নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

শরতের এলিটা

০৪ ঠা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩২

কে বলেছে তোমাকে নীল আকাশের নিচে যেতে,
তুমি ঘর ছেড়ে বেড়িয়েছ বলে,
শরতের নীল গায়ে দিয়েছে সাদা মেঘের জামা।
ফুটে থাকা কাশফুলে চুমু দিয়ে, লজ্জিত হাওয়া।

বনের পাশে আর যেওনা এলিটা,
তোমার রূপের আগুনে সেদিন নিপীড়িত
সোনালু বনের হলদে পরীর ডানা।
ফরেস্ট হাউসের ভদ্র গোলাপের মুখে হিংসার অনল।

লেকের পাড়ে তোমার অদ্ভুত হাসির ফোয়ারা
বৃষ্টি হয়ে নেমেছিল অঝোর ধারায়।
প্রতিটি কাঠঠোকরার লাল ঠোঁটে বিদ্যুৎ ঝলক,
তৃষ্ণার লেকের জলে অদ্ভুত শিহরণ।

তোমার খোঁপায় গোঁজা কদম ফুলের গন্ধ,
মাতাল তপ্ত দুপুরে তৃপ্ত দক্ষিণা হাওয়া।
প্রাণবন্ত পানকৌড়ির ডুব সাঁতারে
মুগ্ধ রাখালের সবুজ হাসির চোর ।

জুই চামেলিরাও বিদায় নিয়েছে বনে বনে,
থমকে থাকা সূর্যটাও আজ হেলে পড়েছে,
তোমাকে দেখবে বলে,
এলিটা, প্লিজ তুমি নাহয় আজ ঘরেই থেকো।





মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

সুমন কর বলেছেন: হ্যাপি ব্লগিং........ !:#P !:#P !:#P

ভালো হয়েছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

ভ্রমরের ডানা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে অনেক খুশী হলাম। পড়ার জন্য লেখকের ধন্যবাদ জানবেন।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগল।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২১

ভ্রমরের ডানা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ রাজপুত্র। আপনার ভাল লাগাই কবিতার সার্থকতা।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনিতো এই অসময়ে শরৎকে নামিয়ে ফেলেছেন !!! দারুন লেখনী ----চমৎকার বাক্যবিন্যাস, মুগ্ধ হলাম

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫১

ভ্রমরের ডানা বলেছেন: আমার কোন দোষ নেই, এই বসন্তের মাঝেও কোথা থেকে যে শরৎ আসে হানা দিল লেখকের ও তা বোধগম্য নয়। আপনার প্রশংসা কবিতাকে সার্থক করেছে আর এ অধম কবিকে করেছে আপ্লূত । অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৮:০৯

এম এম করিম বলেছেন: একগুচ্ছ কাশফুল।

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫২

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ভাল লাগলো আপনার কাশফুল পেয়ে। কদম ফুলের শুভেচ্ছা নেবেন।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৮:২০

মনিরা সুলতানা বলেছেন: আরেয়ে বাহ
খুব সুন্দর লেখা :)

০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভীষণ খুশী লাগছে। আসলে অনুসরণীয়দের মন্তব্য পেলে কি যে আনন্দ লাগে লেখে বোঝাতে পারব না। ধন্য হলাম।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন তবে শিরোনামে টাইপো ।

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৫

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই খুশী হলাম। আচ্ছা এই টাইপো জিনিসটা কি? একটু বলে দিলে এই অধমের সুবিধা হত। সামুতে নতুন তো অনেক কিছুই বুঝে উঠতে পারছি না। প্লিজ, কিছু মনে করবেন না।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: চমৎকার

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২২

ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: এলিটা ঘরে থাকলে কবিতারা হারিয়ে যাবে!

সুন্দর লিখেছেন

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: এলিটা আমার কথা শুনবে না। ও ঘরের বাইরে যাবেই তাই কবিতা হারানোর কোন ভয় নেই। হা হা হা হা

অনেক অনুপ্রাণিত হলাম।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৬

কলমের কালি শেষ বলেছেন: মিষ্টি কবিতা ।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৯

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৮

জাহাঙ্গীর.আলম বলেছেন:
স্নিগ্ধপাঠ ৷

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৭

ভ্রমরের ডানা বলেছেন: আপনি পড়েছেন ও মন্তব্য করেছেন জেনে খুশী ও অনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন:
শিরোনামের বানান ঠিক আসেনাই। টাইপিং মিস্টেক হইছে।

নাইস হইছে কবিতা। সোজা সরল। ভাল্লাগছে।

এলিটা নামটা এতো পছন্দ ঠিক ওন কারনে? আমার নিজেরও নামটা পছন্দ। একটা মুভিও আছে এলিটা নামের। বাস্তব ক্যারেক্টার, ওই এলিটা থেকে এতো পছন্দ নাকি হঠাত দুজনের এলিটারে বেশি পছন্দ? আমার দুইজনরেই ভাল্লাগে।

++

০৫ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: তারাতারি করে লেখার কারনে বানানে মনোযোগ দিতে পারিনি, বানান ঠিক করে দিলাম। আপনার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করল।

এলিটা নামটা মূলত একটি ছদ্মনাম মাত্র। এলিটা নামে মুভি আছে নাকি? ওয়াও আজি দেখব। হঠাৎ দুজনে সিনেমাটাও দেখা হয় নি, দেখতে হবে। ধন্যবাদ নদী দুটি সুন্দরী এলিটার সন্ধানদানের জন্য।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন:
এলিটা আর্জেন্টাইন ফার্স্টলেডি ছিলেন, ব্যাপক জনপ্রিয়।

আর হঠাত দুজনে সিনেমা না, গায়িকা এলিটার গাওয়া বাংলা গান।

হঠাত দুজনে কেন হারালাম?
একলা এই পথে এসে দাড়ালাম!!


০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৩১

ভ্রমরের ডানা বলেছেন: ওরে বাপস, বাস্তবের এলিটারা এত ফেমাস। ফার্স্ট লেডি আবার গায়িকা ও আছে। শতদ্রু ভাই অনেক ধন্যবাদ। গায়িকা এলিটার গান গুলো অনেক সুন্দর। অনেক আদুরে গলা

১৩| ০৮ ই মে, ২০১৫ দুপুর ১:৫১

জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে :)

০৮ ই মে, ২০১৫ রাত ১১:১১

ভ্রমরের ডানা বলেছেন: আমার ব্লগে স্বাগতম জেন রসি। আপনার প্রশংসায় অনুপ্রাণিত হলাম। আপনার নাম টা ভালো লেগেছে। কি সুন্দর নাম! :D

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১০

খায়রুল আহসান বলেছেন: লেকের পাড়ে তোমার অদ্ভুত হাসির ফোয়ারা
বৃষ্টি হয়ে নেমেছিল অঝোর ধারায়।
প্রতিটি কাঠঠোকরার লাল ঠোঁটে বিদ্যুৎ ঝলক,
তৃষ্ণার লেকের জলে অদ্ভুত শিহরণ
-- খুবই চমৎকার হয়েছে কবিতার এ স্তবকটা। কবিতায় + +

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৮

ভ্রমরের ডানা বলেছেন: এত পুরোনো কবিতাটি আপনি পাঠ করেছেন ও প্লাস দিয়েছেন দেখে খুব খুশি লাগছে!

আসলে এধরনের কবিতা লেখতেই স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম তাই কবিতাটি লেখা! কবিতাটি আমার নিজের ভীষণ প্রিয়! অদ্ভুত বিষয় হল যে অক্ষরগুলো আপনি হাইলাইট করে কোটেশন করে মন্তব্য ঘরে নিয়েছেন সে লাইন গুলোও আমার খুব প্রিয়!

তৃপ্তিদায়ক কবিতা যাকে বলে!

এমন কবিতায় আপনার মন্তব্যটি আমার মনের কোনে দীপশিখা হয়ে জ্বলবে!

ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.