নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুটা অসামাজিক

অনলাইনে করে খাই। লিখতে ভালোবাসি। আমার সেন্স অফ হিউমার ত্যারা।

কিছুটা অসামাজিক › বিস্তারিত পোস্টঃ

গানের গল্প - ১

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৪

শ্রাবনের এক অলস দুপুর। দুপুরের খাবার খেয়ে সেদিন বিষন্ন কবি বসে বারান্দায়। সামনে লেখার টেবিলে মন বসছে না, বারবার মনে পড়ে যাচ্ছে বাল্যকালের প্রিয় মুখ টা। বিশ্বকবি কলম তুলে নিলেন। সে কলমের জোরে বহুকাল পর ও আবেগে ভিজে যায় লাখো বাংগালীর চোখের কোন, সে কলম কে উপেক্ষা করার ক্ষমতা কই ?

শান্তিনিকেতন থেকে পেয়েছিলেন ভদ্রলোক ভালোবাসার বউ কে। যাকে ভেবে গাইতেন "তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রঙ রাতে মিষে কালো" । হলো নাহ, বনলো না । একদিন ঠিক এক বিদেশী কে বিয়ে করে চলে গেলেন যাকে নিয়ে এত আবেগ গায়কের সে ওপাড়ে। অনেক দূরে।

ভদ্রলোক গেয়ে উঠলেন, সবটুকু বিষন্নতা, সবটুকু খারাপ লাগা, আর অভিমান নিয়ে।
"কেন মেঘ আসে হৃদয় আকাশে
তোমারে দেখিতে দেয় না
মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না
মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে
তোমারে দেখিতে দেয় না" "

চান তো, উনি আবার ফেরত চান। তাই আবার গান সে গানের পরের টুকু

"ওহে কি করিলে বল পাইব তোমারে
রাখিব আঁখিতে আঁখিতে

ওহে এত প্রেম আমি কোথা পাব না
এত প্রেম আমি কোথা পাব না
তোমারে হৃদয়ে রাখিতে
আমার সাধ্য কিবা তোমারে
দয়া না করিলে কে পারে
তুমি আর নাই এলে এপারে হৃদয়ে রাখিতে "

বিনিময়ে তিনি..................।।

"ওহে আর কারো পানে চাহিব না আর
করিব এ আজি প্রান পন
ওহে তুমি যদি বল এখনি করিব
বিষয় বাসনা বিসর্জন
দিব শ্রীচরনে বিষয়
দিব অকাতরে বিষয়
দিব তোমার লাগি
বিষয় বাসনা বিসর্জন "

আমি অর্নব দার "মাঝে মাঝে তবো দেখা পাই এর কথা লিখছিলাম,
http://download.topfreesongs.com/download/88357252/majhe-majhe-tobo-dekha-pai.html

ভালো লাগলে জানাবেন, সিরিজ চলবে গানের গল্পের।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১

সুমন কর বলেছেন: অর্ণব চমৎকারভাবে গানটি গেয়েছে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২১

কিছুটা অসামাজিক বলেছেন: আমি ধন্যবাদ দেবার কেউ না, তবু আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.