নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

একটা ক্ষুদ্র মজার গল্প বলি; তারপর জিজ্ঞাসা থাকলো।

২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

মুলভাবঃ "তুমি কি তামিল ভাষা জানো"? এই বাক্যের তামিল বাক্যান্তর হলো "তামিল তেরি মা"?

সম্প্রসারিত ভাবঃ অতিমাত্রায় বাঙ্গালী চেতনাধারী (ব্যাঙ্গাত্মক অর্থে বলছি না মাইরি, জাষ্ট ফর এক্সপ্রেস দ্যা ভাব অব গল্প) একজন কৃষ্ণ বর্ন বাঙ্গালী পুরুষ ভদ্রলোক আমাদের কোম্পানীতে (আমি যে কোম্পানীতে কাজ করি আর কি) ওয়েল্ডার হিসেবে জব নিয়েছে। তার ইমিডিয়েট সুপারভাইজার ইন্ডিয়ান-তামিল। আমাদের বাঙ্গালীবাবু ও দেখতে কৃষ্ণবর্ণ, মোটা গোঁফ আর ভরাট কালো ঠোঁটের অধিকারী। তামিল সুপারভাইজার বাঙ্গালীবাবুকে কাজে অবহেলা করার কারণে কতক্ষন বকা দিয়ে চলে গেছেন তামিল সিংরাজি ভাষায় (সিংগাপুরে কর্মক্ষেত্রে ব্যবহৃত ইংরেজি ভাষা আর ইংরেজি নেই; এটা এখন ইংরেজীর অপভ্রংশ হয়ে "সিংরাজি" গেছে)। যাই হউক বাঙ্গালীবাবু কিছুই না বোঝে রেগে-মেগে আগুন হয়ে দাঁড়িয়ে আছে। এবার তাকে কিছু বললেই হয় আরকি। একটু পর আবার সুপারভাইজার এসে দেখে তার কাজটা এখনো করা হয় নি। তো সুপারভাইজার মনে করলো যে রকম চেহারা, এই ব্যাটা নিশ্চিত তামিল না হয়ে যায় না। তাই তাকে তামিল ভাষায় একটু ঝাঁঝের সঙ্গে জিজ্ঞেস করলো, "তামিল তেরি মা?"X(

এইবার বাংগালীবাবু তো পুরাই ক্ষেপে গিয়ে বললো, "শালার পুত শালা,X(( বাংগালি তেরা বাপX((, বাংগালি তেরা দুলাভাই:P, বাংগালি তেরা আব্বা"X((:P



এবার জিজ্ঞাসাঃ ভাইজানেরা, আপামনিরা: আমি একটা মোবাইল সেট কিনতাম চাই। কোনটা কিনতাম কইনচান দেহি? স্যামসাং এস৪/ এসফোর মিনি/ সনি জেড/ সনি জেড ওয়ান/ নকিয়া লুমিয়া ১০২০/ নকিয়া লুমিয়া ১৫২০ না আইফোন ৫এস।

টাকা কোন সমস্যা না। আমি চাই ভালো ক্যামেরা, ভালো ভিডিও কোয়ালিটি, লং ব্যাটারী এবং লং লাষ্টিং।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

অগাস্টাস লিওনাইডাস বলেছেন: কন কি? টেকা কুনো সমেস্যা না? ভাই আপনি করেন কি? :|| :|| :|| :|| :|| :|| :|| :||

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৪

ভিটামিন সি বলেছেন: বিশ্বাস করুন, রাজনীতি করি না। কষ্ট কইরা টাকা কামাই। আরে ভাই, টেকা দিব (দিয়া ফেলছে) গৌরী সেন। গতকাল চায়নিজ নিউ ইয়ার উপলক্ষে বোনাস পাইছি। যা পাইছি, মাশাল্লাহ। আইফোন টাইফোন ৩টা কেনা যাবে। কিন্তু আমি আইফোন ভালা পাইনা। আই হালায় একটা কাইষ্টা, কারও সাথে মিশে না, শেয়ার করে না কিছু। সনি ভালা পাই। ধইন্যা।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

কৃষ্ণবিবর বলেছেন: গ্যালাক্সি নোট ৩ দেখতে পারেন, ৪কে ভিডিও, ব্যাটারী লাইফও ভাল। বড় সেট ভাল না লাগলে আইফোন ৫ এস। আর দুই তিন মাস অপেক্ষা করতে পারলে স্যামসাং এস৫ ট্রাই করতে পারেন

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৮

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য। আইফোন আমি দুই চউক্ষে কেন, এক চউক্ষেও দেখতে পারি না। স্যামসায় নোট অনেক বড় হয়ে যায়। জিন্সের পকেটে রাখা বেসম্ভব। তাই সিদ্ধান্ত নিয়েছি স্যামসাং গ্যালাক্সি এস৪ একটিভ বা সনি এক্সপেরিয়া জেড কিনবো।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

আদম_ বলেছেন: গ্যালাক্সি নোট ৩

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৯

ভিটামিন সি বলেছেন: না ভাই পারলাম না। এস৪ একটিভ কিনবো। খালি ওর চেহারাটা দেহেন। মাইরি বলছি দাদা, সেইরাম পরিস্কার।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৪০

দি সুফি বলেছেন: নোট ৩ কিনিয়েন না। নোট৩ এর সবচেয়ে বেশি ভালো লাগছে ৩জিবি র‌্যাম। তবে ডিজাইনটা একদমই পছন্দ হয়নি। আর সাইজের কথা নাইবা বললাম। পকেটে নিয়া ঘুরা সম্ভব না। :||
এস৪ কিনেন। আইফোনের চেয়ে ব্যাটারী ড্রেইনেজ কম।
আর নয়ত মে মাস পর্যন্ত অপেক্ষা করতে পারেন এস৫ এর জন্য ;)

২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

ভিটামিন সি বলেছেন: গ্যালাক্সি এস৪ এর মধ্যেই কেনার চেষ্টা করবো। এখনও কিনি নাই। আগামী শনিবার এ অফিস বন্ধ। ওইদিন কিনবো্ ধন্যবাদ আপনাকে।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: "শালার পুত শালা,X(( বাংগালি তেরা বাপX((, বাংগালি তেরা দুলাভাই:P, বাংগালি তেরা আব্বা"X((:P

=p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই মে, ২০১৪ দুপুর ১:৫৯

ভিটামিন সি বলেছেন: হুম ঠিক এইডাই কইছিলো তামিলডারে।

৬| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:১৮

এন ইউ এমিল বলেছেন: নোকিয়া ১১০০ চুখ বন্ধ কইরা কিন্না ফালান

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৭

ভিটামিন সি বলেছেন: ১১০০ পাইলে আর কইতে হইতো না দাদা। সনি এক্সপেরিয়া জেড কিনছি। ভালা না, প্রচুর গরম হয়; এক্কেবারে পিসির সিপিউ এর মতো। আর চার্জ থাকে খুব কম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.