নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

ল্যাপি কিনলাম গতকাল। দেখেন তো স্পেসিফিকেশনটা; কতটুকু ঠকলাম।

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩

গতকাল ল্যাপি কেনার বিষয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। আমার পছন্দ ছিলো ফুজিৎসু মডেলের একটা ল্যাপি। কিন্তু তাদের সেলস আউটলেটে গিয়ে দেখে শুনে, দামে সবকিছুই মিলল। কিনতে যাবো এমন সময় সেলস ম্যান বলে, ইউ আর টেকিং দিস ল্যাপি, বাট দিস প্রোক্ট হ্যাভ নো গ্রাফিক্স। সো ইউ ক্যাননট প্লে এ নাইস গেম। আমি তারে জিজ্ঞেস করলাম, হোয়াই? ইন দিস স্পেসিফিকেশন হ্যাভ ইন্টেল গ্রাফিক্স ৩০০০. দেন হোয়াই আই ক্যান্ট প্লে গেমস? হেতি কয় "দিস ইস অনবোর্ড বিল্ট ইন গ্রাফিক্স। ইট ইজ নট সো পাওয়ার ফুল। ইফ ইউ চোজ এনাদার মডেল, সাপোজ দিস মডেল ইউ ক্যান গেট পাওয়ারফুল গ্রাফিক্স - বলে আমাকে এইচপির একটা মডেল দেখালো। আমি ও ভালোভাবে দেখে শুনে সেটার আদ্যোপান্ত জেনে অর্ডার করবো আমাকে দেয়ার জন্য তখর আর এক সেলস ম্যান এসে বলে "দিস মডেল উই হ্যাভ অনলি হোয়াইট কালার এন্ড ডিসপ্লে ওয়ান ইন ব্ল্যাক। ডো ইউ ওয়ান্ট টু টেক হোয়াইট? আমি রিপ্লাই করলাম, "গোষ্টি কিলাই তোর হো্য়াইটের। সেলসম্যান বলে, "সরি? হোয়াট ইউ সে?"

আমি আবারও বলি, "ইট মিনস আই ডোন্ট লাইক হোয়াইট কালার। ইফ ইউ হ্যাভ আদার এনি কালার সাচ এজ পিংক, রেড, হোয়াইট, সিলভার, গোল্ড দেন গিভ মি এ পিছ।

সেলস ম্যান রিপ্লাই "সরি। আই ডোন্ট হ্যাভ।

আমি বললামঃ ত্যাংক য়্যু।



তারপর অন্য আর এক শপে গিয়ে দেখি এসারের একটা মডেল কিনলে ৮ জিবি র্যাম ফ্রি। তো সেটা সম্পর্কে জেনে নিলাম বিস্তারিত। তারপর সেটা কিনে আনলাম।



কনফিগটা নিচে দেয়া হলোঃ

প্রসেসরঃ ইন্টেল কোর আই ফাইভ ৩২৩০এম ২.৮ গি.হার্টজ (টার্বো বুষ্ট টেকনোলজি আপটু ৩.২ গি.হার্টজ)

র্যাম/রেমঃ ৪+৮ = ১২জিবি (১৬০০ বাস)

হার্ডডিস্কঃ ৫০০জিবি (৭২০০ আর পি এম)

ডিসপ্লেঃ ১৪" এলইডি ব্যাকলাইট

গ্রাফিক্সঃ এভিডিয়া জিফোর্স ২ জিবি ডেডিক্যাটেড

৩মেবা এলথ্রি ক্যাশ

ব্যাটারিঃ লিথিয়াম আয়ন ৪.৫ ঘন্টা ব্যাকআপ

ওয়েভক্যামঃ ১.৩ মেপি

গতকালকের পোষ্টের লিংকঃ Click This Link



সাথে একটা ৮জিবি পেনড্রাইভ আর একটা ওয়্যারলেস মাউস ফ্রি দিছে।

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬

দেশপ্রেমিক পোলা বলেছেন: দাম কত নিল না বললে বুঝব কেমনে কত ঠকলেন?

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫২

ভিটামিন সি বলেছেন: ওহ সরি। দামটা বলি নাই। ৮৯৯ সিংগাপুর ডলার। মানে ৮৯৯*৬৩.১৫ = ৫৬৭৭১.৮৫ টাকা।

২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

আশিকুর রহমান অমিত বলেছেন: র‍্যাম কতটুকু বাড়ানো যাবে, ৮ আর ৮ করে নিয়েন । পারফরম্যান্স ভালো হয় এতে

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৫

ভিটামিন সি বলেছেন: ভাইরে এইটুকু কিনতেই আমার ১ মাসের বেতন শেষ। হাসফাস লাগতাছে - এই মাসের বাকি দিনগুলি চলার টাকা নাই। রেম বাড়ানো যাবে আপটু ১৬ গিগা। কিন্তু ১২ গিগা কি যথেষ্টের চেয়েও বেশি না? ধন্যবাদ কমেন্টের জন্য। ভালো থাকবেন।

৩| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৭

বোকামন বলেছেন: দামটা ঠিকই আছে .... ঠকেন নাই
শুভকামনা থাকলো

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৫

ভিটামিন সি বলেছেন: আপনার জন্য শুভ কামনা। উইন্ডোজ ৮ দিসে, ভেজাইল্ল্যা জিনিস, এন্ডয়েড মনে হয় খালি।

৪| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮

তাসজিদ বলেছেন: করে যে কিনব??????????

টাকা পইসা নেই। । /:) /:) /:) /:) /:) /:)

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬

ভিটামিন সি বলেছেন: কিনবেন আস্তে ধীরে; ধৈর্য্য ধরেন। আমি প্রথম কিনেছিলাম ২০০৩ এ আর ২য় টা কিনলাম ২০১৩ তে।

৫| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯

দেশপ্রেমিক পোলা বলেছেন: মনে হয় ঠকেন নাই। তবে ওজন কতটুকু? আমি একটা কিনতে চাইছি ওজন ১.১-১.৩ এর মাঝে। কিন্তু মিলাতে পারছি না এখনো।

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৭

ভিটামিন সি বলেছেন: মাইরালছে আমারে মাইরালছে। ওজন তো ২.৩ কিলো। কম ওজনের জন্য আল্ট্রাবুক কিনুন। দাম কিন্তু অনেক বেশি পড়বে। ধন্যবাদ।

৬| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯

নাইট রিডার বলেছেন: ওরে রে ১২ জিবি র‍্যাম তারপরেও আশিকুর রহমান অমিত ১৬ জিবি করতে বলছে, আমারটা তো মাত্র ৪ জিবি।আসলে আমি আমার ল্যাপির মতই একটু স্লো। কনফিগ আর দাম তো ঠিকই আছে, ঠকেননি।

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৯

ভিটামিন সি বলেছেন: আমারও তাই মনে হয়। আমার প্রথম কম্পুর রেম ছিল ১২৮ মেবা। উইন্ডোজ ৯৮। আর লাগাইতে পারতাম না। ধন্যবাদ আপনাকে।

৭| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯

তাসজিদ বলেছেন: ৫৬৭৭১.৮৫ টাকা। :-* :-* :-* :-* :-* :-*

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০

ভিটামিন সি বলেছেন: ডলার থেকে টাকায় কনভার্ট করলে এমনই হয় যদি রেট এ ভাংতি কিছু থাকে। এখন ১ সিং ডলার = ৬৩.০৫ টাকা। কালকে ছিলো ৬৩.১৫ টাকা।

৮| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৬

জেবিন বোস্টন বলেছেন: দাম ঠিক আছে

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৩

ভিটামিন সি বলেছেন: তাহলে আর ঠকি নাই। একটা কথা আমি বিজয় লে আউট ইউজ করি। এখানে কিছু কিছু শব্দ লিখতে সমস্যা হয় যেমনঃ র্যাম>রেম, র্যাব> রেব। তাই আমি রেম, রেব শব্দটাই ব্যবহার করি যেন সহজে পড়া যায়।

৯| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৭

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: ভাই আপনার জানালা কত?? ৩২ বিট এর জানালা হলে কিন্তু ৪ জিবি এর উপর র‌্যাম অরথহীন

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৪

ভিটামিন সি বলেছেন: ভাই জানালা টা আট পাল্লার। ৬৪টা স্ক্র টাইট দেয়া আছে। তাই ১২ কেন> ২৪ জিবি দিলেও জানালায় সমস্যা হবে না। কিন্তু প্রসেসর সাপোর্ট করবে না মনে হয়। ধন্যবাদ।

১০| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

দক্ষিনা বাতাস বলেছেন: ২০০০ পারসেন্ট ঠকেছেন।

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৫

ভিটামিন সি বলেছেন: কিতা কন? কিনলাম ৮৯৯ টাকায়। তো ২০০০% ঠকে কেমনে?

১১| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনে তো দেখি সিঙ্গাপুরে থাকেন। তবে মনে হয় ঠকেন নাই। বাংলাদেশের মতো ঠকবাজ কি আর বিদেশে আছে?



১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

ভিটামিন সি বলেছেন: হুম ভাই। জীবিকার জন্য থাকতে হয়। শখে থাকি না ভাই। ঠকবাজ নাই তা ঠিক না। চায়নারা দুনিয়ার বজ্জাত, আর সবগুলা দোকান-পাটে চায়নিজ কর্মী।

১২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৩

প্রকৌশলী আতিক বলেছেন: এখন গেম খেলা শুরু করেন ভাই।

এসার ব্রান্ড টা পছন্দ না। বাকী সবই ঠিক আছে।

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৮

ভিটামিন সি বলেছেন: কেন জানি আমি এসারের ভক্ত। কিন্তু দাম বেশি লাগে বলে কিনতে সাহস করতাম না। এইবার কিনেই ফেললাম। গেম খেলা শূরু করবো কি ভাই জানালা আট তো বুঝিই না। তারপর ভোর ৫টায় অফিসে আসছি আবার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা ৭ টা। তারপর প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করে তার পর অন্য কিছূ। ধন্যবাদ আপনাকে।

১৩| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

প‌্যাপিলন বলেছেন: ফটু দিলেননা কেন? কনফিগারেশন জাইনা কি হব ;) । আসল কামতো চেহারায়। পাত্রী দেখতে গেলে কি আগে কনফিগারেশন জানেন না চেহারা দেখেন :-P :-P

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

ভিটামিন সি বলেছেন: আমি এখন যে কম্প দিয়া ব্লগাইতেছি এইটাতে ফটুক আপ দেয়া যায় না। একটু সমস্যা আছে, অফিস পিসি তো; অফিসের নিয়ম মেনে চলে। আর পাত্রী দেখতে চাইলে Click This Link দেখুন। সেম জিনিস।

১৪| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৭

অবাক েরাবট বলেছেন: মোস্তফা নাকি সিমলিম

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

ভিটামিন সি বলেছেন: না বুনলে, কোর্টস থেকে। পুরাতন ফেয়ার প্রাইসের উপরে ২য় তলায়।

১৫| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪০

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: দোয়ার বরকত

১৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

ভিটামিন সি বলেছেন: ফি আমানিল্লাহ।

১৬| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

অশুভ বলেছেন: ভাই আপনার বাড়ি কি ভালুকায়? ভালুকার কোথায়? আর কলেজ কি কেবি?
অনেকগুলা প্রশ্ন করে ফেললাম। মাইন্ড খাইয়েন না।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৬

ভিটামিন সি বলেছেন: হুম বাড়ি ভালুকায়। কিন্তু কলেজ ভালুকা ডিগ্রী কলেজ ২০০২, তারপর ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট, তারপর উত্তরা ইউনিভার্সিটি, তারপর সিংগাপুর।
ভালুকা কোথায়? ভালুকার অবস্থান ঢাকা থেকে গেলে সিডস্টোর এর পরে, ময়মনসিংহ থেকে আসলে ভরাডোবার পরে।
আপনার বাড়ি কোথায়? কেমন আছেন?

১৭| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

আশিকুর রহমান অমিত বলেছেন: দুই পোর্টে সমান সমান র‍্যাম থাকলে সামান্য সুবিধা হয় আর কি। কিনবেন বেতন পাইলে আর কি :)

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৭

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ। চলতে থাকুক না ৪/৬ মাস। দেখি না কি হয়। তারপর না হয় দিমু ঠেলা।

১৮| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

২০১৩ বলেছেন: ভাই বাংলাদেশে অনেক দোকানে সিঙ্গাপুরিয়ান রিকন্ডিশন ল্যাপটপ বিক্রি করে এগুলো সম্পর্কে একটু বলতে পারেন।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১

ভিটামিন সি বলেছেন: এগুলার অবস্থা অত্যন্ত খারাপ। সত্যি কথা যদি বলি বিশ্বাস করবেন না। একটা পিসি বা ল্যাপি বা যেকোন ইলেকট্রনিক ডিভাইস বা গাড়ি এরা সর্বোচ্চ ব্যবহারটুকু করে। তারপর পরিচিত কোন বাংগালী বা ইন্ডিয়ানকে দিয়ে দেয়/বিক্রি করে দেয় বা ফেলে দেয়। কুমিল্লার কিছু লোক আছে এই ধান্দায় থাকে কার কাছে পুরাতন কি আছে। তারা কিনে নেয়। তারপর ২/৩ টা একসাথে করে পার্টস চেণ্জ করে দেশে পাঠায়। রিকন্ডিশনড ডুয়েল কোর পিসি বাংলাদেশী টাকায় ৭/৮ হাজার টাকা হলেই পাওয়া যায় মনিটর সহ।

১৯| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: এসার আর আসুস এই দুই ব্রান্ডের ল্যাপিতে দেখছি ম্যালা সমস্যা হয়। আমার পরিচিত যারা ইউজায় দেখতাম । যাইহোক বাহিরে তো এ ক্যাটাগরির প্রডাক্ট পাওয়ার কথা। এদেশে তো এরর ছাড়া প্রডাক্ট পাওয়া যায়না। তবে এইচপি নিতে পারতেন বা ডেল বা লেনেভো।

এনিওয়ে প্রাইস ঠিকই আছে .।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৬

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য। আমি যে কথা বলতে চেয়েছিলাম আপনি সেটাই বলে দিয়েছেন। চায়নিজরা ৫ টা ক্যাটাগরির প্রোডাক্ট মার্কেটে ছাড়ে। বাংলাদেশী ব্যবসায়ীরা সেখান থেকে কিনে আনে ৪/৫ নং ক্যাটাগরির প্রোডাক্ট। কিছু প্রতিষ্ঠিত ব্যাবসায়িক গোষ্ঠী ২ বা ৩ নং ক্যাটাগরীর জিনিস ইমপোর্ট করে। ১নং ক্যাটাগরির কোন প্রোডাক্টই বাংলাদেশে যায় না। সুতরাং সেখানে পাতলা পায়খানা থেকে শুরু করে জলবসন্ত সবই লেগে থাকে। আর ক্যাট-১ এর প্রোডাক্ট যায় উন্নত দেশে। সিংগাপুরে ১/২/৩ ক্যাট এর প্রোডাক্ট আছে। তবে আমারটা কোন ক্যাটাগরির জানিনা। নির্ভর করবে ভাগ্যের উপর। ডেল নেই নাই গরম হয় বেশী, লেনোভো তো চায়নার অরিজিন। তাই ওটাও বাদ দিলাম। এইচপি নিতে পারতাম, কিন্তু কেন জানি এটা পছন্দ হয়ে গেলো। মনে হয় ফ্রি ৮ জিবি র্যামের কারনে। তাছাড়া আমাদের দেশে তো কম্পিউটার প্রোডাক্টে কোন ট্যাক্স নাই, তাই দাম একটু কম। এখানে ট্যাক্স আছে। ধন্যবাদ।

২০| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

লাল নীল কালো বলেছেন: খারাপ হয় নাই ভাই, আপনার আর ল্যাপির জন্যে শুভকামনা।

১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাদের সবাইকে শুভকামনা, পরামর্শের জন্য। আমি অফিস পিসি থেকে পিক আপলোড দিতে পারি না। এরর আসে। তাই আপনাদের ভার্চুয়াল মিষ্টি দিতে পারলাম না। দুঃখিত। আপনার নিজ দায়িত্বে খেয়ে নিবেন।

২১| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৮

অশুভ বলেছেন: আমি আসলে ভালুকা কোথায় জিজ্ঞেস করি নাই। আমি জিজ্ঞেস করেছি ভালুকার কোথায়। আমার বাড়িও ভালুকায়। ;)
সিডস্টোরের আশেপাশেই আমার বাড়ি। এইজন্যই বলা আরকি। আপনার লেখাগুলো ভালো লাগে। আগে পড়েছি। এই প্রথম কমেন্ট করলাম। ভাল থাকবেন

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৩

ভিটামিন সি বলেছেন: শুভ ভাই, মাইন্ড খায়েন না। অ টা বাদ দিলাম। আমার মনে হয় আপনার নামটা শুভই হবে। আর আমি ভালুকার লোকেশন বলে একটু মজা করলাম। আমার বাড়ি ভালুকা কলেজের উত্তর পাশে। গুগলটকে আসেন কথা বলি। [email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.