নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

ফোনালাপ ফাস!! ফোনালাপ ফাস!! আমার আর শ্বশুরের ফোনালাপ ফাস!!

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৭

আমার আর আমার শ্বশুরের গোপন ফোনালাপ ফাস হয়ে গেছে।

(৫ই জানুয়ারী, ২০১৪ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মিনিট।)



ভিটামিন সিঃ ফ্রিং.... ফ্রিং,....... (ওপাশে কল রিসিভ করার শব্দ পেলাম) আস-সালামু আলাইকুম।

শ্বশুরঃ ওয়ালাইকুম আস-সালাম। ওহ ভিটামিন, কেমন আছো?

ভিটামিন সিঃ ভালো আছি আউব্বা, আপনি কেমন আছেন?

শ্বশুরঃ ভালো-ই আছি। নির্বাচনী দায়িত্বে ছিলাম। একটু আগে ব্যারাকে ফিরলাম। এইমাত্র খেতে বসেছি।

ভিটামিন সিঃ আমি দুঃখিত আউব্বা, খাওয়ার সময় ফোন দিয়ে বসে আছি। ঠিক আছে আপনি খান। আমি না হয় পরেই ফোন দিবো।

শ্বশুরঃ না না, ঠিকাছে। তুমি বলো তারপর না হয় খাবো।

ভিটামিন সিঃ সারাদিন ডিউটি করে আসছেন, এখন একটু খেয়ে নিন।

শ্বশুরঃ প্লেটে এখনো ভাত নেই নাই। তুমি বলো।

ভিটামিন সিঃ দিনের বেলায় ফোন দিই নাই আপনি ব্যাস্ত ছিলেন নির্বাচনী দায়িত্বে তাই। মৌসুমীর কাছ থেকে (মৌসুমী উনার মেয়ে, আমার প্রথম বৈধ বউ) আপনার খবর নিয়েছি দিনের বেলা।

তা আপনাদের ওখানে নির্বাচন কেমন হলো?

শ্বশুরঃ আমি এক নির্বাচনী কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ছিলাম। আমার কেন্দ্রে কোন সহিংসতা হয় নাই। শুনেছি আশে-পাশের কয়েকটা কেন্দ্রে একটু সমস্যা হইছে।

ভিটামিন সিঃ কেন আউব্বা, আপনার কেন্দ্রে কি কোন বিএনপির ভোটার বা সমর্থক নেই?

শ্বশুরঃ ছিল; কিন্তু কিছুদিন আগে এখানে এক সহিংসতায় আমাদের ওসি আহত হয়। তারপর থেকে এখানে পুলিশ পাহারা ছিলো। তাই তাদের উৎপাত এখানে কম। তাছাড়া (টা... জেলার) পুলিশের এসপি তো আমাকে ঘন্টাখানেক পরপর ফোন দিয়ে খবর নিচ্ছিল আর অর্ডার করেছে যে কেন্দ্রের আশে পাশে তাদের কোন কর্মী সমর্থক দেখলেই যেন ফায়ার করি। পরে সেটা তারা ম্যানেজ করবেন।

ভিটামিন সিঃ পাশ করবো কে?

শ্বশুরঃ কেউ না। পাশ করার মতো ভোট কেউ ই পায় নাই। যদি শতকরা ৩৩ পাইলে পাশ হয় তাইলে কেউ ই পাশ করবো না। আমার কেন্দ্রে মোট ভোটার ছিল ৩৩০০ এর উপরে। দুপুর ২টা পর্যন্ত ভোট কাষ্ট হইছে মাত্র ৫২ টা।

ভিটামিন সিঃ তারপর কি হইলো? টিভির খবরে দেখলাম কিছু জালভোট নাকি পড়ছে??

শ্বশুরঃ হুম উপর থেকে বারবার নির্দেশ আসছিলো প্রিসাইডিং অফিসারের উপর যেন মোট ভোট কাষ্টিং ৫৫ ভাগের বেশি দেখানো হয়। কিন্তু প্রিসাইডিং অফিসার বারবার এটা করতে পারবেন না বলছিলেন। তিনি জানিয়েছিলেন ৪৫% ভোট দেখানোর চেষ্টা করা হবে। কিন্তু উপরওয়ালারা মানছিলো না।

ভিটামিন সিঃ না, আমি বলছিলাম যে লীগের ছেলেরা কেন্দ্রে ঢুকে ভোট দিয়েছে কিনা।

শ্বশুরঃ হ্যাঁ, বেলা ২.০০ টার পর তো তারাই ভোট দেয়। আনসার রা ভোট দেয়, এজেন্টরা ভোট দেয়, দায়িত্বরত শিক্ষকরা ভোট দেয়। তারপরই তো ভোট কাষ্ট হলো ৫২%। সেই ফলই তো পরে কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে।

ভিটামিন সিঃ ধন্যবাদ আউব্বা। আপনি এখন খাওয়া দাওয়া করেন। আর সতর্কভাবে চলাফেরা করবেন। নির্বাচনের পরেও সহিংসতা হতে পারে। আপনার মেয়ে ফোন দিতাছে।

শ্বশুরঃ আচ্ছা। তুমিও ভালো থেকো। রাখি।

ভিটামিন সিঃ আল্লাহ হাফেজ। বলেই ফোন রেখে দিলাম।



বি.দ্রঃ এই লেখায় কেউ কোন বাস্তবতা খুজে বেড়াবেন না। এটা এন্টার্কটিকা মহাদেশের সাগরতলার একটি গনতান্ত্রিক দেশের নির্বাচনী চিত্র। বাংলাদেশের সাথে এর কোন মিল নেই। কেউ যদি কোন মিল খুজে পান তাহলে এই পোষ্টের লেখক, লেখকের শ্বশুর বা সামু কেউই দায়ী থাকবে না।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭

সুমন ধর বলেছেন: কাল্পনিক হইলে BNP এর নাম আসছে কেন?

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৯

ভিটামিন সি বলেছেন: ওই দেশেও বিএনপি নামে একটা দল আছে। তাই এসেচে। তা দাদার নিক কয়টা/? এইটা "সুমন ধর - সুমনকে ধরবো"। আরকেটা দেখলাম "সুমন কর - সুমনকে করবো"। কি করবো দাদা?

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫

মুনেম আহমেদ বলেছেন: ঘটনা কি ভাই লিখছেন বিয়া করবেন না লজ্বা লাগে আবার শ্বশুর আউব্বা পাইলেন কনে? :D :D

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

ভিটামিন সি বলেছেন: আরে ভাই, বিয়া করুম না তো লিখছিলাম ব্লগ খোলার আগে। তারপরে কত জল গড়াইছে, কত দেশের প্রধানমন্ত্রী পাল্টাইছে, মাইক্রোসফট নতুন উইন্ডোজ ছাড়ছে..... আর সেই পরিবর্তনের স্রোতে আমার ব্যাচেলর সার্টিফিকেট মুইচ্ছ্যা গেছে।

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৪

দি সুফি বলেছেন: অডিও ভার্সন শুনতে চাই। B:-/ B:-/

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭

ভিটামিন সি বলেছেন: অডিও ভার্সণ নাই। গ্রামীনফোনে আর সিংগাপুরে এমওয়ানে যোগাযোগ করলে পাইতে পারেন।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৮

উদাস কিশোর বলেছেন: তাইলে এট লাষ্ট এন্টার্কটিকা বিয়া কর্লেন :P

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

ভিটামিন সি বলেছেন: এন্টার্কটিকা মহাদেশের সাগরতলের এক দেশের এক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কইন্যা।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭

পাঠক১৯৭১ বলেছেন: বালের সাথে ছালের আলাপ!

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

ভিটামিন সি বলেছেন: শালা, ছাগল কোনহানকার। বোধাই দুরে গিয়া মর।
ঘাতক১৯৭১...

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯

সুমন ধর বলেছেন: আমার নিক এই একটাই..।

সুমন কর কে আমি চিনি না।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

ভিটামিন সি বলেছেন: তাইলে ছ ছ ছরি। আপনি একটাই।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১০

সাইলেন্স বলেছেন: বাইচা গেছি বাংলাদেশের সাথে মিলে নাই ;)

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

ভিটামিন সি বলেছেন: সত্য কইয়ালাইচেন ভাই। সাবধানে থাকবাইন।

৮| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: কাল্পনিক হলেও কিছুটা সত্য প্রকাশ হয়েছে। :)

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

ভিটামিন সি বলেছেন: না, ঘটনা না ঘটলে তো আর রটে না। কিছু না কিছু ঘটছেই।

৯| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:



এই প্লটের উপর একটা সাই ফাই লেখা যেতে পারে কল্পনাকেও হার মানানো গল্প হবে।

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

ভিটামিন সি বলেছেন: ভাই, লিখে ফেলেন। তারপর আমি প্রথম কমেন্টামু।.. ধইন্যা রইল

১০| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪০

হরিপদ কেরাণী বলেছেন: ঠিক এরকম একটা নির্বাচন কয়েকদিন আগে দক্ষিণ এশিয়ার একটা দেশে হয়ে গেলো। কি আশ্চর্য মিল!

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

ভিটামিন সি বলেছেন: তাই নাকি!! দাদা কোন দেশে?? আমি তো আবার পূর্ব এশিয়ায় থাকি। তাই টেয় পাই নাই।
আমার মাথা চুলকাইতেছে... কেমনে মিইল্যা গেল।

১১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

সোহানী বলেছেন: বি.দ্রঃ কেউ যদি কোন মিল খুজে পান তাহলে এই পোষ্টের লেখক, লেখকের শ্বশুর বা সামু কেউই দায়ী থাকবে না। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০

ভিটামিন সি বলেছেন: আফামুনি, আফনেও দায়ী না। দায়ী হবে তারাই, যারা মিল খুঁজতে যাইবে।

১২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

আজরাইল ভাই বলেছেন: বাধ ভাঙার আওয়াজ শুনতে পাইতাছি

১০ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৭

ভিটামিন সি বলেছেন: কই আমি তো পাইতাছি না।

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

আজরাইল ভাই বলেছেন: :||

১৩ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৬

ভিটামিন সি বলেছেন: চুপ মারলেন কিলা?

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: যদি শতকরা ৩৩ পাইলে পাশ হয় তাইলে কেউ ই পাশ করবো না।[/sb.....এই তথ্যটা আমার মনেই ছিলো না। আপ্নার পোষ্টে ব্যফক ভাইটামিন আছে :D

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪০

ভিটামিন সি বলেছেন: ধইন্যা। যাদের ভাইটামিন কম আছে, তাদের ভাইটামিন দেয়ার জন্য ই এই রকম নাম নেয়া। শতকরা ৩৩ দিয়া বোঝানো হয়েছে জনগন, নিক আর সরকারের মধ্যেকার পার্থক্যটা।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: (মৌসুমী উনার মেয়ে, আমার প্রথম বৈধ বউ) [/sb......আপনার অবৈধ বউ নিয়া কবে পোষ্টাইবেন :-B

২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৪

ভিটামিন সি বলেছেন: কন কি মিয়া ভাই। আপনি আমার আগের পোষ্ট পড়েন নাই?? কাম সারছেরে। ফাডাইলাইছে। ঠিকাচে.. না পড়ছেণ নাই। আমি ওইটা নিয়া সিনেমা বানামু। পরে ইট্টু সময় কইরা দেইখ্যা নিয়েন। ধইন্যবাদ।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯

হতাশ নািবক বলেছেন: জটিল +++++
জটিল ++++্

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১২

ভিটামিন সি বলেছেন: ভালোবাসা বড়ই জটিল। ক্ষেমতা আরো বড় জটিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.