নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

একটু খানি সুখের নাচন - - -

২০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯





একটু খানি সুখের নাচন দেখতে যদি চাস-

নীরব গ্রামের ঝিলের ধারে ওই বাড়িতে যাস।

বাড়িতো নয় যেন এক বৃক্ষরাজির বাগান-

ফুল-ফলেতে সুশোভিত ওই বাড়িটির উঠান।

দক্ষিণেতে শিমের মাচা আর সবুজ লাউ-

টুনটুনিতে দাপিয়ে বেড়ায় সাথে ফিঙ্গে ছাও।

একটা দুটো কাঠবিড়ালী কট কট কট ডাকে-

মোরগ মামা ভোরবেলাতে বেজায় জোরে হাঁকে।

তারপরেতে খোলা মাঠে কাজলী ধেণু চরে-

বাছুরটি তার সারাটি দিন পিছু পিছু ঘোরে।

দক্ষিনেতে আরো আছে তাল, সুপুরির বাগ

দক্ষিনের বর্ণনা এবার একটু থাক।।



পূর্বেতে ঠাঁই পেয়েছে কাঁঠাল, তেতুল, আতা

বরই, পেয়ারা, আমড়া নিয়ে বলব এবার কথা।

আমার গাছের বড়ই যে ভাই ইট্টুস বড় হয়,

ডাসা ডাসা পেয়ারা, আমড়া বলার মতো নয়।

তার পরেই আছে একটা আস্ত তালপুকুর

শিং, কই, মলা, পুটিঁ আরও আছে মাগুর।

তালপুকুরের পাড় জুড়ে ওই তাল-খেজুরের সারি-

এই পুকুরেই নেচে বেড়া সাদা হাঁসের ঝাড়ি।

এই তো গেলো তালপুকুর, এবার উত্তরে -

জাম, জামরুল, জাম্বুরাতে বাড়ি রেখেছে ঘিরে।

এক সারিতে আছে আবার আতা, জলপাই, বেল

সুখের নাচন দেখবি তোরা আমার সাথে চল।

পরে সারি ভরে আছে নারিকেলের গাছে

কাঠ কুড়ানির কুটুর কুটুর সারাদিনই বাজে।



আম, কাঠাঁল ছড়ানো আছে বাড়ির আশে-পাশে

হুতুম পেঁচা রাত দুপুরে বাঁশের ঝাড়ে কাশে।

ডালিম, লিচু, কামরাঙ্গা বলিনি তোদের কথা-

এই বলেছি দেখনা চেয়ে রাখিস না মনে ব্যাথা।

পশ্চিমেতে আছে আবার বরাক বাঁশের ঝাঁড়

বক-শালিকের খুনসুটিতে আমার বাড়ি তোলপাড়।

উঠোন জুড়ে হেঁটে বেড়ায় মুরগি, কবুতর ছানা

ওইখানেতে আমার আবার হাত দিতে মানা।

ফুলের মেলায় আছে কেবল বেলী, কামিনী, গন্ধরাজ

আরো আছে জবা, গাদা, বাগান বিলাস।

ভোরবেলাতে এই বাড়িতে শুরু হয় কলরব-

সূর্য্য পাটে গেলে তবেই থামে রে তান্ডব।







আজ ২০শে জানুয়ারী; ভোরবেলায় (৫.২০) যখন অফিসের বাসে করে অফিসে আসতে শুরু করি, তখনই মাথায় ঢুকে যায় প্রথম দুটি লাইন। তারপর মাথা থেকে কি বোর্ডে না আসা পর্যন্ত কেমন অসস্ত্বি হচ্ছিল। এখন মাথা ঠান্ডা। কুল ম্যান কুল।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০০

ইমতিয়াজ ১৩ বলেছেন: কবিতায় প্রথম ভাল লাগা।

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ ইমতিয়াজ ভাই।
আমি কিন্তু ভাবীরে দেইখ্যালছি।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪

আরজু পনি বলেছেন:

বাহ্
ভালো লাগা রইল ।

যাদের রেখার অভ্যাস আছে তাদের মাথায় কিছু আসলে তা না লেখা পর্যন্ত শান্তি উড়ে যায় ...

এভাবেই লিখতে থাকুন ।।

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ দাদী, এভাবে উৎসাহ দেয়ার জন্য।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪

প্রামানিক বলেছেন: কবিতা ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৮

ভিটামিন সি বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৪

চাঁদগাজী বলেছেন:

ভালো ছন্দ

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য। ছবিটা কিন্তু গুগল থেকে নেয়া।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

এহসান সাবির বলেছেন: দারুন।

শুভ বসন্ত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৮

ভিটামিন সি বলেছেন: শুভ বসন্ত। ভালো থাকুন নিরন্তর।

৬| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:২০

দীপংকর চন্দ বলেছেন: প্রাকৃত জীবনের অনেক উপাদান জড়ো হয়েছে লেখাতে।

ভালো লাগা অনেক ভাই।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৫৫

ভিটামিন সি বলেছেন: অনিঃশেষ শুভ কামনা রইল দীপংকর দা। আপনি ও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.