নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

একটা ল্যাটপট কিনবার যাইতেছি। দেখেন তো পছন্দ হয় কিনা।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

২০০৩ সালে বাপের জমি বিক্রি কইরা প্রথম ডেক্সটপ কিনছিলাম। সেইটা আবার ২০০৭ এ বিক্রি কইরা দিছি। তারপর ২০০৮ এ চাকুরিতে জয়েন কইরা আইজ পর্যন্ত অফিসের ২ খান পিসি খাইছ। এখন ৩ নম্বরটা চলতাছে ডেল অপটিপ্লেক্স ৭৫৫. এতোদিনেও নিজের একটা পিসি বা ল্যাপি হইলো না। বড়ই মনো কষ্টে ছিলাম। টাকা তো আর মাসে কম কামাই না।

তাই এই বার একটা সিদ্ধান্ত নিছি। একটু আগে দেখলাম একটা স্টোরে ১০০ ডলার কম প্রাইসে ল্যাপি সেল দিতাছে। প্রোমোশন সেল আরকি। ইচ্ছা হইল নিয়া নেই। তাই আপনাদের সুবুদ্ধি কামনা করছি।



ব্যান্ডঃ ফুজিৎসু। মেইড ইন চায়না।



প্রসেসরঃ ইন্টেল কোর আই থ্রি ২৩২৮এম (২য় প্রজন্ম)

উইন্ডোজঃ ৮-৬৪ বিট।

র্যাম/রেমঃ ৪ জিবি ১৩৩৩ মেগা হার্টজ

হার্ডডিস্কঃ ৫০০ জিবি সাটা ইন্টারফেস ৫৪০০ আরপিএম

ডিসপ্লেঃ ১৪" সুপারফাইন এইচডি ব্যাক-লাইট এলইডি

ডিভিডিঃ ডুয়াল লেয়ার সুপার মাল্টি রাইটার

গ্রাফিক্সঃ ইন্টেল এইচডি গ্রাফিক্স ৩০০০

কালারঃ ম্যাট-ব্ল্যাক

ওয়ারেন্টিঃ ওয়ান ইয়ার ইন্টারন্যাশাল ক্যারি ইন পার্টস এন্ড লেবার।



দামঃ ৬৯৯ সিং ডলার বা ৪৪,১৪১.৮৫ বাংলাদেশী টাকা।

মন্তব্য করবেন ।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

বোকামন বলেছেন: ফুজিৎসু নতুন মডেলগুলো বেশ ভালো করেছে .....

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮

ভিটামিন সি বলেছেন: এইটাও ভালো হবে আশা করি। ফুজিৎসুর স্পিকার ভালো না।

২| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

ভাবুক আমি বলেছেন: খারাপ না।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ। দামটা কি একটু বেশী মনে হয়?

৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮

সজিব তৌহিদ বলেছেন: ২০০৩ সালে বাপের জমি বিক্রি কইরা প্রথম ডেক্সটপ কিনছিলাম।
ভাই এই কথায় বুকের ভেতর একটা তীব্র ধাক্কা অনুভব করলাম। শুভ কমনা ধাকলো নিজের টাকায় কম্পউটার কেনার জন্য ধন্যবাদ।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

ভিটামিন সি বলেছেন: ভাই কি করতাম!! স্যার ক্লাশে পড়ায় প্রোগ্রামিং ইন সি, ওরাকল, এক্সেল। বাসায় আসার পড় তো আর প্র্যাকটিস করতে পারি না। পরের ক্লাশ আবার ১ সপ্তাহ পর। ততদিনে সব খাইয়া ফালাই। তাই বাপের জমি বিক্রি করে কম্পু কিনি। সেই দিনের শেখা এক্সেল এখন আমার, বাপ, মা, বউ এর ভাত, কাপড়, চিকিৎসার টাকা যোগায়। ইনশাল্লাহ কামাই ভালো আছে। বাপের জমি ২০১০এ কিইন্না দিছি।

৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

বিডি আমিনুর বলেছেন: ঐ বাজেটের মধ্য hp নিতে পারেন ।
কিনার পর মিষ্টি খাওয়াইতে ভুলেন না যেন।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

ভিটামিন সি বলেছেন: এইচপির দাম আবার ৭৯৯ ডলার। এই মাসে বাড়িতে ২০ হাজার টাকাও দিতে হবে + ল্যাপিও কিনতে হবে। এর চেয়ে বাজেট বাড়াইলে আমার খাবার খরচের টাকা হাতে থাকবে না।

মিষ্টি তো খাবেন, দেশে আসার পর খাওয়ামু রিয়েল মিষ্টি ফ্রম মুক্তাগাছা। এখন ভার্চুয়ালটা খেতে হবে।

৫| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

গোবর গণেশ বলেছেন: নিয়া ফালান; দেরি কইরেন না। ফুজিতসু জাপানীজ হলে আরো ভালো হতো। জেনুইন উইন্ডোজ সহ ভালোই হবে।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

ভিটামিন সি বলেছেন: ভাই আজকেই নিমু। অফিসের কম্পুতে পিএইচপি, জুমলা চালাইতে পারি না। তারজন্যই এইটা নেয়া। জাপানিজটা দাম অনেক বেশী পড়ে। ১২০০ সিং ডলারের উপরে। সামনের মাসে হলে পারতাম। কিন্তু আমার মাথায় ল্যাপি কিনার ভাইরাস লাফাইতাছে। আজকেই কিনতে হবে। ল্যাপির সাথে যে উইন্ডোজ দেয়া থাকে তা কি ডেমো ভার্সন না ফুল ভার্সণ? আমার আবার উবুন্টু চালানোর শখ। দেশ থেকে ডিভিডি নিয়া আসছি।

৬| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭

বাবুল হোসেইন বলেছেন: ৫৪০০ আরপিএম না কিনে দেখেন তো ৭২০০ আরপিএম আছে কিনা? আর দাম তো বাংলাডেশের থেকে বেশী মনে হচ্ছে। আমি যতটুকু জানি উবুন্টু ইন্সটলড থাকে ল্যাপিতে। ট্রাই মেরে দেখেন আছে কিনা। জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন।

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

ভিটামিন সি বলেছেন: ভালো প্রস্তাব। নেটে দেখলাম তাদের স্পেসিফিকেশন। সেখানে দেয়া আছে ৫৪০০ আরপিএম আর উইন ৮। আমি গিয়ে চাইব, যদি থাকে তো দেবে। ধন্যবাদ আপনাকে। আর দামের ব্যাপারটা তো ভাই প্রকৃত মুল্য + ৭% ট্যাক্স ফর গভঃ তাই একটু বেশি হয়ে গেছে। তারপর বড়লোকের দেশে আমরা গরীব আসছি তো তাই।

৭| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

চিমা মস্তকে হুল হুল বলেছেন: আই-৫ দেখে নেন ভাল হবে
বারবার কেনার জিনিস না তাই ভাল টাই কেনেন

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

ভিটামিন সি বলেছেন: আই ফাইভে গেলে দাম বেড়ে যায় অনেক। ২০০ ডলার বেশি দিতে হয়। ধন্যবাদ আপনাকে।

৮| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৯

চিমা মস্তকে হুল হুল বলেছেন: আই-৫ সহ সলিড স্টেট হাড্ডি পান কি না দেখেন
দরকার হলে পরের মাসে কেনেন

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪

ভিটামিন সি বলেছেন: সলিড স্টেট এ গেলে তো ভাই আমার কইলজার পানি শুকাইয়া যাইবো। বাপেরে দেই মাসে ৫০,০০০ + বউকে দেই ৫,০০০ + মাকে দেই ২,০০০ আমার থাকে ৩,০০০. তো বলেন কয় মাস লাগবে আমার আরো টাকা জমাইতে। ধন্যবাদ আপনাকে ভালো কমেন্ট করার জন্য।

৯| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

ডিজিটালনেতা বলেছেন: চিমা মস্তকে হুল হুল বলেছেন: আই-৫ সহ সলিড স্টেট হাড্ডি পান কি না দেখেন
দরকার হলে পরের মাসে কেনে

কিনবেন ই যখন তখন অন্তত আই ৫ কেনেন মিনিমাম , আই ৩ আর কোর টু ডুর মধ্যে আমি কোন পার্থক্য দেখি না

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

ভিটামিন সি বলেছেন: কিনতে পারলে ভালো হতো। তাহলে ফ্রেন্ড এর কাছ থেকে টাকা ধার করতে হবে। ধার করা-করিটা আবার ইগোতে লাগে। যাই হউক কোর টু ডুয়ো মনে হয় ২ কোর বিশিষ্ট প্রানী উইথ এলথ্রি ক্যাশ ২০৪৮এমবি। আর আইথ্রি ৪ কোর বিশিষ্ট প্রানী উইথ ৩০৭২মেবা এলথ্যি ক্যাশ।

১০| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০

চাঁন মিঞা সরদার বলেছেন:
দামটা মনে হয় ৩ হাজার টাকা বেশী। তবে কনফিগারেশন ভালোই। কিনতে পারেন। অল দ্যা বেষ্ট উইশ ফর ইউ। B-) B-)

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

ভিটামিন সি বলেছেন: থ্যাংকু। এই বেশি টাকাটাই সিং সরকার নেবে ট্যাক্স। আর এই ট্যাক্সের টাকাতেই সরকার চলে। কি গরীব সরকার। আর আমাদের সরকার দেশের কোষাগার থেকে থোক টাকা নিয়ে, বিদেশী সাহায্য নিয়ে চলে। থ্যাংকু।

১১| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

লাল নীল কালো বলেছেন: HP Pavilion G4-2005AU
Notebook PC (B4Q35PA)

1. Processor: AMD A6-4400M (2.6 GHz-3.0GHz)
overclock processor
Number of cores: 3
2. RAM: 4GB DDR3
3. HDD: 750 GB
4. Graphics: Radeon HD 7520G 2GB
dedicated Graphics 512MB
Price: 42,000 TK (আমার পরিচিত দোকানদার বলছে )
43,000TK (ক্যাটালগে দেয়া)

View this link

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

ভিটামিন সি বলেছেন: হুম ভালো তো। বাংলালিংক দামে দিতাছে।

১২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ধরনা নাই। দোয়া করে দিলাম :D :D :D

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০৯

ভিটামিন সি বলেছেন: ওক্খে। আপনার দোয়া মানি ব্যাগে ভইরা নিলাম।

১৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

লাল নীল কালো বলেছেন: ভাই আপনার প্রতি পরামর্শ থাকবে এই বাজেটে কিনতে চাইলে AMD প্রসেসরটা নেন। Intel এর প্রসেসর এর চাইতে অনেক ভালো হবে। প্লাস এখানে 250GB HDD বাড়তি পাচ্ছেন। পারফর্মেন্স ও খুব ভালো হবে।

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৩

ভিটামিন সি বলেছেন: ভাই আপনার মন্তব্য পড়ার আগেই কিনে ফেলেছি। তবে ফুজিৎসু কিনি নাই। এসার কোর আই ৫ দিয়া নিয়েছি। সব টাকা চলে গেছে। কষ্টে আছি ভাই। ধণ্যবাদ আপনাকে।

১৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

টানিম বলেছেন: এই ল্যাপটপ টা আমি ইউঝ করছি ২ মাস হল কিনছি । ভাল আছে ।

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২১

ভিটামিন সি বলেছেন: এইটাই কিনতে গিয়েছিলাম গতকাল। সবকিছু দেখে ঠিক করেছি সেলসম্যান কয় এইটাতে তো এক্সট্রা গ্রাফিক্স নাই। ইন্টেল গ্রাফিক্স ৩০০০ আছে। এটা দিয়ে গেম খেলা ভারী সম্ভব না। আচ্ছা তাইলে এইটা বাদ। পরে পছন্দ করলাম একটা এইচপি এর। আধা ঘন্টা হাতায়া সবকিছু ঠিক করছি কোর আই ৫ প্রসেসর, দোকানী কয় এইটা আমার কাছে শুধু সাদা কালার এর হবে। দুঃখে মন চাইলো কানতে। রাগে কইলাম আমারে তুই লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি দে সাদা ছাড়া। কয় নাই। তখন কইলাম ঠিক আছে আমি তোদের অন্য শোরুমে গিয়া দেখি পাই কিনা। পাইলে নিয়া নিমু। দোকানী কয় ওক্কে। আমিও ভাগছি। তারপর কোর্টস সিংগাপুর থেকে এসার কোর আই ৫ ৩২৩০এম উইথ ১২জিবি রেম কিনলাম।

১৫| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

ইন্টারনেট জায়ান্ট বলেছেন: HDD 7200rpm hole valo hoto.7200rpm 64 bit os er jonno valo. R budget ta jodi r aktu barate paren tahole hp probook(i5) dakhte paren. 50000tk er moto porbe.

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২২

ভিটামিন সি বলেছেন: এখন যেটা কিনছি সেটা কোর আই ৫, হার্ডডিস্ক ৭২০০ আরপিএম ই। দাম পড়েছে ৫৭,৮০০.০০ বাংলাদেশী টাকা / ৮৯৯ সিং ডলার।

১৬| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

প্রভাষ প্রদৌত বলেছেন: ভাই আপনি কি করেন ?

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৫

ভিটামিন সি বলেছেন: কিছু করি না। খালি মাউস আর কিবোর্ড দিয়া কম্পিউটার গুতাই। ল্যাপি কিনসি কিছু কাজ শিখার জন্য।

একটা কোম্পানীতে কামলা দেই কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে। পদটার বাংলা কইতারি না।

১৭| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪০

সাইফুল ইসলাম নিপু বলেছেন: hp 630 কিনেন...... সবচেয়ে ভাল

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৫

ভিটামিন সি বলেছেন: এসার এস্পায়ার ভি৩ কিনছি। ধন্যবাদ।

১৮| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৩৫

আবিদ ফয়সাল বলেছেন: ভাল জিনিস কিনছেন ভাই ।

আপনার এবং আপনার ল্যাপির জন্য শুভকামনা :)

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৩

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যর জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.