নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার সাংস্কৃতিক আন্দোলন!

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড

ভ্যাগাবন্ড রাসেল

ভ্যাগাবন্ড ওয়ার্ল্ড › বিস্তারিত পোস্টঃ

.শুভ্রতার খোঁজে

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২০

তুমি সাদা মেঘ হতে পার ?
সারা আকাশে মেঘের ভেলা দেখতে ইচ্ছে করছে
কিংবা কাশফুল
অথবা দীঘির স্ফটিক জলে সারি বাঁধা রাজহংস ?
পদ্ম বিলে সাদা সারসের ঝাক ?
আমি আজ শুভ্রতার খোঁজ করছি
এই কলুষিত জীবনে একটু প্রশান্তির জন্য
এটুকু চাওয়া কি বেশি কিছু ?
তুমি হয়তো বলবে
সফেদ শাড়ি পরে তোমার সামনে আসব ?
হাল্কা অলংকার ,এই তো সাদা মুক্তোর মালা
আর ......আর খোঁপায় সাদা বেলিফুল ?
বিশ্বাস করো এগুলো কলুষিত জীবনের ই অংশ
প্রকৃতির কোন কলুষতা নেই
যেমন ধর হিমালয়ের সাদা বরফে আচ্ছাদিত চূড়া
আমি এমন শুভ্রতারই খোঁজ করছি
তুমি মন খারাপ করলে ?
দ্যাখো , সাদা কাপড় তো তীর্থ যাত্রীরা ও পরে
এই মৌসুমে ,আবার বিধবা .........
সাদা শাড়ীতে তোমার আর তার কোন পার্থক্য আছে ?
গির্জায় সাদা পোষাকে কনে আর কালো স্যুটে
বর কেমন মানায় বলতো ?
যাদের শুরু হল সাদা কালোর মিশ্রণে
তারা কিভাবে কলুষতা হীন জীবন সাজাবে ...............?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.