, যেই হারে ব্যানার, ফেস্টুন আর টিভি রেডিও তে চলতেছে, অনেকের মনে হবা স্বাভাবিক এটা কি না কি রে বাপ। তবে হ্যা কাজের জিনিষ, গতমাসে গিটার কিনছি।



5ঃ Chennai express - এইটা কি দেখলাম ! মনে করিয়ে দেই এটি একটি হিন্দী থার্ডক্লাস সিনেমা। হায়রে বাঙ্গালী অনলাইন এ্যাক্টিভিস্ট চেতনা রেহ।



6ঃ Aashiqui 2 - এটিও একটি হিন্দী সিনেমা। ২০১৩ বছর টা এই সিনেমার গানের রোগে ভুগছে বাংলাদেশ।



7ঃ BD news 24 - মামা এইটা মানা যায়, বাংলাদেশের ইউনিকোড ভিত্তিক প্রথম অনলাইন নিউজ পেপার, এটি সম্ভবত বাংলাদেশ থেকে সর্বোচ্চ ভিজিট হবার তালিকায় ৭ নাম্বারে আছে।



8ঃ Agrani bank - একটা ব্যাঙ্ক, নাম শুনছি, দেখছি, বাট অনলাইনে মানুষ এই ব্যাঙ্ক খুজে কেন তারাই জানে, সম্ভবত এদের সহজ অনলাইন সার্ভিস আছে। আমি জানি না।



৯ ঃ Rupali bank -

Explore

10Education board result

Explore

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ২:৪১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
থার্ড ক্লাস হিন্দী মুভিগুলো সার্চ করার মানে বুঝলাম না।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৪৯

কিছুটা অসামাজিক বলেছেন: কেনো যে করে, আমার বোধগম্যের বাইরে।

২| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ২:৫৩

আমি অপদার্থ বলেছেন:
ভুল বললেন, এই যে আমরা ব্লগিং করছি ;)

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫০

কিছুটা অসামাজিক বলেছেন: আমরা অনলাইনের তাইলে ততটা এ্যাকটিভ না :পি

৩| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৩

ঢাকাবাসী বলেছেন: ভাল লেগেছে।

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৯

কিছুটা অসামাজিক বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ

৪| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৩

এন ইউ এমিল বলেছেন: শুনছি পাকিস্তানিরা নাকি নিল রং এর কি কি খুজে পরথম হয় B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৬

কিছুটা অসামাজিক বলেছেন: জী :ডি

৫| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৫

গেন্দু মিয়া বলেছেন: সোর্স কই?

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৭

কিছুটা অসামাজিক বলেছেন: গুগলের প্রডাক্টে সোর্স খোজেন মিয়া ? Google Trands লিখে সার্চ দেন

৬| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৪

সুমন ২০১২ বলেছেন: first class hindi movie kongula?

০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫৮

কিছুটা অসামাজিক বলেছেন: রাং দে বাসান্তি, ট্রাফিক সিগনাল, কিছুদিন আগের হাইওয়ে। দেখার অনুরোধ থাকলো।

৭| ১০ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫১

একজন ঘূণপোকা বলেছেন:
আমাদের সামু এক সময় এক নাম্বার ছিলো



আহারে

১৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৩

কিছুটা অসামাজিক বলেছেন: এক নাম্বারে ছিলো !!!! কই জানতাম না তো, ! কত সালের ঘটনা ভাই ?

৮| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৬

একজন ঘূণপোকা বলেছেন: জানতেন না। কি বলেন।

২০১০-১১ এর দিকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.