নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

পতিতালয়ে গমনের বাস্তব অভিজ্ঞতা। বাচ্চারা টিভি দেখতে যাও।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

যৌবনের গান যখন আমার বুকের কোণে ধীর তাল-লয়ে বাজনা শুরু করল, নাকের নিচে দেখলাম কালো গোঁফের রেখা উকি দিচ্ছে। কেমন কেমন যেন লাগে। এলাকার বড়ভাইদের আলাপের ফাঁকে ফাঁকে শুনে ফেলেছি গাঙ্গিনার পাড়ে নাকি যাওয়ার জায়গা আছে, যেখানে সবাই যায়। বিষয়টা আগে বোঝতাম না।

কে যেন আমাকে ভর্তি করিয়ে দিল ময়মনসিংহের একটা কলেজে আজ থেকে গুইন্না ১০ বছর আগে। থাকার মতো কোন আত্মীয়-স্বজন নাই বিধায় মেসেই উঠতে হলো। নতুন ক্লাশে বন্ধু পেলাম কাওন (অভিজ্ঞতার ১৫ কলা পূর্ণ), বাবু (১৬ কলা পূর্ণ), নাহিদ (আনাড়ি), হারুক (আনাড়ি) আর আমি বান্দর (আনাড়ি)। তো যে মেসে থাকি সেখানে বন্ধু হলো কুমন, আজীব।

ময়মনসিংহে থাকি, কেউই ভালো করে এই শহরের রাস্তা-ঘাট বা মার্কেট চিনি না। একদিন প্রস্তাব করলাম চল আমরা রেলওয়ে স্টেশন দেখতে যাব। ময়মনসিংহ নাকি রেলওয়ে জংশন। কিভাবে জংশন হয় তাও দেখব। আর দেখব কিছু নতুন মার্কেট। শুনেছি হাবীব মার্কেটে নাকি সস্তায় শার্ট-প্যান্ট কিনতে পাওয়া যায়। সেই মতে হাঁটা শুরু করলাম চরপাড়া থেকে কাঁচা বাজারের ভিতর দিয়া। যেতে যেতে গিয়ে পৌঁছলাম রেলওয়ে জংশনে। জংশন রে বাবা জংশন। কি বড় আর বিশাল। ৫/৭ টা ট্রেন স্টেশনে। ২/৩ টায় যাত্রী উঠানামা করতেছে, বাকিগুলা পরিস্কার পরিচ্ছন্নতা কাজে ব্যাস্ত। পুরোটা ঘুরে দেখলাম। পেসেন্জার রেষ্ট হাউস কি পরিস্কার পরিচ্ছন্ন!!! কফ, থুতু, পানের পিক, বিড়ির পাছা কি নেই সেখানে!!!! বসতেও ঘিন্না হয়। এসব দেখে শুনে হাটলাম সামনের দিকে। গিয়ে পড়লাম ৫ রাস্তার মোড়ে। ওরে বাবা ৫টা রাস্তা ৫ দিকে চলে গেছে। তখন কিন্তু মোড়ের এই হোটেলটা হয়নি। সামনেই দেখি দোয়েল শপিং কমপ্লেক্স। সুন্দর সুন্দর টি শার্ট আর প্যান্ট টানায়া রাখছে। ঘুরে ঘুরে দেখলাম। বিক্রেতারা এমনভাবে ডাকে যেন আমি তাদের কোন জনমের খালাতো ভাই। আমরা তো আর ভয়ে দাম বলি না। শুনেছি দাম বললেই নাকি জোড়াজুড়ি করে মাল গছিয়ে দেয়। তারপর একটু এগিয়েই দেখি হাবীব মার্কেট। ভিতরে ঢুকে তো পুরাই টাস্কি। কত ধরনের কাপড় যে সেখানে আছে। কয়েকটার দাম জিজ্ঞেস করলাম। বেশ দাম চায়। এখান থেকে বেরিয়ে এভাবে প্রতিটি অলি গলি ঘুরতে ঘুরতে এসে পড়লাম বারী প্লাজার সামনে। এইদিকে দেখি একটা গলি। দেখতে দেখতে ঢুকে গেলাম সামনে। দেখি কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগছে। বাবু তো মিটি মিটি হাসছে। বলছে মামা তোমরা সামনে আগাও আমি একটা জিনিস দেখি দোকানে পাই কিনা। এবার আমরা ৪ জন হয়ে গেলাম। কাওন আর নাহিদ আগে আমি আর হারুক পিছে। গলির মাথায় গিয়ে দেখি কিছু পুরুষ লোক সিগারেট টানছে আর কোনায় কোনায় আলো আঁধারিতে কিছু মেয়ে স্বল্প বসনে ঠোঁটে রঙ মেখে ভঙ্গি করে দাঁড়িয়ে আছে। আমাদের দেখে পুরুষ লোকেরা একটু কেমন যেন করলো। কতইবা আমাদের বয়স তখন ১৬ হবে, মাত্র তো কলেজে ভর্তি হয়েছি। নাহিদ শুকনা চিকনা-চাকনা ছিল, একটা মেয়ে তাকে ধরে ফেলল। কাওন চালাক ছেলে দিল দৌড়, ওর দৌড় দেখে আমি আর হারুক ও দৌড়। বাবু এক দোকানের কাছে দাড়িঁয়ে ছিল। আমাদের দৌঁড় দেখে সেও দিল দৌড়। দৌড় রে দৌড়, দৌড় কারে কয়। হামারা দৌড় কা পিছে সালাউদ্দিন কা দৌড় হারে গা মার্কা দৌড়। জান হাতে নিয়া গলির মুখে আসলাম। বাবু বলে নাহিদ কইরে? কাওন কয় রাইখ্যা দিছে। ওরে এক মাইয়্যা ধইরা রাইখ্যা দিছে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি লেখা নাজমা বোর্ডিং। বাবুরে জিগাইলাম এইডা কি রে বাবু? কয় মামা এইডাও হেইডা। তয় দাম বেশি। আমি তো আবারও দিলাম দৌড়। একেবারে বারী প্লাজার সামনে এসে দাড়ালাম। ৫ মিনিট পর নাহিদ আসলো। আইস্যা জিজ্ঞেস করে তোরা দৌড় দিলি কেন? কাওন বলল, ছোট জামা পড়া মেয়ে তরে যহন ধরলো, আমি তহনই বুঝছি এইটা কোন জায়গা। তাই দৌড় দিয়া জান বাচাইছি। আমরা বললাম, কাওনের দৌড় দেইখ্যা আমরাও দৌড় দিছি। বাবু কয় আমি আগেই জানতাম এইডা সেই জায়গা, এই জন্য তোদের সাথে যাইনি।

জিজ্ঞেস করলাম কি করল রে তোরে ওই মাইয়্যা?

নাহিদ কয়ঃ কিছু না। জিগাইল কেন আইছি, কিছু দরকার কিনা, কি করি ইত্যাদি।

পরে বাসায় এসে কাদতে কাদতে বলল, "বাড়ি থেকে ৩৪০ টাকা এনছিলাম জুতা কিনার জন্য। সেই টাকাগুলি মাইয়্যাটা রাইখ্যা দিছে।"



এই ছিল প্রথম দিন পতিতালয়ে গমনের অভিজ্ঞতা।

মন্তব্য ১০৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

স্বপ্ন চারিণী বলেছেন: এই ছিল প্রথম দিন পতিতালয়ে গমনের অভিজ্ঞতা


দ্বিতীয় দিনের গল্প কইবেন কবে!! ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

ভিটামিন সি বলেছেন: দ্বিতীয়দিন আর পতিতালয়ে যাই নাই। গার্লপ্রেন্ডের সাথে কাটাইছি। যদি শুনতে চান মেইল এড্রেস দিয়া যাইয়েন। পাঠাই দিমু নে।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

প্রত্যায়ক জুম্মা বলেছেন: বড় বাচা বেচে গেছেন । চরিত্র একবার হারালে আর ফেরত পাওয়া যায় না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬

ভিটামিন সি বলেছেন: হুম বাচলাম কই। ঘরে বউ থাকলে কোন পুরুষের বাচন নাই। আপনার নামটা কে রেখেছে? নামকরনের স্বার্থকতা কি? রবীন্দ্রনাথ কি জানে আপনার এই নাম?

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

আন্ধার রাত বলেছেন:
খুব হাসলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০

ভিটামিন সি বলেছেন: ভাইজান তো হাসলেন। আমরা ছিলাম দৌড়ের উপর।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

আমিনুল জেম বলেছেন: nice one

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

ভিটামিন সি বলেছেন: ভাইজান কি বাংলা লিখতে পারেন না? তাইলে পড়েন অ, আ, ক, খ, গ। অ - অহনা খুব ভালো মেয়ে, আ - আওয়ামীলীগ আসছে তেড়ে।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

মরু বালক বলেছেন: .
.
.
২০০৯ সাল।
ফেব্রুয়ারি মাস।
পড়তে পড়তে জান শেষ।
এই পরীক্ষা দেয়ার পর ভার্সিটিতে ভর্তি হমু, কারো কোন নিয়ম মানুম না। ধরাবাঁধার দিন শেষ হবে !!!!
.....
একদিন রাইত সাড়ে এগার টার দিকে বাইর হলাম আমরা চার জন। সবাই রুমমেট।
.....
হাঁটছি আর জোরে জোরে আওয়াজ করে চাপাবাজি করছি।
পৌঁছলাম ফুটওভার ব্রিজের নিচে।
এমদাদ বলল শুন .......
ওকে!!!
.........
আমরা ৩জন এক রিক্সায় আর এমদাদ ও ধারিণী আরেকটায়।
আমরা ফলো করছিলাম।
২ মিনিট রিক্সা চলার পর এমদাদ ঐ রিক্সা থেকে বলে উঠলো থাম!!! থাম!!!
নাইমা ই গলির দিকে দৌড় .......
........
২/৩ মিনিট সে কি করলো বুঝলাম না!!!
একটি প্রাণী শুধু চিৎকার করছে ... টাকা দিয়া যা.... শা...... পুত!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

ভিটামিন সি বলেছেন: অচলীল। খারাপ গলপ। পোষ্ট দেন আর নিক ব্যানের জন্য বইয়া বইয়া সময় গুনেন।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

বিডি আমিনুর বলেছেন: দারুন অভিজ্ঞতা, নেক্সট B-) B-) B-) B-)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

ভিটামিন সি বলেছেন: নেক্সট তো আর যাই নাই। তবে মার্কেটে কিছু কিনতে গেলে আড়ে আড়ে দেখি আর মনে মনে হাসি। একদিন তো আপনার ভাবী সহ বারী প্লাজায় গেলাম প্যান্ট কিনতে। হঠাত আনমনে হো হো করে হেসে উঠলাম। আপনার ভাবী বলল, এই কি হয়েছে? এমনভাবে হাসছো কেন? আমি বললাম, একটা কথা মনে পড়ে গেলো তাই হাসছি। ও বললো, "কি কথা''। আমি বললাম এখন তো মার্কেটে, বাসায় যাওয়ার সময় বলব। পরে আর তার খেয়াল নাই, আমিও বলি নাই।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

নঞর্থক বলেছেন: মেইল এড্রেস কি দিব ,শুন তে আগ্রহি

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

ভিটামিন সি বলেছেন: মেইল এড্রেস কি ১৭ বছরের মেয়ে নাকি? যে আপনি একবার প্রকাশ করলেই নষ্ট হয়ে যাবে। শুনতে চাইলে দিবেন, কালকে আপনাকে পরের গল্পটা দিয়ে দেবো। পরেরটা অশ্লীল কিন্তু।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

নঞর্থক বলেছেন: :-D

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

ভিটামিন সি বলেছেন: আমার টা নিবেন? নেনঃ জাতিরদুলাভাই@জিমেইল.কম, তেলচুরা@জিমেইল.কম

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: মানীর মান আল্লাহ ই বাচাঁয় ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

ভিটামিন সি বলেছেন: হ চেয়ারম্যান সাব। মানির মান আল্লায়ই বাঁচায়। চেয়ারম্যান সাব দেন দৌড়। মানসম্মান যাইবার ভয় আছে কিন্তু্।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

ডট কম ০০৯ বলেছেন: যাউজ্ঞা ফিরতে পারছেন তাইলে।!!

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

ভিটামিন সি বলেছেন: হ ভাই। জানে পানি আচিলো না। বয়স কম, বুঝি কম। গ্রাম থেকে মাত্র মমিশিং গেছি।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

জ্ঞাতিবৈর বলেছেন: ভাইজান, এইডাকি টিভিতে দেখাইতেছে?? :P :P

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

ভিটামিন সি বলেছেন: কি কন ভাই, আমি তো জানি না; কোন কন্ডমের এডে না আবার আমারে যুক্ত কইরা দিলো কে জানে। লাইফে সব গ্যাস তো বাইর হইয়া যা্ব গা।

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

মরু বালক বলেছেন: .
.
.
.
আমাদের প্লান মাফিক ছিল না। পরীক্ষার আগে একনাগাড়ে ২ সপ্তাহ পড়ার পর রিপ্রেস দিতাম। কোনো দিন ছাদের উপরে পুরো রাইত গল্প করতাম। এরকম রাস্তায় ঘুরতে বাইর হইতাম,
এর পরের সপ্তাহ বই মেলায় ডিকশনারি কিনা মঞ্চে মোড়ক উম্মচন করে ছবি উঠাই ছিলাম !!!
অনেক সুন্দর সময় গিয়েছে ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

ভিটামিন সি বলেছেন: তাই নি ভাইডি? ব্লগে প্রকাশ করেন না কেন? যখন কোন রাজনীতির ক্যাচাল লাগবে তখনই এমন পোষ্ট দিবেন। ক্যাচাল ছাইড়া পাবলিক পোষ্টে আইয়া পড়ব।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

লিঙ্কনহুসাইন বলেছেন: ;) ;) ;) ;)

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৭

ভিটামিন সি বলেছেন: প্রথমবার আইসা পইড়া চুপিচুপি চলিয়া গিয়াছিলাইন, এইবার কিন্তু কমেন্টাইছেন। মনে হয় পুরা মজা পান নাই।

১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১

ঘুড্ডির পাইলট বলেছেন: অনার্সে পড়াকালিন সময়ে কতো গেছি :P :P








এনজিও থিকা ফিল্ডওয়ার্ক রিপোর্ট বানানের লাইগা গেছি , কি মুনে করছেন মিয়া ? X(

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৮

ভিটামিন সি বলেছেন: আন্নে যহন লেকছেন কত্ত গেছি, সত্যি কইলাম কিছু মনে করি নাইক্কা। যাইতেই পারে যে কেউ; আমার মতো মাইনকা চিপায় পইড়া বা দরকারে। সবাই তো আর আকাম করতে যায় না।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

শূন্য পথিক বলেছেন: Amar da cilo alada. Cinema dekhe firchi..Rajshahi er Ekta market er goli, ami jantam..druto par hoye gelam! amar 2 frnd porlo dhora! :P :P

(Mobile e achi, Bangla lekha jai na) :-) :-)

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০০

ভিটামিন সি বলেছেন: ওক্কে, ওক্কে। মিয়া আনহে তো বন্ধূ নামের কলঙ্ক। ২জন ফাসাইয়া দিয়া নিজে হাওয়া খান!!!

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

নষ্ট ছেলে বলেছেন: "এই ছিল প্রথম দিন পতিতালয়ে গমনের অভিজ্ঞতা।"

দ্বিতীয় দিনের অভিজ্ঞতা নিয়া পোস্ট কবে দিতাছেন? ;)

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০১

ভিটামিন সি বলেছেন: খুবই দরকার জানার? আইচ্ছা আবার যাইয়া নেই দিমু নে।

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

bakta বলেছেন: দারুন অভিজ্ঞতা প্রথম দিন পতিতালয়ে গমনের । বাহ ভাই .............।

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০১

ভিটামিন সি বলেছেন: ব্যাফুক মজাত্মক। বিনুদুন আর বিনুদুন।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

মহাজগতিক ভাবুক রাজীব বলেছেন: দৌড়ের মধ্যে ভাইটামিন আছে !

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০২

ভিটামিন সি বলেছেন: ভাবতে ভাবতে দেখি আপনার পেন্ট খুইল্লা গেছে গা। প্যান্ট সামলান মিয়া ভাই।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

একজন ঘূণপোকা বলেছেন: স্বপ্ন চারিণী বলেছেন: এই ছিল প্রথম দিন পতিতালয়ে গমনের অভিজ্ঞতা


দ্বিতীয় দিনের গল্প কইবেন কবে!!








হেয় ধরা খাইছে ;) ;) =p~ =p~

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৩

ভিটামিন সি বলেছেন: কেডায় ধরা খাইল ইট্টু বোঝায়া কইবাইন??

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

বোকা ডাকু বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: "স্বপ্ন চারিণী বলেছেন: এই ছিল প্রথম দিন পতিতালয়ে গমনের অভিজ্ঞতা


দ্বিতীয় দিনের গল্প কইবেন কবে!!"








হেয় ধরা খাইছে ;) ;) =p~ =p~

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৪

ভিটামিন সি বলেছেন: ধরাডা খাইল কেডায়? কন তো দেহি।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৭

বোকা ডাকু বলেছেন: ভিটামিন সি ভাই আপনে কি চরপাড়াতেই থাকেন?

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯

ভিটামিন সি বলেছেন: না ভাই, আমার নাম ভিটামিন সি না। এইটা তো ব্লগের পরিচিতি। আমার নাম ব্লগে অনেক আছে তাই কোন নাম না পাইয়া প্রথম আলুতে দেখি ডাঃ ফারহানা মোবিন ভিটামিন সি এর উপর লিখেছেন সেখান থেকে নেয়া। নামটা ধরে নেন হাবীব।
না, এখন আর থাকি না। চড়পাড়া ছেড়ে দিয়েছি ২০০৬ এর সেপ্টেম্বর এর ২৩ তারিখে। তাই বলে ময়মনসিংহ ছাড়ি নাই, মানে আমার জেলা ময়মনসিংহ। এখন কর্মজীবনে পড়ে আছি সীমানা পেরিয়ে কোথাও।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

এক্স ফ্যাক্টর বলেছেন: বোকা ডাকু বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: "স্বপ্ন চারিণী বলেছেন: এই ছিল প্রথম দিন পতিতালয়ে গমনের অভিজ্ঞতা


দ্বিতীয় দিনের গল্প কইবেন কবে!!"

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১১

ভিটামিন সি বলেছেন: জাতি যখন জানতেই চায় ২য় দিনের অভিজ্ঞতা, তাহলে আজ কিংবা কালই প্রকাশিত হবে "পতিতালয়ে গমন বিষয়ক অভিজ্ঞতা - ২"। আচ্ছা ভাই আমি কি সিরিজ লিখতে বসেছি নাকি?

২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

সাদা কলো বলেছেন: কোন কলেজ?

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৩

ভিটামিন সি বলেছেন: কইতাম না। তয় যেখানে পুলাপাইন সব পুঙটামি করে আর পরীক্ষার আগের রাইতে পড়ালেহা করে।

২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০৯

মাহবু১৫৪ বলেছেন: হা হা হা

ছি ছি ছিঃ

কলেজে থাকতেই ছেলে পেলে সব গেসে!!! /:)

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪

ভিটামিন সি বলেছেন: পোষ্ট টি আগে পড়েন তারপর না কমেন্ট করবেন। অবশ্য কলেজে থাকতেই প্রেম করছি। পরে ময়মনসিংহে গিয়ে তো সালা ভিইজ্যা গেছি।

২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: হা হা, নাজমা বোর্ডিংএর এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। আমার এক বন্ধু বাকৃবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে বাবাকে নিয়ে এই নাজমা বোর্ডিং এ উঠেছিল, পরদিন বাবা ছেলে কেউ কাউকে লজ্জায় মুখ দেখাতে পারে না :P
আপনার পোস্ট পড়ে চেনা জায়গাগুলো অনেকদিন পরে ঘুরে আসলাম। এখনো কি শহরেই আছেন? কোন জায়গায়? আমার বাসা গুলকিবাড়ি :)

০৫ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০

ভিটামিন সি বলেছেন: আপনার বন্ধুর লজ্জাত্মক অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। আমার বাড়ি ময়মনসিংহ ১১ আসনে। পড়তাম মেডিক্যাল কলেজের পরে আর একটা কারখানা আছে না ওইটাতে। গুলকিবাড়ির সুমন নামে এক বন্ধুও পড়ত আমার সাথে। সারা রাইত ডাইল খাইয়া সকালে কলেজে আসত। চোখ মুখ লাল হয়ে থাকত। আমি দেশের বাইরে থাকি আজ ৪.৮ বছর। দেশে গেলে ময়মনসিংহে না গেলে আমি থাকতে পারি না। আমার দম বন্ধ হয়ে আসে প্রিয় শহরটার জন্য। তাই সপ্তাহে অন্তত একবার হলে পুরো শহর রিকশা নিয়ে ঘুরি। ভালো থাকবেন। জাতিরদুলাভাই@জিমেইল.কম

২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৪

দুঃখ বিলাসি বলেছেন: :P :P

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮

ভিটামিন সি বলেছেন: আপনার দাঁত নাই? জিহ্বা দেখান কেন? দাঁত দেখি তো বয়স হইছে নাকি?

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

প্রকৌশলী আতিক বলেছেন: :P :P হে হে :P :P

আমার গল্প কমুনা =p~ =p~ । অভিজ্ঞতার ঝুড়ি আমার বেশ ভারি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৯

ভিটামিন সি বলেছেন: ভাই না ভালা কইয়া ফালান। আমরা শুনি কেউরেই কমু না। এমনকি ভাবীর ছোট বোনরেও না। রংপুরে যামুই না।

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

এন ইউ এমিল বলেছেন: :P :P :P :P

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

ভিটামিন সি বলেছেন: কিছু তো বলেন, খালি হাসলেই অইবো?

২৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৮

জমিদারের বাপ বলেছেন: হে হে
ব্যাপক মজা পাইলাম

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

ভিটামিন সি বলেছেন: নাচতে ইচ্ছা করতাছে? ডিজে নিয়া নাচবেন?

৩০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

মাকিন বলেছেন: [email protected]

:P

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

ভিটামিন সি বলেছেন: এইটা কি? মেইল আইডি কেন দিলেন?

৩১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

জহীরুল ইসলাম বলেছেন: পরের বারের অভিজ্ঞতটা কবে বলবেন....................?

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

ভিটামিন সি বলেছেন: অপেক্ষায় থাকুন। পরের বারেরটা আজই বা আগামীকাল আসবে ফুল ভলিয়মে।

৩২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

এম . এম ওবায়দুর রহমান বলেছেন: সবারী এমন অভিজ্ঞতা রয়েছে :P

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

ভিটামিন সি বলেছেন: তাই বুঝি। আপনারটা বলেন আমরা শুনি। আমি তো ভাবছিলাম আমিই মনে হয় একটু ইয়ে টাইপের।

৩৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

সরদার হারুন বলেছেন: I have nothing to pass any opinion about this .

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪

ভিটামিন সি বলেছেন: কেন রে ভাই, কোন দিন যান নাই ওই এলাকায়? না আপনাদের এলাকার সাংসদ তার বাড়িতেই এগুলা পুষেন? যদি আপনার এলাকায় না থাকে তাহলে এলাকার তরুন সমাজ নিয়ে সাংসদের কাছে গিয়ে অভিযোগ দেন যে আপনার এলাকায় একটা বসানো হউক। পুলাপান সব খারাপ হইয়া যাইতাছে মর্মে যেন সংসদে বিল পাশ করে।

৩৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

লিন্‌কিন পার্ক বলেছেন:

রাস্তা থেকে শুধু গেইটটাই দেখছি ভিতরে যাওয়ার সাহস হয় নাই ইচ্ছাও নাই

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

ভিটামিন সি বলেছেন: তাই, ভয় পাইছেন বুঝি। একটু ঘুরে আসুন। দেখবেন ভালোবাসায় ভরিয়ে দেবে আপনাকে।

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

বাংলাদেশের বিবেক বলেছেন: ;) ;) ;) ;);) ;) ;) ;);) ;) ;) ;);) ;) ;) ;)

০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

ভিটামিন সি বলেছেন: আপনি একটা মিচকা শয়তান। মিচকা মিচকা হাসি দিয়েছেন।

৩৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

শিক কাবাব বলেছেন: ধুর মিয়া, দিলেনতো সব নষ্ট কইরা। আপনে কেমনে ঐখানে গেছেন, আর কেমনে ঐখান থেইকা বাইর হইছেন ঐ অংশটা সেন্সর করেন। ঐটা আমাদের দেখার দরকার নাই। ঐখানে ঢুকা আর বাইর হওয়ার মধ্যবর্তী সময়ের ভিটামিন সি যুক্ত রসরসা কাহিনীটা বর্ণনা করেন।

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

ভিটামিন সি বলেছেন: মিয়া, দৌড়েড় উপর আছি। বউ জাইন্না গেছে আমি যে এখানে রসের আলাপ করতাছি। রাইতে নাকি রস বাইর করব। আইচ্ছা, কইন তো দেহি কেডা এই কামডা করল? বউরে কইয়া দিল। হেরে কউয়ার কি দরকার আছিলো।

৩৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে.....

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

ভিটামিন সি বলেছেন: ল জাইগা, আরে ল জাইগা,
ডান্স ফ্লোরে নাচে মাইয়া,
সুন্দরী মাইয়া, দেখ সুন্দরী মাইয়া
এবার ল জাইগা, ল জাইগা।

৩৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

সিডির দোকান বলেছেন: ভাই যে মাইমেনসিংগা
আহেন বুকে আহেন
অনেক স্মৃতি যে আজো ডুবায় আমাকে!!!
স্মৃতিতে গাঙিনার পাড়!!!

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

ভিটামিন সি বলেছেন: আন্নেও কি মমিসিংগা নি? আয় রে আবুল বুখে আয়। দাড়ান জামার বোতাম লাগাইয়া লই।

৩৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

শামীম 776 বলেছেন: অভিজ্ঞতা থাকা ভালো সাথে আপনার মানটাও রক্ষা ফেল। :) :) :) :)

০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

ভিটামিন সি বলেছেন: হুম। সেইরাম অভিজ্ঞতা অর্জন হইছে। এখনো মার্কেটে গেলে খালি আড় চোখে তাকাই আর হাসি।

৪০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

আমার বউ এর হাজবেন্ড বলেছেন: ভাই, আপনার পুরুষত্ব টা দেখিয়েই আসতেন........ =p~ B-)) :#) B-) :P !:#P =p~

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১৫

ভিটামিন সি বলেছেন: দেখানোর আরো জায়গা আছে। আপনার শালীর পোষ্ট কি খালি আছে? থাকলে বলেন দেখাই। না থাকলে আসেন দুইজনেই ভিটামিন সি খাইয়া দেই দৌড়।

৪১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

জাগ্রত জিয়ান বলেছেন: এই গল্প পড়ে এক ফ্রেন্ডের গল্প মনে পড়লো..। ফ্রেন্ড রাতে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে রাত কর বাড়ি ফিরছিলো.। ঢাকার নিউমার্কেট এলাকা দিইয়ে হাটছিল এমন সময় এক মহিলা তার হাত শক্ত কর ধরে বলে ঊঠলো ৫০ টাকা, মাত্র ৫০ টা্কা .। অকস্মাত এই ঘটনায় পুরাই ভ্যাবাচ্যাকা খায়ে গেলো ও.। মহিলার টাকা চাওয়ার এক্সপ্রেশন দেইখা ভয়ে পুরাই কাইত.। কোনমত হাত ছূটাইয়া দিছে দৌড়.। এক দৌড়ে বাড়ি.। পরে এই গল্প শুনাইয়া আমারে কয় মামা যা ভয় পাইছিলাম।। মনে হয় পেত্নিতে ধরছিলো। লুল। শোনা যায় চন্দ্রিমা উদ্যানে সন্ধ্যা থেকে রাতে এমন কত পতিতা ঘুরে ফিরে কাস্টমারের অপেক্ষায়। আল্লাহ বাচিছে এমন কোন অভিজ্ঞতা কখনো হয় নাই। বালাৎকার হইতে চাই না। ইজ্জ্বত বড় সোনার জিনিস।

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৮

ভিটামিন সি বলেছেন: দাদা, আপনার মাঝখানে এমন বেইক্যা গেছে কেয়া? আপনারেও ধরছিলো নাকি? দৌড় দিতে পারেন নাই? ফলে যা হওয়ার হইছে। নিউমার্কেট থেকে আজিমপুর গোরস্থান বেশি দুরে না। পেত্নি ধরলে ধরতেও পারে। চন্দ্রিমায় কত দেখলাম। হুময়ুন কাকুর উপন্যাসের একটা চরিত্র ও থাকে চন্দ্রিমা উদ্যানের পেশাদারদের নিয়ে। বালাৎকার না আসল শব্দটা হলো বলাৎকার। ধন্যবাদ।

৪২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

মাক্স বলেছেন: আর শেষ দিন কি হইছিল? ;) ;)

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৯

ভিটামিন সি বলেছেন: আপনাদের জ্বালায় আর পারলাম না। শেষদিন কি হইছিলো আপনাদের এতো চাহিদার মুখে দিতাছি আইজকেই। খাড়ান, টয়লেট থেকে ঘুইরা আসি।

৪৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: :D

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫০

ভিটামিন সি বলেছেন: ভাইজান কি বিড়ি টানেন?? আমার হুক্কা খাইতে মুনচায়। এই পোষ্ট অনেক নারী ব্লগার পড়েছেন, কিন্তু কেউই কোন মন্তব্য করল না। আপচুস।

৪৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬

নাফীস কাজী বলেছেন: ইসঃ কত আশা নিয়া আসছিলাম গরম গরম লুলীয় কিছু ঘটনার বর্ননা শুনব!! :|:|
দিলেনতো সব মাটি কইরা !! X(
দৌড়টা আরেকটু পরে দিলে আরো কিছু রসলো গল্প শোনা যেত।:(

তবে,
"ঢাকার চেয়ে মফস্বলের ছেলেরা এসব বিষয়ে এগিয়ে থাকে"
.......... এই কথাটা আবারো প্রমানিত হল।;)

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৭

ভিটামিন সি বলেছেন: দৌড়টা সময়মতোই দিছিলাম। নইলে মান-ইজ্জত সব যাইতো অল্প বয়সে। মান-ইজ্জত যা ছিলো সব গেছে কিন্তু বউয়ের কাছে, বাইরে না। তবে, ঢাকার ছেলেরা এই অভিজ্ঞতা অনেক আগেই পায়। কারন বাসা খালি থাকলেই গো টু চন্দ্রিমা এন্ড আর্ণ অভিজ্ঞতা। তাছাড়া শহরের ছেলে-মেয়েরা একটু বেশী ফ্রি ভাবে পরস্পরের সাথে মিশতে পারে। অন্য দিকে গ্রামের ছেলে মেয়ের মধ্যে একটু কথা হলেই এলাকায় প্রচার হয়ে যায় সেই কথা। সেইজন্য গ্রামে প্রেম করা দুস্কর।" তাছাড়া শহরের ছেলেদের জন্য তো আছেই মগবাজার, বনানীতে হোটেল যেখানে লেখা তাকে মহিলাসহ রাত্রিযাপন নিষেধ। লুল।

৪৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

রাজকুট বলেছেন: আমিও ময়মনসিংহের লোক, না, ঐ এলাকার ভিতরে যাই নাই, সামনে দিয়ে ঘুরে আসছি !!

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

ভিটামিন সি বলেছেন: কত জবাব দিমু রে। বস দেখলে আমারে চাকুরি থেইক্কা নট কইরা বলব এগুলার অভিজ্ঞতা বর্ণনা করার জন্য। ময়মনসিংহের লোক না তো কি হইছে? একটা জায়গা কিনে বাড়ি করেন। হয়ে যাবেন ময়মনসিংহী। আমরা বাইরের লোকদের সাদরে গ্রহন করি।

৪৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২

স্পাইসিস্পাই001 বলেছেন: purai spicy......................

০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৯

ভিটামিন সি বলেছেন: একটু লবন নেন, স্পাইসিটা বেশী হয়ে গেল না? চাইলে চালতার আচার ও দিতে পারি।

৪৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

ভদ্র পোলা বলেছেন: কাহিনী কুতায় ?? এ তো ভয় পাইয়া দৌড় দেয়ার কাহিনী !! X( X(

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০১

ভিটামিন সি বলেছেন: কাহিনী আসেতেছে এখনি। ওয়েট এন্ড চোখ রাখুন সামুর পাতায়। যে কোন মুহুর্তে ভেসে উঠবে সামুর পাতায় ভিটামিন সি প্রযোজিত এন্ড পরিচালিত পর্ব - ২।

৪৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

দুঃখ বিলাসি বলেছেন: আমার প্রোপিকে দেখেন X( X(

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

ভিটামিন সি বলেছেন: প্রোপিকে দন্ত দেখি না কেনে? গেদুর মা আমার টিনের চমশাটা দেও তো দেহি জামাইয়ের দাত উঠছে নাকি?

৪৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

দেশটা অস্থির বলেছেন: আমার কোন অভিজ্ঞতা নাই ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

ভিটামিন সি বলেছেন: অভিজ্ঞতা ছাড়া লোক এখানে আসলো কিভাবে? দাড়োয়ান আপনারে আটকায় নাই?

৫০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

লোনলিফাইটার বলেছেন: ;) ;) :P

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৩

ভিটামিন সি বলেছেন: হাসেন, প্রাণ খুইল্লা হাসেন। হাসতে হাসতে বাসায় যান।

৫১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

বোকা ডাকু বলেছেন: হাবীব ভাই ময়মনসিং ছেড়ে যাওয়ার তারিখ টা এতো পুঙ্খানুপুঙ্খ মেনশন করলেন কেন সেটা ঝাতি ঝান্তে ছায় ! :-B :-B :-B
আর মিয়া ভাই যদিও আমি ঢাকার পুলা তয় আপনাদের ময়মনসিং গেছি দুই তিন বার। অনেক দারুন লাগছে। (যদিও সব আকর্ষণ ছিল চরপাড়া কে ঘিরেই। :!> :!> :#> )

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৬

ভিটামিন সি বলেছেন: ভাইজান তো দেহি আসল জায়গায় হাত দিয়েছেন। আপনার বুদ্ধি আছে বটে। মাইরি বলছি, তেমন কোন কারন নাই, একটা মাইয়ার সাথে ব্রেক আপ হইছেলো পরে ওরে বলছি থাকলাম না তোর সাথে, লুঙ্গি দে বাসায় গিয়া গোসল করি। লাথ্থি দেই তোরে থুক্কু তোর বাপের মমিশিংরে। আর অই সময় কলেজ থেকে পাশ কইরা হালাইছি। আর কি থাকন যায়?

৫২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৩০

সুখ নাইরে পাগল বলেছেন:
হাটতেছিলেনতো সোজাই তা হঠাৎ কইরা বাড়িপ্লাজার সামনে আইসা ডাইনে মোড় নিলেন ক্যা ?

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৭

ভিটামিন সি বলেছেন: আর তো কোন গলি পাই নাই। সামনে একটা পাইলাম দেখি তো কোথায় যাওন যায়। তাই গেছিলাম। মাইরি অন্য কোন কারণ ছিলো না।

৫৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৫

এম ই জাভেদ বলেছেন: ভাগ্য আপনার ভাল। ইজ্জত নিয়া ফিরেছেন। এইচ আই ভি থেকে ও রক্ষা পাইছেন। কাফফারা দিছেন নি ?

০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৯

ভিটামিন সি বলেছেন: ব্যাঙ্গের ছাতা নি? না ভাই, এখন আর ইজ্জত নাই। চায়না মহিলা বস। হের চিপায় পইড়া তামা তামা হইয়া গেছি। খালি কাম করায়। বেতন বাড়ানোর কথা কইলে মনে হয় কানে শুনে না। শালিরে একটা ডোজ দেয়ার ইচ্চা হয় মাঝে মাঝে।

৫৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

ভিটামিন সি বলেছেন: আরও কোন মন্তব্য কি আসবে? আমি উত্তর দিতে প্রস্তুত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.