নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

আমার বউ এইচএসসি পরীক্ষা দিচ্ছে এই বছর।

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১২

আজ থেকে সারা দেশে ইন্টারমিডিয়েট ও তার সমমানে পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় আমার পুতুল-মুতুল বউটাও অংশ নিচ্ছে। সবাই আমার বউটার ভালো রেজাল্টের জন্য দোয়া করবেন।

আন্ডার মেট্রিক বউ বিয়ে করেছিলাম। এখন বউ ইন্টার দিচ্ছে, ভাবতেই ভালো লাগছে। আমি আমার পড়ালেখা শেষ না করতে পারলেও আশা করছি বউকে মাষ্টার্স পর্যন্ত নিয়ে যাবো। এ জন্য যতটুকু ত্যাগ স্বীকার করা দরকার তা করতে আমি রাজি আছি।

তার একান্ত প্রচেষ্টা আর আমার উৎসাহে সে আজ এই দুয়ারে পা রেখেছে। কষ্টও করতে হয়েছে অনেক। পুরো সংসার সামলানো, রান্না-বান্না করে কলেজ, প্রাইভেট সবই করেছে। আমি প্রবাসে বলে তাকে আমি সাংসারিক কোন কাজে হেল্প করেতে না পারলেও মানসিক শক্তিটা যুগিয়েছি আমি।

মন্তব্য ৫১ টি রেটিং +০/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৩

দাদা- বলেছেন: অনেক অনেক দোয়া তোমার পুতুল-মুতুল বউটার জন্য :) ভালো রেজাল্ট হোক ।

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০২

ভিটামিন সি বলেছেন: আমার দাদা তো মারা গেছে আমার জন্মের আগেই। এই দাদা আবার কই থেইক্কা পয়দা অইলো? যাই হইক, ধইন্যা ধইন্যা।

২| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৬

ঢাকাবাসী বলেছেন: আমাদের দোয়া রইল.

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৩

ভিটামিন সি বলেছেন: আপনারেও ধইন্যা দিলাম।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৬

শাহ আজিজ বলেছেন: একটা ফৌজদারি ঠুইক্যা দেওনের চান্স মিল্যা গেল । ভিটামিন সি অপ্রাপ্ত বয়স্ক বালিকা বিবাহ করিয়াছে । আমারে পেট পুইরা খাওয়াইলে চাইপ্যা যামু , না হইলে ------ হুম------- :-P :-P X(

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৬

ভিটামিন সি বলেছেন: এখন আর অ.. নাই। এখন প্রা... । লাভ নাই, ফৌজদারীর তদন্তভার আবার আমার বউয়ের বাপের ঘাড়েই পড়বো।
পেট পুইরা দাওয়াত খাইতে চান, ভালো কথা। গাছে কাডল ধরছে, পাকুক, আংগো বাড়িত যাইনযে। কাডল খাইবাইন, লইবাইন হের পরে বাড়িত যাইবাইন।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২

হাসিব০৭ বলেছেন: শুভকামনা রইল। আমারটা এখন অনার্স ২য় বর্ষে আমারটার জন্যও একটু দওয়া কইরেন আর কি

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫

ভিটামিন সি বলেছেন: তাইলে আমরা সেম টু সেম। (ইয়ে মানে আপনি একটু আগে অকামডা করছিলেন বলে মনে হচ্ছে)। দোয়া দিলাম ঝাপি ভইরা। আপনি তো দিলেন বস্তা ভইরা।

৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫

মামুন রশিদ বলেছেন: হায় হায়, আপনার তো 'নাবালিকা' কেইসে ফাঁইসা যাওয়ার কথা 8-|


ভাবীর এক্সাম ভালো হোক । শুভ কামনা ।

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪

ভিটামিন সি বলেছেন: নাবালিকা বধুই এখন আমাকে ৩০% নিয়ন্ত্রণ করে (পুরোটা পারে না)। কেইসটা করব কেডায়? পুলিশের মাইয়্যা বিয়া করছি না!!!!! ব্যাফুক পাওয়ার দেহানোর ইমো হইবে।

৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪

নিয়ামুল ইসলাম বলেছেন: ফৌজদারি ঠুকনের চান্স এহনো আছে, দিলে দুই পরিবার এবং আপ্নেও ফাঁসবেন। অতএব নো টালটি ফালটি :পি

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৬

ভিটামিন সি বলেছেন: যান আপনারে পূর্ণ অধিকার দিলাম একখান ফৌজদারী আমার নামে দেওয়ার জন্য। প্রমাণ না দিতে পারলে কিন্তু আপনিই পরে লাল দালান দেখবেন আমারে হয়রানি করার জন্য - - পেক পেক হাসির ইমু হইবে। এইবার দেশে গিয়া রেজিস্ট্রেশন (কাবিন) করুম। বুঝলাইন ভ্রাতা?

৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৩

দাদা- বলেছেন: তুই যেমনে পয়দা হইছিস আমিও সেমনে হইছি। একদম মিছা কথা বলছি নে।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২২

ভিটামিন সি বলেছেন: দাদায় কি আর মিছা কতা কইতারে??? দাদারা আছেন বলেই তো আমরা মমিনরা আছি। তা দাদা, দাদী কেমুন আছে? ইট্টু দেখতাম চাই।

৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৭

মুদ্‌দাকির বলেছেন: বৌ কে দেশে রাইখা বিদেশ থাকলে হবে না!!! সর্বচ্চ চার মাস !!! মনে থাকে যেন !!! X( X( X(

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৭

ভিটামিন সি বলেছেন: হুম ভাই, মনে থাকে কিন্তু কিছ্ছু করার নাই। বেঁচে-বর্তে থাকতে হলে ৪ মাস উপেক্ষা করেই থাকতে হবে। আর বউয়ের সামনে মাষ্টার্স নামক মুলা ঝুলায়া দিছি। তাতেই সে খুশি।
বউ খুশি তো দুনিয়া খুশি।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: বৌকে একা দেশে ফেলে রেখেছেন। এইডা একটা কাম হইল? সাথে নিয়ে আসেন এবং প্রবাসে পড়াশুনাতে ভর্তি করে দেন।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩০

ভিটামিন সি বলেছেন: এই চিন্তাই করতেছি। কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড তো সাইন্স না। সিংগাপুরে যা এডুকেশন স্ট্রাকচার দেখতেছি সবই ইঞ্জিনিয়ারিং বিশেষ করে লোহা-লক্কর এর উপর পড়াশোনা। আর্টস/হিউসিনিটিস থেকে এখানে ডাইভার্ট করা যায় ইঞ্জিনিয়ারিং এ। কিন্তু চাপ সামলাতে পারবে বলে মনে হয় না। একে তো অন্ধকার গ্রামের মেয়ে, দুই ইংরেজীতে দূর্বল। গণিত খালি মুখস্ত করে। তারপরেও দেখি কি করা যায়। একটা ডিপ্লোমা করাতে পারলে আমার আর জীবনে কিছু করা লাগবে না।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাবীর জন্য শুভকামনা রইল।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩২

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ অসংখ্য। তবে আমি তো আপনাকে বড়ভাই হিসেবে জানি। সেই হিসেবে কি আ প না র ভা বী হ য়? যাই হউক, হইলে হয়, আমার কি?

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৫

ইমরাজ কবির মুন বলেছেন:
শুভকামনা ||

০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩

ভিটামিন সি বলেছেন: আনপাকেও ধন্যবাদ। দোয়া করবেন যেন ওর পড়াশোনাটা চালিয়ে যেতে পারি।

১২| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৪

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: পুতলি ভাবীটার জন্য অনেক দোয়া ! আপনার খবর কি ? কোথায় আছেন এখন?

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩২

ভিটামিন সি বলেছেন: আপনার দোয়া পৌঁছায়ে দিমু নে। আমার খবর হলো- এই তো, দিন যায়, মাস যায় বছর যায়। যাচ্ছে তো, এভাবেই। এখন আছি শ্যামসুন্দরীদের দেশে। দেশে আসতেছি বলে মনে হচ্ছে।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৭

যোগিনী বলেছেন: বাল্য বিবাহ!! X(

১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৩

ভিটামিন সি বলেছেন: জ্বী জনাবা, বাল্য বিবাহই করছিলাম। আমি কিন্তু এখন বাল্য বিবাহের বিপক্ষে। হুম।

১৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০৯

ইফতেখার ভূইয়া বলেছেন: "আন্ডার মেট্রিক বউ বিয়ে করেছিলাম। এখন বউ ইন্টার দিচ্ছে, ভাবতেই ভালো লাগছে।" - একটু কনফিউসড্ হয়ে গেলাম। স্বাভাবিকভাবে একজন "আন্ডার মেট্রিক" মেয়ের বয়স ২১-এর অনেক নিচে হওয়ার কথা। ভাবীর কত বছর বয়সে বিয়ে করেছিলেন? বুঝতে পারছি বয়স তার খুবই কম ছিলো তখন। সত্যিই দুঃখজনক। ২১ শতকে এসে এখনো এগুলো হচ্ছে জেনে মর্মামত হলাম। বাল্য বিবাহকে ধিক্কার জানাচ্ছি।

আপনার "মানুষ যে এতো খারাপ হয় জানা ছিল না। ছিঃ। " লিখাটায় মন্তব্য করেছিলাম এটা না জেনেই যে ভাবীর বয়স এত অল্প। জানলে হয়তো উত্তরটা খানিকটা ভিন্নই হতো। যাইহোক পরীক্ষার জন্য শুভ কামনা রইল।

১৫| ২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ ভাই। বিয়ের সময় বয়স ছিলো ১৫ বছর দুই মাস। যাই হউক, পরীক্ষা ভালো হচ্ছে। আশা করছি এ+ পাবে। ছাত্রী কিছুটা ভালো। আমি তার স্বামী হওয়ার চেয়ে বন্ধু ও মাষ্টার ই হয়েছি বেশিটা জুড়ে।

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আপনার পুতুল বউ এর জন্য শুভকামনা। আমার ছোট ভাই ও এবার ইন্টার দিচ্ছে। তার জন্যও একটু দোয়া করেন।

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩২

ভিটামিন সি বলেছেন: আমার বউয়ের এক্সাম শেষ। গতকাল বাপের বাসায় গিয়েছে একা একা। প্রায় ৮০ কিমি দুরে আমার বাড়ি থেকে। ওর সাহস দেখে আমি তো হতবাক। যে মেয়ে আমার হাত ধরে রাস্তা পার হতো, যে একটা রিকশা ঠিক করতে পারতো না কোথাও যাবার জন্য - সে কিনা একা একা ...
আপনার ভাইটির জন্যও রইল দোয়া।

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৪

ডার্ক ম্যান বলেছেন: ভাই, ভাবী পরীক্ষার খাতায় ভালো করে লিখতে না পারলে আমাগো দুয়া কামে আইবো না।এত পিচ্চি মাইয়া বিয়া করছেন কিল্লায়?

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৭

ভিটামিন সি বলেছেন: কি জানি ভাই, আপনার ভাবী খাতায় কি লিখে। আমাকে খালি কয় পরীক্ষা ভালো হয়েছে। এই যে চিল্লাই সব পরীক্ষা ভালো হয় কেন? একটাও খারাপ হয় না কেন? তারপরও ও তার উত্তরে অনড় "পরীক্ষা ভালো হয়েছে"। এখন তো আমি ভয়ে আছি। সত্যি সত্যি যদি পরীক্ষা ভালো হয়, আর যদি ৪.৭৫ এর উপরে পায় জিপিএ তাহলে আমার খবর আছে। আমাকে বোঝতে হবে সোনার কত দাম!!! পরীক্ষার পূর্বে বলেছিলাম ফাইনালে ৪.৭৫ বা এর উপরে পেলে তাকে সোনার হার, কানের দুল আর একটা আংটি দেব। তার কনফিডেন্স দেইখ্যা মনে হইতাছে সে নিয়াই ছাড়ব।
পিচ্ছি মাইয়্যা বিয়া কইচ্ছি কিল্লাই? হেইডার জবাব দিতে অইলে আপনারে প্রযোজক, আমারে হিরো আর আমার বউরে হিরোইন অইতে অইব। ঘটনা তো একটা ছিলই বৈকি।

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪৭

নিয়েল হিমু বলেছেন: আন্ডার মেট্টিক মানে ১৫/১৬ বছর ? লজ্জা থাকলে এই বিয়ের জন্য মাফ চান জাতীর কাছে ।

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫০

ভিটামিন সি বলেছেন: ও সিলডি দাদা; আফনে আমারে একবার গালাগালি করছিলেন, পরে আফনারে ব্লক করছিলাম। যাই রাগ-টাগ বেশি দিন পুইষ্যা রাখতে নাই। তাই ব্লক উডায়া নিলাম।
জ্বি, বিয়ার সময় বউ এর বয়স ছিলো ১৫ বছর ২ মাস। আমি যে কাজটি তখন করেছি এবং এখনও তা পালন করে যাচ্ছি তার জন্য সমগ্র জাতির আমাকে শ্রদ্ধা করা উচিত আর আমাকে জাতির জামাই ঘোষনা দেয়া উচিত।
কেন উচিত? ক্লাশ টেনের একটা মেয়েকে অজ-পাড়া গাঁ, সামাজিক কুসংস্কারের হাত থেকে বের করে আলোতে নিয়ে এসেছি। যেখান থেকে নিয়ে এসেছি সেখানে মেয়েদের ক্লাশ ৮-৯ এ উঠতেই বিয়ে হয়ে যায়। তারপর তাকে একটা সচ্ছল, সুন্দর, পরিপাটি, গোছানো সংসার উপহার দিয়েছি। বিয়ের পরই তার কোলে সন্তান তুলে দিই নি তার শারিরিক, মানসিক পরিপক্কতা আসার জন্য। অর্থনৈতিক মুক্তি, অবাধ চলাফেরা (কিছু রেষ্টিকশান বাদে), নিজের পছন্দমতো কাজ করার স্বাধীনতা টুকু দিয়েছি।
সর্বোপরি ক্লাশ টেন থেকে ইন্টার পর্যন্ত নিয়ে এলাম যার প্রতোক্ষ সাহসদাতা, অর্থ, মানসিক শক্তি দিয়েছি আমি। যে কলেজে ভর্তি করিয়েছি সেখানে আমার পরিচয়ে পরিচিত করে দিয়েছি। কলেজে প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকেরা ইঞ্জিনিয়ারের বউ, বউ-বেটি, সিংগাপুরী মেম (প্রিন্সিপাল এই নামে ডাকে) বলে ডাকে। ক্লাশের ছেলেরা কেউ আপা, কেউ ভাবী বলে ডাকে। ফলে তার কলেজ জীবন ছিল সম্পূর্ন ইভটিজিং মুক্ত।
এবার তাকে ইন্টারভিউ দেয়াবো কবি নজরুল ইউনিতে, বাকৃবিতে, শেরেবাংলা কৃবিতে এবং শেষে আনন্দমোহনে। যদি ভালো কিছু করে তো ভালো না করলে প্রাইভেট ইউনিতে ঢাকায় বিবিএ / ব্যাংকিং ও ফাইন্যান্স / অর্থনীতি তে ভর্তি করাবো।
আমাদের সমাজে কতটা উদাহরণ আছে এমন দেখান তো সিলডি ভাই।
এবার আমাকে জাতির জামাই বলে কেন উপাধি দেয়া হবে না - এই রুলের জবাব দেন।

১৯| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: পরীক্ষা শেষ মানে!!! কয়টা পরীক্ষা হইলো!!! :-& :||

২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫১

ভিটামিন সি বলেছেন: ২৪ তারিখে তার শেষ পরীক্ষা ছিলো ডাটাবেজ ম্যানেজমেন্ট। মোট ৯টা পরীক্ষা (বিএম - কম্পিউটার শাখা)।

২০| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৭

ডার্ক ম্যান বলেছেন: হইলাম প্রযোজক। সমস্যা কি?? আমরা আমরাই তো। :D :D

২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

ভিটামিন সি বলেছেন: তাইলে দুইটা সিনেমা বানানোর জন্য রেডি হইয়া যান।
১মটা হইলঃ পূর্ণ দৈর্ঘ্য প্রেমকাহিনী - ৫ বছর; অতঃপর ১/কস খাইছি।
২য়টা হইলাঃ ভিটামিন সি'র বিবাহ বৃত্তান্ত।

২১| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: বাহ! কি মজা আপনার বউ এর। পরীক্ষা শেষ। :) :)

বউকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে ভাল লাগলো। আমারও আপনার মত একটা ভিটামিন সি মার্কা জামাই দরকার। :P :P =p~ =p~

২২| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৫

ডার্ক ম্যান বলেছেন: অঘটন রাণী@ তোমার জন্য আরেফিন রুমি মার্কা জামাই পারফেক্ট :-P :-P :-P :-P

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৬

ভিটামিন সি বলেছেন: এমন কইরা কষ্ট দিয়েন না ভাই!!!

২৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ওই ডার্ক! অফ যাও! আই হেইট আরেফিন রুমি X( X((

২৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৮

rakibmbstu বলেছেন: বিয়ের সময় বয়স ছিলো ১৫ বছর দুই মাস। X( X( X( X(

জাতির জামাই =ভিটামিন সি :-B :-B B:-) B:-) B-) B-)

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯

ভিটামিন সি বলেছেন: আপনারে সুপার লাইক।

২৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২২

নিয়েল হিমু বলেছেন: হাহা । গ্রেট । আমি দুঃখিত । সেলুট আপনাকে ।
তবে কথায় কথায় জাতীর অমুক জাতীর তমুক ব্যবহার থেকে বিরত থাকবেন আশা করব ।
আর ব্লক করছিলেন আবার খুইলাও দিছেন তো মিষ্টি কৈ ?

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২

ভিটামিন সি বলেছেন: আপনি আশা করতেই পারেন। কিন্তু আপনার আশা যে আমাতে রক্ষা করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।
দাদা, স্যালুট দরকার নাই। খালি সিলেট বেড়াইতে গেলে একটু আপ্যায়ন করলেই হবে দুলাভাই হিসেবে।

২৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: ভাবি অ আপনার জন্য শুভকামনা রইল । ভাল থাকবেন ।

২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকুন।

২৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

মহামতি আইভান বলেছেন: :) :D আমার বউটা ও পরীক্ষা দিচ্ছে এইবার
সমস্যা হলো পরীক্ষা আমিও দিচ্ছি B-)

২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৪

ভিটামিন সি বলেছেন: দুজনেই ভালা পরীক্ষা দেইন যে।

২৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আয় হায়! আপনি দেখি সত্যি সত্যি আমার বিয়া দিয়া দিতেছেন!!! :|| :||
না রে ভাই, ভিটামিন সি, ডি কিছুই দরকার নাই। আমি এমনিই ভাল আছি। B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.