নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

শী হেজ বিন ফল ডাউন বাই ঠাস!!!!

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

কি, শিরোনাম দেখে টাশকি খাইছেন? টাশকি খাওয়ার কিছু নাই। এমন শিরোনামই এমন টুনি গল্পের জন্য প্রযোজ্য।



পেরিন - নামটা কেমন যেন না একটু। হ্যাঁ এটা আমার এক ক্লাশ মেটের নাম। যখন ক্লাশ টেনে পড়তাম, সে আমার ক্লাশমেট ছিলো কোচিং এ। ছেলে-মেয়ে একসাথে কোচিং করতাম - ইউরেকা কোচিং।



আমি সব সময়ই দরজার কাছের বেঞ্চে বসতাম যাতে ক্লাশ শেষ হয়ে আগে বের হতে পারি। অপরদিকে পেরিন বসতো ঠিক আমার পাশের সারির বেঞ্চে। ওই সময় ক্লাশের ইংরেজীতে বেশী নাম্বার পেতাম বলে বাবুল স্যার (আই এম বাবুল পাঠোয়ারী) আমাকে ডাকত ইংলিশ ম্যান।



তো ঘটনা হলো একদিন ক্লাশ শুরুর আগে বেঞ্চে বসবো এমন সময় হঠাৎ করেই পেরিন বেঞ্চ থেকে মাটিতে পরে গেলো। পরে যাওয়ার শব্দ হলো, আমি ছিলাম কাছে, আমি গিয়ে ধরলাম। ওমা হেতি তো অজ্ঞান অইয়া গেছে গা। সাথে সাথেই অন্য মেয়েরা এসে ওকে ধরে ওঠালো, ক্লাশের টেবিলের উপর শোয়ালো। শুরু হয়ে গেলো ক্যাচর ম্যাচর হই-হুল্লা। বাবুল স্যার এসে বলল, ওই কি অইছে রে??

আমি বললাম, "স্যার পেরিন। শী হেজ বিন ফল ডাউন বাই ঠাস।"

এই কথা বলতেই স্যার হাসি শুরু করলো আর যে কয়জন আমার এই মহান উক্তি শুনেছে তারাও হাসি শুরু করলো। পরে পেরিনকে মাথায় পানি ঢেলে কিছুটা সুস্থ্য করে অন্য দুইজন মেয়েকে সাথে দিয়ে বাসায় পৌঁছে দেয়া হয়েছিলো। তারপর থেকেই আমাকে ডাকা হতো শী হেজ বিন ফল ডাউন বাই ঠাস। কোচিং এ এই নামেই আমি পরিচিতি পেয়েছিলাম। একসময় সবার ডাকা-ডাকিতে বিরক্ত হয়ে ওই কোচিং ছেড়ে দিই।



পেরিন নামের কারণ ও খ্রিষ্টান ছিলো। সে ছিলো শারিরিকভাবে ডিজএবল। ডান পা তে শক্তি পেতো না। তাই স্ক্র্যাচ নিয়ে আসতো। আর সেদিন বাম পা যখন তুলে বেঞ্চের ভিতরে নেবে এমন সময় স্ক্র্যাচ তার বার রাখতে পারেনি। তাই পরে গিয়েছিলো।



আজ হটাৎ করে মনে পরলো তাই লিখে দিলাম।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

এন ইউ এমিল বলেছেন: ইংলিশ শুনে হাশি পেলে,
মেয়েটার জন্য কষ্ট হলো

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০

ভিটামিন সি বলেছেন: ক্লাশ টেনের ইংলিশ। ভুল হইছে কিনা কইতারি না। কিন্তু কইছিলাম। স্যার হাইস্যা দিছিলো, এইটা মনে আছে।

ধন্যবাদ এমিল ভাই।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৭

একলা ফড়িং বলেছেন: সে পড়ে গেল! আপনি গিয়ে ধরলেন! তারপর...! হতাশ হইলাম!



বাংলা সিনেমার মতো কিছু ঘটবে আশা করছিলাম ;)

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

ভিটামিন সি বলেছেন: আপনি এসেছেন। সু-স্বাগতম আপনাকে। ইমোশানে হিট লাগার মতো বয়স আমার তখনো হয় নাই। ২০০০সাল।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

মদন বলেছেন: :)

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৬

ভিটামিন সি বলেছেন: খেক খেক খেক।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩০

উদাস কিশোর বলেছেন: হেঃ হেঃ হেঃ
ইংলিশ ম্যান !
মজা পেলুম ভায়া

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৬

ভিটামিন সি বলেছেন: উদাসী ভাবটা ছাইড়া দিয়া জোয়াল কান্ধে নেন। মজা টের পাইবেন কড়ায়-গন্ডায়।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

জো জো বলেছেন: =p~ =p~ =p~

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৭

ভিটামিন সি বলেছেন: বুইড়া বেটায় আবার হাসে!!! একটাও দাঁত নাইক্কা, এইডা আবার কেমুন হাসি??

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

এহসান সাবির বলেছেন: =p~ =p~



"সে ছিলো শারিরিকভাবে ডিজএবল। ডান পা তে শক্তি পেতো না। তাই স্ক্র্যাচ নিয়ে আসতো।"

পেরিনের জন্য শুভকামনা।

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৮

ভিটামিন সি বলেছেন: হুম ভালো থাকার শুভ কামনা আপনার জন্যও রইল। পেরিন এখন কোথায় আর কইতারি না।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

এম এ কাশেম বলেছেন: ইস রে কি সুন্দর সুযোগ..........
ইংরেজী মারাইতে গিয়া সুযোগটা মিয়া হারাইলেন,
ধেৎ............।

২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১০

ভিটামিন সি বলেছেন: তখন মিয়া আমার ইংরাজির দাম আছিলো। কেলাসের মইধ্যে আমি সেরা লম্বর পাইতাম ইংলিশে। ভয়েচ, নেরেশান, টেনেসলেশান (ট্রান্সলেশান) তো কোন ব্যাপারই ছিলো না। কত যে বাংলা গানেরে তখন ইংরাজি করছি তার কোন ইয়ত্তা নাইক্কা।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রথমেই মেয়েটার জন্য শুভ কামনা।

তারপর হাহাহাহ! আহা! সে কি মনোহর ইংরেজী!!!!!!!!!!
"শী হেজ বিন ফল ডাউন বাই ঠাস"- ব্রাভো ইংলিশ ম্যান ব্রাভো!

৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

ভিটামিন সি বলেছেন: থ্যাংকস নন স্টপ।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:১৯

বৃষ্টিধারা বলেছেন: "শী হেজ বিন ফল ডাউন বাই ঠাস" =p~ =p~

০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৫

ভিটামিন সি বলেছেন: দেইখেন যে, আবার আপনি না পইড়া যান। (প্রোপিককে উদ্দেশ্য করে)। ধইন্যা লন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.