নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

২০১৩ সালের সেরা আলোচিত উক্তিসমুহ। গিনেজ বুকে উঠার অপেক্ষায়।

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৫

১. পবিত্র ঈদুল ফিতরের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে (নানক)।

২. বিরোধীদলের নেত্রী রানা প্লাজার দূর্ঘটনাস্থলে যাওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে (হাসিনা)।

৩. জামাত-শিবির ভবনের গেট এবং স্তম্ভ ধরে নাড়া-চাড়া করায় ওই ভবনটি ধ্বসে পড়েছে (মখা)।

৪. বাড়িতে যাবার সময় ঘরে তালা লাগিয়ে যান (সাহাঢ়া)।

৫. সরকারের পক্ষে কারো বেডরুম পাহারা দেওয়া সম্ভব নয় (হাসিনা)।

৬. হেফাজতে ইসলাম এই পথে আসবেনা আমি জানি আর তাই আমি তাদেরকে ঠেকানোর জন্য এখানে অবস্থান নিয়েছি (মুরগি কবীর)।

৭. আওয়ামীলীগের ভুল হতেই পারে,ফেরেস্তারও ভুল হয় (নাসিম)।

৮. কান টানলেই মাথা আসে। রানার স্ত্রীকে গ্রেফতার করেছি এখন ওকে আটক করতে সময় লাগলেও কোনো সমস্যা নেই (পুলিশ)।

৯. বোখারী শরীফে আল্লাহ বলেছেন -"লাকুম দীনুকুম অলিয়া দ্বীন" (হাসিনা)।

১০. ম্যাডাম ঐটা বোখারী না তো ঐটা দোয়ায়ে কুনুত (মতিয়া)।

১১. বঙ্গবন্ধু মদ জুয়া হারাম করেছেন - (নৌ মন্ত্রী শাজাহান খান)।

১২. ক্ষমতায় থাকলে টাকা পয়সা বাড়তেই পারে (মাল)।

১৩. আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন (হাসিনা)।

১৪. আমার চেয়ে বেশী দেশপ্রেমিক আর কে আছে ?! (হাসিনা)।

১৫. শেয়ার মার্কেটে কোন ইনভেস্টর নাই, সব জুয়াড়ি (মাল)।

১৬. সরকারের উচিৎ মাঝে মাঝেই কারেন্ট বন্ধরাখা, তাহলেই জনগন

বুঝবে আমরা কি করেছি (হাসিনা)।

১৭. শুধু আওয়ামিলীগের কর্মিরাই রাসুলের উম্মত (মতিয়া)।

১৮. থ্রি জি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল (সাহারা)।

১৯. T-২০ বিশ্বকাপ এদেশে না হলে এর জন্য খালেদা জিয়া দায়ী (মাল)।

২০. আমার বেয়াই রাজাকার হলেও যুদ্ধাপরাধী নয় (হাসিনা)।

২১. দু একশ কোটি টাকা হলমার্ক এ কেলেংকারী হয়েছে এইটা কোন ব্যপার না (মাল)।

২২. আওয়ামীলীগ ইসলামের হেফাজত করে (মতিয়া)।

২৩. রাস্তার বিলবোর্ড সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ (কাদের)।

২৪. আবুল হোসেন খাটি দেশপ্রেমিক (হাসিনা)।

২৫. আমার প্রধানমন্ত্রীত্বের দরকার নেই (হাসিনা)।

২৬. ক্ষমতার লোভ আমার নেই (হাসিনা)।

২৭. দেশের মানুষের জন্য প্রয়োজনে বাবার মত জীবন দেব (হাসিনা)।

২৮. জঙ্গিশিবির যত্রতত্র বৈষ্ঠা/মুত্র ত্যাগ করে জনজীবন ব্যাহত করেছে (মখা)।

২৯. জামায়াত-শিবির হরতাল দিয়ে মানবতা বিরোধী অপরাধ করেছে (হাসিনা)।

৩০. কম খান বাজারে কম যান (ফারুক)।

৩১. নুর হোসেন এই কাজ করতেই পারে না (শামীম ওসমান)।

৩২. হরতালকারীদের ঘরে ঢুকে হত্যা হবে (লতিফ সিদ্দীকী)।





থাক আর দিলাম না। আমি ভিটামিন সি। আজকেই হয়তো আমার এই ব্লগে শেষ লেখা। এটাই শেষ পোষ্ট। আমি চলে আসতেছি দেশে। দেশে ফিরে এসে কোথায় থাকি, কি করি তার ঠিক নেই। যদি জব পাই ভালো, না পেলে কোন ব্যবসা ধরতে হবে।

৬ বছর ১০ দিন কাটালাম সিংগাপুরে; আর ভালো লাগে না। যদিও ছুটিতে আসতেছি, কিন্তু এসে আর ফিরে যাবো না। লাখ টাকা মাসিক বেতনের জব ছেড়ে আসতে একটু কষ্ট হচ্ছে যদিও কিন্তু কি আর করা যাবে। টাকার পিছনে পড়ে থাকলে তো আর জীবনকে গোছানো যাবে না।

একেবারে আসতে চাইলে বস আসতে দেয় না। তাই এভাবে না জানিয়ে আসতে হচ্ছে। এই চেয়ার, টেবিল, কম্পিউটার, টেলিফোন আর আমাকে পাচ্ছে না। ভালোবাসি সোনার বাংলা, তাই ফিরে আসতেছি সোনার বাংলায়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি দেশে ফিরে একটা কিছু করে বাবা-মা সহ বউটাকে নিয়ে সুখী হতে পারি।



বিদায় সামহোয়্যার ইন ব্লগ ও তার নিরলস ব্লগার বন্ধুরা। যদি দেশে এমন কোন জব পাই যেখানে আমার ইচ্ছামতো কাজ করতে পারবো তাহলে হয়তো আবার আসবো, পড়বো, লিখবো, কমেন্ট করবো। না হলে আর হয়ে উঠছে না।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৮

নির্ভীক গণমানবের কণ্ঠ বলেছেন: অস্থির ভাই ...অস্থির....

১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:০২

ভিটামিন সি বলেছেন: একটু সুস্থির হয়ে বসুন।

২| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: কি বলেন ভাই, আমাদের ছেড়ে চলে যাবেন?
দোয়া করি ছন্ন ছাড়া জীবন থেকে চলে গিয়ে সবাইকে নিয়ে অনেক ভাল থাকুন।
আপনার সফলতা কামনা করি।

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

ভিটামিন সি বলেছেন: চলেই গিয়েছিলাম ফিরবো না বলে। আবার ফিরে এলাম আপনাদের টানে।

৩| ১৫ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: :(

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০০

ভিটামিন সি বলেছেন: কইনচান দেহি আম্মে কেডা?

৪| ১৫ ই মে, ২০১৪ রাত ১০:০৯

অরণ্যতা বলেছেন: দেশে জব নিয়ে দেশের বাহিরের জব ছাড়লে মনে হয় ভাল হবে

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০০

ভিটামিন সি বলেছেন: সেটাই করেছিলাম। কিন্তু ওখানকার কড়া নিয়ম-কানুন, শ্রীলঙ্কান বস, কর্ম পরিবেশ ভালো লাগে নাই। তাই আরো কিছুদিন রিলাক্সমুডে জব করতে বিদেশেই ফিরে এলাম।

৫| ১৬ ই মে, ২০১৪ রাত ১২:৪৭

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: যেখানে যেভাবেই থাকুন, আল্লাহ আপনাকে সহি সালামতে রাখুন..

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৮

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। দেশে ভালো একটা জব পেয়েছিলাম। কিন্তু জবের পরিবেশ ভালো লাগে নি তাই আবার ফিরে এসেছি পূর্বের জবে প্রবাসে।

৬| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:৪০

সপ্নাতুর আহসান বলেছেন: ভাই ফিরে আসুন, ফিরে আসুন দেশে ফিরে আসুন ব্লগে।।

১১ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১

ভিটামিন সি বলেছেন: ফিরে এসেছি তো। দেশে কুড়িয়ে পাওয়া জবটা ছেড়ে দিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.