নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

ভিটামিন সি নামকরণের স্বার্থকতা ও এর উপকারিতা (জানি না পোষ্ট প্রথম পাতায় আসবে কিনা?)।

২২ শে জুন, ২০১৫ দুপুর ২:২২

আমি ভিটামিন সি। হ্যাঁ ঠিকই ধরেছেন, সেই কামচুরা পোলাডা, যে খালি আউলা-ঝাউলা কমেন্ট করে।
এই আমার নামকরণের লগো। গুগল মামার বদৌলতে আমি আমি এই লগোটার উত্তরাধিকারী।
নামকরণঃ সামুতে নিক খুলতে গিয়ে আমার নামের সব অংশ দিয়া চেষ্টা করেও যখন বিফল মনোরথে নিস্কাম হইয়া দেশ থেকে আনীত সিভিট চুষিতেছি, তখন মাথায় ঝাকি দিয়া এই ভিটামিন সি নামটার আবির্ভাব হলো। সাথে সাথে ট্রাইও করলাম এই নাম দিয়া। পেয়েও গেলাম নিক। তারপর লগো খুজতে খুজতে গুগল মামা তোলপাড় করিয়া একখানি লেবুর ছবি আমার নয়নে আটকিয়া গেল। যা এখন আমার নিক লগো হিসেবে শোভা পাইতেছে।

ভিটামিন সি কোথায় পা্ওয়া যায়ঃ আরে কি কন ভাই? বলেন কোথায় পা্ওয়া যায় না এই ভিটামিন সি? সামুতে পাইবেন জলজ্যান্ত ভিটামিন সি। চ্যাট, করবেন, কল করবেন, ইমেইল করবেন, জিমেইল করবেন, হটমেইল করবেন, আউটলুক মেইল করবেন, স্কাইপ করবেন (কেমনে করে?), ভাইবার করবেন(কেমনে করে?), হ্যাং আউট করবেন(কেমনে করে?), হোয়াটসএপ করবেন(কেমনে করে?), ইমো করবেন(কেমনে করে?)... এই সব জায়গায় ইন্সট্যান্ট পাবেন ভিটামিন সিকে। আর যদি পুষ্টি উপাদান ভিটামিন সি খোঁজেন তাইলে খাড়ান, দম নিয়া লই, কইতাছি.. এই ধরেন লেবু, আমলকি/আমলা, কামরাঙ্গা, জাম্বুরা, মাল্টা, কমলা, পেয়ারা, আনারস, কিউই, ড্রাগন, চেরি, আঙ্গুর, স্ট্রবেরী, ফুলকপি, কালোজাম, কাঁচা মরিচ ইত্যাদিতে প্রচুর প্রচুর পরিমানে পাওয়া যায়। বাংলাদেশের তথা বিশ্বের অনেক কোম্পানীই বানিজ্যিক ভিত্তিতে ভিটামিন সি এর ট্যাবলেট বাজারজাত করে থাকে। বাংলাদেশে এই ট্যাবলেটের জনপ্রিয় ব্যান্ড "সিভিট"। সহজ কথা হলো সব টক জাতীয় ফলেই ভিটামিন সি এর ভান্ডার আছে। দাঁড়ান একখান ছবি আপ্লোড কইরা দেই।

ভিটামিন সি খাইয়া কি লাভ অইবো? আসলেই তো ভিটামিন সি খাইয়া কি লাভ অইবো? কোন লাভ নাই। কিন্তু মজা লাগে। ইস কি মজারে!! মজায় দুই চোখ বন্ধ হইয়া আসে, জিভে পানি চলে আসে। কেডায় কইছে ভিটামিন সি খাইলে কোন লাভ নাই? না খাইলে অল্প বয়সেই হাড়ে ম্যাড়মেড়া রোগ অইবো, দাঁতগুলা সব নড়াচড়া করবো, চোখে কম দেখা যাইবো, স্কার্ভি নামক চর্মরোগে শরীর নষ্ট করবো। আরো যে কত খারাপ অইবো শরীরের তা বইলা শেস করা যাইবে না।

সময়ের অভাবে পোষ্টটি শেষ করতে পারিনি। পরে আরো আপডেট দিয়ে পূর্ণ করে দেবো। আপাতত এই টুকুতেই সীমাবদ্ধ থাকুক। আর যেহেতু টেষ্টিং পোষ্ট তাই সিরিয়াসলি দিলাম না।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:৩২

কাবিল বলেছেন: এইটাতেও কিন্তু ভিটামিন সি আছে ------

২৩ শে জুন, ২০১৫ সকাল ৭:১৪

ভিটামিন সি বলেছেন: এইটার কথা কিন্তু লিখা আছে সিরিয়ালে। একটু নজর দিন দয়া করে।

২| ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:৩৫

লালপরী বলেছেন: সিভিট :P

২৩ শে জুন, ২০১৫ সকাল ৭:১৫

ভিটামিন সি বলেছেন: খাইন না কেরে? খায়ালাইন। অ.ট. কালোপরী = লালপরী ইজ ইট রাইট?

৩| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোস্ট কিন্তু প্রথম পাতায় আসে নি। তাও কিভাবে যেন দেখতে পেলাম। ;)

২৩ শে জুন, ২০১৫ সকাল ৭:১৮

ভিটামিন সি বলেছেন: তাই নাকি? পোষ্টের উপর মনে হয় বদজ্বীনের আছর হইছে। এই জন্য প্রথম পাতায় যায় না। তাছাড়া বদজ্বীনরে কারণে আমার মোবাইল থেকে লগইন করতে পারি না। ইউজার নেম, পাসওয়ার্ড ঠিক ঠিক ইউজ করি তাও হয় না। বাসার ল্যাপটপেও লগইন হয় না। ওইখানেও বদজ্বীনরে বাচ্চা আক্রমন করেছে। শুধু অফিসের পিসি থেকেই সামুতে লগইন করতে পারি। যাই আমি যেই মানের ব্লগার, তার জন্য এমনই হওয়া উচিত।

৪| ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:৩৮

ইমতিয়াজ ১৩ বলেছেন:


ভাই খুব খেয়াল কইরা ...........................

২৩ শে জুন, ২০১৫ সকাল ৭:২১

ভিটামিন সি বলেছেন: হুম খেয়াল করতেছি। যে কামরাঙ্গা দেশের বাড়িতে গাছতলায় পড়ে নষ্ট হয়, সেই কামরাঙ্গা বিদেশে কিনতে সাহস পাই না। তাই খুব খেয়াল কইরা কামরাঙ্গাকে এড়িয়ে যাই।

ভাই ওরা তো এখনো ডাকে না আমারে। কবে যে লিষ্ট এ নাম আসবো ওই অপেক্ষায় বসে আছি।

৫| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:১৬

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল, আন্চলিক ভাষায় লেখাটি।

২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৩

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসীকে।

৬| ২৩ শে জুন, ২০১৫ দুপুর ১:২১

গরল বলেছেন: ভিটামিন সি একটা খুব ভাল আ্যান্টি-অক্সিডেন্ট যা রক্তের ফ্রী র‌্যাডিক্যালস দুর করতে সাহাজ্য করে। বিজ্ঞানীরা বলেন মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টির অন্যতম কারণ এই ফ্রী র‌্যাডিক্যালস।

২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৪

ভিটামিন সি বলেছেন: গুড জব ফর ভিটামিন সি। থ্যাংকস মেনি মেনি।

৭| ২৩ শে জুন, ২০১৫ রাত ৮:৫০

সুমন কর বলেছেন: মজার পোস্টে ১ম ভালো লাগা রইলো।

২৪ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৫

ভিটামিন সি বলেছেন: ভালো লাগা গ্রহন করলাম। বলুন আপনাকে কি দেবো? কামরাঙ্গা না লেবু?

৮| ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৩৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাই আছেন কেমন ?

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৪৮

ভিটামিন সি বলেছেন: আলহামদুলিল্লাহ্। ভালো আছি। আপনি কেমন আছেন? আমাদের ঈদ কিন্তু শুক্রবারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.