নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

এই গল্পটা হাসির। আদা নিয়ে মজা করার পোষ্ট।

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫০

ঈদের ছুটিটা প্রবাসেই কাটালাম। এই নিয়ে মোট ৮টা ঈদ কাটালাম প্রবাসে। সিংগাপুরে কোরবানী দিতে পারি নাই। তাই আমরা মাংসের দোকান থেকে মাংস কিনে সবভাই মিলে একসাথে ঈদের আনন্দ উপভোগ করেছি।



ঈদের জন্য আমরা সবাই মিলে (আটজন) আট কেজি গরুর মাংস, ছয়টা মুরগি, চার কেজি পোলাউএর চাল, আরো আনুষাঙ্গিকসহ দেড় কেজি আদা কিনেছি। ঈদের আগের রাতে এক বড়ভাই তার ১২ বছরের রোষ্ট রান্নার অভিজ্ঞতা মিশ্রিত করে মুরগির রোষ্ট করলেন, আর একজন বগুড়া স্টাইলে গরুর মাংস ভুনা করলেন (হেল্প করেছি সবাই মিলে), গাজীপুরী নাহিদ (জংলি নাহিদ) মুরগরি ঘাড়-গলা+ছোট করে কাটা মাংস দিয়ে খিচুড়ি রান্না করলো। এখানেই আমাদের সম্মানিত পাচক সাহেবেরা দেড় কেজি আদা শেষ করে ফেলেছে। পরের দিন সাড়ে আটটায় ঈদের নামাজ পড়ে এসে দিনাজপুরী রাজু/গোলাপী রাজু পোলাও রান্না করতে যাবে, দেখে আদা নেই। নেই তো নেই, একবারেই নেই। কামচুরা রাজু আদা ছাড়া পোলাও রান্না করবে না। একটা উছিলা পাইছে আরকি!!! আমি বাজার+অর্থকড়ি সমন্বয়ক, যতই বলি আজ ঈদের দিন দোকান/পাট বন্ধ, এখন কোথাও আদা পাওয়া যাবে না। সে শুনেই না। আদা ছাড়া পোলাও রান্না করলে নাকি পোলাও ভালো হবে না। শেষমেস দুইটা ফ্রিজ আতি-পাতি করে খুজে সামান্য আদা পাওয়া গেল, তাতেও হবে না। তখন সিরাজগইঞ্জা রহম আলী বলে উঠল, "ভাই, আজ তো ঈদের দিন, দোকন পাট সব বন্ধ, কোথাও আদা পাওয়া যাবে না। আপনাদের সবার কাছেই যে একটা করে আদা আছে। সেইটা আমারে দেন, আমি ছেইচ্চা দিতাছি, তারপর ওইটা দিয়া রাজু পোলাও রান্ধুক।"



এই কথা শুনে রাজু ভবিষ্যত চিন্তা করে অল্প আদা দিয়াই পোলাও রান্না করে।



বুঝেছেন তো, রহম আলী মজাটা কোথায় করেছে??



মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৯

স্বপ্নসমুদ্র বলেছেন: হা হা!! আপনি তাহলে সিঙ্গাপুর থাকেন। পোর্টের কাছাকাছি??

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০৫

ভিটামিন সি বলেছেন: হ্যাঁ ভাই। জুড়ং পোর্টের কাছেই বাসা আর অফিস অ্যাংকারেজ থেকে মনে হয় দেখা যায়। যে চ্যানেল দিয়ে জাহাজ জুড়ং পোর্টে প্রবেশ করে তার পশ্চিম পাশেই আমাদের কোম্পানীর অফিস।

২| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭

এন ইউ এমিল বলেছেন: এক্কেবারে জায়গা মতো ছেচা দিছে সিরাজইঞ্জা রহম আলী B-)) B-)) B-))

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৩

ভিটামিন সি বলেছেন: হুম, এক্কেরে ছেইচ্ছালাইছে।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৫

মামুন রশিদ বলেছেন: হাহাহা

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৬

ভিটামিন সি বলেছেন: মজাক...

৪| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৫

আমাবর্ষার চাঁদ বলেছেন: হাহাহাহা............ :D :D :D

দারুন মজা পাইলাম.... এক্কেরে ছেইচ্ছালাইছেন =p~

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৯

ভিটামিন সি বলেছেন: হুম, রহম আলী ছেইচ্ছালাইচে..........

৫| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২০

ডরোথী সুমী বলেছেন: মজার ঈদ করলেন সবাই মিলে। শুভ কামনা।

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৫

ভিটামিন সি বলেছেন: হুম সেইরাম মজা হয় আমাদের ঈদের দিনে। দেশের মানুষের কাছে ফোন দিলে মজাটা বোঝা যায় পরে। ধন্যবাদ।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: সেই আদা আবার ছেচে দেন নাই তো :P

৩১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৬

ভিটামিন সি বলেছেন: না, যত্ন কইরা রাখছি। ছেঁচার কথা শুইন্নাই আকাইম্মা রাজু পোলাও রান্না করতে গেছে। মনে হয় ভয় পাইছিলো।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৭

সপন সআথই বলেছেন: :D

০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৭:২৩

ভিটামিন সি বলেছেন: ভাইজানে নাম কি?

৮| ০১ লা নভেম্বর, ২০১৩ সকাল ৮:০১

নীল-দর্পণ বলেছেন: =p~ =p~

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪২

ভিটামিন সি বলেছেন: মজারু, তাই না??

৯| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


B-)) B-)) B-))

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৭

ভিটামিন সি বলেছেন: এক্সপ্রেশান তো বোঝতেছিনা ভাই? দন্ত দেখে মনে হয় হাসতেছেন, মুন্ডু দেখে মনে হয় রাগ হইলেন, চমশা দেখে মনে হয় ভাব নিলেন।

যাই হউক, আপনি কমেন্ট করেছেন তাতেই খুশি। ধইন্যা।

১০| ১১ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৪

মরু বালক বলেছেন:



:P :P :P :P

২২ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৬

ভিটামিন সি বলেছেন: মজা নিছেন... ভালো থাকুন।

১১| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ চমক পদ লেখা
ধন্যবাদ পোষ্টে

২২ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫৭

ভিটামিন সি বলেছেন: আপনাকে ও ধণ্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.