নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

মেড ইন বাংলাদেশ, মেড বাই বাংলাদেশ।

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১১

গত ডিসেম্বরের ২৬ তারিখে আমি ও আমার এক ফ্রেন্ড শপিং করতে গেলাম। এ সময় স্টোরগুলো ইয়ার এন্ড সেল বা ক্লিয়ারেন্স সেল দেয় তাদের অবিক্রিত পোষাকগুলো। আমরা গেলাম শার্ট, টিশার্ট আর সঠিক সাইজ পেলে প্যান্ট কিনব বলে। আইএমএম মার্কেটে ঘুরে ঘুরে "হ্যাং টান" থেকে টিশার্ট + শার্ট কিনলাম ৬০ পার্সেন্ট ডিসকাউন্টে। সেখানে আমাদের প্যান্ট চয়েস হয় নাই। তো পরে গেলাম প্যান্ট কেনার জন্য অন্য একটা শপে। সেখানে ৫০% ডিসকাউন্টে জিন্স প্যান্ট মাত্র ৬০ ডলারে পাওয়া যাচ্ছে। আমার ফ্রেন্ডের কোমরের সাইজ ৩৩ (থার্টি তিন), তাই তারটা সহজেই মিলল। আমি আবার তেল চর্বি সমানে খাই তো, তাই আমার কোমরের সাইজ একটু মোটা, থার্টি ছয় আরিকি। তাই আমার সাইজ মিলল না। ফ্রেন্ড আমার খুশিতে বাক-বাকুম হয়ে ২/৩ বার ট্রায়াল দিয়ে কিনেই ফেলল একটা। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখে একটু লুজ লুজ লাগে। বিদেশীদের থার্টি তিন আর বাংলাদেশী থার্টিতিন কোমর কি আর সমান হয়!!! তারপর তার মনে সন্দেহ জাগলো যে সেকি সঠিক সাইজটাই কিনে এনেছে কিনা? সাইজ খুঁজতে গিয়ে দেখে প্যান্টের মাঝে একটা ট্যাগ লাগানো "মেড ইন বাংলাদেশ"। আমারে ফোন দিয়া কয়, ওরে ভিটামিন রে, আমরা তো ধরা খাইছি!! ভিটামিনে কয় কেমনে খাইলাম? ফ্রেন্ড কয় "মেড ইন বাংলাদেশ" প্যান্ট এতো টাকা দিয়া কিনলাম?? ভিটামিন সি কয় "কিতা কইন মিয়া ভাই; আফনি তো মিয়া মাইরালচুইন। কিনার সময় দেইখ্যা কিনেন নাই"? ফ্রেন্ড কয় "এতো টাকা দিয়া কিনলাম দেশী জিনিস!! আপনার ভাবীরে কইলেই তো এইরাম একটা প্যান্ট কিইন্যা পাঠায়া দিতো হাজার - বারোশত টাকার মইধ্যে। ভিটামিন সি "এইবার একটু নিজের দেশেরে, দেশী জিনিসরে সম্মান দিতে শিহুইন। মিয়া আপনি তো চায়না মনে কইরা কিইন্ন্যা ফালাইছিলাইন। এহন দেখচুইন, আমগোর দেশী জিনিসও কত্ত দামী বাইরে আইলে।"



গতকাল আবার দুইজনে বাইরে বেরিয়েছিলাম। দেশে আসবো, তার জন্য কিছু কেনা কাটা করতে। এক পর্যায়ে গেলাম এক মোবাইল এক্সেসরিজ শপে। সেখানে সাধারণত ইন্ডিয়ানরাই জব করে, বিশেষ করে সিং রা। দোকানগুলির নামই হয়ে গেছে সিং শপ। তো সে রকম এক দোকানে গিয়ে ইংরাজিতে এক সেলস ম্যানের কাছে সনি এক্সপেরিয়া জেড এর সিলিকন কভার চাইলাম। পোলাডা দেখতে বেশ ফর্সা, চুলগুলা স্পাইক করা জেল দিয়া, মুখের গড়ন ও সিং দের মতোই। শুধু মাথায় সিং দের সিম্বলটা নাই। আমি ভাবলাম নতুন প্রজন্ম, তাই হয়তো সিং আইডিয়েন্টিটি পরে নাই। হেতি আমারে অবাক কইরা দিয়া বাংলায় কয়, ভাই আপনি দেশী ভাই না? আমি ভিটামিন জবাব দিলাম, "আমি তো মেড বাই বাংলাদেশ। কিন্তু আপনার মডিফাইড ভার্সন দেখে তো আমি পুরাই টাস্কিত এবং মাইনকা চিপায় পইড়া গিয়া কাতরাইতাছি।" হেতি হাসে। পরে কভারটা কিনে নিয়ে আসলাম।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:২৮

ফিলিংস বলেছেন: "মেড ইন বাংলাদেশ" আমগোর দেশী জিনিসও কত্ত দামী বাইরে আইলে।

"আমি তো মেড বাই বাংলাদেশ। আপনার মডিফাইড ভার্সন দেখে তো আমি পুরাই টাস্কিত " দেশী জিনিসও কত্ত দামী বাইরে আইলে।

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৮

ভিটামিন সি বলেছেন: হুম ভাই সিডাই। খালি দেশী কামলারা বিদেশে আইলে কামলাই থাইক্ক্যা যায়। মুল্য বাড়ে না।

২| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৯

জয় পাঠক বলেছেন: মজা পাইলাম :)

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৪

ভিটামিন সি বলেছেন: তাই বুঝি। ফাগুনের এই তপ্ত দুপুরে আর কি কিছু ফ্রি পাবেন, একটু মজাই পান।

৩| ১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৮

হতাশ নািবক বলেছেন: অনেক দিন পর লেখা পাইলাম, আরও লেখা চাই , ঘন ঘন ইহাই জনগন এর দাবি।

ভাল থাকুন।

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৬

ভিটামিন সি বলেছেন: এইয়া কি কন মিয়া ভাই!!! আমি তো আছিই আপনাদের সাথে। মনে হয় কাজের চাপে কাম কাজ করার টাইম পাইতাছি না। এই জন্যই এমুন হয়েছে। ধন্যবাদ কমেন্টের জন্য।

৪| ১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৮

মোমেরমানুষ৭১ বলেছেন: মেইড ইন বাংলাদেশ

১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

ভিটামিন সি বলেছেন: হুম, মেড বাই বাংলাদেশ।

৫| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২০

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: মেড বাই বাংলাদেশ ভাইয়া মজা পাইলাম! তা কবে আসবেন দেশে? না কি এসে গেছেন? কেমন আছেন?

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:১৭

ভিটামিন সি বলেছেন: জ্বি আপুনি ভালো আছি। দেশে আসবো আগামী মে মাসে। আপনার জন্য কিছু আনতে হবে, লাগলে আওয়াজ দিয়েন। আপনি তো আবার মাষ্টার। আগেই বলে রাখি, চক-ডাষ্টার কিন্তু পাওয়া যায় না এখানে। হে হে হে।

৬| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৪৮

একলা ফড়িং বলেছেন: মেড বাই বাংলাদেশ, আছেন কেমন? :)

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৮:১৮

ভিটামিন সি বলেছেন: আপনারা এতো ভালোবাসেন বলেই তো ভালো আছি। আপনি কেমন আছেন?

৭| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৯:০৩

নীল ভোমরা বলেছেন: দেশী পণ্য বিদেশী বাজারে......সেটা-তো গর্বের কথা!

০২ রা এপ্রিল, ২০১৪ ভোর ৬:৫০

ভিটামিন সি বলেছেন: অবশ্যই গর্বের কথা!!!

৮| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫১

এন ইউ এমিল বলেছেন: আমাদের এলাকার এক অশিক্ষিত সিংগাপুরে শিপে কাম করতো, আসার সময় দামি দামি জামা কাপড় কিন্না আনছে, আর সবার লগে ভাম মারতাছে সিংগাপুরে এই, সিংগাপুরে সেই, পুরাই ভাব, গায়ের শার্টা খোইয়া কয় এই দেখ সিংগাপুরের শার্ট কত্ত বালা,

একজন কইলো দেহি আপনের শার্টটা কলারের ভিতরদিয়া হাত হান্দাইয়া দিয়া লেভেলটা বাইর কইরা কয় এইডা কি লেখা আছে দেখছস?

"মেড ইন বাংলাদেশ"

তারপরে হের চেহারাটা খোর মতো হইছিলো B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৫

ভিটামিন সি বলেছেন: মজা পাইলাম। আমি একবার (সম্ভবত ২০১০ এর রোজার ঈদে) মোস্তফা সেন্টারে গেলাম জায়নামাজ, পাঞ্জাবি আর টুপি কিনতে। জায়নামাজ মেড ইন পাকিস্তান, পাঞ্জাবি - মেড ইন ইন্ডিয়া আর টুপি জানেন কই?
মেইড ইন বাংলাদেশ। ঠিকানা দেয়া বায়তুল মোকারম এর একটা দোকান থেকে রপ্তানিকৃত। ৩.৯৯ ডলার দাম। যাই হউক দেশী জিনিস বলে এতো দামেই কিনলাম।

৯| ২১ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৮

মিছবাহ পাটওয়ারী বলেছেন: দুনিয়াজুড়ে আমাদের গর্বের প্রতীক মেড ইন বাংলাদেশ, মেড বাই বাংলাদেশ। ভালো লিখেছেন।

২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৮

ভিটামিন সি বলেছেন: ধনবাদ আপনাকে ভাই। আমরাও চাই আমাদের ব্র্যান্ড টিকে থাকুক বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। কিন্তু যারা এই ব্র্যান্ডকে এই পর্যায়ে নিয়ে গেছে, তাদের শ্রমের মুল্য যেন তারা পায়, এটা আপনারা উপরতলার লোকেরা নিশ্চিত করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.