নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

আকাশ থেকে পাওয়া কিছু ছবি। সরাসরি বিমান থেকে তোলা। প্রথম ছবি পোষ্ট।

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৯

১১/১১ তারিখে ঢাকা ছেড়ে আসার সময় সিট পেলাম ইকোনমি ক্লাশের একদম প্রথম সারির জানলার কাছের সিটটা। দেখতে পাচ্ছিলাম কিভাবে ঢাকাকে ছেড়ে উঠে যাচ্ছি একটু একটু করে উপরে। কিছুটা উপরে উঠতেই দেখি নিচের রাস্তাগুলো কাগজের উপর টানা লাইনের মতো, ছোট ছোট পিপড়াঁ দৌঁড়াচ্ছে লাইনের উপর দিয়ে। বাড়িগুলো কেমন যেন ছোট ছোট, গাছগুলো গাঢ় সবুজ। এমা, একি!!! স্বল্প দুরত্বে সাদা সাদা তুলো তুলো মেঘ। ওয়াও কি সুন্দর! কি সুন্দর। মনে হয় লাফ দিয়ে পড়ে যাই ওই তুলো তুলো পেজা পেজা মেঘের উপর। আমার পাশের সারির এক মেয়ে দেখি মোবাইল বের করে ফটাফট ক্লিক করে যা্চ্ছে। চোখাচোখি হওয়াতে এগিয়ে যাওয়ার একটা হাসি দিয়ে (লুলীয় না) তাকে উৎসাহিত করে আমিও আমার গ্যালাক্সি এস ফোর মোবাইলটা বের করলাম ছবি তুলতে। হায় হায় করছি কি!! সকাল থেকে কথা বলতে বলতে তো মোবাইলের চার্জ ফুরাইয়া ফেলছি। এবার মনে হলো যে ব্যাগের ভেতর পুরাতন হুয়াই ওয়াই ২১০ মোবাইলটা আছে। ওটা বের করে ছবি তুলতে গেলাম। নাহ্ ছবি ভালো আসে না। তবুও যাষ্ট মোমেন্টটাকে ধরে রাখার জন্য আনাড়ি হাতে কিছু ক্লিক করলাম। সেই ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আপলোড করে দিই। কি বলেন?

সাদা সাদা মেঘ: ছবির অনুক্রম ঠিক নেই। কোন কোন ছবি দুইবার এসেছে। ছবি পোষ্ট আগে দেই নাই তো তাই। কোনটার ক্যাপশন কি দেব তা ও বোঝতে পারছি না। কারণ ছবির যে আইডিয়েন্টিটি, তা সামুর ইমেজ লিংকে আসে নাই।

১নং ছবি:

২নং ছবি:

৩নং ছবি:

৪নং ছবি:

৫নং ছবি:

৬নং ছবি:

৭নং ছবি:

৮নং ছবি:

৯নং ছবি:

১০নং ছবি:

১১নং ছবি:

১২নং ছবি:



১৩নং ছবি:

১৪নং ছবি:

১৫নং ছবি:

১৬নং ছবি:

১৭নং ছবি:

১৮নং ছবি:

১৯নং ছবি:

২০নং ছবি:

২১নং ছবি:

২২নং ছবি:

২৩নং ছবি:

২৪নং ছবি:

২৫নং ছবি:

২৬নং ছবি:

২৭নং ছবি:

২৮নং ছবি:

২৯নং ছবি:

৩০নং ছবি:

৩১নং ছবি:

৩২নং ছবি:

৩৩নং ছবি:

৩৪নং ছবি:

৩৫নং ছবি:

৩৬নং ছবি:

৩৭নং ছবি:



মন্তব্য ৪৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৭

বাকি বিল্লাহ বলেছেন: ছবিগুলো কয়েকবার চলে আসছে। ও হ্যা যাচ্ছেন কোথায় সেটাই তো বললেন না। B-)

২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৮

ভিটামিন সি বলেছেন: হ্যাঁ কয়েকবার চলে এসেছে। ঠিক করার চেষ্টা নিতাছি। ধন্যবাদ। সিংগাপুর রিজেন্ট এয়ার ওয়েজ।

২| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৩

বাউল আলমগী সরকার বলেছেন: ছবিগুলো দেখে অন্যরকম অনুভূতি সৃষ্টি হল

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

ভিটামিন সি বলেছেন: আসলে ছবিগুলো ভালো হয় নাই। কমদামী ফোনের কম পিক্সেলের ক্যামেরা এবং সিটে বসে তোলা। তারপরও যেমনি এসেছে তাই মন্দের ভালো।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৬

ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রামণিত হইল :D :D ভিটামিন সি সিংগাপুর রিজেন্ট এয়ার ওয়েজ এ সিংগাপুর গিয়াছে, আমরা বিশ্বাস করিলাম

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৮

ভিটামিন সি বলেছেন: রিজেন্টের কেবিন ক্রু আপা ভাইয়ারা আমাকে দেখলেই এখন হাসে। প্রায়ই তাদের সাথে দেখা হয়। ৫ মাসে আপ-ডাউন ৬ বার তো । সবাই চিইন্না ফালাইছে আমারে যে আমি ভিটামিন সি।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

মামুন রশিদ বলেছেন: ছবিগুলো মুগ্ধকর! খুব ভালো লেগেছে ।

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০০

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। আসলে ছবিগুলো ভালো হয় নাই্ আমি জানি।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫০

কালো গুপ্তচর বলেছেন: ছবিগুলো অসাধারণ, তবে একই এঙ্গেল থেকে অনেকগুলো ছবি হয়ে গেছে ।

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৮

ভিটামিন সি বলেছেন: হ্যাঁ ভাইয়া, সিটে বসে তোলা ছবি তো তাই একই এঙ্গেল থেকে হয়ে গিয়েছে। তারপর আবার একদম পুরানা মোবাইল থেকে তোলা।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২০

এহসান সাবির বলেছেন: রান্নার ছবি কই?

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

ভিটামিন সি বলেছেন: রান্নার ছবি তো দেওন যাইতো না। রান্না ভালো হয় নাই। ধন্যবাদ।

৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: এহসান সাবির বলেছেন: রান্নার ছবি কই?



:-B :-B

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

ভিটামিন সি বলেছেন: লেখক বলেছেন: রান্নার ছবি তো দেওন যাইতো না। রান্না ভালো হয় নাই। ধন্যবাদ।

৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

মৃদুল শ্রাবন বলেছেন: ছবিগুলো সুন্দর। তবে একটা জিনিস আপনি দেখবেন, এখনে কোন বৈচিত্রতা নেই। সবই একরকম এবং একঘেয়ে।

অসীম সাগরে আর অসীম আকাশের বুকে বৈচিত্রতার বড়ই অভাব। :#>

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

ভিটামিন সি বলেছেন: মনে হয় তাই। আমার ছবি তোলায় তো কোন অভিজ্ঞতা নেই। ধন্যবাদ।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর পোস্ট ভ্রাতা :)

শুভকামনা ।

২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩

ভিটামিন সি বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা।

১০| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন: রান্না শেষে হলে ছবিগুলো আপলোড করে দিয়েনভ খাওয়াতে তো আর পারবেন না।

আমর দুধের স্বাদ একটু ঘোলে মেটাই ;) ;) ;) ;)

২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

ভিটামিন সি বলেছেন: রান্নার ছবি দেওন যাইত না। অনেক অনেক মেঘ দিছি, তুলা তুলা পেজা পেজা মেঘ। সনপাপড়ি মনে কইরা খাইতে থাকেন। শেষ হইয়া গেলে আওয়াজ দিয়েন।

১১| ২৩ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৪

অপ্রকাশিত কাব্য বলেছেন: সুন্দর হয়েছে

২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ।

১২| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

ইমতিয়াজ ১৩ বলেছেন: কল্পনার সনপাপড়ি আর বাস্তবিক মেঘ রাশি খাওয়া শেষ.

২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

ভিটামিন সি বলেছেন: ভাবীরে বলেন লিপটনের তাজা টি ব্যাগ দিয়া এক কাপ চা বানায়া দিতে। ওইটা পান করে একটু রেষ্ট নেন। থেংকস।

২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৬

ভিটামিন সি বলেছেন: সাথে আকাশের একটু নীল মিশায়া নিতে ভুল না হয় যেনো।

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

আবু শাকিল বলেছেন: সব গুলো ছবি একসাথে না দিয়ে যাস্ট একটা দিলেই পারতেন।কেননা
আকাশের ছবি গুলা সব একরকম :)

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৪

ভিটামিন সি বলেছেন: হ ঠিগই কইছুইন। আকাশডাই তো নীল আর সাদা। সবই সেম টু সেম।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

নাসরিন চৌধুরী বলেছেন: শাকিল ভাই ও মৃদুল শ্রাবণের সাথে একমত।
ধন্যবাদ পোষ্টটির জন্য।

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৬

ভিটামিন সি বলেছেন: হুম আমিও জানি। ধন্যবাদ আপনাকেও।

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

সুমন কর বলেছেন: কিছু ছবি ২বার এসেছে।

সুন্দর !!

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:২৯

ভিটামিন সি বলেছেন: ঘটনা সইত্য। আমার মোট ছবি ৩১ টা। আর আপলোড হইছে যেহেতু ৩৭টা। সুতরাং ৬টা ছবি দুইবার এসেছে। আমার ভালোই লাগে, নীল ব্যাকগ্রাউন্ডে... আহ...

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ভুল্কিস বলেছেন: ১০ লম্বরের ডাসবিনের ছবিটাই একমাত্র বেতিক্রম!

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩১

ভিটামিন সি বলেছেন: না দাদা। মাইরি বলচি, আরো বেতিক্রম আছে। ওই যে কয়েকটার মাঝে বিমানের চোঙ্গা দেখা যায়, কিছুতে আবার দেখা যায় না। কিছুতে আবার কম দেখা যায়। কি দাদা, আপনি মনে হয় খেয়ালই করেন নাই। আবার কিছু ছবিতে নিচের জিওগ্রাফ দেখা যায়।

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

কলমের কালি শেষ বলেছেন: ছবিগুলো সুন্দর তবে ভিন্নতার একটু অভাব আছে । :)

২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৩২

ভিটামিন সি বলেছেন: হুম। দাদা, বিমানে তো বিভিন্ন এঙ্গেলে পিকচার নেয়ার সুযোগ নেই। তাই ভিন্নতার বড়ই অভাব পরিলক্ষিত হইতেছে।

১৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

সুফিয়া বলেছেন: এ এক মজার অভিজ্ঞতা। বিমান থেকে আকাশের কিংবা নিচের ছবি তোলা। বিমানে বসে একাজটা আমি সব সময় করে থাকি। খুব সুন্দর হয়েছে আপনার ছবিগুলো।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:১০

ভিটামিন সি বলেছেন: জ্বী আপা। আকাশে ভাসছি, ডানে মেঘ, বামে মেঘ, উপরে-নিচে মেঘ; যেন মেঘের সমুদ্রে হাবু-ডুবু খাচ্ছি। ভালোই লাগে এসময় ছবি তুলতে। আপনাকে ও অনেক ধন্যবাদ।

১৯| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০০

গোধুলী রঙ বলেছেন: উপরে মেঘ নিচে মেঘ, দুই স্তরের মাঝে সুর্য এবং সুর্যাস্ত, বিকাল এবং সন্ধ্যায়, এগুলোও সরাসরি বিমান থেকে

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৩

ভিটামিন সি বলেছেন: আপনার ছবিগুলোও সুন্দর। তবে নীলের উপস্থিতি কম। আপনার ২য় ছবিটার মতো আকাশ আমিও দেখেছি কয়েকবার। দুইটা স্তর মাঝ বরাবর একটা রেখা। নিচের অংশটা ঘোলা, উপরেরটা পরিস্কার। ধন্যবাদ উৎসাহিত করার জন্য।

২০| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৫

রাবেয়া রব্বানি বলেছেন: একি রকম কিছু ছবি আমার ও আছে। অদ্ভুত রকম সুন্দর এই মেঘের দেশ। ছবিতে যার আসল রূপ আসে না।

আমি যতবারই দেখেছি হাইক্লাস ভাব নিয়ে এ আর এমন কি ভাব নিতে পারিনা। পাতি মধ্যবিত্তের মান সম্মান বজায় রেখেও দেখি না। একেবারে গরীব মানুষের মত জীবনে যে দেখিনাই তা বুঝায় ফেলি। আসলেই তো আমরা এত সুন্দর রোজ রোজ কই দেখি!

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৫

ভিটামিন সি বলেছেন: হুম ঠিক তাই। এসব ছবি আমরা রোজ কই দেখি! করেক্ট। আসলে ক্যামেরায় তো আসে সামান্য বিস্তুৃতির সামান্য একটা অংশ। পুরোটা বিস্ময়কর সুন্দর।

২১| ২৩ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

পার্থ তালুকদার বলেছেন: ওয়া------- দারুন সব ছবি !!

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৬

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ।

২২| ২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৬

দুঃখ হীন পৃথিবী বলেছেন: এত গনগন দেশে যান কি ভাবে, আমিতো ২ বছরে একবার গেলেই হাপাইয়া উঠি।
দোয়া করি আপনার প্রতিটা যাত্রা নিরাপদ এবং আনন্দময় হয়ে উঠুক।

একদিন দেখা করার কথা ছিল, কিন্তু এখনো দেখা হয়নি। যদি সিঙ্গাপুরে থাকেন তাখলে চলেন আগামী রবিবারে মুস্তফার পাশে একদিন আড্ডা দেই।

২৪ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪০

ভিটামিন সি বলেছেন: প্রথমবার দেশে গিয়েছিলাম মে মাসে নরমাল ছুটি নিয়ে ১৮ মাস পর। তারপর আগষ্টে গেলাম পূবালী ব্যাংকে জুনিয়র অফিসার (কম্পিউটার) পদে লিখিত পরীক্ষা দেয়ার জন্য। দেখা গেলো লিখিত পরীক্ষার টিকে গেলাম। এবার নভেম্বরে মাসে গেলাম ভাইভা দেয়ারা জন্য। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমি ভাইভাতে অকৃতকার্য হয়েছি। আমার চোখের সামনে লবিং করা ৩ জনের জব হলো, আমারা দুই বন্ধু সব উত্তর সঠিক দিয়েও জব পেলাম না। জবটা পেলে সিংগাপুর ছেড়ে যাবার ইচ্ছা ছিলো।
আর হ্যাঁ, দেখা করা যায়। আমি শনিবার, রবিবার দুই দিনই ফ্রি থাকি। জব থাকে না। তবে রবিবারে সাধারণত মোস্তফা প্লাজার দিকে যাই না। কারণ রবিবারে তো ওই এলাকায় মানুষের জন্য হাঁটা যায় না।

২৩| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

সোহানী বলেছেন: হেহেহেহেহে............১০ নং ছবি দিয়া কি বুঝাইতে চাইলেন...

ছবিগুলাতে ভালো লাগা.... আচ্ছা আমি ও দিলাম আপনের লাইগা.... আল্পস্ পর্বতের পিক...


২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৪

ভিটামিন সি বলেছেন: হি হি হি ধইন্যা লন। আল্পস পর্বত তো বইয়ে পড়ছিলাম। বাস্তবে থুক্কু ব্লগে যে দেখপার পারুম ভাবি নাই। আকাশে এতো মেঘ কিতা করে??

২৪| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৬

ৎঁৎঁৎঁ বলেছেন: আহা মেঘদল! আশ্চর্য মেঘদল!

পোস্টে ভালোলাগা!

২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৯

ভিটামিন সি বলেছেন: ৎঁৎঁৎঁ ধন্যবাদ ৎঁৎঁৎঁ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.