নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুটা অসামাজিক

অনলাইনে করে খাই। লিখতে ভালোবাসি। আমার সেন্স অফ হিউমার ত্যারা।

কিছুটা অসামাজিক › বিস্তারিত পোস্টঃ

উদ্দেষ্য নেই - তাহসান ( ফুল এ্যালবাম আর সিঙ্গেল ট্র্যাকস ডাউনলোড )

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৪৬

ভালো লাগে ? লাগে লাগে, একটু বেশী ই লাগছে এবারের এলবাম টা।

বেশী কথা বলবো না, ডাউনলোড দিয়ে শুনে তারপরে একটা মন্তব্য করে জানাবেন কেমন হইছে তাহসান ভাই এর এবারের এলবাম টা।

Album: Uddessho Nei

Artist: Tahsan

Banner: G Series

Total Tracks: 11

Type: Mp3

Bitrate: 128 & 320Kbps VBR



সিঙ্গেল আর ফুল এলবাম ডাউনলোড লিঙ্ক ঃ এখানে



বাংলা এলবামের শ্রোতা কেমন ? নিয়মিত পোস্ট করবো নাকি লেটেস্ট গুলো ????

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৩

খারাপ ছাত্র কিন্তু মানুষ ভালো বলেছেন: ভাই , গান ভালো লাগলে সিডি কিনেন, নাইলে এরকম গান আর পাওয়া যাবেনা। এখানে লিঙ্ক দেয়াটা কোনোভাবেই ঠিক হয় নাই। শিল্পীদেরও পেট চালাইতে হয়। আমাদের উচিত ওনাদের যথাযোগ্য সম্মান দেখানো। এভাবে লিঙ্ক দিয়ে গান শোনা টা চুরির পর্যায়ে পরে। প্রথমে না হয় গান ডাউনলোড করেই শুনলেন, কিন্তু ভালো লাগ্লে একটা সিডি কিনেন।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:২২

কিছুটা অসামাজিক বলেছেন: আমি আপনার সাথে অনেক টাই একমত। সমস্যা হলো আমিও কিন্তু আপলোড করার আগে সিডি কিনি নাই, কোন মেজর সোর্স থেকে ডাউনলোড করেই আপলোড দিয়েছি। কি বলতে চাচ্ছি বুঝেছেন কি ব্রাদার ?

না, এই ২০১৪ সালে কোন প্রডাক্ট বা যেকোন কিছুকেই কপিরাইট দিয়ে আটকে রাখা সম্ভব না। সবথেকে প্রটেক্টেড সিডি টারেও আপনি ওপেন করে যিপ করেন , পিসিতে। তার পর এক্সট্র্যাকট করলেই পেয়ে যাবেন।

আর এ বিষয়ে বাংলাদেশের আইন ও দুর্বল। গত পরশু কিক নামে একটি হিন্দি মুভি আপলোড করি ইউটিউবে,২ ঘন্টা পর আমাকে একটি ওয়ার্নিং দিয়ে ফাইল টি রিমুভ করা হয়। যেদিন আমাদের দেশের আইন এরকম হবে, সেদিন আমার পোস্টের ধরন ও পালটে যাবে। মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ২৬ শে জুলাই, ২০১৪ রাত ১০:৪৯

প্রবাসী পাঠক বলেছেন: এভাবে পাইরেসি করতে থাকলে ভবিষ্যতে আর কারো নতুন কোন এ্যালবাম আর পাওয়া যাবে না।

গেট ওয়েল সুন।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৩

কিছুটা অসামাজিক বলেছেন: প্রবলেম হলো বিপক্ষে কথা বলছেন আপনারা দুজন, ডাউনলোড হয়েছে এখন পর্যন্ত ২৯৪৭ বার।

৩| ২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৫

চড়ুই বলেছেন: ভালো পোস্ট কাজে আসবে। ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৩

কিছুটা অসামাজিক বলেছেন: থ্যাঙ্কু :) :)

৪| ২৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৫

প্রবাসী পাঠক বলেছেন: আর এ বিষয়ে বাংলাদেশের আইন ও দুর্বল। গত পরশু কিক নামে একটি হিন্দি মুভি আপলোড করি ইউটিউবে,২ ঘন্টা পর আমাকে একটি ওয়ার্নিং দিয়ে ফাইল টি রিমুভ করা হয়। যেদিন আমাদের দেশের আইন এরকম হবে, সেদিন আমার পোস্টের ধরন ও পালটে যাবে। মন্তব্যের জন্য ধন্যবাদ


আপনারা ততক্ষণ পর্যন্ত চুরি করবেন কিংবা চুরি করার জন্য উৎসাহিত করবেন যতক্ষণ পর্যন্ত চুরির শাস্তি না হবে। কিন্তু নৈতিকতা থেকে নিজ থেকে ঐ পথ ছেড়ে আসবেন না। যাই হোক চুরি করতে থাকুন। শুধু একটা জিনিস চিন্তা করুণ সঙ্গীত শিল্পীরা শুধু বাতাস খেয়ে বেঁচে থাকে না। সঙ্গীতটাই তাদের পেশা। আর এভাবে পাইরেসি চলতে থাকলে তাদের কাছ থেকে আর ভালো কিছু আসবে না। আপনারা সেদিন পর্যন্ত দয়াকরে থামবেন না যেদিন সঙ্গীতটাই আমাদের হারিয়ে যাবে।

যে ২৯৪৭ জন এই এ্যালবাম আপনার এখান থেকে নামিয়েছে তারা কি এই সিডি কিনবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.