নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

পিচ্ছির কাজ-কারবার। শিরোনামে আর কিছু নাই। যা আছে ভিতরে।

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫২

লিখি না অনেকদিন যাবত। লিখতে ইচ্ছে করে কিন্তু লিখতে বসলেই আর উপকরণ খুঁজে পাই না। যদিও অফিসে আসা-যাওয়ার ৪৫+৪৫ মিনিট বাসে বেকার বসে থাকার সময়টাতে নানা ধরনের লেখালেখির আইডিয়া মাথার ভেতর প্যাচ খায়। কিন্তু লিখতে গেলেই হাত গুটিয়ে নিতে ইচ্ছে হয়।

আমার বড় আপার ছোট ছেলে মানে আমার ছোট ভাগ্নে - নাম তার অসীম। আমি অবশ্য ডাকি ২ নম্বর বলে। ২ নম্বর বলার কারণ হলো আমার বড় আপার ২ বিলাই আর ছোট আপার ১ বিলাই। মোট ৩ বিলাই। ৩ জনের মধ্যে অসীম ২ নম্বর (বয়স ভেদে)। ওহ আমি আবার অসীমকে ক্ষেপানোর জন্য মাঝে মাঝে বিলাই বলেও ডাকি। তারও কারণ আছে। ও যখন ছোট কিন্তু কটকট করে কথা বলতে পারে, তখন একরাতে আপা রুমের লাইট অফ করে দিয়ে তার কাছে আসতেই বলে,
"আম্মা, আমি না বিলাই। আমি রাইতেও দেখবার পারি"।
আপা বলেন, "কিরে, তু্ই এইগুলা কি কস?"
ও বলে, "আম্মা তুমি যে লাইট অফ করে আসছো। আমি এখনো দেখতাছি যে লাইট জ্বলতাছে"।

আসলে হয়েছে কি, এনার্জি সেভিং এলইডি লাইট তো জ্বালানো ছিল ঘরে। সেটা অফ করলে সাথে সাথেই ঘর অন্ধকার হয়ে যায় না। ধীরে ধীরে লাইটর সাদা অংশের আলো কমতে থাকে।

তো এইবার যখন দেশে গেলাম, তাদের বাড়িতে বেড়াতে গিয়েছি। গিয়ে জানলাম তার সর্বমোট কবুতর সংখ্যা ৬ থেকে ১২ তে পৌঁছেছে। বিলাই আমাকে বলে
"মামা কবুতর বছরে কতবার বাচ্চা দেয়?"
আমিঃ কি জানি, আমি তো জানি না। ৬/৭ বার হয়তো দেয়।
বিলাইঃ না মামা, আরো বেশি। আমি যখন ক্লাশ টুতে উঠলাম, তখন আমি এক জোড়া কবুতর কিনছিলাম। এখনও আমি থ্রিতে উঠি নাই, ৬ জোড়া হইছে আর আমরা কয়েটা খাইছি।
আমিঃ কি জানি; আমার অভিজ্ঞতা নাই।
বিলাইঃ কবুতর বছরে ৮/৯ বার বাচ্চা দেয়।
আমি (অবাক হয়ে)ঃ তাই নাকি?? বিরাট ব্যাপার তো।
বিলাইঃ মামা, আপনার টাকা আছে না?
আমিঃ কেন? টাকা কেন?
বিলাইঃ না বলেন, আছে না?
আমিঃ আছে কিছু।
বিলাইঃ তাইলে কবুতর কিনেন না কেন?
আমিঃ আমি টাকা ব্যাংকে রেখে দিয়েছি।
বিলাইঃ হুম। আব্বাও ব্যাংকে রাখছে, আর আপনিও।
আমিঃ কেন কি হইছে? টাকা তো সচেতন মানুষ ব্যাংকেই রাখে।
বিলাইঃ টাকা ব্যাংকে রেখে লাভ কি?
আমিঃ লাভ তো আছেই। একলাখ টাকা রাখলে প্রতি মাসে ৯০০ থেকে ১১০০ টাকা পা্ওয়া যায়।
বিলাইঃ লাভ না কচু। একলাখ টাকা এক মাসে একলাখ দিলে না লাভ হয়। ৯০০ টাকা কি লাভ হয়??
আমিঃ বোঝলাম না। তুমি কি বলতে চাইছো।
বিলাইঃ আরে মামা, হিসাব তো সহজ। একজোড়া কবুতর যদি ১ মাসে ১ জোড়া বাচ্চা দেয় তাইলে ১লাখ টাকায় ১ মাসে ১লাখ টাকা দিবো না কেন?
(আমিতো প্যাচে পইড়া গেলাম। বোনের বেটায় কয় কি? একলাখে একমাসে একলাখ!!!)
বিলাইঃ মানুষ যে কেন টাকা ব্যাংকে রাখে, তারাই জানে। একলাখ টাকার কবুতর কিনলে ১ বছরে যদি ৮/৯বার করে বাচ্চা দেয় তাহলে কত লাভ।।

আমিঃ আপা, ও আপা, তোমার বিলাই তো বড় অর্থনীতিবিদ হইয়া গেছে। শুনো ও কি কয়!!

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০

ঢাকাবাসী বলেছেন: খাইসে ! সে তো অর্থনীতি নতুন করে লিখতে বলবে আর সবাকে কবুতর চাষ করাবে! সারাদন সবাই কবুতরের মাংশ খাবে, এদেশে আর প্রােটিনের ঘাটতি হবেনা।

১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫

ভিটামিন সি বলেছেন: তাই তো আমিও চিন্তায় আছি। কবে জানি আমারেও তার কবুতরের খামারে কামে লাগায়া দেয়।

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১০

জুয়েলইসলাম বলেছেন: সত্যয় ভেবে দেখার বিষয়

১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:২৫

ভিটামিন সি বলেছেন: ভাবতে থাকেন আর কবুতর পুষতে থাকেন।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩৮

•• গাঁজাখোরের জবানবন্দি •• বলেছেন: |-) |-) |-)

১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৩

ভিটামিন সি বলেছেন: হুম, বুইলচি। ব্যাগটা গেল কই, একটা গাঞ্জাখোর পাইছি। ভইরালাই।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৮

সজীব বলেছেন: :-< :-< |-)

১৭ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৫

ভিটামিন সি বলেছেন: ওই মিয়া প্রোপিক এম্পটি কেনে? এই দুনিয়ায় কি আপ্নের চউক্ষে কিছু ভালা লাগে নাই?

৫| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫

তুষার কাব্য বলেছেন: :D :P :#)

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৪

ভিটামিন সি বলেছেন: আপনারে যে কিতা কমু বোজতারতাছি না।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪

সুমন কর বলেছেন: মজা পাইলাম। =p~ =p~

ব্যাপারটি ভাবার বিষয় বটে !! |-)

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৪

ভিটামিন সি বলেছেন: হুম ভাবতেই হবে। ভিটামিন সি এর ভাগ্নের অর্থণীতি বিষয়ক চিন্তা-ভাবনা।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০২

কলমের কালি শেষ বলেছেন: :|| :|| :|| :|| :| =p~ =p~ =p~ =p~ =p~

পোলায় তো অর্থনিতিবিদ ।

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৫

ভিটামিন সি বলেছেন: ওরে একখান নুবেল দেওন যায় না??

৮| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৯

তাওহীদ৭১তমাল বলেছেন: হাহাহাহ। ভাল আইডিয়া

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৫

ভিটামিন সি বলেছেন: আমারও বেশ ভাল্লাগছে।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২২

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: আহহা! বিলাইয়ের মাথা থেকে এক্টূ বুদ্ধি ধার নিতে হপ্পে!

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৭

ভিটামিন সি বলেছেন: হুম। বিলাই কিন্তু সেইরাম বুদ্ধিমান। ঈদের আগের রাতে বলে কি, একখান বিমান ভাড়া কইরা ঈদের দিন সকালে তাদের বাড়ির সামনে আইসা পড়তাম। তারপর তাদের সাথে ঈদের দিনটা কাটিয়ে আবার কর্মস্থলে ফিরে যেতাম।

১০| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫

মামুন রশিদ বলেছেন: হাহাহ, পিচ্চি অর্থনীতিবিদ!

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৮

ভিটামিন সি বলেছেন: হুম মামুন ভাই। বড় হইলে কি জানি করে, চিন্তায় আছি। না আবার আমার অর্থনীতি ধইরা টান দেয়।
যম, জামাই, ভাইগ্না - এই তিন নয় আপনা।

১১| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৫৯

আহমেদ আলিফ বলেছেন:
বিলাই এর বয়স কত?
তবে সে বড় হয়ে যে ভালো ব্যবসায়ী হবে এটা আমি নিশ্চিত!
বিলাই এর জন্য শুভকামনা!

২০ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৬

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আলিফ আহমেদ। বিলাই এইবার ক্লাশ টুতে পড়ে। বয়স ৮.৬ বছর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.