নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

বউ হুমকি দিছে; শালা! রাইতে যদি লাইট অফ কইরা তোমারে বিছানায় না পাই!!!!!

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪

গতকাল সন্ধ্যায় ডিউটি সেরে বাসায় গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে একটু রেষ্ট নিচ্ছি, এমন সময় খোকন ভাই আমার কাছে আসলো। তাকে খানিকটা চিন্তিত দেখাচ্ছিল। মাথায় রুক্ষ এলোমেলো চুল দেখই আমার সন্দেহ হয়েছে যে গুরুতর কিছু হয়েছে যার সমাধান সে দিতে পারে নি তাই আমার কাছে এসেছে। উল্লেখ্য খোকন ভাই আমার চেয়ে বয়সে ৩/৪ বছরের বড় হবেন। মুন্সিগন্জের লোক। আমরা একই সাথে এই কোম্পানিতে এসিছি। পাশা-পাশি রুমে থাকি। তার যেকোন সমস্যা বা কোন কিছুতেই আমার সুচিন্তিত মতামতসহ সাহায্য নিয়ে থাকে।



তো যাই হোক, আমি তাকে জিজ্ঞেস করলাম " কি খোকন ভাই, কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন?

খোকন ভাইঃ "আর বলবেন না ভাই। ফাইস্যা গেছি।"

আমিঃ "কিভাবে ফাসলেন? আপনার গলায় তো কোন প্রকার দড়ি দেখি না।"

খোকন ভাইঃ "সব ফাসির দড়ি লাগে না। দুপুরে লাঞ্চ টাইমে আপনার ভাবী মেসেজ করছে, কই তুমি? আমি তো সাথে সাথে রিপ্লাই দিছি যে তোমার বুকের উপর। তারপর আবার মেসেজ দিছে, কই পাই না তো তোমায়? আমি দিছি ভালো কইরা খুজো, পাইবা। আপনার ভাবী আবার দিছে, ভালো কইরাই তো খুজলাম নাই তো। আমি বললাম আরে রাত এগারোটার পর লাইট অফ কইরা খুজবা, তাইলেই পাইবা।"

হেরপর আপনার ভাবী বলে, "শালা! রাইতে যদি লাইট অফ কইরা তোমারে বিছানায় না পাই তাইলেই হবে (কথার সাথে মনে হয় দাত কিড়মিড় হবে)।"

ভাইজান আমারে বাচান; এখন কি করুম বুদ্ধি দেন।


আমিঃ হুম ঘটনাতো জটিল ঘটাইছেন মিয়াভাই। তো এইটা সমাধানের তো কোন রাস্তা দেখতাছি না। কি আর করবেন বউকে না হয় একটু রসময় কথা বার্ত বলে বোঝান। আর বলেন যে আগামী ২/৪ মাসের মধ্যেই ছুটিতে বাড়ি আসবেন।



তারপরও খোকন ভাই কেমন যেন ভ্যাবাচ্যাকার মতো বসে আছেন আমার বিছানার ধারে। তারপর তাকে চা খাইয়ে বিদায় করলাম।

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

বটবৃক্ষ~ বলেছেন: হাহাহাহাহা!!!!!! =p~ =p~ =p~ =p~ :P :P :P

মজা লাগলো!!

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

ভিটামিন সি বলেছেন: মজা দেওনের জন্যই তো আপনাদের সামনে প্রকাশ করলাম। ভালো থাকবেন।

২| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

আমি কবি নই বলেছেন: ;)

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

ভিটামিন সি বলেছেন: আপনারে কি বলছি নাকি যে আপনি কবি?

৩| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

লিন্‌কিন পার্ক বলেছেন: B-)) B-))

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪

ভিটামিন সি বলেছেন: হাসতে নাকি জানে না কেউ
কে বলেছে ভাই.............

৪| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন: =p~ =p~ =p~

খুজো খুজো
ডুবে খুজো
ভেসে খুজো

এখানে সেখানে ঐখানে ভালো করে খুজো -- :-P :-P

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

ভিটামিন সি বলেছেন: ভাইজান, নেংটাকাল থেইকা দেখতাচি আপনার মাতায় হাত। একদিকে সিগন্যাল দিলে অন্যদিক তো ট্রাফিক বাইড়া যাইব। হাতটা নামাইয়া সিগন্যাল পরিবর্তন করুইন।

৫| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৬

তুন্না বলেছেন: হাহাহাহাহাহাহাহা!!!!!!!!!!!!!

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

ভিটামিন সি বলেছেন: নিশ্চয়ই মজা পেয়েছেন। হা হা হা

৬| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

মাঞ্জু বলেছেন: :D:D:D

আসলে হাসাটাও ঠিক না। স্ত্রীকে ছেড়ে দূরে বসবাস করাটা কষ্টকর।:|

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

ভিটামিন সি বলেছেন: এ পাইছিরে। দলের লোক পাওয়া গেছে। তা ভাইজান শরীরডা ভালা তো?

৭| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪

টানিম বলেছেন: বউদের বিশ্বাস নাই । তাই বিয়া করুম না ঠিক করছি ।

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫১

ভিটামিন সি বলেছেন: ভালা সিদ্ধান্ত নিছুইন। যুদি ভাত, ডাল, আলুর ভর্তা আর ডিম ভাজি করবার পারুইন; আর নিজের কাপড় নিজেই ধুইতে পারুইন তাইলে আর বউ দিয়া কি অইব!!!!! কোনু দরকার নাই বিয়া করবার। বিয়া মানে শুধু শুধু টাকা, টাইম আর এনার্জি নষ্ট।

৮| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: লুল পুস্ট।

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫২

ভিটামিন সি বলেছেন: ওওরে নারে। ভাইজান কয় কি? বাইন্ধা ফালাইন যাতে না পড়ে।

৯| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

বিডি আমিনুর বলেছেন: হে আল্লাহ স্বপ্নে হলেও খোকন ভাইরে সঠিক সময়ে জায়গা মত পৌছে দেও :P :P :P =p~ =p~

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৩

ভিটামিন সি বলেছেন: অন্তত ৬ মাসের আগে তো পারবই না খোকন ভাই দেশে যাইতে। ও হ্যাঁ স্বপ্নে তো যাইতেই পারে।

১০| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

মাতবার বলেছেন: ভাইরে অনার্স পড়ার সময় একটা হিট ডায়লগ ছিল

স্বামী বিদেশ

... কেউ কোথাও ফাইস্যা গেলে এই ডায়লগটা ছাড়ত।

এর পারিভাষিক অর্থ হল উপায় নাই গোলাম হোসেন

;) B-) :#> :!>

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৪

ভিটামিন সি বলেছেন: কই আমি তো এই ডায়লগ জানতাম না। তবে ২য় টা জানতাম, আর ছিল কবি তো এখানেই দূর্বল।

১১| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

খাািলদ বলেছেন: অনেক মজা লাগলো................

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৫

ভিটামিন সি বলেছেন: খোকন ভাই আর ভাবী আছেন কষ্টে আর আপনি মজা পাইলেন। একেই বলে কারো পৌষ মাস, কারো ফাল্গুন মাস।

১২| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: রসভান্দার

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৫

ভিটামিন সি বলেছেন: একদম রসের ছড়াছড়ি। রস উপচায়া পড়তাছে হাড়ি থেইক্কা।

১৩| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩

নিরবতা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৬

ভিটামিন সি বলেছেন: আরেএ এ রে। আপনি তো হাসতে হাসতে নীরবতা ভাইঙ্গা ফালাইছুইন।

১৪| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

মাক্স বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৬

ভিটামিন সি বলেছেন: এইখানেও দেখি একই কারবার। নিরবতা ভাইঙ্গা গেছে।

১৫| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

হ্যাজাক বলেছেন: ফাইট্টা যায় বুকটা ফাইট্টা যায়...

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭

ভিটামিন সি বলেছেন: সুপার গ্লু দিয়া জোড়া দেন।

১৬| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

স্বপনবাজ বলেছেন: B-)) B-)) :-B :-B

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭

ভিটামিন সি বলেছেন: আপনার চোখেও চমশা, কমেন্টও চমশা।

১৭| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

জাওয়াদ তাহমিদ বলেছেন: বিডি আমিনুর বলেছেন: হে আল্লাহ স্বপ্নে হলেও খোকন ভাইরে সঠিক সময়ে জায়গা মত পৌছে দেও


=p~ =p~ =p~ =p~ =p~

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৮

ভিটামিন সি বলেছেন: আমিন।

১৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

দি সুফি বলেছেন: তেনার বউ তেনারে শালা ডাকল! B:-) B:-) B-)) B-)) =p~ =p~ =p~

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯

ভিটামিন সি বলেছেন: এইডাই তো কথা। বউ আবার জামাইকে শালা ডাকল!!! মনে হয় খোকন ভাইয়ের কোন ছোটভাই মানে বউয়ের কোন শালা নাই। তাই দুধের স্বাধ ঘোলে মিটায়।

১৯| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭

ম.র.নি বলেছেন: খোকন ভাইরে বলেন নগদে টিকেট কেটে দেশে যেতে।

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯

ভিটামিন সি বলেছেন: যাইতারবো। তয় সময় লাগবো ৬ মাস। ধন্যবাদ সকলকে কমেন্ট করার জন্য।

২০| ১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০১

হুমায়ুন তোরাব বলেছেন: age bow pore onno kichu..

১৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৮

ভিটামিন সি বলেছেন: কি আর বলবো। আপনার সাথেই গলা মিলাই। বউ বউ বউ চাই, সবারই একটা কইরা বউ চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.