নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

এলোমেলো ছবি ব্লগ। ছবি তোলা স্যামসাং গ্যালাক্সি এস ফোর মোবাইল দিয়ে। পর্ব - ১।

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:১৬

ফটোগ্রাফি বা ছবি তোলার অ-আ কিছুই জানি না। কোন কিছু দেখতে ভালো লাগলে মোবাইল ক্যামেরায় বন্দি করি। তেমনি কিছু কুখ্যাত ছবির প্রদর্শনী দিলাম এই লেখায়। ছবি তোলার স্থান সিংগাপুরের বিভিন্ন লোকেশন। তো আসেন দেখি প্রথম ছবিটা। ছবি নং ০১। এই ছবিটা চায়নিজ গার্ডেন থেকে নেয়া। চায়নিজ নিউ ইয়ার উপলক্ষে এই বাড়িতে অনুষ্ঠান করা হয়।
ছবি নং ০২। শিকারের সন্ধানে বসে থাকা সারস পাখি। এই ছবিটি জাপানিজ গার্ডেন এর লেক থেকে নেয়া।
ছবি নং ০৩। নারকেল সহ নারকেল গাছ। এভাবেই নারকেল ঝুনা হয়ে নিচে পড়ে তারপর মিশে যায় ময়লার সাথে। শুধুমাত্র সৌন্দর্যের জন্য লাগানো এই গাছ। জুড়ং পোর্ট রোড থেকে তোলা ছবি।
ছবি নং ০৪। সিংগাপুরের নীল আকাশে সাদা মেঘ। ছবি গত ঈদের দিন আমার বিছানার উপর থেকে জানলার ভেতর দিয়ে তোলা।
ছবি নং ০৫। এই ছবিটিও জুড়ং পোর্ট রোড থেকে তোলা। সাদা কাঠগোলাপ।
ছবি নং ০৬, বকের মেলা। এই ছবিটি জুড়ং গলফ ক্লাবের পিছনের দিক থেকে নেয়া, জাপানিজ গার্ডেনে দাঁড়িয়ে।
ছবি নং ০৭। চায়নিজ গার্ডেনের রঙ্গিন মাছ। চৌবাচ্চার মধ্যে পালন করা হয় এই মাছ।
ছবি নং ০৮। এই ছবিটি আমাদের অফিসের সামনের কার পার্কিয়ের পিছনের বাগান থেকে নেয়। কড়কড়ে হলুদ রং এর ফুলের নাম আমি জানি না।
ছবি নং ৯ নাম না জানা ফুল। আরো একটি নাম না জানা ফুল। জুড়ং রিভারের ব্রিজ এর উপর থেকে নেয়া ছবি জুড়ং ইষ্ট এর দিকে মুখ করে।
ছবি নং ১০ ফিশিং বোট।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৮

কাবিল বলেছেন: সুন্দর সব ছবি।
ছবিগুলো আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য মতই ভাল লাগল।

আরও ছবির অপেক্ষায় থাকলাম।

২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:০১

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি হাতুইড়া ফটোগ্রাফার, গুরু তো সাদা মনের মানুষ (কামাল ভাই)।

২| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৭

নীলপরি বলেছেন: দারুন হয়েছে ছবিগুলো ।

২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:০২

ভিটামিন সি বলেছেন: তাই বুঝি!! হাওয়া দেন কেরে? ধন্যবাদ আপনাকে।

৩| ২২ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০১

সাদা মনের মানুষ বলেছেন: শুধু ভিটামিন সি নয়, ছবিগুলোতে আরো বেশী কিছু আছে :-B

২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৩

ভিটামিন সি বলেছেন: তাই বুঝি? আরে ছবি তোলার শখ তো আপনার কাছ থেকে পাওয়া। গুরু তো আপনি।

৪| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০১

সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি।

২য় লাইক।

২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৯

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ টাই নেন। আর কিছু দেয়ার মতো নাই।

৫| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

মশিকুর বলেছেন:
কুখ্যাত ছবির প্রদর্শনী =p~

নারকেল কেউ খায় না নাকি?

শুভকামনা।

২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১

ভিটামিন সি বলেছেন: না দাদা, কেউ খায় না। গাছেরটা খায় না, থাইল্যান্ড থেকে ডাব আমদানি করে খায়। আর নারকেল, আম গাছের নিচে পড়ে পড়েই নষ্ট হয়।

৬| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৯

প্রামানিক বলেছেন: হোক না মোবাইলে তোলা ছবি তারপরেও খুব সুন্দর ছবি। ধন্যবাদ

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:৩২

ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ প্রামাণিক দা। তবে আমি কিন্তু ছবির অ আ কিছুই জানি না, বুঝি না।

৭| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

শায়মা বলেছেন: ভাইয়া সাদা পেঁজা মেঘগুলো দেখে তো

আমার মন পাখিটা যায় রে উড়ে যায়.......

ঐ আকাশের গায় ........


হয়ে গেলো...........

০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৫

ভিটামিন সি বলেছেন: শায়মাপু, আমি আর আপনারে কিতা কইয়াম? সাদা মেঘের ছবি নিয়া পোস্টামুনে পরে।

৮| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:২৮

দুঃখ হীন পৃথিবী বলেছেন: ঐ মিয়া, ছবিতো সুন্দর হয়ছে কিন্তু আপনারেতো খুজে পাওয়া যায়তাছেনা।

১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৫

ভিটামিন সি বলেছেন: আমি আছি তো। গত রবিবারে আপনার বাসার কাছে গিয়েছিলাম রাতে। ৩০ নং বাসে করে হারবার ফ্রন্ট, তারপর ভিভোসিটি, তারপর হেঁটে হেঁটে সেন্তুষা। চারদিন বাসায় ঘুমাইলাম। আজকে অফিসে এসছি।

৯| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৯

দুঃখ হীন পৃথিবী বলেছেন: চারদিনের ছোটিতে আমার বাসায় আইসা পরতেন, গতকাল ইউনিভার্সাল ষ্টুডিওতে গিয়েছিলাম।

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৪

ভিটামিন সি বলেছেন: হুম আসা যেত। আমি তো ফ্রি ই থাকি। আমি রোববারে ছবি তুললাম অনেক ইউনভিার্সাল স্টুডিও এর ঘূর্ণায়মান গ্লোবটার পাশে, সামনের ক্যাসিনোর কাছে। সপ্তাহে দুই দিন আমার অখন্ড অবসর। আগামী কোন একদনি ক্যাবল কারে উঠব, এপাড় থেকে ওপাড়ে যাবো। আপনি অন্তত দাওয়াত দিতে পারেন। আমি পারি না। কোম্পানীর বাসায় থাকি তো। কাউকেই সাথে নিয়ে আসা যায় না।

১০| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪

দুঃখ হীন পৃথিবী বলেছেন: সমস্যা নাই তাখলে কোন এক শনিবারে আমার বাসা থেকে বেড়িয়ে যান, সাথে নিজের হাতের রান্নার পরীক্ষাটাও দিয়ে যাবেন।

১১| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৩

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.