নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

কোটিপতি হইবার চাই। কেমনে সম্ভব?

০৭ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৫

ছোটবেলায় একটা ছবি দেখেছিলাম; সেই ছবিতে একটা গান ছিলো "টাকারে তুই সময়মতো আইলি না।" সম্ভবতঃ পরের লাইনে ছিলো "আমার কাছে আছে টাকা চাইলে কিন্তু দিমু না"।

সত্যিই টাকা সময়মতো আসে না। যখন টাকার ভীষণ প্রয়োজন হয় তখন হাতে টাকা থাকে না। আসলে আমার হাতে কখনোই টাকা থাকে না। আমার একাউন্টে টাকা পড়লে হাত কিড়মিড় করে, দাঁত কড়কড় করে, মন আকু-পাকু করে; কখন যে মার্কেটে যাবো আর এই টাকার শ্রাদ্ধ করবো। আমি বিশ্বাস করি "অর্থই অনর্থের মুল"। তাই হাতে অর্থ জমতে দেই না। আসলেই খরচ করে ফেলি। অর্থও নেই, অর্থ নিয়ে মাথাব্যাথাও নেই। জগতে যত অপকর্ম ঘটে তার বেশির ভাগই অর্থ নিয়ে। আর সামান্য কিছু নারী/নারীর প্রেম নিয়ে। নারী/নারী বিষয়ক কথা-বার্তা এখানে আলোচ্য নয়। কথা হচ্ছিলো অর্থ নিয়ে। আমার মতে অর্থ সকল কাজের কাজী হলেও পরিত্যাজ্য। কারণ যত অর্থই হউক তার কিছুই আমার না। চাহিবা মাত্রই তার বাহককে দিয়ে দিতে হয়। সেটা ছুরি-কাঁচি বা পিস্তল-রিভলবার যাই প্রদর্শন করুক না কেন। ভিটামিন সি'র নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা করে দেখা গেছে যে, "কাগুজে অর্থ বা নোটে যে পরিমান ময়লা, জীবানু, ভাইরাস ব্যাকটেরিয়া থাকে তা অন্য কোথাও নেই।" পরীক্ষা করার সময় অবশ্য টয়লেট ও ড্রেন বিবেচনার বাইরে ছিলো। হাচিঁ বা সর্দি-কাশি, মাছ বা মাংসের রস (কসাইয়ের দোকানে) পচা সব্জির রস কি নেই এই টাকায়!!!

তারপরও আমরা টাকা চাই, শুধু টাকা আর টাকা, অর্থ আর অর্থ। অর্থের জন্য সব কিছু করতে পারি। সেইরাম আমিও অনেক অর্থের মালিক হতে চাই। কোটিপতি হইবার চাই কিন্তু কেমনে??

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:০৩

আজীব ০০৭ বলেছেন: জানি না..........পাইলে কিছু দিয়েন..............

০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:০৬

ভিটামিন সি বলেছেন: ছবিতে কিছু তো দিলাম। নিয়ে নেন। পোষ্ট টি মজা করে লিখতে চেয়েছিলাম। কিন্তু হাতে সময় নেই। তাই আজে বাজে লেখা হয়ে গেছে।

২| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:১১

কাজের কথা বলেছেন: কোটি রে বিয়া করেন তাইলেই কোটিপতি!!!

আর হ্যা, টাকা কারই হাতে থাকে না। বড়লোকের ব্যংকে এবং গরিবের পকেটে থাকে।

০৮ ই মে, ২০১৪ ভোর ৬:৪১

ভিটামিন সি বলেছেন: একদম কাজের কথাটিই কইয়ালাইচুইন মেবাই।

৩| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:১২

নূর আদনান বলেছেন: আমার জানা মতে ২টা পথ আছে, সুদের ব্যবসা আর একটা কুনু কুটিপতির মাইয়ারে বিয়া করা। :P

আমার দ্বারা এর একটাও সম্ভব না :(

০৮ ই মে, ২০১৪ ভোর ৬:৪৩

ভিটামিন সি বলেছেন: আপনার জন্য আমার ব্যাপক দুঃখু লাগতাছে। (নায়িকাদের কান্দনের স্টাইলের ইমো হইবেক)।

৪| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:১৫

সোহানী বলেছেন: পলিটিক্সি ব্যবসায় নেমে পড়ুন !!!!

০৮ ই মে, ২০১৪ ভোর ৬:৪৪

ভিটামিন সি বলেছেন: একটিমাত্র আইডিয়া পেলুম। যেটি আমার মনঃপুত হয়েছে।

৫| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৪:৩০

এন ইউ এমিল বলেছেন: টেহা দিয়া কি করবাইন?

০৮ ই মে, ২০১৪ ভোর ৬:৪৫

ভিটামিন সি বলেছেন: এইডা তো ভাইব্যা দেহি নাইক্যা। আইকা থেইক্যা ভাবতাছি।

৬| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:০০

ধুমধাম বলেছেন: বউকে আজ থেকে কোটি নামে ডাকা শুরু করেন ;)

০৮ ই মে, ২০১৪ ভোর ৬:৪৫

ভিটামিন সি বলেছেন: বউয়ে মাইন্ড খায় উল্টা-পাল্টা নামে ডাকলে। অন্য কোন আইডিয়া দেইন।

৭| ০৭ ই মে, ২০১৪ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঢাকায় জনসংখ্যা ২ কোটি!
৫০% বাদ দেন-গরীব, বস্তি, কঞ্জুস, কিপ্টা ব্লা ব্লা..

বাকী রইলো এক কোটি।

ব্যাস সদরঘাট থেকে হাটা শুরু করেন- মাত্র ২ টাকা, (চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকিবেন সূত্রে) চাইবেন ;)

চারদিকে ঢাকা ভ্রমন শেষে দেখবেন আপনি কোটিপতি! :P :-/ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই মে, ২০১৪ ভোর ৬:৪৭

ভিটামিন সি বলেছেন: দাদা মনে হয় ভুল বইলচেন। দুইটাকার নোটে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকার বাধ্যবাধকতা মনে হয় নাই। খাঁড়ান, দেইখ্যা লই আগে। মানিব্যাগে বাংলাদেশের সব মূল্যমানের নোট জমাইয়া রাখছি।

৮| ০৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: উপায়টা জানলে আমারেও জানাইয়েন। আমারও হওয়া দরকার।

০৮ ই মে, ২০১৪ ভোর ৬:৪৯

ভিটামিন সি বলেছেন: আমি হইলেই চলবো, আপনার আর হউন লাগতো না। আমি কোটিপতি হওয়ার পরে আপনারে আমার ভিলায় একটা ফ্ল্যাট দিমুনে।

৯| ০৭ ই মে, ২০১৪ রাত ৯:০২

অবিবাহিত ছেলে বলেছেন: জীবনে ধনী হওয়ার সহজ দুটি উপায় হলো ব্যবসা আর না হলে ধনীর মেয়েকে বিয়ে করা..

০৮ ই মে, ২০১৪ ভোর ৬:৫০

ভিটামিন সি বলেছেন: দুই নম্বরটা সাইরালচি। ওইডা সাইরা লাখপতি থেকে হাজারপতি হইছি।
১ নম্বরটা এখনো শুরু করি নাই। কামলা দেই এখনো।

১০| ০৭ ই মে, ২০১৪ রাত ৯:২৪

অতঃপর জাহিদ বলেছেন: ব্যবসা ছাড়া উপায় নাই ...

০৮ ই মে, ২০১৪ ভোর ৬:৫২

ভিটামিন সি বলেছেন: আপনার মোচ পাকছে কেমনে? মানুষকে বুদ্ধি ধার দিতে দিতে?

১১| ০৯ ই মে, ২০১৪ দুপুর ২:৪৮

মোমের মানুষ-৩ বলেছেন: টাকা না সমাজের অশান্তির মুল কারন এটাই



১২ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৬

ভিটামিন সি বলেছেন: হ ঠিগই কইছুইন। কাইট্ট্যা ফালাইয়া দেইন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.