নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

কই যাই, বোঝতারতাছি না।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০

৪ দিনের ছুটি পাইতেছি। আগামী ৩১/০১/২০১৪ তারিখ থেকে ০৩/০২/২০১৪ পর্যন্ত। ইচ্ছা করলে আরো ২/৩ দিন লিভ এপ্লাই করে মোট ছুটি টা আরো একটু এক্সটেন্ড করা যায়। কোথায় যে যাই বোঝতারতাছি না। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড না আমার ছোট্ট টুনটুনি বউটার কাছে - বাংলাদেশে। গতকালকে POSB এর মাষ্টার কার্ড হাতে পেলাম। এখন আর টাকা/ডলার পকেটে নিয়ে ঘুরতে হবে না। কার্ডটা করতে পাসপোর্ট নিয়ে ব্যাংকে হাজির হতে হয়েছে। তাই এখনো পাসপোর্ট টা হাতে আছে।

২০ তারিখে বোনাস পাইতেছি ২২০০+ ডলার। কি যে করি.....

৩১ তারিখে চায়নিজ নিউ ইয়ার শুরু। ১ তারিখে চায়নিজ নিউ ইয়ার এর ২য় দিন। ওইদিন আবার সাপ্তাহিক ছুটি। তাই ১ তারিখের ছুটি পড়েছে নেক্সট ৩ তারিখে। ২ তারিখে আবার সাপ্তাহিক ছুটি। সুতরাং মোট ছুটি ৪ দিন। টাইগার এয়ারওয়েজ আবার বিশাল বিশাল অফার দিয়ে বসে আছে মালয়েশিয়া, থাইল্যান্ড গমনে।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

পথহারা নাবিক বলেছেন: মিয়া বউ এর কাছে যাইবেন এইটা কইতে হয় নাকি!! X( X(

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

ভিটামিন সি বলেছেন: ভাইজান কি রাগ হইছেন??? আপনার মন্তব্য মনে রাখলাম।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

মোঃ আনারুল ইসলাম বলেছেন: বউ এর কাছে যান এর চাইতে ভাল আর কিছু হপে না।।।।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

ভিটামিন সি বলেছেন: বউ তো আমার বিটকা হইয়া গেছে। আইতে চাইলে কয়, তুমি আমার এইচএসসি পরীক্ষার আগে আইসো না, জানু-মনু। এইচএসসি যে কবে শেষ হবে....

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

নতুন বলেছেন: :P :P :P :#) :#) :#) B-)) B-)) B-)) :-B :-B :-B B:-) B:-) B:-)

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫

ভিটামিন সি বলেছেন: ইমোশান স্প্রে কইরা দিলাইন.......

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

সুমন কর বলেছেন: ছুটি ৬দিনের, তাই মালয়েশিয়া ঘুরাই আসেন।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪

ভিটামিন সি বলেছেন: এটাই চিন্তাইতাছি। সিংগাপুর-টু মালয়েশিয়া। একটা সেইরাম বাস ভ্রমণ করা যাবে।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২

ফিলিংস বলেছেন: বউ কি এক টাই, না.....আ.......।।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬

ভিটামিন সি বলেছেন: হুম হেইডাই তো কথা। বিবাহিতা বউ ১টাই। অবিবাহিতা একটা ছিলো, সেইটা ২০০৮ এ ভাগছে। আর মোবাইল বউ তো ছিল ৩/৪ টা। বিয়ে করার পরে ওগুলা ডিলিট দিছি।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ভাবীকে দেখে আসুন, ভালো লাগবে। এই ল্যান্ড ঐ ল্যান্ড না দেখে হোমল্যান্ড থেকে ঘুরে আসুন।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

ভিটামিন সি বলেছেন: যাবো?? যাওয়া অবশ্য দরকার। কিন্তু বউ যে কয় আমি আসলে তার এ+ এ ঘাটতি পড়বো.....

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: ভাই সাহেব, ভাবীকে বলবেন, জীবনে এ+ পাওয়াটাই সব না। সুখ, মায়-মমতা, ভালোবাসা এ+ পাওয়ার চেয়েও বেশী জরুরী।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। রাতেই কনভারসেশন পিরিয়ডে বিষয়টা ফিক্সট করন লাগব। ভালো থাকবেন।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


যেইখানেই যান না কেন ফিরা আইসা বিস্তারিত জানাইয়েন। :)

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

ভিটামিন সি বলেছেন: চেষ্টা করবো যতটা পারি। আমাকে কমেন্ট করার জন্য সাধুবাদ জানাই। ভালো থাকার শুভ কামনা রইল।

৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ''বাঙ্গালীর এই এক সমস্যা। কোন একটা বিষয়ে না জেনেই একটা কিছু বলে বসা, করে বসা'' কিছু আর কমু না কইলে দোষ হইয়া যাবে।



কান্ডারি অথর্ব বলেছেন: যেইখানেই যান না কেন ফিরা আইসা বিস্তারিত জানাইয়েন।

আমি জিজাবো না বাড়ীত এসে ভাবির লগে কি করেছেন। :P ;) :!>

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৬

ভিটামিন সি বলেছেন: জিগাইবেন না কেরে... জিগাইয়ালাইবাইন... জিগাইতে তো কোনু সমস্যা নাইক্ক্যা।

১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

হেডস্যার বলেছেন:
অবশ্যই ভাবী'র কাছে যাবেন...বেচারী তো একা একা আপনার আশায় দিন গুনে।

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৬

ভিটামিন সি বলেছেন: হ ঠিকই কইছুইন। খালি দিন না; বছর, মাস, ঘন্টাও গুনে।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯

প্রবাসী পাঠক বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:


যেইখানেই যান না কেন ফিরা আইসা বিস্তারিত জানাইয়েন। :)

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৭

ভিটামিন সি বলেছেন: তাইলে রিপ্লাইটাও ওইখান থেকেই পইড়া নিবেন আশা করি। ধইন্যা।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আমি ২২০০ডলার পাইলে পাতাল খুইরা নামা শুরু করতাম ;)

১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

ভিটামিন সি বলেছেন: কেন ভাই, পাতালে কি আরো কোন বাংলাদেশ বা পাহাড় অথবা রেল লাইন আছে নাকি?
২২০০ ডলার (সিংগাপুর ডলার; ১ ডলার = ৬১.৫০ টাকা) খুব বেশি কিছু না। :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.