নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

বিদ্যার সর্ব পিঠে ছাত্র রাজনীতির স্বচ্ছ খেলা

১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

শোনা গেল লাশকাটা ঘরে ,
নিয়ে গেছে তারে কাল রাতে_
ফাল্গুনের রাতের আঁধারে ;

যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ
মরিবার হল তার সাধ ............

এখন ফাল্গুন নয় অগ্রাহায়ন এর হিম শীত ,হিমঘরে তাপস কেমন আছে জানি না ।
তবে এটুকু বলতে পারি জীবনানন্দ এর কবিতার মত তার হয়ত মরিবার সাধ ছিল না। মাত্র বিশ্ববিদ্যালয় জীবন শুরু করা চিরতরুন এর মরিবার সাধ কেন হবে ?
কিন্তু ঘৃণ্য ছাত্ররাজনীতি তাকে বাঁচতে দিল না ,সাম্প্রতিক শাহজালাল বিশ্ববিদ্যালয় এর ঘটনা শেষ হতে না হতেই আমরা দেখলাম আর একটি পেশী শক্তি দেখানর ঘটনা ।
এর শেষ সেদিন হবে যেদিন এই দেশে ছাত্র রাজনীতি বন্ধ হবে ।
এখন ভেবে দেখার সময় হয়েছে মাত্র একমাস আগে প্রধানমন্ত্রীর কথার মূল্য যারা রাখলনা তাদের দিয়ে সরকারের এত কি দরকার ?

কিছু কিছু গোপন সংবাদ হল শিবির খুব মজায় আছে ,তারা আনন্দে ঝালমুড়ি খাচ্ছে আর আর হয়ত ভাবছে কবে আবার হলের দখল নিবে
,মানে হল কারও অগ্রহায়ন মাস কারও সর্বনাশ ...

সব ছাত্র সংগঠন নিষিদ্ধ করে ক্যাম্পাস এ সাধারন শিক্ষার্থীদের চলাচল কবে নির্বিঘ্ন হবে তাই আমরা জানতে চাই ..................

কিছুদিন ক্লাস বন্ধ রেখে বা তদন্ত কমিটি গঠন করে আর কত ধোঁকা দিবে প্রশাসন ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.