নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের পরিপেক্ষিতে দুধ ও পুষ্টিঃ সমস্যা ও সমাধান

০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:১৪

আমরা সকলেই জানি যে দুধ একটি অতুলনীয় সুষম পুষ্টি খাবার। মাথাপিছু দুধের চাহিদা প্রতিটি দেশেই কমবেশি সমান কিন্তু খাবার হিসাবে গ্রহনের পরিমান ভিন্ন। আমাদের দেশে ডিপার্টমেন্ট অব লাইভস্টক সার্ভিসের (ডিএলএস) এক গবেষণা প্রতিবেদনে দুগ্ধস্বল্পতার একটি মারাত্মক চিত্র ফুটে ওঠে। তারা দেখেন যে বাংলাদেশে জন প্রতি দুধগ্রহনের পরিমান ২৫০ মিলিলিটারের বিপরীতে মাত্র ৩৩ মিলিলিটা্র। স্বাভাবিক ভাবেই এই প্রতিবেদন আমাদের পুষ্টিস্বল্পতার ঘাটতিকে স্পষ্ট করে ফুটিয়ে তোলে। এই ঘাটতিজনিত কারন ও তার প্রতিকারের বেবস্থা আমার দৃষ্টিতে নিচে ব্যাখ্যা করার চেষ্টা করেছি মাত্র।

অনেকেই হয়ত ভেবে থাকতে পারেন যে আমরা তো নিয়মিত ডিম, মাছ, মাংস খাই, দুধের ঘাটতি কি এসব দিয়ে পূরণ হবে না। উত্তর হল না। কারন দুধের মধ্যে যে বিরল পুষ্টি উপাদান যেমন কেজিন, ল্যাকটোজ বিভিন্ন মিনারেল আছে তা আর অন্য কোন খাদ্য উপাদানে নেই। আর এই সকল পুষ্টি উপাদান আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেহের গঠনে কাজ করে। বিজ্ঞানীদের গবেষণায় পাওয়া অবাক হওয়ার তথ্য হল এই যে দুধ শুধু আমাদের পুষ্টি চাহিদাই পূরণ করে না, এটি ক্ষতিকর বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে লড়াই করে আমাদের সুরক্ষা প্রদান করে। আর তাই যদি আমরা দেশ হিসেবে পুষ্টি সূচকে অগ্রগতি চাই তাহলে অবশ্যই আমাদের পুষ্টি তালিকায় পরিমিত দুধের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

আমাদের দেশে দুধের অপ্রতুল দুধ উৎপাদনের প্রধান কারনগুলো হল

~উন্নত জাতের সংকর গরুর স্বল্পতা (মাত্র দুই লক্ষ)
~ভূমি স্বল্পতা (৭০ মিলিয়ন টন উন্নত ঘাসের চাহিদার বিপরীতে উৎপাদন মাত্র ২৩ মিলিয়ন টন )
~দুধ উৎপাদনে গো-পুষ্টির অভাব।
~ উন্নত জাতের দেশীয় প্রজাতির গাভি অভাব।
~ আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের অভাব।
~ বাস্তবতামুখী সঠিক পরিকল্পনার অভাব।
~ সল্প সংখ্যক চিলিং প্ল্যান্ট

এই সমস্যাগুলি ছাড়াও আমাদের আরও অনেক সমস্যা রয়েছে যেমন রাজনৈতিক অস্থিরতায় দুধের ব্যাপক অপচয়, ক্ষুদ্র ঋণের স্বল্পতা ইত্যাদি ।

এই সমস্যাগুলো সমাধানে আমরা যা করতে পারিঃ
~ সঠিক কর্মপরিকল্পনা ও পদ্ধতি।
~ বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ও সরকারি গবেষণাগারে বৃহৎ গবেষণা।
~ দুগ্ধউৎপাদনে সরকারের বাজেট বৃদ্ধ।
~ ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের গাভিপালনে ক্ষুদ্রঋণ প্রদান।
~ দুধ সংরক্ষণের জন্য আরও অধিক চিলিং প্ল্যান্ট নির্মাণ।
~ অধিক দুধ উৎপাদনের জন্য গাভির পুষ্টি নিশ্চিতকরন।
~ সর্বশেষে দুগ্ধউৎপাদনে বিভিন্ন এলাকায় মিল্কবেল্ট তৈরির উদ্যোগ।



মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৩০

ভ্রমরের ডানা বলেছেন: ধৈর্য সহকারে পাঠ করার জন্য ধন্যবাদ জানবেন।

২| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৩

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:৫১

ভ্রমরের ডানা বলেছেন: পাঠ করার জন্য ধন্যবাদ জানবেন।

৩| ১১ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪০

কলমের কালি শেষ বলেছেন: ভাল বলেছেন । অপ্রতুল দুধের কারণেই আমাদের দেশের বেশিরভাগ শিশুরা পুষ্টিহীনতায় ভোগে ।

১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ভ্রমরের ডানা বলেছেন: এই সমস্যাটা আমরা অনেক ছোট করে দেখি। কিন্তু এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর সেটা বুঝতেও পারিনা। এই দেশের প্রানিসম্পদ অধিদপ্তর কে ঢেলে সাজানো উচিত এবং দেশের প্রান্তিক কৃষকদের গাভি পালনে সহজ শর্ত ঋণ প্রদান করা উচিত।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫২

খায়রুল আহসান বলেছেন: কটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করেছেন, তবে আরেকটু ডিটেইলস ও ডাটা সহ দিলে ভাল হতো।
৩ নম্বর প্রতিমন্তব্যে যা বলেছেন, তার সাথে আমি পুরোপুরি একমত। পোস্টে "লাইক"।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন: শুরুর দিকের লেখা তাই বিস্তারিত লেখা সম্ভব হয়নি! সামনে আরো কিছু লেখার চেষ্টা অবশ্যই থাকবে! তবে এই বিষয়ে আমাদের নীতিনির্ধারকগন সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন।

জনসচেতনতার সাথে সাথে প্রানীসম্পদকে নিবিড়ভাবে এগিয়ে নিলে দেশ দুধের চাহিদা মেটাতে সফল হবে!

লেখাটি পাঠে অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখক!

শুভকামনা সতত!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.