নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

মা, মমতাময়ী মা। আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই।

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

মা তো মা-ই। মায়ের তুলনা কারো সাথেই হয় না। সেই তুলনাহীন মায়ের জন্য সবার কাছে দোয়া চাইছি। আমার মা অসুস্থ্য, এখন ময়মনসিংহের একটি ক্লিনিকে ভর্তি আছেন। খুব সম্ভবত আজ রাতে অপারেশন হবে। দোয়া করবেন সবাই যেন আমার মা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে আসেন।

গত ১৩/০৮/২০১৪ তে যখন প্রবাসে আসার জন্য রেডি হচ্ছি, প্যান্ট-শার্ট পরতেছি তখনই মা একমাত্র পুত্র বিরহে ব্যাকুল হয়ে কান্না শুরু করে। মায়ের কান্না দেখে বাবাও কান্না শুরু করে। তাদের দেখা-দেখি দুই বোনও কান্না জুড়ে দেয়। তখন অনেক বুঝিয়ে শান্ত করে বাড়ি থেকে বের হয়ে আসি।

এই বার ১১/১১/২০১৪ আসার আগে অনেক করে বুঝিয়ে এসেছি যেন না কান্নাকাটি করে। তারা যেন আমার সাথে রাস্তা পর্যন্ত না আসেন। তারপর আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলাম। পিছনে তাকিয়ে দেখি মা আমার দিকেই আসছেন। আমি দাঁড়ালাম, পিছন পিছন বাবাও এসে হাজির। মা আমাকে ধরে আদর করে সিএনজিতে তুলে দিলেন। এরপর এখান থেকে বাসায় গিয়ে বাথরুমে চোখ-মুখ ধুতে গিয়ে বাথরুমের ফ্লোরে পড়ে যান এবং কতক্ষন বাকশক্তি হারিয়ে ফেলেন। কিছুক্ষন পর ক্ষীনস্বরে আমার বউকে ডাকতে শুরু করেন। এবং বউ গিয়ে এই অবস্থায় কোলে তুলে বিছানায় শুইয়ে মাথায় পানি সাময়িক সামাল দেন। ততক্ষনে দুইবোন চলে গেছেন তাদের শ্বশুরবাড়ি। পরে তাদেরকে ফোন দিয়ে জানানো হয় এবং বড়বোন তার এক ডাক্তার আত্মীয়ের সাথে যোগাযোগ করে ক্লিনিকে নিয়ে যান। গতকাল সব টেষ্ট করানো হয়েছে এবং আজ অপারেশন করবে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।

মন্তব্য ৬৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

সোহানী বলেছেন: উনার দ্রুত সুস্থতা কামনা করছি। ইনশাল্লাহ্ ভালো হয়ে যাবেন।

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ তো সব কমেন্টের রিপ্লাই এ দেই সাধারণভাবে। কিন্তু এমন বিষয়ের কমেন্টের রিপ্লাই ধন্যবাদ দিয়ে খাটো করবো না। ভালো থাকবেন নিরন্তর।

২| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মায়ের জন্য দোয়া রইল

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৯

ভিটামিন সি বলেছেন: ভালো থাকবেন নিরন্তর।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

লাজুক ছেলে...... বলেছেন: আল্লাহর কাছে প্রার্থনা করছি আপনার মায়ের সুস্থতার জন্য। আপনিও দোয়া করুন। কোন সন্তান তার মা-বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহপাক ইন শা আল্লাহ কবুল করেন।

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫০

ভিটামিন সি বলেছেন: ভালো থাকার শুভকামনা রইল।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ইনশাল্লাহ্ ওনি ভাল হয়ে যাবেন।


অনেক করে বুঝিয়েছেন তাদের তার পরেও তারা কান্ন্ করে, আরে ভাই তাদের যে বুঝিয়েছিলেন আপনি কি নিজেকে সামলাতে পেরেছিলেন??


আমি ব্যক্তিগত ভাবে খুব জেদী আর অবেগপ্রবন, আপনার পোষ্টে মন্তব্য লিখতে গিয়ে চোখে প্রায় ঝাপসা দেখছিলাম।





আবারো মায়ের জন্য অনেক অনেক দোয়া. মা ভাল হয়ে উঠুক।

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

ভিটামিন সি বলেছেন: না, পারিনি নিজেকে ধরে রাখতে। তাদের বোঝতে দেইনি যে আমারও ভেতরটা কাঁদছে।

ভালো থাকা হয় যেন।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

 বলেছেন: মায়ের জন্য দোয়া রইল

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

ভিটামিন সি বলেছেন: ভালো থাকা হয় যেন।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

নতুন বলেছেন: মা সুস্হ হয়ে উঠবে ভাই....

প্রবাসে থাকলে মায়ের কথা সবচেয়ে বেশি মনে পড়ে...

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১২

ভিটামিন সি বলেছেন: ভালো থাকা হয় যেন।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

 বলেছেন: সোহানী বলেছেন: উনার দ্রুত সুস্থতা কামনা করছি। ইনশাল্লাহ্ ভালো হয়ে যাবেন।

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

ভিটামিন সি বলেছেন: ভালো থাকার শুভ কামনা রইল।

কিন্তু কথা হল আপনার নাম কি? ছবি কই? সবই সাদা আর বর্গক্ষেত্র কেন?

৮| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

লেখোয়াড় বলেছেন:
দোয়া রইলো।

আমাদের "মা" ভাল হয়ে উঠবেন অবশ্যই।

১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৩

ভিটামিন সি বলেছেন: লেখক বলেছেন: ভালো থাকার শুভ কামনা রইল।

৯| ১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৩

জাফরুল মবীন বলেছেন: “হে অাল্লাহ তুমি ভিটামিন সি ভাইয়ের মা’কে পূর্ণ শেফা প্রদান কর কারণ তুমিই একমাত্র শেফা প্রদানকারী”-আমীন।

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

ভিটামিন সি বলেছেন: আমীন

Ami VitaminC / Md. Ahsan Habib

১০| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পৃথিবীতে একমাত্র মায়েদের কোন ভাগাভাগি নাই। মা মানেই মা। তা আপনার হোক আর আমার হোক। তাই মা দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। আপনি মাকে সাহস দিন। :) আল্লাহ ভরশা।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৫

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

আজকের বাকের ভাই বলেছেন: মা এর জন্য শুভকামনা রইল।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

১২| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মামুন রশিদ বলেছেন: দোয়া করছি, আপনার মা সুস্থ হয়ে উঠুন ।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

সুমন কর বলেছেন: উনার সুস্থতা কামনা করছি।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

১৪| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

অশ্রুত প্রহর বলেছেন:
আপনার মা খুব তারাতারি সুস্থ হয়ে যাবেন..
ইনশাআল্লাহ!

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

১৫| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২২

কসমিক- ট্রাভেলার বলেছেন:




তার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

১৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:১৮

মৃদুল শ্রাবন বলেছেন: মায়ের প্রতি ভালোবাসা দেখে অভিভূত হলাম। আল্লাহ আপনার মাকে সুস্থ করবেন।

আমি নিজে বিভিন্ন টাইমে জাহাজে যাবার সময় আমার মা ও অসুস্থ হয়ে পড়েন। আমি আপনার অনুভূতিটা বুঝতে পারছি।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

১৭| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:২০

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক দোয়া ও শুভকামনা ।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

১৮| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩১

তিথীডোর বলেছেন: আ্লাহ সুবহানুতায়ালা আপনার মা কে সম্পূর্ন সুস্থ্য করে দিন, আমীন।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

১৯| ১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: মহান আল্লাহ্‌র কাছে প্রার্থনা করি আপনার মায়ের জন্য। ইনশাআল্লাহ দ্রুত আপনার মা সুস্থ হয়ে উঠবেন।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

২০| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

এহসান সাবির বলেছেন: মায়ের জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ দ্রুত আপনার মা সুস্থ হয়ে উঠবেন।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৮

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

২১| ১৪ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হে আল্লাহ.. তুমি মাকে সুস্থ করে দাও।

ভাই ধৈর্য রাখূন, ইনশাল্লাহ নিশ্চয়ই তিনি সুস্থ হয়ে বাড়ী ফীরবেন।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

২২| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আপনার পোষ্ট আর কমেন্টগুলো পড়তে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসলো । দোয়া করি মা ভালো হয়ে যাবেন, ভালো থাকবেন ।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৯

ভিটামিন সি বলেছেন: আপনাদের দোয়ায় মা এখন মোটামুটি সুস্থ্য। সব টেষ্টের রিপোর্ট ভালো এসেছে। ডাক্তার বলেছেন, অতিরিক্ত টেনশনে এমন হয়েছিলো। যেটা নিয়ে আমরা শংকিত ছিলাম তা কেটে গেছে। ডাক্তার আরো বলেছেন যে অপারেশনটা জরুরি নয়। তবে চাইলে করাতে পারেন।
আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। দেরীতে রিপ্লাই দেয়ার জন্য আন্তরকিভাবে দুঃখিত।

২৩| ১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

তুষার কাব্য বলেছেন: মা এর জন্য শুভকামনা রইল।

১৪ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

ভিটামিন সি বলেছেন: আপনিও ভালো থাকবেন নিরন্তর।

২৪| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২৩

কলমের কালি শেষ বলেছেন: ইনশাহআল্লাহ উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন । দোয়া রইল ।

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৮

ভিটামিন সি বলেছেন: আজকে দুপুর সাড়ে বারোটায় অপারেশন করানো হয়েছে। এখন ভালোই আছেন। ভালো থাকবেন।

২৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

ইছামতির তী্রে বলেছেন: মহান রাব্বুল আলামিনের কাছে উনার দ্রুত আরোগ্যে কামনা করি।

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯

ভিটামিন সি বলেছেন: আজকেই অপারেশনটা করানো হয়েছে। উনি ভালো আছেন বলেই জানি। ভালো থাকেবন।

২৬| ১৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: মা এর জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা ভাইয়া।

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

ভিটামিন সি বলেছেন: সকলের দোয়ায় আপনাদের মা ভালো আছেন। আজেকে দুপুর সাড়ে বারোটায় অপারশেন করানো হয়েছে । এখন মা ভালো আছেন। ভালো থাকবেন আপনি।

২৭| ১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

শাহ আজিজ বলেছেন: ভালো হয়ে উঠবেন নিশ্চিত এবং অবশ্যই ।

১৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬

ভিটামিন সি বলেছেন: আজকেই অপারেশনটা করানো হয়েছে। উনি ভালো আছেন বলেই জানি। ভালো থাকেবন।

২৮| ১৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: এখন কেমন আছে মা -ভাইয়া?

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

ভিটামিন সি বলেছেন: এখন মোটামুটি ভালো। সম্পূর্ণ রেষ্ট। তবে বিছানা থেকে উঠতে পারেন না। বউ ধরে ধরে ঘর-বাহির করে। চেয়ারে বসে নামাজ পড়ে। বউ অযু করিয়ে দেয়।

২৯| ১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৬

আনু মোল্লাহ বলেছেন: মায়ের দ্রুত রোগমুক্তি কামনা করি। সব ধরনের জটিলতা কাটিয়ে উনি সুস্থ হবেন আল্লাহর কাছে এই প্রার্থনা করি।

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

ভিটামিন সি বলেছেন: আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন। দোয়া করি আপনি ভালো থাকুন।

৩০| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:১০

ইমতিয়াজ ১৩ বলেছেন: শুকরিয়, মা ভাল হয়ে উঠছেন বলে।

১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪১

ভিটামিন সি বলেছেন: এখনো বিছানা ছাড়তে পারেন না, অযু করতে পারেন না। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বউয়ের উপর দিয়া যাইতেছে ঠেলা। সারাদিন বাড়িতে রোগী দেখতে আসে মানুষ। তাদের চা-জল খাবার,রোগীর সেবা - বউ আমার পুরাই দৌড়ের উপর আছে।

৩১| ১৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার বউ আমাদের ভাবীর জন্য অনেত অনেক দোয়া ও শুভ কামনা। একটু কষ্ট হচ্ছে ঠিক ই কিন্তু যে দোয়া পাচ্ছে তা কি পয়সা দিয়ে কিনে পাবেন?

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩০

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে আমার পোষ্ট অনুসরণ করার জন্য। আমার মা এবং বউকে দোয়া করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া তো আর ডিপার্টমেন্টাল স্টোরের জিনিস না যে কিনতে পাবো। আপনাদের মতো সুহৃদদের কাছ থেকে আশা করবো সবসময়। ভালো থাকবেন।

৩২| ১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৩

খেলাঘর বলেছেন:


দোয়া রলো।

১৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:০০

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ। কিন্তু আপনি কি জানেন আমি আপনাকে দেখতে পারি না!!!

৩৩| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৫

মহান অতন্দ্র বলেছেন: অনেক অনেক দোয়া ভাই , অনেক দোয়া ।

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯

ভিটামিন সি বলেছেন: ভালো থাকবেন অতন্দ্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.