নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

ডঃ মুহম্মদ ইউনুসের লেখা কলাম (প্রথম আলোয় প্রকাশিত) এর রিভিউ। যারা উনাকে পছন্দ করেন না, তাদের পড়ার দরকার নেই।

২০ শে জুন, ২০১৩ সকাল ৭:৩৬

শ্রদ্ধেয় স্যার ডঃ ইউনুস, আমি ২৯ বছরের এক তরুন। আপনার গ্রামীন ব্যাংক আমার জীবনে কোন উপকারও করেনি, অপকারও করেনি। আপনার প্রতি আছে আমার অশেষ শ্রদ্ধা। আপনার কষ্টে তিল তিল করে গড়ে তোলা গ্রামীন ব্যাংকের উপর কালো শকুনির চোখ পড়েছে। এ চোখ এমনি চোখ যেদিকে চায় ছারখার করে যায়। আপনার গড়া গ্রামীন ব্যাংক আমার উপকারে না আসলেও এদেশের লক্ষ লক্ষ দরিদ্র মা বোনের পথচলার, জীবিকা উন্নয়নের সাথী। ৮৪ লক্ষ পরিবারের প্রতিটিতে যদি গড়ে ৫ জন করে সদস্য থাকে তাহলে গ্রামীন ব্যাংকের জনশক্তি মোট ৪ কোটি ২০ লাখ। যা দেশের এক চতুর্থাংশ। এদের মধ্যে ভোটার মিনিমাম ১ কোটি ৬৮ লক্ষ। যে শকুনির চোখ পড়েছে এখানে, এসবের হিসাব তার বোধগম্য হবে না। তিনি আছেন লুটপাটের ধান্ধায়, দেশের সাধারণ মজুর শ্রেণীর রক্ত চোষার ধান্দায়। আপনি শকুনী গংদের কাছে মুল্য না পেলেও আমাদের অন্তরের জ্বলন্ত প্রদীপ হয়ে জ্বলছেন। আপনার কৃর্তিতে অথবা কৃতিত্বে বিশ্ববাসী আমাদেরকে নতুন করে চেনে, কটু কথা বলার আগেও একবার ভাবে যে এ ইউনুসের দেশের লোক। আমরা আপনাকে শ্রদ্ধা করি। আপনার প্রতি কোন অবিচারে আমরা ব্যাথিত হই। আমরা কিন্তু আপনার গ্রামীন ব্যাংক পরিবারের না। আমাদের মোট শক্তি অফুরান, আমরা তরুন, আমরা অফুরন্ত। আমাদের এই অফুরান শক্তি আপনার গ্রামীন ব্যাংক শক্তির সাথে যোগ করে দেখুন সংখ্যাটা কতো বড়ো হয়। আমরা আছি আপনার পাশে। আপনি আগামীতে কোন প্রক্রিয়ায় আমাদের শাসন ব্যাবস্থায় চলে আসুন। আপনার জয় হবে আমি নিশ্চিত। আপনি আমাদের অর্থনীতির হাল ধরুন। আমাদের অর্থনীতিকে রাবিশ আর বোগাস থেকে বের করে আনুন। শেয়ার বাজার আবার চাঙ্গা হবে আপনি দায়িত্ব নিলে। আপনি আসুন, আপনার জন্য আমরা লাল গালিচা দিয়ে অতি রঞ্জিত করবো না। আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের পাশে বসার জন্য একটা চটের মাদুর পেতে দেবো। আর দেবো একটা তালপাখা। আপনার প্রতীক আমি নির্ধারণ করলাম "গ্রামীণ ব্যাংক"।



এই লেখাটি আমি প্রথম আলোতে মন্তব্য করছি। দেখি হালারা মুছে দেয় কিনা।

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ সকাল ৭:৫২

আহসান ০০১ বলেছেন: ডাঃ ইউনুস আমাদের গর্ব , তাকেও ছাড় দিলনা কুলাঙ্গার রাজনীতিবিদরা

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৬

ভিটামিন সি বলেছেন: রাজনীতির কালো থাবার নিচে তলিয়ে যাচ্ছে সবাই। এর থেকে উথ্থান বের করতেই হবে। ধণ্যবাদ।

২| ২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৩১

ননদালীনাজ বলেছেন: "বাঘে ধরলে বাঘে ছাড়ে,হাসিনায় ধরলে ছাড়ে না"- কালা বিলাই !

২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৭

ভিটামিন সি বলেছেন: সেইরামই তও দেখা যাচ্ছে। আগে তও ভাবতাম কথার কথা, এখন দেখি কাজের কথা।

৩| ২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৫৪

আহলান বলেছেন: উনি ভালো মানুষ, কিন্তু ওনার ডানে বামে কিছুর জানোয়ার আছে যাদের কর্মকান্ড সম্পর্কে তিনি সঠিকভাবে অবগত নন। অতি মাত্রায় প্রাধান্য পাওয়া ঐ লোক গুলোর জন্য গ্রামীণ তার গতি হারাচ্ছে।

২০ শে জুন, ২০১৩ সকাল ৯:১২

ভিটামিন সি বলেছেন: হতে পারে। আমি গভীরে কিছু জানিনা। যেটুকু জানি কচুরী পানার মতো। তাহলে মনে হয় কালো শকুন উনার ডাইনে বা বামের লোক হবে।

৪| ২০ শে জুন, ২০১৩ সকাল ৯:২৭

আতা2010 বলেছেন: নব্য দখলবাজ আমেরিকার হাতে এই বাংলাদেশের স্বাধীনতাকে বিকিয়ে দেয়ার ষড়যন্ত্রে মত্ত হয়েছে আরেক নব্য মীর জাফর মহা সুদখোর ড. ইউনূস
Click This Link

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩২

ভিটামিন সি বলেছেন: যার যেমন বোঝ, কাঠালরে কয় তরমুজ।
বোঝে না কিছু, আলুরে কয় লিচু।

৫| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আর যাই হোক উনাকে দেশের স্বার্থ বিরোধী কোন কাজ করতে দেখি নাই।

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৪

ভিটামিন সি বলেছেন: আমিও দেখি নাই। গ্রামীন ব্যাংক, গ্রামীন চেক, গ্রামীন শক্তি +++ আরো কিছু আছে। যা সাধারণ মানুষের উপকারেই আসে। কিন্তু কিছু মহা জ্ঞানীদের কাছে তিনি এলার্জি।

৬| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:৩২

তিক্তভাষী বলেছেন:

গ্রামীন ব্যাংক ভেঙ্গে দেয়া হবে আওয়ামীদের কফিনে শেষ পেরেক ঠোকা।

তবে আমি নিশ্চিত, এটি তারা করবে না।

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৬

ভিটামিন সি বলেছেন: আমার মনে হয় ৯৬ এর মতো মাথা খারাপ হয়ে গেছে। তাই এখন প্রলাপ বকছে; নির্বাচন হবে না, গ্রামীন ব্যাংক থাকবে না ইত্যাদি। এটা যদি করে তাহলে এই আ.লীগ আগামী টার্মে বিরোধী দলও হতে পারবে না। ৮৪ লক্ষ পরিবার তো আর এমনি এমনি ছেড়ে দিবে না।

৭| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: মানীর মান বাঙালী আগেও দিতে পারে নি , আর পারবেও না । আমাদের পেট ভরা হিংসা ।

পোষ্টে ভালোলাগা +++

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৭

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ। এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই।

৮| ২০ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৬

শ্রাবণধারা বলেছেন: ভাল লিখেছেন...............। রাজনীতিওয়ালারা নিজেদেরকে ঈশ্বরের মত ক্ষমতাবান ভাবতে শুরু করেছে বোধহয়, নইলে এতটা বাড়বে কেন। অপেক্ষা করুন এই মেকি ঈশ্বরদের করুণ পরিনতি ইনসাআল্লাহ অচিরেই দেখতে পাব...............।

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৭

ভিটামিন সি বলেছেন: আপনার কথা যেন সত্যি হয়।

৯| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৮

সাদাত হোসাইন বলেছেন: স্বদেশপ্রেম নামে একটা রচনা পড়েছিলাম ছেলেবেলায়, তাতে একটি কোট ছিল, 'স্বদেশপ্রেমে উজ্জ্বীবিত হয়ে যুগে যুগে মানুষ বিদেশের ঠাকুর রেখে স্বদেশের কুকুরের পূজা করেছে।'

অথচ আমরাই সম্ভবত পৃথিবীর একমাত্র জাতী, 'যারা স্বদেশের ঠাকুর রেখে বিদেশের কুকুর পূজা করি'।

এদেশে কোন গুণী জন্মানো উচিত না।

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮

ভিটামিন সি বলেছেন: ঠিক বলেছেন ভাই।

১০| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪০

রুম৭৪ বলেছেন: ডঃ ইউনুস, আপনি এগিয়ে আসুন আমরা আছি আপনার সাথে, এই দেশকে বিম্পি, আম্লিগের হাত থেকে বাচান। এইখানে দেখুন

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮

ভিটামিন সি বলেছেন: আমিও আছি আপনার সাথে।

১১| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২

রুম৭৪ বলেছেন: ডঃ ইউনুস, আপনি এগিয়ে আসুন আমরা আছি আপনার সাথে, এই দেশকে বিম্পি, আম্লিগের হাত থেকে বাচান। এইখানে দেখুন

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪০

ভিটামিন সি বলেছেন: জানেন এই মন্তব্যটা প্রথম আলোয় করেছিলাম। শালার পুতেরা ছাপায় নাই। মুছে দিয়েছে। মন্তব্য নিয়ে কোন চুদুর-বুদুর চইলত ন। (চুদুর-বুদুর আমার এলাকার ভাষা, এর অর্থ হল টালবাহানা)।

১২| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:০৪

সোহানী বলেছেন: সহমত আপনার লিখায়.... দেশের সন্মান ছাড়া অসন্মান তিনি কখন করেননি অথচ আমরা তাকে অসন্মানের চূড়ান্ত করেছি। ছি: আমাদের!!!! নোবেল তো দূরে থাক ওয়ারেন বা বিল গেটস্ এ পাশে দাড়ানোর যোগ্যতা কি আমাদের আছে??? গ্রামীন ব্যাংক নিয়ে অনেক নাটক হয়েছে এবার কি বন্ধ করা যায় না???

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪১

ভিটামিন সি বলেছেন: শকুনের চোখ যেখানে পড়ে, সেখানে মরা গরুই হউক, আর জীবিত গরুই হউক। কিছু সময় পর শুধু হাড় পড়ে থাকে।

১৩| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪২

স্বাধীন বিদ্রোহী বলেছেন:
পোস্টে সহমত।

@ আতা2010 আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি ভারত এর দালালী করতেই পছন্দ করেন না হলে নব্য মীর জাফর মহা সুদখোর ড. ইউনূস এমন একটি কুৎসিত মন্তব্য করতে পারতেন না। যাই হোক ড ইউনুস যদি মীর জাফর হয় তবে আমাদের বুবু হলেন ঘোষেটি বেগম। যার কল্যাণে দেশের আজ সর্বনাশা অবস্থা। এভাবে লজ্জ্যাহীন ভাবে অন্ধ সমর্থন আর কত করবেন ?

গুনি লোকের সন্মান দিতে শিখুন নতুবা জনগণ যেদিন আপনাকে ও আপনার দলকে অসন্মান করবে সেদিন কোথায় যাবেন ?

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৩

ভিটামিন সি বলেছেন: আমিও আপনার মন্তব্যে সহমত। এই কথাটা উনাকে আমারই বুঝিয়ে দেয়া উচিত ছিলো। আমার আবার মাথা গরম। বোঝাতে গিয়ে প্রথমেই গালি বেরিয়ে আসবে। আমি তো শিরোনামেই বলেছি যারা উনাকে পছন্দ করেন না তাদের পোষ্ট পড়ার দরকার নেই। তারপরও বিষয়টা হতো ডেকে এনে গলা ধাক্কা এমন। আপনিই বলে দিলেন। যারা অন্ধ তাদের চোখে গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিলেও লাভ হবে না। কানা তো কানাই।

১৪| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৩

জহির উদদীন বলেছেন: শিরোনাম চেন্জ করে লিখুন "যারা হাম্বালীগ ও কুত্তালীগ করেন তাদের পড়ার দরকার নেই......"

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৭

ভিটামিন সি বলেছেন: ভাই আপনাদের কষ্টটা আমিও বোঝতে পারছি। এই লেখাটা লেখার সময় আমি কেঁদেছি আর লিখেছি। সব জায়গাতেই দুই একটা পোকা থাকে। পোকাকে পোকা হিসেবেই ধরে নিন।
আপনার দেয়া শিরোনামটা আমার পছন্দ হয়েছে। এই লেখা তো একটু পরেই পাতা থেকে হারিয়ে যাবে। দিয়ে লাভ কি? তাই এই শিরোনামটা অন্য কোন লেখায় ব্যবহার করব। খুশি তো জহির ভাই। এতো মন্তব্য আসলো লেখার পক্ষে বোঝলাম না বিষয়টা। আমার লেখায় তো এতো মন্তব্য আসে না।

১৫| ২০ শে জুন, ২০১৩ দুপুর ২:০৬

জহির উদদীন বলেছেন: এতো মন্তব্য আসলো লেখার পক্ষে বোঝলাম না বিষয়টা। আমার লেখায় তো এতো মন্তব্য আসে না।
যদি তাই হয় তাহলে দূঃখিত হয়ে বলছি আসলে আপনার লেখার পক্ষে নয় হয়তো নয় বরং বাল সরকারের একটি অন্যায় ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে মানুষের ক্ষোভ থেকে এত গুলি মন্তব্য পাচ্ছেন ও পাবেন......ধন্যবাদ

২০ শে জুন, ২০১৩ দুপুর ২:১০

ভিটামিন সি বলেছেন: আগেরবার আপনাকে ধন্যবাদ দেই নাই। আসলে ভুলে গিয়েছিলাম। এবার একটা ধন্যবাদ নিন জহির ভাই। ভালো থাকবেন।

১৬| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ইয়াংেমন বলেছেন: শুধু মাত্র প্রতিহিংসা.... আর কিছুই না।

২১ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৬

ভিটামিন সি বলেছেন: কি আর বলব.... যার মাথা খারাপ তার মাথার চিকিৎসা করা উচিত। কিন্তু মাথা খারাপ বলে অন্যর বাড়ি ভেঙ্গে দেবে কেন?

১৭| ২০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

সোহাগ সকাল বলেছেন: ভুল তিনি একটাই করেছেন জীবনে। আরেকজনের আশা ভঙ্গ করে নিজে নোবেল জয় করেছেন। এইটাই তাঁর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে।

২১ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৯

ভিটামিন সি বলেছেন: নোবেল কমিটির লোকেরা এতোটা বেয়াক্কল কেমনে হইল বোঝলাম না। যে যেটা চায় তারে ওইটা না দিয়া দিল কিনা..... বাচ্চারা কান্নাকাটি করলে যে যেটা চায় আমরা তাকে সেটাই দিই কান্না থামানোর জন্য। নোবেল কমিটির উচিত ছিল শকুনি কে একটা কৎবেল, একটা শক্ত বেল, একটা স্কুলের বেল আর একটা রিকশার বেল উপহার পাঠানো। তাইলে যদি একটু শান্তি পেত।

১৮| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৬

মরু বালক বলেছেন:

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪১

ভিটামিন সি বলেছেন: মরুবালক কিছু বলে নাই কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.