নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম কি দেবো বুঝি না। হতে পারে শিরোনামহীন।

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২৭





অসংখ্য, অসংখ্যবার তোমাকে বুঝিয়েছি আমি

এভাবে ছিন্ন করে দিওনা আমাদের বন্ধন।

ছেঁটে ফেলো না তোমা থেকে আমাকে;

তোমার শূণ্যতা আমার অস্তিত্ব সংকটের কারণ হবে জেনো।



আমি ছায়া পেতে চাই তোমার আচঁলের,

আমি শব্দ শুনতে চাই তোমার উষ্ঞ নিঃশ্বাসের,

আমি গন্ধ পেতে চাই তোমার ভেজা চুলের,

একান্তই আমার করে পেতে চাই তোমাকে প্রতিটি প্রহরে।



তুমি উদাস হও এসব শুনে,

শুন্য দৃষ্টে তাকাও আকাশ পানে-

যেখানে একাকী উড়ে ডানা মেলা সোনালী চিল।



অন্য দিকে তাকিয়ে বলো, চলো উঠি!!!

আজ আর নয়!!!

আমি অবাক, ভীষণ অবাক হই তোমার এমন আচরনে।

এমনতো ছিলে না তুমি!!!



সামান্য পিন দিয়ে গাঁথা মালা তোমাকে আবিভুত করতো যেখানে-

সেখানে বেলী ফুলে মালাও তোমার দৃষ্টি কাড়ে না!!

যেই তুমি প্রতিদিন দুটি রজনী গন্ধ্যা দিতে আমায়-

আজ সেখানে একটা ঘাষের ডগাও তোমার হাতে উঠে না!!

কেন এমন নিষ্প্রাণ, নিস্তরঙ্গ হলে তুমি??



এমন করো না লক্ষীটি?

সোনা আমার; ফিরে এসো আবার আমার দু'বাহু বন্ধনে।

এমন আবেগহীন হয়ে পুড়িয়ে মেরো না আমায়

ভালোবাসার লেলিহান শিখায়।

আমি আজো অপেক্ষায় আছি -

- - - তোমার।



উৎসর্গ: সা আদ্যেক্ষরের কোন এক মানবীকে।

ছবিটা মামারবাড়ি থেকে নেয়া; আর অক্ষরগুলো মাথা থেকে।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা +

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম ভাইকে।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক দিন পর সামুতে অসাধারণ এক বিষ্ফোরন নিয়ে।


কবিতায় +++

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৩

ভিটামিন সি বলেছেন: কিতা কন মেয়াভাই। আমি আছিই সামুতে; যাষ্ট অনলাইন আর অফলাইন আর কি। ব্যাক্তিগত সামান্য সমস্যায় কিণ্চিৎ সমস্যাগ্রস্ত ছিলাম। ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিলো। মেয়াদ বাড়াতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে, এখন যদিও অবৈধ তবুও শঙ্কামুক্ত।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০২

ইমতিয়াজ ১৩ বলেছেন: বৈধতা পেতে কতদিন লাগবে ?

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

ভিটামিন সি বলেছেন: আর মাত্র দুই দিন পর ই। ২৪ তারিখে পাবার সমুহ সম্ভাবনা আছে। না পেলে ২৬ তারিখে মাষ্ট।

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

অপূর্ণ রায়হান বলেছেন: প্লাস দিলাম! এক্টেনশন এ কি যেন দুইটা আইসা আছে ভ্রাতা, রিমুভড করলাম!!!!!


অনেক ধন্যবাদ!!

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

ভিটামিন সি বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ইমতিয়াজ ভাইকেও ধন্যবাদ। উনাকে ধইন্যা দিতে ভুলে গেছিলাম। আসলে কাছের মানুষের ক্ষেত্রে এমনই হয়। যাই হউক, এক্সটেনশন দুইটার টিক উঠায়ে ডিসএবল করে নিন, আর এডব্লকার ইন্সটল করে নিন। অনেক ঝামেলা মুক্ত থাকতে পারবেন্। ভালো থাকবেন।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

নাজনীন পলি বলেছেন: " সামান্য পিন দিয়ে গাঁথা মালা তোমাকে আবিভুত করতো যেখানে-
সেখানে বেলী ফুলে মালাও তোমার দৃষ্টি কাড়ে না!! "
হুম বড়ই কষ্টের কথা । যাকে নিয়ে লেখা তার দৃষ্টি আকর্ষণ করছি এতো নিষ্ঠুর হবেন না প্লিজ :P

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

ভিটামিন সি বলেছেন: সমব্যাথী হওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু যে আহবান আপনি করেছেন, তা মনে হয় অসম্ভব।
কারণঃ-
এখন তার কোলে,
বাবু সোনা ঝুলে। (সম্ভবত; ২০১০ সাল যে খুব দুরে চলে গেছে)।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪২

অপূর্ণ রায়হান বলেছেন: আহা! ভ্রাতা পোস্ট তো নির্বাচিত পাতায়! ;) এর আগের পোস্ট ৮০ টিরও বেশী মন্তব্য নিয়ে নির্বাচিত পাতায় যেতে পারে নি! হাহাহাহাহা =p~ =p~ =p~

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

ভিটামিন সি বলেছেন: তাই তো দেখলাম আমিও। ভালোই হয়েছে, এই বিষয়টা নিয়ে অনেকেই হয়তো ঝামেলায় ছিলো, তা দুর হবে। আমি প্রথম আলোয় বাজে এড দেখে এডব্লকার ইন্সটল দিছিলাম। আমার ক্রোম ব্রাউজার সব ডিভাইসেই একই মেইল আইডি দিয়ে একটিভ করা। এর পর থেকে পিসি, ল্যাপি, স্যামস্যাং এস ৪ এ কোথাও আর এড এর ঝামেলায় পড়ি না। তাই আপনারে এই বুদ্ধিটাই দিয়েছিলাম।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

 বলেছেন: সুন্দর কবিতা :D

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

ভিটামিন সি বলেছেন: আপনার জন্যও রইল ভালো লাগা।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১০

আলম দীপ্র বলেছেন: বাহ ! সুন্দর হয়েছে !

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

ভিটামিন সি বলেছেন: গুড কমেন্ট। ধন্যবাদ রইল।

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

আহলান বলেছেন: অপক্ষো নয প্রতীক্ষায় থাকুন .... :-P

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

ভিটামিন সি বলেছেন: লাভ নাইরে ভাই। আশার গুড় কাউয়ারে দিয়া দিছি।

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮

ঢাকাবাসী বলেছেন: কবিতাটি ভাল লাগল্

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসীকে।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: প্লাস দিলাম। :)

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৬

ভিটামিন সি বলেছেন: থ্যাংকু, ব্যাগ তো ফুটা, প্লাস নিমু কেমনে?

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । মিষ্টি কবিতা ।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪০

ভিটামিন সি বলেছেন: চিনির দাম তাহলে কমতেছে, তাই না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.