নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

উইন্ডোজ ১০ এ ব্রাউজার হিসেবে Bing কে Replace করে Google কে ডিফল্ট হিসেবে সেট করা।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৩

সামুর সবাইকে সাদামাটা ধরনের শুভেচ্ছা জানিয়ে এই টেক পোষ্ট লিখতে বসলাম। টেক পোষ্ট লিখা খুব কষ্টসাধ্য। কারণ টেক পোষ্টে সঠিক তথ্য ও ছবি দিয়ে পোষ্টকে স্বাস্থ্যসম্মত করতে হয়।
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রিলিজ হলো উইন্ডোজ ১০। অনেকেই হয়তো উইন্ডোজ ১০ এ ফ্রিতে আপগ্রেড করতে পারবেন। যারা পাবেন না তাদেরকে টাকা দিয়ে কিনে নিতে হবে। এট লিস্ট ৬০/৯০ টাকা তো খরচ করতেই হবে। এবার মুল পোষ্টে আসি। একটা ছবি আপলোড করে নিই উইন্ডোজ ১০ এর।

কি সুন্দর না দেখতে এই ছবিটা!!! কেমন নীল নীল আলোর ফোয়ারা ছুটে আসছে জানলা থেকে। এটাই উইন্ডোজ ১০ এর ডিফল্ট ইমেজ (আমার ল্যাপিতে সেটআপের পর এই পিকচার এসেছে, তাই আমি মনে করছি এটাই ডিফল্ট)। উইন্ডোজ ১০ এ ধীরগতির ইন্টারনেট এক্সপ্লোরারকে বিদায় জানিয়ে মাইক্রোসফট এজ (Microsoft Edge) কে সংযুক্ত করা হয়েছে। উপরের ছবিতে মাইক্রোসফট এজের একটি পেজও অপেন করা আছে। এই ব্রাউজারে সার্চ ইঞ্জিন হিসেবে বিং (BING) কে ব্যবহার করেছে মাইক্রোসফট। আমরা এশীয়রা সাধারণত বিং (BING) কে সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করি না। সার্চ ইঞ্জিন হিসেবে আমাদের পছন্দ google মামাকে। Google এমনই এক মামা যা সত্যিকার মামার চেয়ে বেশী কিছু। আমাদের দৈনন্দিন ভার্চুয়াল প্রয়োজনের প্রায় সবই এই মামার সানিধ্যে করে থাকি। তো এখন উইন্ডোজ ১০ যখন আপনার পিসি/ল্যাপির পর্দায় নেচে বেড়াচ্ছে, তখন এই BING নামের কঠিন পদার্থকে সরিয়ে কিভাবে Google নামক তরল পদার্থ দিয়ে আপনার ব্রাউজার সাজাবেন, চলেন সেই কাজটাই দেখে আসি।
আচ্ছা, আচ্ছা, একটু দাঁড়ান; আপনার BING ব্রাউজারেই http://www.google.com/ লিখে একটা এন্টার মারেন তো দেখি কি হয়?? কি হলো? গুগলের ওয়েব সাইট চালু হয়েছে? হুম, আপনার কাজের ৫০% শেষ করে ফেলেছি। উপরের ছবিতে New Tab পেজের উপরের ডান কোণায় দেখেন তো ক্লোজ বাটনের সাথে ... এই রকম তিনটা ডট আনুভুমিকভাবে সাজনো আছে দেখা যায় কিনা? যদি খুজে পান তাহলে ক্লিক মারেন, আর না পাইলে ভাবীরে ডাক দেন, আপারা দুলাভাইকে ডাক দেন (যাদের দুলাইভাই নাই তারা আমারে দুলাভাই ডাকতে পারেন, মাইন্ড খামু না)। তারপর নিচের এই ছবিটা দেখুন।

কি দেখা শেষ ছবিটা? এই ছবিতে দেখেন লাল তীরচিন্হ দিয়ে Settings এ গুতা মারতাছে। আপনিও গুতা মারেন। তারপর এই ৩ নং ছবিটার দিকে তাকিয়ে দেখেন তো কোথায় গুতাগুতি করতেছে? আপনিও সেইখানে মানে View Advanced Settings এ আপনার মাউস এর কার্সর যাইত্যা ধরেন। তারপর কিতা করতাইন? তারপর পরের এই ছবিটার দিকে তাকান

এবং সেই মতো Google সিলেক্ট করে Add/ Set as default এ ক্লিক করুন।
এবার ব্রাউজার ক্লোজ করে পুনরায় চালু করুন। দেখুন আপনার ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল সেট হয়ে গেছে।

[গতকাল আমি উইন্ডোজ ১০ এ মাইগ্রেট করি। কিন্তু গুগলকে সেট করতে পারছিলাম না। তারপর নেট ঘেটে আজ সমাধান পেলাম, যা আগেই জানতাম। কিন্তু মুল বিয়টাই জানতাম না। প্রথমে গুগলের ওয়েব সাইট ব্রাউজ না করলে এডভান্সড সেটিংসে গুগলের নাম শো করবে না। তাই প্রথমেই এটা করে নিতে হয়। মন চাইলে যে কোন জায়গায় শেয়ার করতে পারেন, কোন আপত্তি নাই। ]

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৭

ঢাকাবাসী বলেছেন: ভাল জিনিস।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮

ভিটামিন সি বলেছেন: তাই? কিন্তু জিনিস তো নাই? সবই তো দেহি অ, আ, ক, খ। ধইন্যা লন।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮

জ্বলন্ত রিপন বলেছেন: এখনও উইন্ডোজ ১০ এ আপডেট করি নি। আশা করি কাজে আসবে। ধন্যবাদ ।

০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪১

ভিটামিন সি বলেছেন: করে ফেলেন। ফিচার, লুক সবই ভালো লাগছে। পাফর্মও করে খুব দ্রুত।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৫

সুমন কর বলেছেন: মজা করে লিখেছেন। কাজের পোস্ট। ধন্যবাদ বুইঝ্যা লন ;)

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭

ভিটামিন সি বলেছেন: আমি তো মজা করেই লিখতে চাই। কিন্তু পারি না তো। ধন্যাবাদ।

৪| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:২৭

অর্বাচীন পথিক বলেছেন: আমাদের তো সেই কবেই এই কম্ম করিয়াছি :P
ধন্যবাদ

১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৬

ভিটামিন সি বলেছেন: হাচা নি দাদী??? জিনিসটা উইন্ডোজ ১০ সম্পর্কে। সেই কবেই করার সুযোগ কোথায়? উইন্ডোজের আগের সর্ব ভার্সণের ডিফল্ট ব্রাউজার চেঞ্জ করাটা থেকে এবারেরটা এই একটু ভিন্ন। আপনাকে বিং ইউজ করে গুগল এ ব্রাউজ করতেই হবে কমপক্ষে একবার। আপনাকে ধণ্য দিলাম বাদ।

৫| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩২

অর্বাচীন পথিক বলেছেন: আমার "বোসকা" হল হেড মিস্ত্রি তাই এই সব নিয়ে আমি ভাবি না।
সে ঠিক করে সব আর আমি উপভোগ করি :-B :-B :-B :-B

১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯

ভিটামিন সি বলেছেন: হু হা হি হি হি হি। আইচ্ছা দাদী, এই "বোসকা" জিনিসটা কি? খায় না মাথায় দেয়?
আপনার পোষ্টে মন্তব্য করে এসেছি। দেখুন গিয়ে। ফাডায়ালছি।

৬| ১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫০

অর্বাচীন পথিক বলেছেন: Bag and Baggage বোঝেন তো ??

"বোসকা" এই জিনিস :-B

ভড় গ্রামের মানুষ কয় "বোসকা" :-B

৭| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৫০

ভিটামিন সি বলেছেন: অর্বাচীন পথিক বলেছেন: আমার "বোসকা" হল হেড মিস্ত্রি তাই এই সব নিয়ে আমি ভাবি না।
অর্বাচীন পথিক বলেছেন: Bag and Baggage বোঝেন তো ?? "বোসকা" এই জিনিস :-B

দুইটা কমেন্টের মাঝে "বোসকা" শব্দের মিনিং এ মিল খুঁজে পাচ্ছি না দাদী? ইট্টু যুদি বুঝাইয়া দিতাইন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.