নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

আসেন তো আইডিএম (Internet Download Manager) সমস্যার সমাধান করি। যাদের সমস্যা আছে শুধুমাত্র তাদের জন্যই এই পোষ্ট।

২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪





আমার মতো যারা আধা কর্ম করেন এবং সিনেমা বা ইউটিউব পাগল অথবা বিভিন্ন কাজের টিউটোরিয়াল খুঁজেন ইউটিউবে, তাদের কাছে তো আইডিএম বা Internet Download Manager এর বিকল্প কিছু নেই। যার পিসি বা ল্যাপিতে ব্রডব্যান্ড সংযোগ আছে, আইডিএম ছাড়া তো তার চলেই না।



আমিও ডাউনলোডের জন্য আইডিএম ব্যবহার করি। একটা ক্র্যাক দিয়ে এক্টিভেট করে নিয়েছিলাম। বুদ্ধি আর হাতে রিসোর্স থাকলে কে যায় টাকা খরচ করতে? আর আমাদের মতো তৃতীয় বিশ্বের ছাপোষা লোক কোনভাবে একটা পিসি কিনে চা্লাই এটাই তো ঢের। সফটওয়্যার কেনার টাকা কই।



অনেক কথা কইছি। কামের কথায় আসি। যেহেতু আপনি এই পোষ্ট পড়ছেন, তার মানে আপনার আইডিএম এ সমস্যা আছে। ওকে; তাহলে আমার কথামতো কাজ করুন, আপনার আইডিএমের সমস্যা দুর করার ব্যবস্থা নিচ্ছি। আপনার পিসি/ল্যাপিতে যদি এর লেটেষ্ট ভার্সণ না থাকে তাহলে পূর্বের টা আন-ইন্সটল করে নিন। যারা আন-ইন্সটল করতে জানেন না তারা স্টার্ট>অল প্রোগ্রামস>কন্ট্রোল প্যানেল>এড/রিমুভ প্রোগ্রামস থেকে আন-ইন্সটল করুন। এবার আপনি এই লিংকে আইডিএম যান। এখান থেকে Try Internet Download Manager for Free তে গুতা মেরে নামাইয়া নেন। তারপর ইন্সটল করে নেন। ইন্সটল পানির মতো তরল। কোন সমস্যা নাই।



এখন কি করবেন? সিরিয়াল কী তো নাই। তাই না? তাইলে এইবার এই লিংকে যান :-এক্টিভেটর ফর আইডিএম এই লিংকে একটু নিচে নামুন। আরে ভাই টেবিলের নিচে না, চেয়ারের নিচেও না। আপনি যে ওয়েব পাতাটি খুলেছেন তার নিচের দিকে আসুন। এখানে দেখুন লেখা আছে Crack and Setup Direct Download। এইটােরেও কানে ধইরা নামান। এইবার ক্রেকটা চালু করুন। ওই ওয়েব পাতাতে দেয়া আছে কিভাবে কি করবেন। সব করা শেষ হলে পিসি টা রিস্টার্ট দিয়ে উপভোগ করুন ডাউনলোডের মজা কাকে বলে কত প্রকার ও কি কি:

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৮

সুমন কর বলেছেন: B-)

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫০

ভিটামিন সি বলেছেন: মিচকা হাসি ভালা পাই না কিন্তুক কইলাম। পরাণডা খুইল্লা হাসি দেন।

২| ২০ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৮

এহসান সাবির বলেছেন: ওকে :)

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫১

ভিটামিন সি বলেছেন: এই যে পাইছি পরাণ খোলা হাসি এহসান ভাইয়ের কাছ থেকে।

৩| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২৮

মাহমুদ০০৭ বলেছেন: বিশ্বাস জন্মেছে আমার জন্যই আপনি এই পোস্ট দিয়েছেন ।
আজ পিসিতে বসার সময় আইডি এম এর কথা ভাবছিলাম ।
আর সামুতে এসেই আপনার পোস্ট । উপকারিতা পেয়েছি ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।
ভাল থাকবেন ভাই ।

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৫

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ প্রাপ্তি স্বীকার করার জন্য। আমি ভার্সণ ৬.১০ ব্যবহার করতাম আগে। কিন্তু কিভাবে যেন আন-ইন্সটল করে ফেলি, ব্যাকআপ ও রাখছিলাম না। তারপর একটা ইন্সটল দিলাম প্রি-এক্টিভেটেড; কাজ হয় কিন্তু ভাষাটা মনে হয় রাশিয়ান কিচ্ছু বুঝি না। ওইটা ব্যবহার করে মনে শান্তি পাই না্। তারপর আইডিএম এর সঠিক সমাধান খুঁজার জন্য এর পেছনে লাগলাম। দেখি অতি সহজেই কাজ হয়ে গেলো। এখন আর কোন সমস্যা হয় না। খেইচ্চা ডাউনলোডাই। ব্রাউজার হিসেবে গুগল ক্রোম বা মজিলা ইউজ করেন। ভালো সাপোর্ট পাবেন।

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

আলম দীপ্র বলেছেন: B-)) B-)) B-)) হাউ হাউ ! দরকারি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.