নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ডায়েরির রংমহল

২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৩

কবির বেহায়া চোখের পর্দা
নির্লজ্জ হয়েছিল নগ্ন কলম
ডায়েরীর শুভ্র বুকে সেদিন
কলমের আঁচড়ে লজ্জিত কবিতা।

গালের টোলে রচিত কবিতা
সেদিন কলমের ঝর্না বেয়ে
ধমনীর অলিতে গলিতে
পদ্মা মেঘনা যমুনা।

লজ্জাবতীরা লজ্জায় লুকাল
কবিতার শাড়ির আঁচলে
বুনো শালিকের চোখা দৃষ্টি
লজ্জাবতীর থরথর ঠোঁটে।

রঞ্জিত রঙ্গনের বাগানের
লাল সেদিন চুরি করেছিল
এলিটার গাল, রাতুল ঠোঁট
ফন্দি ভেজেছিল শালিকের মন।

হাতে নাতে ধরা পরা
চোরা চোখের নৃত্য
ডায়েরীর বুকে সাক্ষী
পাতার প্রতিটি রংমহল।

আজও রিনিঝিনি বেজে উঠে
তার নৃত্যের নুপুর নিক্বণ
এই পাতায় সেই পাতায়
নির্লজ্জ কবির বেহায়া মন।










মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:০০

শতদ্রু একটি নদী... বলেছেন: Nicely written.++

১০ ই মে, ২০১৬ রাত ৮:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: ভাই আপনি কই? আপনাকে মিস করি!

২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:১৩

ভ্রমরের ডানা বলেছেন: আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে। অনেক ধন্যবাদ।

৩| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৮

আবদুর রব শরীফ বলেছেন: ভালো লাগলো ৷

২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ শরীফ ভাই। আপনার ভালোলাগাই কবিতার সার্থকতা।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭

খায়রুল আহসান বলেছেন: সবার আগে বলে নেই, ডায়েরিটা খুব কিউট। চোখের সামনে ভেসে উঠলো কাল্পনিক দুটো মায়াবী হাত, যে হাত ডায়েরিটাকে আগলে রাখে, আর নীরবে নিভৃতে তাতে কবিতা লেখে চলে, চোরা চোখের নৃত্যে ...
গালের টোলে রচিত কবিতা
সেদিন কলমের ঝর্না বেয়ে
ধমনীর অলিতে গলিতে
পদ্মা মেঘনা যমুনা।
-- অসাধারণ হয়েছে।
কবিতায় "লাইক"।

১০ ই মে, ২০১৬ রাত ৮:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: প্রথমেই জানিয়ে রাখি, কবি আমি দুঃখিত।

নোটিফিকেশন পড়াই যাচ্ছিল না। তাই দেরিতে প্রতিউত্তর দেওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত!


এত পুরোনো কবিতায় এত সুন্দর মন্তব্য একজন সুন্দর মনের অসাধারণ মানুষের পক্ষেই সম্ভব।


কবিতায় আপনার উপস্থিতি ও এত মধুর কমেন্ট আমাকে।আপ্লুত করেছে।


ভাল থাকবেন প্রিয় লেখক। শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.