নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

অল্পের জন্য বাইচ্চা গেছি। গুলিডা একদম কানের কাছ দিয়া গেছে।

২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৬

কি আর কমু দুষ্কের কথা। পরবাসে থাকি; কোনমতে বাইচ্চা আছে আরকি। দেশে যাইবার লাইগ্যা মন টানে। কিন্তু কিতা করতাম, ফইন্নির ঘরের ফইন্নিরা সময়মতো ছুটি দিবার চায় না।

এইবার যাও ছুটি দিলো, তাও আবার মাত্র ৬ দিনের জন্য। হুনছেন নি এমুন কাম কারবার!! ছয়দিনের জন্য কেউ বিদেশ থেকে দেশে যায়!! ওদেরই বা কিতা কইতাম। এই বছরে আগে আরও দুইবার দেশে আইলাম। লাষ্ট এসেছিলাম গত আগষ্টে ১১ দিনের জন্য। আবার এখন নভেম্বরে। আমার আসতেই হইপে। কিন্তু কেন আসতেই হইপে তা এখন কমু না। সময়মতো ফিলাশ করমু।

এখন শিরোনামটার ব্যাখ্যা দেই, কইনচান দেহি কিরাম লাগে। ০৪/১১/২০১৪ তারিখে জিয়া ইন্টারন্যাশাল এয়াপোর্টে অবতরণ করমু রাত ৮.৪৫ এ। তারপর দৌড় দিয়া রাস্তায় গিয়া একখান বাসে উইঠ্যা ঝুলতে ঝুলতে মমিশিং যাইয়াম গা। কিন্তু উনারা এক রাজাকারের ফাঁসির রায়ের প্রতিবাদে এক টানা তিন দিনের হরতাল দিয়া দিলো?? ভাগ্যিস ওরা চারদিনের হরতাল না দিয়া দেশবাসীরে দয়া করছে। না হলে উপায় ছিলো না। আমি হরতালের গ্যাড়াকলে পইড়া, ল্যাংচাইতে ল্যাংচাইতে "হাতে হারিকেন - মাথায় কম্বল, এইনা আন্ধাইরে তুই যে সম্বল (মিশা সওদাগর ও নাসরিন অভিনীত)" গানের সুরে সুরে এয়ারপোর্ট এ পইরা থাকতে হইতো। তাইলে আপনারই কন, গুলিটা আমার কানের কাছ দিয়া গেছে না???

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৩

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ভাল হইছে! বোনটার বাসায় বেড়াতে আসেন না তাই... ঠিক হয়েছে! ভাবী কেমন আছে?

২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১২

ভিটামিন সি বলেছেন: দেশে আইস্যা নেই, পরে কমু নে আপনার ভাবী কেমন আছে। আর ইচ্ছে থাকা সত্বেও আসা যায় না, সময়টা খুবই দামী জিনিস হয়ে গেছে। ০৪/১১/১৪ তে দেশে গিয়ে আবার ১১/১১/১৪ তে প্রবাসে ফিরতে হবে।

২| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৩০

ভরকেন্দ্র বলেছেন: ভালো লাগলো.....।

৩০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৪৪

ভিটামিন সি বলেছেন: ভালো তো, ভালো না; ভালো।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: অল্প সময়ের জন্য দেশে আসতে পারছেন এ বা কম কিসের। কিন্তু যে কাজটা প্রবাসে করেন তা এই বঙ্গে করা যায় না ?



যাহোক ভাল থাকুন সবসময়, আমাদের বঙ্গে আপনাকে স্বাগতম...............

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০২

ভিটামিন সি বলেছেন: Ei bonge o kora jay. Ami ektu besi chalak to, tai chaisilam kom somoy a kharaiya jaite. Akhon bonge ei kaj korar jonno joggotar porikkha nibe ek bank agami soptahe. Tai astesi. Joggotar porikkha diye abar chole jabo. Jodi tader mandonde ami nirbacito hoi tahole agami mashe e hoyto sob cere sure deshe kamla dite lege jabo. Doua korben.

৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০০

সোহানী বলেছেন: অহন ও শিওর না ভাই !!!!!!! কানের উপ্প্রে দিয়া গেছে নাকি ভেদ কইরা গেছে... কারন সেইটা আনলিমিেটেড টাইমের লাইগা এক্সটেন্ড করতে ও পারে... ওনাগো মেজাজ মর্জির উপ্রেইতো আছি আমরা.........


শুভকামনা.... মিস্টি ছাড়া এরপর ব্লগে আইসেন না কইলাম.........

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৪

ভিটামিন সি বলেছেন: Mistir packet piprar mathay tuilla disi. Apnar basar dike ora jaitese. Ektu opekhha koren. Bosor 3/4 er maze e apnar basai pouse jabe misti soho piprar dol.

৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪২

ইলি বিডি বলেছেন: কানের উপ্প্রে দিয়া গেছে ...............মেয়াভাই।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫

ভিটামিন সি বলেছেন: Vaijan pirir upre kharaitain. Taile to kaner moddhe diya e jaito..

৬| ২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

ভুল্কিস বলেছেন: আপনে বলছুইন, এর আগে ২ বার, আইছুইন দেশে- সত্যি কইরা কন কি য়ইছে?
মিয়া- হুজুর দেইক্ষা বিয়া দিলাম- আর আফনে কিনা----- সি সি সি

৩০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৪১

ভিটামিন সি বলেছেন: আমার ল্যাপিতে কমেন্টের জবাব বাংলায় দিতে পারি না। তাই উপরের গুলির এই অবস্থা। অফিস পিসিতে এই যে বাংলায় লিখছি।

আপনি দেহি মিয়া কম্বল ধইরা টান দিছেন। একটা কিছু তো হইবই। পরে কমু। মিষ্টিসহ আইয়া কইয়া যামু নে। দোয়া কইরেন।মেবাই।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৯

তূর্য হাসান বলেছেন: ভাতিজা বালা আছে নি? হেতিও কি আননের মতোন বিটলা হইছে নি।

৩০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৪৩

ভিটামিন সি বলেছেন: ইতা কিতা কন মেবাই?? আন্নের ভাতিজার খবর তো নাই। আমার পছন্দ ভাতিজি, ভাতিজা না।
বিষয়টা ভাতিজার না। বিষয়টা অন্ন-সংস্থানের। পরে কমু নে।

৮| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:




সোহানী বলেছেন: অহন ও শিওর না ভাই !!!!!!! কানের উপ্প্রে দিয়া গেছে নাকি ভেদ কইরা গেছে... কারন সেইটা আনলিমিেটেড টাইমের লাইগা এক্সটেন্ড করতে ও পারে... ওনাগো মেজাজ মর্জির উপ্রেইতো আছি আমরা.........


শুভকামনা.... মিস্টি ছাড়া এরপর ব্লগে আইসেন না কইলাম.........

০৩ রা নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩২

ভিটামিন সি বলেছেন: মিষ্টি কি খাইবেন ই... কান্ডারি দা, আপনার না রক্তে সুগার ইট্টু ইট্টু বাড়তাছে (না বাড়ুক এই কামনা)। তাইলে মিষ্টে খাইবেন কেমতে? আমার লাইগ্গ্যা ইট্টু দোয়া করুইন যে, কথা দিলাম আগামী ব্লগ ডে তে মিষ্টি নিয়া আপনাদের মাঝে হাজির হমু, যদি কর্ম সম্পাদনে সফল হই।

৯| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৮:০৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ঘটনা কি ভাইজান? আমাদের পিচ্চি ভাবিজান এর কোন সুখবর নাকি? ভাবিজানের পড়ালেখার তাইলে কি হপে??? B:-) B:-) B:-)




গুল্লি এখনো কিন্তুক কানের পাশ দিয়া যায় নাই। আরো হরতাল আসিতেছে।

০৩ রা নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩৫

ভিটামিন সি বলেছেন: ভাবীজান নিয়া কোন খবর নাইক্ক্য। খবর আমারে নিয়া। প্রবাস ছেড়ে দেশে কর্ম করার ব্যবস্থা নিয়ে টানাটানি। আর কিছু না। কয়খান মাত্র খালি আসন ৩ গুনের ও বেশি রিটেন এ এলাউড। এখন ওই কয়ডা খালি সিট নিয়া টানা-টানি লাগছে। আমিও টানতাছি। আমি ব্যাফুক আশাবাদী যে টানাটানিতে রশির একটা অংশ আমার হাতে থাকবে।

১০| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

তুষার কাব্য বলেছেন: বড় বাঁচা বাইচা গেছেন... ;) :(

০৩ রা নভেম্বর, ২০১৪ ভোর ৬:৩৫

ভিটামিন সি বলেছেন: বাঁচলাম কই!!!! আবারও নাকি ৬ তারিখে বাংলা বনধ। আমার কি হপে গো উ উ উ?

১১| ১০ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভিটামিন সি একন কোন অঞ্চলে আবস্থান করিতেছে?

১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২৭

ভিটামিন সি বলেছেন: @ ইমতিয়াজ ভাই। ভিটামিন সি সারাদিন নিজ এলাকায় ছিলো। ১১ তারিখে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রিজেন্ট এয়ারওয়েজে (শ্রমিকের বিমান) ঢাকা ত্যাগ। সন্ধ্যায় সিংগাপুরে অবতরন। আজকে অফিসে ব্যাক। ভিসা রিনিউ করার জন্য পেপার হাতে এসেছে। করবো কিনা ভাবতেছি। না করলে ডিসেম্বরে কাম ব্যাক টু বিডি ফর এভার।

১২| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫২

ইমতিয়াজ ১৩ বলেছেন: কাম ব্যাক টু বিডি ফর এভার।



স্বাগতম, দেশের কোন কর্মস্থলের রশিটা আপনার হাতে আছে ?

১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

ভিটামিন সি বলেছেন: রশি ধরতেই দেশে গিয়েছিলাম। কিন্তু রশিওয়ালা আমার নাকের উপর দিয়া রশি ঘুরাইয়া নিয়যা গেল। এই রশির লিখিত ও মৌখিক পরীক্ষা দিতে দুইবার দেশে গেলাম । আমার ৩লাখ + টাকাই লস হলো এই যাওয়া আসাতে।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

পুরান লোক নতুন ভাবে বলেছেন: গানটার লিরিক্স শুনে ভালো লাগলো তাই নগল শুইনা ফেললাম!!! :P :P :P :P


১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

ভিটামিন সি বলেছেন: কোন গানটার বোঝলাম না কিছু ভ্রাভা।

১৪| ১২ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: পরীক্ষা দেয়া বাবাদ ৩ লাখ !!!?? তা হলে আর আসা দরকার নাই।

১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৭

ভিটামিন সি বলেছেন: দুইবার সিংগাপুর আসা-যাওয়া, দেশে থাকা অবস্থায় খরচ, দেশে আসার সময় ৫০ কেজি + ৫০ কেজি মালামাল কিনে আনা। কত কত খরচ হয়েছে..... এর মধ্যে আবার দুইবারে একমাসের স্যালারি নাই হয়ে গেছে যা অর্ধলক্ষেরও বেশি...

১৫| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাইরে আমনের আর আওনের দনকার নাই, দুই দিন পর ঘরের বউঠারে লইয়া যাইয়েন তাইলেই অইবো।

১৩ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:১১

ভিটামিন সি বলেছেন: থেংকু থেংকু ভালা পরামর্শ দেওনের লাইগ্যা। ভালা থাহুইন যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.